এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC HSC Civics and Good Governance 1st Paper MCQ with Answer pdf download
সকল বোর্ড ২০১৯
পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: [২৬৯]
সময়: ৩০ মিনিট পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]
HSC Civics and Good Governance 1st Paper pdf download
Board Question Solution
MCQ
Question and Answer
১. রাজনৈতিক দলের কাজ হলো-
[ক] জনমত গঠন
[খ] অন্য দলের বিরোধিতা
[গ] বিচারকার্যে প্রভাব বিস্তার
[ঘ] আমলাতন্ত্রের নিয়ন্ত্রণ
নিচের ছকটি দেখ এবং ২ ও ৩নং প্রশ্নের উত্তর দাও :
দল ব্যবস্থা
একদলীয় ব্যবস্থা
দ্বি-দলীয় ব্যবস্থা
[?]
২. ছকের প্রশ্নচিহ্নিত স্থানে কী বসবে?
[ক] চাপসৃষ্টিকারী গোষ্ঠী
[খ] স্বার্থান্বেষী গোষ্ঠী
[গ] উপদলীয়
[ঘ] বহুদলীয়
৩. ছকে প্রশ্নচিহ্নিত ব্যবস্থার অসুবিধা হলো-
i. সুষ্ঠু জনমত সৃষ্টি হয়
ii. বিভেদ ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়
iii. শক্তিশালী বিরোধী দলের অভাব হয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৪. সংসদীয় গণতন্ত্রে সরকার ও রাষ্ট্রপ্রধানের পার্থক্য হলো-
i. ক্ষমতার প্রয়োগ
ii. আইনসভার নিকট দায়বদ্ধতা
iii. পদমর্যাদায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫. রাজনৈতিক সংস্কৃতি হলো-
i. সাংস্কৃতিক সংগঠনের স্বীকৃতি
ii. রাজনৈতিক ব্যবস্থার প্রতিচ্ছবি
iii. মানুষের রাজনৈতিক বিশ্বাসের সমষ্টি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৬ ও ৭নং প্রশ্নের উত্তর দাও :
ডেভিটের দেশে সংবিধান অলিখিত, সুপরিবর্তনীয় এবং এতে কোনো প্রদেশ নেই। অপরদিকে রাজীবের দেশের সংবিধান লিখিত, দুষ্পরিবর্তনীয় ও প্রদেশ রয়েছে।
৬. উদ্দীপকে রাজীবের দেশে কোন ধরনের সরকার রয়েছে?
[ক] এককেন্দ্রিক
[খ] যুক্তরাষ্ট্রীয়
[গ] রাজতান্ত্রিক
[ঘ] একনায়কতান্ত্রিক
৭. উদ্দীপকে রাজীব ও ডেভিটের দেশের সরকার পদ্ধতির পার্থক্য হলো-
i. সংবিধানের প্রকৃতিগত
ii. সংবিধান প্রণয়নে
iii. ক্ষমতা ও কর্তৃত্বের বিভাজনে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৮. জাতীয়তা উদ্ভবের কারণ হলো-
i. জাতীয়তাবাদী নেতার নেতৃত্ব
ii. স্বাধীনতার চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আকাঙ্ক্ষা
iii. অর্থনৈতিক মুক্তির কর্মসূচি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের ছকটি দেখে ৯ ও ১০নং প্রশ্নের উত্তর দাও :
?
স্থায়ী নিয়োগ
পদসোপান
লালফিতার দৌরাত্ম্য
৯. ছকে প্রশ্নচিহ্নিত স্থানে কী বসবে?
[ক] রাজনৈতিক দল
[খ] চাপসৃষ্টিকারী গোষ্ঠী
[গ] আমলাতন্ত্র
[ঘ] সেনাবাহিনী
১০. ছকের প্রশ্নচিহ্নিত সংগঠনটি রাষ্ট্রে ভূমিকা রাখে?
[ক] জনমত গঠনে
[খ] রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে
[গ] সরকারি নীতি বাস্তবায়নে
[ঘ] সরকারি আইন প্রণয়নে
১১. মানবাধিকারের রক্ষক কে?
[ক] সংবিধান
[খ] জাতিসংঘ
[গ] নির্বাহী বিভাগ
[ঘ] বিচার বিভাগ
১২. জনমতের বাহন কোনটি?
[ক] জনগণ
[খ] সংবাদপত্র
[গ] কম্পিউটার
[ঘ] মাল্টিমিডিয়া
১৩. ‘‘জাতীয়তার ধারণা এক প্রকার মানসিক ধারণা’’- উক্তিটি কার?
[ক] জন স্টুয়ার্ট মিল
[খ] হ্যান্স কোঁন
[গ] হ্যারল্ড জে লাস্কি
[ঘ] ম্যাকিয়াভেলী
১৪. পৌরনীতির আলোচ্য বিষয় কোনটি?
[ক] রাজনীতি
[খ] নাগরিক
[গ] সমাজ
[ঘ] ধর্ম
১৫. সুশাসনের অন্তর্ভুক্ত কোনটি?
[ক] সুষম বণ্টন
[খ] জবাবদিহিমূলক প্রশাসন
[গ] ক্ষমতার কেন্দ্রিকরণ
[ঘ] সামাজিক নিরাপত্তা
১৬. মানব সভ্যতার আদি সংগঠন কোনটি?
[ক] সমাজ
[খ] রাষ্ট্র
[গ] পরিবার
[ঘ] গোত্র
[ক] দক্ষ প্রশাসন
[খ] নিয়ন্ত্রিত বিচার বিভাগ
[গ] কার্যকর আইনসভা
[ঘ] সামরিক বাহিনী
১৮. স্বাধীনতার রক্ষাকবচ হলো-
i. সংবিধানে মৌলিক অধিকারের স্বীকৃতি
ii. অন্যের কাজে হস্তক্ষেপ না করা
iii. বহুদলীয় ব্যবস্থা চালু করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৯. ম্যাক্স ওয়েবার কোনটির জনক?
[ক] গণতন্ত্র
[খ] সমাজতন্ত্র
[গ] ক্ষমতা স্বতন্ত্রীকরণ
[ঘ] আমলাতন্ত্র
২০. রহিম রাজনৈতিক দলের কর্মী। অন্যান্য দলের কর্মীদের সাথে তার বন্ধুত্ব রয়েছে। তার দলের বিরুদ্ধে সমালোচনা ধৈর্যসহকারে শুনেন। রহিমের দৃষ্টিভঙ্গি কোন মূল্যবোধকে নির্দেশ করে?
[ক] সামাজিক
[খ] রাজনৈতিক
[গ] ধর্মীয়
[ঘ] নৈতিক
২১. ই-সেবার অর্থ কোনটি?
[ক] Easy service
[খ] Effective service
[গ] Electronic service
[ঘ] Elected service
২২. আইনগত কর্তব্য কোনটি?
[ক] রাষ্ট্রীয় ত্রাণ তহবিলে অর্থদান
[খ] ভিক্ষুককে ভিক্ষা দেওয়া
[গ] নিয়মিত কর প্রদান
[ঘ] সন্তানসন্ততিকে শিক্ষা দেওয়া
২৩নিচের কোনটি মূল্যবোধের উপাদান নহে?
[ক] সামাজিক ন্যায়বিচার
[খ] সহনশীলতা
[গ] সহমর্মিতা
[ঘ] জনমত
নিচের উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও :
সুমন ২০১৬ সালে একাদশ শ্রেণিতে মানবিক বিভাগে ভর্তি হয়। সে পরিবার, সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য পালন বিষয়ে জ্ঞান অর্জনে আগ্রহী এবং রাষ্ট্র ও সমাজে গণতান্ত্রিক আদর্শ প্রতিষ্ঠায় কাজ করতে ইচ্ছুক।
২৪. উদ্দীপকে বর্ণিত সুমনের জ্ঞান অর্জনের জন্য কোন বিষয়টি অধ্যয়ন প্রয়োজন?
[ক] সমাজবিজ্ঞান
[খ] পৌরনীতি ও সুশাসন
[গ] মনোবিজ্ঞান
[ঘ] ইতিহাস
২৫. উদ্দীপকে সুমনের আদর্শ প্রতিষ্ঠায় প্রয়োজন হবে-
i. জনগণের সম্মতি
ii. আইনের শাসন
iii. বহুদলীয় ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৬. ইংরেজি খবধফ শব্দের অর্থ কী?
[ক] পথ দেখানো
[খ] নেতৃত্ব দেয়া
[গ] বক্তব্য দেয়া
[ঘ] নেতা হওয়া
২৭. ‘ক’ রাষ্ট্রে পরীক্ষার রেজাল্ট, আয়কর প্রদান ও বেতনভাতা অনলাইনের মাধ্যমে প্রদান করা যায়। ‘ক’ রাষ্ট্রে কোন ধরনের শাসন রয়েছে?
[ক] E-governance
[খ] E-cash
[গ] E-commerce
[ঘ] E-governor
নিচের উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯নং প্রশ্নের উত্তর দাও :
জনাব জসীম পোশাক কারখানার মালিক। তিনি শ্রমিক নিয়োগের ক্ষেত্রে যোগ্যতাকে প্রাধান্য দেন। নারী ও পুরুষ শ্রমিককে সমান হারে বেতন দেন।
২৮. উদ্দীপকের জনাব জসিমের নীতিটি কোন বিষয়ের সাথে সম্পৃক্ত?
[ক] আইন
[খ] স্বাধীনতা
[গ] মূল্যবোধ
[ঘ] সাম্য
২৯. উদ্দীপকে নারী ও পুরুষ শ্রমিককে সমান হারে বেতন দেওয়ায় সমাজে প্রতিষ্ঠিত হবে-
i. আইনের দৃষ্টিতে সমতা
ii. অর্থনৈতিক সাম্য
iii. রাজনৈতিক স্বাধীনতা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩০. ই-গভর্ন্যান্সের প্রতিবন্ধকতা হলো-
[ক] দক্ষ প্রশাসন
[খ] কার্যকর সংসদ
[গ] ইলেকট্রনিক সামগ্রীর উৎপাদন ও বাণিজ্যে অনগ্রসর
[ঘ] জনগণের ব্যাপক অংশগ্রহণ
উত্তরমালা: ১ [ক] ২ [ঘ] ৩ [গ] ৪ [ঘ] ৫ [গ] ৬ [খ] ৭ [ঘ] ৮ [ক] ৯ [গ] ১০ [গ] ১১ [খ] ১২ [খ] ১৩ [গ] ১৪ [খ] ১৫ [খ] ১৬ [গ] ১৭ [খ] ১৮ [ক] ১৯ [ঘ] ২০ [খ] ২১ [গ] ২২ [গ] ২৩ [ঘ] ২৪ [খ] ২৫ [ঘ] ২৬ [ক] ২৭ [ক] ২৮ [ঘ] ২৯ [ক] ৩০ [গ]
0 Comments:
Post a Comment