৯ম-১০ম শ্রেণির গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
ক্যারিয়ার শিক্ষা
তৃতীয় অধ্যায়
Class 9-10 Career Education Guide and SSC Exam Preparation
SSC Career Education Chapter-3
SSC Career Studies Guide
MCQ
Question and Answer pdf download
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. মনোভাব কোন ধরনের হতে পারে?
✅ ইতিবাচক
[খ] গুণবাচক
[গ] নেতিবাচক
[ঘ] ব্যক্তিবাচক
২. কর্মে সফলতায় নিচের কোন মূল্যবোধটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ?
[ক] সততা
[খ] সময়ানুবর্তিতা
✅ নিয়মানুবর্তিতা
[ঘ] নান্দনিকতা
৩. অনুভূতির ক্ষেত্রে প্রযোজ্য হলো, এটি-
i. আবেগের চেয়ে তুলনামূলকভাবে দীর্ঘস্থায়ী
ii. ঘটনা বা মতবাদ সম্পর্কে আমাদের আবেগ ও অনুভূতির ফলশ্রুতি
iii. নিরাশাবাদী মানুষকেও অনেক সময় উজ্জীবিত করে
নিচের কোনটি সঠিক?
✅ i
[খ] ii
[গ] iii
[ঘ] i ও ii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও :
জেসমিন তার পরিবার ও অফিস উভয় ক্ষেত্রেই সহনশীল আচরণ করেন। তবে মাঝেমধ্যে সহকর্র্মীদের আচরণে তীব্র প্রতিক্রিয়াও দেখান। তিনি কোনো কাজ ভালো লাগলে যেমন প্রশংসা করেন তেমনি খারাপ লাগলেও প্রতিক্রিয়া জানাতে দেরি করেন না।
৪. জেসমিনের এ বৈশিষ্ট্যকে কী বলা হয়?
[ক] ভাবমূর্তি
✅ মনোভাব
[গ] অনুভূতি
[ঘ] আবেগ
৫. এ বৈশিষ্ট্যের কারণে জেসমিন-
i. কর্মক্ষেত্রে সহমর্মিতা পেতে পারেন
ii. সহকর্র্মীদের খারাপ আচরণের সম্মুখীন হতে পারেন
iii. সকলের বিশ্বাস ও আস্থা অর্জনে সক্ষম হতে পারেন
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
✅ i ও iii
সংযোগ স্থাপন ও ক্যারিয়ার
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৬. সংযোগ স্থাপন বলতে সাধারণত কী বোঝায়? (জ্ঞান)
[ক] কয়েকটি বিষয় নিয়ে ভাবা
✅ দুই বা ততোধিক জিনিস সংযুক্ত করা
[গ] একটি জিনিসের গুণ
[ঘ] মানুষের দক্ষতা
৭. ইলেকট্রিশিয়ান বিশ্বজিৎ তার নিজ বাড়িতে প্রধান বৈদ্যুতিক লাইন থেকে বিদ্যুৎ সরবরাহের জন্য দুইটি লাইন যুক্ত করলেন। তার এরূপ কাজ কিসের সাথে সাদৃশ্যপূর্ণ? (প্রয়োগ)
✅ সংযোগ স্থাপন
[খ] বিশেষ দক্ষতা
[গ] সৃজনশীলতা
[ঘ] গাণিতিক দক্ষতা
৮. সমাজের সকল মানুষ কীভাবে বসবাস করে? (জ্ঞান)
[ক] বিচ্ছিন্নভাবে
[খ] বিশৃঙ্খলভাবে
✅ একত্রিত হয়ে
[ঘ] অসামাজিকভাবে
৯. পৃথিবীর সকল মানুষ কোন অদৃশ্য বন্ধনে আবদ্ধ? (জ্ঞান)
[ক] নির্ভরশীলতার
✅ মায়ার
[গ] প্রযুক্তির
[ঘ] যোগাযোগের
১০. কাদের প্রতি আমাদের মায়ার পরিমাণ বেশি? (জ্ঞান)
[ক] বিদেশি
[খ] দেশি
[গ] উদ্বাস্তু
✅ পরিচিতজন
১১. কর্মক্ষেত্রে সকলেই পরস্পরের মধ্যে নিচের কোনটি স্থাপন করে? (অনুধাবন)
✅ সংযোগ
[খ] বৈরিতা
[গ] স্নায়ুযুদ্ধ
[ঘ] স্বাতন্ত্র্যমূলক মানসিকতা
১২. চারপাশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে পরিচিত হওয়াকে কী বলে? (জ্ঞান)
[ক] জানাশোনা
[খ] সামাজিক দায়িত্ব
[গ] সুসম্পর্ক তৈরি
✅ সংযোগ স্থাপন
১৩. ব্যক্তির সাথে ব্যক্তির পরিচিতি থাকলেও পরবর্তীতে উভয়ই ভুলে যায়। এর কারণ কী? (উচ্চতর দক্ষতা)
[ক] সংযোগ স্থাপন সঠিক না হওয়া
✅ যোগাযোগ রক্ষিত না হওয়া
[গ] মানসিক অবস্থা ভালো না থাকা
[ঘ] উভয়ই নিরাশাবাদী হওয়া
১৪. রায়হান সাতক্ষীরার এবং শাফিন ঢাকার কাপড় ব্যবসায়ী। তারা একে অন্যের সাথে অনেক আগে ব্যবসায়িক কাজের জন্য পরিচিত হয়েছিল। এখনও তাদের মধ্যে সুসম্পর্ক বজায় আছে। এরূপ সুসম্পর্ক থাকার কারণ কী? (প্রয়োগ)
[ক] সংযোগ স্থাপনের প্রক্রিয়া ঠিক থাকা
[খ] একে অন্যকে পছন্দ করা
✅ যোগাযোগ রক্ষিত হওয়া
[ঘ] ব্যবসায়িক মুনাফা লাভ করা
১৫. সহপাঠীদের সাথে কোন ধরনের সংযোগ স্থাপিত হয়? (জ্ঞান)
✅ ব্যক্তিগত
[খ] পেশাগত
[গ] সামাজিক
[ঘ] রাজনৈতিক
১৬. ব্যবসা বা চাকরির ক্ষেত্রে অন্যের সাথে কোন ধরনের সংযোগ স্থাপিত হয়? (জ্ঞান)
[ক] সামাজিক
[খ] রাজনৈতিক
✅ পেশাগত
[ঘ] ব্যক্তিগত
১৭. জনাব ফরিদ ব্যবসার কাজে অনেকের সাথে যোগাযোগ করেন। তার এরূপ যোগাযোগ রক্ষা কোন ধরনের সংযোগ স্থাপনের মধ্যে পড়ে? (প্রয়োগ)
[ক] ব্যক্তিগত
[খ] সামাজিক
[গ] রাজনৈতিক
✅ পেশাগত
১৮. সব কাজের ক্ষেত্রে নিচের কোনটি প্রয়োজনীয়? (জ্ঞান)
✅ সংযোগ স্থাপন
[খ] আবেগ
[গ] অনুভূতি
[ঘ] গাণিতিক দক্ষতা
১৯. রাহাত ও তার কয়েকজন বন্ধু একটি সমাজসেবামূলক কাজ করা শুরু করল। তারা কেউ কারো সাথে তথ্য আদান-প্রদান করে না। এক পর্যায়ে তাদের কাজটি বিফল হয়। তাদের কাজের অসফলতার পিছনের মূল কারণ কী? (প্রয়োগ)
[ক] অনুভূতিহীনতা
✅ সংযোগহীনতা
[গ] প্রযুক্তি ব্যবহার নেই
[ঘ] সৃজনশীলতার ব্যবহার নেই
২০. কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে দৃঢ় সংযোগ থাকলে কাজের পরিবেশ কেমন থাকে? (অনুধাবন)
✅ অনুকূল
[খ] প্রতিকূল
[গ] আবেগপ্রবণ
[ঘ] বিরূপ
২১. চাকরির ক্ষেত্রে নিচের কার সাথে সংযোগ স্থাপন করা জরুরি? (জ্ঞান)
✅ অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীর সাথে
[খ] স্থানীয় উদ্যোক্তাদের সাথে
[গ] গণমাধ্যমের সাথে
[ঘ] স্থানীয় সরকারি প্রশাসনের সাথে
২২. ব্যবসায়-বাণিজ্যের ক্ষেত্রে নিচের কার সাথে সংযোগ স্থাপন করা জরুরি? (জ্ঞান)
✅ স্থানীয় উদ্যোক্তাদের সাথে
[খ] স্কুল কলেজের পরিচিতদের সাথে
[গ] প্রশাসনিক কর্মকর্তাদের সাথে
[ঘ] রাজনীতিবিদদের সাথে
২৩. সংযোগ স্থাপনের ক্ষেত্রে করণীয় কী? (উচ্চতর দক্ষতা)
[ক] বেশি কথা বলা
[খ] ব্যক্তির আচরণ নির্ণয় করা
✅ কুশল বিনিময় করা
[ঘ] এড়িয়ে যাওয়া
২৪. বিপদে-আপদে পরিচিতজনদের খোঁজখবর নিলে এবং সম্ভব হলে সশরীরে হাজির হলে নিচের কোনটি মজবুত হয়? (জ্ঞান)
[ক] সমবায়
✅ সংযোগ স্থাপন
[গ] পারস্পরিক সমঝোতা
[ঘ] ব্যক্তির চরিত্র
২৫. মামুন তার পরিচিতজনদের সাথে দেখা হলে একসাথে আলাপ আলোচনা করে এবং তাদের সাধারণ আগ্রহের বিষয় নিয়ে কথা বলে। এক্ষেত্রে মানুনের কোন বিষয়ক ক্ষমতা প্রকাশিত হচ্ছে? (প্রয়োগ)
[ক] সংযোগ বিচ্ছিন্নকরণ
[খ] অতিরিক্ত কথা বলা
[গ] ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি
✅ সংযোগ স্থাপন
২৬. ব্যক্তিগত কিন্তু গোপনীয় এবং স্পর্শকাতর নয় এমন বিষয়ে অল্প কথা বলা কিসের ক্ষেত্রে একটি করণীয় দিক? (জ্ঞান)
[ক] ব্যক্তিস্বাতন্ত্র্য
✅ সংযোগ স্থাপন
[গ] ভালো শ্রোতা
[ঘ] মানসিক দক্ষতা
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৭. মানুষ হিসেবে আমরা- (অনুধাবন)
i. একে অন্যকে শ্রদ্ধা করি
ii. সবাই একসাথে বসবাস করতে চাই
iii. একে অন্যের প্রতি বিদ্বেষপরায়ণ হই
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৮. আমরা পরিচিতজনদের- (অনুধাবন)
i. এড়িয়ে চলতে চেষ্টা করি
ii. কাছাকাছি থাকতে চাই
iii. মঙ্গল কামনা করি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
২৯. মায়ার অদৃশ্য বন্ধন কার্যকরী ভূমিকা পালন করে- (অনুধাবন)
i. সামাজিক ক্ষেত্রে
ii. কর্মক্ষেত্রে
iii. আন্তর্জাতিক ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩০. পছন্দের কর্মক্ষেত্রের চাহিদা অনুযায়ী নিজেকে গড়ে তুলতে হলে প্রয়োজন- (অনুধাবন)
i. আত্মবিশ্বাস
ii. জানাশোনা
iii. অগ্রজদের পথনির্দেশ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৩১. একই সমাজে আমরা যারা বাস করি, তারা পরস্পরের সাথে যে ধরনের সংযোগ স্থাপন করি- (অনুধাবন)
i. ব্যক্তিগত
ii. সামাজিক
iii. সাংস্কৃতিক
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৩২. সংযোগ স্থাপন হতে পারে- (অনুধাবন)
i. ব্যক্তিতে-ব্যক্তিতে
ii. প্রতিষ্ঠানে-প্রতিষ্ঠানে
iii. সংঘে-সংঘে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৩. আমাদেরকে মিশুক প্রকৃতির হতে হবে - (অনুধাবন)
i. ক্যারিয়ারের স্বার্থে
ii. সামাজিকতার স্বার্থে
iii. মানসিকতার স্বার্থে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৪. নাকিব একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। এক্ষেত্রে সে সংযোগ স্থাপন করবে- (প্রয়োগ)
i. প্রতিষ্ঠানের গ্রাহকদের সাথে
ii. গণমাধ্যমের সাথে
iii. প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগের কর্মকর্তাদের সাথে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৫. রূপস রায় একজন ব্যবসায়ী। তিনি সংযোগ স্থাপন করবেন- (প্রয়োগ)
i. জাতীয় মানবসম্পদ বিভাগের কর্মকর্তাদের সাথে
ii. স্থানীয় উদ্যোক্তাদের সাথে
iii. স্থানীয় সরকারি প্রশাসনের সাথে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৬. তাজিম একজন ব্যবসায়ী। তিনি গ্রাহকদের সাথে নিয়মিত যোগাযোগ চালিয়ে যান। গ্রাহকদের সাথে তাজিমের এরূপ সম্পর্ক বজায় রাখার কারণ- (উচ্চতর দক্ষতা)
i. সততা
ii. নিয়মানুবর্তিতা
iii. ব্যক্তিগত গোপনীয়তা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৭ ও ৩৮ নং প্রশ্নের উত্তর দাও :
বাংলাদেশ ১৯৭৪ সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে। বিভিন্ন সংস্থা বাংলাদেশে তাদের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে আবার বাংলাদেশও জাতিসংঘের সাথে নানা কারণে সম্পর্ক অটুট রাখার চেষ্টা করছে। যেমন বাংলাদেশ ১৯৮৮ সালে জাতিসংঘে সৈন্য প্রেরণ করে। যারা বর্তমানে পৃথিবীর ১২টি দেশে কর্মরত আছে।
৩৭. উক্ত বিষয়টি কার-কার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে? (প্রয়োগ)
[ক] ব্যক্তি-ব্যক্তি
[খ] প্রতিষ্ঠান-ব্যক্তি
✅ প্রতিষ্ঠান-প্রতিষ্ঠান
[ঘ] ব্যক্তি-দল
৩৮. অনুচ্ছেদে যে প্রতিচ্ছবি ফুটে উঠেছে- (উচ্চতর দক্ষতা)
i. মূল্যবোধের প্রয়োজনীয়তা
ii. জাতিসংঘের কৃতিত্ব
iii. সংযোগ স্থাপন
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
✅ iii
[ঘ] i ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৯ ও ৪০ নং প্রশ্নের উত্তর দাও :
কাসাব দরিদ্রতার কারণে এসএসসি পরীক্ষার পর আর পড়ালেখা চালিয়ে যেতে পারেনি। কিন্তু সে তার পরিচিত সকলের সাথে সবসময় যোগাযোগ রাখার চেষ্টা করে যাতে একটি ভালো চাকরি পাওয়া যায়। একদিন তার এক বন্ধু তাকে একটি ভালো চাকরির সন্ধান দেয়।
৩৯. অনুচ্ছেদে কাসাবের চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে? (প্রয়োগ)
[ক] আচার-ব্যবহার
[খ] সচ্চরিত্র
✅ সংযোগ স্থাপন
[ঘ] অন্যের দয়া
৪০. উক্ত ক্ষেত্রে যে বিষয়টি সবচেয়ে বেশি অবদান রেখেছে তা হলো- (উচ্চতর দক্ষতা)
i. ক্যারিয়ার
ii. নিজের গুরুত্ব
iii. সামাজিকতা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
এসো ভালো শ্রোতা হই
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৪১. যোগাযোগ রক্ষায় নিচের কোনটি খুবই জরুরি? (জ্ঞান)
[ক] আবেগপ্রবণ হওয়া
✅ ভালো শ্রোতা হওয়া
[গ] অনুভূতিশীল হওয়া
[ঘ] পরশ্রীকাতর হওয়া
৪২. ভালো শ্রোতা হিসেবে চিহ্নিত করতে মান নির্ণয়ের ছক অনুযায়ী মনোযোগী শ্রোতার স্কোর কত হওয়া বাঞ্ছনীয়? (জ্ঞান)
[ক] ৫-১০
[খ] ১০-২০
[গ] ২০-৩০
✅ ৩০-৪০
৪৩. কোনো ব্যক্তিকে ভালো শ্রোতা বলার কারণ কী হতে পারে? (উচ্চতর দক্ষতা)
[ক] বক্তব্য স্বাভাবিকভাবে শোনা
✅ বক্তব্য মনোযোগ সহকারে শোনা
[গ] অন্যকে বক্তব্য শোনার জন্য উৎসাহিত করা
[ঘ] বক্তার আচরণ বিশ্লেষণ করা
৪৪. একজন ভালো শ্রোতা বক্তার বক্তব্য শোনার সময় কেমন থাকে? (জ্ঞান)
[ক] অন্যের সাথে বক্তব্য সম্পর্কে আলোচনা করে
✅ মনোযোগী থাকে
[গ] বক্তব্যের বিষয়টি নিয়ে বক্তাকে প্রশ্ন করে
[ঘ] অন্যমনস্ক থাকে
৪৫. একজন ভালো শ্রোতা বেশিরভাগ সময় কীভাবে বক্তব্য শোনে? (জ্ঞান)
[ক] অন্যমনস্ক হয়ে
[খ] প্রধান বিষয়বস্তু এড়িয়ে
✅ বক্তার চোখে চোখ রেখে
[ঘ] বক্তার বক্তব্যের পুনঃউচ্চারণ করে
৪৬. ভালো শ্রোতা বক্তার বক্তব্যের প্রতি কেমন থাকে? (জ্ঞান)
[ক] বিমর্ষ
[খ] উদাসীন
[গ] মানসিক বিপর্যস্ত
✅ একান্ত
৪৭. বক্তার বক্তব্যের সাথে ভালো শ্রোতার কোনটি পরিবর্তিত হয়? (জ্ঞান)
[ক] দৃষ্টিভঙ্গি
[খ] অভ্যাস
✅ অভিব্যক্তি
[ঘ] শারীরিক শক্তি
৪৮. গবেষণা অনুযায়ী কোনো আলোচনা চলাকালীন একজন ভালো শ্রোতা শতকরা কতভাগ সময় বক্তার বক্তব্য শোনে? (জ্ঞান)
[ক] ৬০
[খ] ৭০
✅ ৮০
[ঘ] ৯০
৪৯. কোনো আলোচনা চলাকালীন একজন ভালো শ্রোতা শতকরা কতভাগ সময় কথা বলে? (জ্ঞান)
✅ ২০
[খ] ৪০
[গ] ৬০
[ঘ] ৮০
৫০. বক্তার বক্তব্য শোনার সময় ভালো শ্রোতা কোনটি করা থেকে বিরত থাকে? (অনুধাবন)
✅ অপ্রাসঙ্গিক বিষয়ের অবতারণা
[খ] মনোনিবেশ
[গ] বক্তার চোখে চোখ রেখে শোনা
[ঘ] যথা সময়ে মন্তব্য করা
৫১. একজন ভালো শ্রোতা বক্তাকে কীভাবে বিষয়বস্তুর মধ্যে থাকতে সাহায্য করে? (অনুধাবন)
[ক] অপ্রাসাঙ্গিক কথা বলে
[খ] বার বার প্রশ্ন করে
[গ] কোনো কথা না বলে চুপচাপ থেকে
✅ যৌক্তিক ভাববিনিময়গত মিথাস্ক্রিয়তার মাধ্যমে
৫২. একজন ব্যক্তি কখন ভালো শ্রোতা হয়? (উচ্চতর দক্ষতা)
✅ বক্তব্য মনোযোগ দিয়ে শুনলে এবং ভাবলে
[খ] বক্তব্য শোনার সময় কথা বললে
[গ] বক্তাকে প্রশ্ন করলে
[ঘ] বক্তব্য চলাকালীন বক্তব্য নিয়ে আলোচনা করলে
৫৩. কোন ব্যক্তিকে ভালো শ্রোতা বলা যায় না? (অনুধাবন)
[ক] যিনি মনোযোগী
[খ] যিনি বক্তার চোখে চোখ রেখে বক্তব্য শোনেন
[গ] যিনি বক্তব্য শেষে প্রাসঙ্গিক প্রশ্ন করেন
✅ যিনি বক্তব্য ভাবনা চিন্তার গভীর নেননা
৫৪. নিচের কোনটি ভালো শ্রোতার বৈশিষ্ট্য? (জ্ঞান)
[ক] মনোযোগহীনতা
[খ] অপ্রাসঙ্গিক বিষয়ের অবতারণা
✅ বক্তব্যের সাথে একাত্ম্য হওয়া
[ঘ] বক্তাকে ক্রমাগত প্রশ্ন করা
৫৫. অন্যে কথা বললে নিজে কথা না বলে অন্যকে বলার সুযোগ দেওয়া এবং তার কথা মনোযোগ সহকারে শোনা কার গুণ? (উচ্চতর দক্ষতা)
✅ ভালো শ্রোতার
[খ] আবেগহীনের
[গ] অনুভূতিশীলের
[ঘ] মূল্যবোধহীনের
৫৬. কেউ কথা বলার সময় অযথাই তার দৃষ্টি অন্য কোনো দিকে নেওয়া কিসের লক্ষণ? (জ্ঞান)
[ক] চতুরতা
[খ] ভালো শ্রোতা
✅ মন্দ শ্রোতা
[ঘ] উদাসীনতা
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৫৭. ভালো শ্রোতা হওয়া মানে- (অনুধাবন)
i. কোনো কিছু শোনা
ii. বক্তব্য মনোযোগ দিয়ে শোনা
iii. শোনা বিষয় নিয়ে ভাবা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৫৮. অন্যের কথা বলার সময় ভালো শ্রোতারা- (অনুধাবন)
i. কথা বলে না
ii. প্রশ্ন করে
iii. যথাসময়ে মন্তব্য করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫৯. মাহমুদুল একজন ভালো শ্রোতা। সে কোনো বক্তব্য শোনার সময়- (প্রয়োগ)
i. কথা বলে
ii. বক্তার চোখ চোখ রেখে বক্তব্য শোনে
iii. অপ্রাসঙ্গিক বিষয়ের অবতারণা থেকে বিরত থাকে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৬০. ভালো শ্রোতা নির্ণয়ের মানদণ্ড হলো- (অনুধাবন)
i. প্রধান শব্দসমূহ মনে গাঁথা
ii. বক্তব্য শোনার সময় কথা বলার মাত্রা
iii. বক্তব্যের প্রেক্ষাপট অনুধাবন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৬১ ও ৬২ নং প্রশ্নের উত্তর দাও :
রাশেদ নবম শ্রেণির ছাত্র। সে ক্লাস চলাকালীন শিক্ষকের কথা খুবই মনোযোগ সহকারে শোনে। সে সুযোগ বুঝে প্রশ্ন ও মন্তব্য করে। কিন্তু তার কিছু বন্ধু আছে যারা পেছনে বসে প্রায়ই হাসি-ঠাট্টা করে ও কথা বলে।
৬১. অনুচ্ছেদের রাশেদকে কী বলা যায়? (প্রয়োগ)
✅ ভালো শ্রোতা
[খ] ভালো ছাত্র
[গ] মনোযোগহীন ছাত্র
[ঘ] সৎ মানুষ
৬২. রাশেদের উক্ত গুণটি তার শ্রেণিশিক্ষককে পাঠদানকালে যে ক্ষেত্রে সহায়তা করবে- (উচ্চতর দক্ষতা)
i. বিষয়বস্তুর মধ্যে থাকতে
ii. ভিন্ন ভিন্ন ক্ষেত্রে বক্তব্য দিতে
iii. বিষয়বস্তুর বাইরের আলোচনা করতে
নিচের কোনটি সঠিক?
✅ i
[খ] ii
[গ] iii
[ঘ] i, ii ও iii
ভালো শ্রোতা হওয়ার কৌশল
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৬৩. একজন ভালো শ্রোতা কোনো কথা শোনার পূর্বে নিচের কোনটির ক্ষেত্রে সচেতন থাকেন? (জ্ঞান)
[ক] নিজের আদর্শ
✅ গঠনমূলক উদ্দেশ্য
[গ] বক্তার চরিত্র
[ঘ] লোকসমাগম
৬৪. বক্তব্য মনে রাখার জন্য একজন ভালো শ্রোতা কী করে থাকেন? (জ্ঞান)
[ক] বিভিন্ন শব্দ মনে রাখেন
[খ] বক্তার কাছে পুনরায় জিজ্ঞাসা করেন
✅ মুখ্য শব্দ মনে রাখেন
[ঘ] পুরোপুরি বক্তব্য আয়ত্ত করেন
৬৫. বক্তব্য মনে রাখার জন্য একজন ভালো শ্রোতা কী করে থাকেন? (জ্ঞান)
[ক] বিভিন্ন শব্দ মনে রাখেন
[খ] বক্তার কাছে পুনরায় জিজ্ঞাসা করেন
✅ মুখ্য শব্দ মনে রাখেন
[ঘ] পুরোপুরি বক্তব্য আয়ত্ত করেন
৬৬. বক্তার বক্তব্য যদি অধিক উপাত্তসম্পন্ন হয় তাহলে একজন ভালো শ্রোতা বক্তব্য মনে রাখতে কী করে? (জ্ঞান)
[ক] বক্তার সাথে যোগাযোগ রাখে
[খ] অন্যদের কাছ থেকে শুনে নেয়
[গ] অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করে
✅ নোট করে
৬৭. ভালো শ্রোতা হওয়ার জন্য কোনটি আবশ্যক? (জ্ঞান)
✅ মনোযোগ দিয়ে শোনা
[খ] শোনার সময় কথা বলা
[গ] বক্তাকে প্রশ্ন করা
[ঘ] কথার প্রেক্ষিতে কথা বলা
৬৮. রিফাত দুর্নীতিবিষয়ক সেমিনারে গিয়ে বক্তার বক্তব্য মনোযোগ সহকারে শুনতে শুরু করল। তার এ গুণটি অর্জনের জন্য রিফাতকে কী করতে হয়েছে? (প্রয়োগ)
[ক] বক্তার সাহায্যগ্রহণ
✅ চেষ্টা ও অনুশীলন
[গ] বিভিন্ন সেমিনারে যাওয়া
[ঘ] সচ্চরিত্রবান হওয়া
৬৯. নবম শ্রেণির ছাত্রী সোহানা শিক্ষকের পাঠদানকালে শিক্ষকের বক্তব্য পুরোপুরি বুঝতে পারে না। এখানে সোহানার মধ্যে ভালো শ্রোতার কোন গুণের অভাব আছে? (প্রয়োগ)
✅ মানসিক ও শারীরিকভাবে স্থির থাকা
[খ] উদ্দেশ্য ও পরিকল্পনা
[গ] সততা
[ঘ] বক্তার আচরণ বিশ্লেষণ
৭০. আমাদের দেশে গুরুজনদের চোখের দিকে তাকিয়ে কথা বলাকে অনেকেই কেমন মনে করে? (জ্ঞান)
[ক] ভদ্রতা
✅ অভদ্রতা
[গ] মার্জিত
[ঘ] বেপরোয়া
৭১. কোনোকিছু মনোযোগ দিয়ে শোনার ক্ষেত্রে নিচের কোনটি খুবই গুরুত্বপূর্ণ? (জ্ঞান)
[ক] ফোনালাপ
✅ চোখের মাধ্যমে যোগাযোগ
[গ] অন্যদের শান্ত করা
[ঘ] অন্য শ্রোতাদের মনোযোগ পর্যবেক্ষণ
৭২. বক্তার বক্তব্য শোনার সময় তার চোখের দিকে তাকিয়ে যোগাযোগ শ্রোতাকে কীভাবে সাহায্য করে? (অনুধাবন)
✅ বিষয়বস্তুর গভীরে যেতে
[খ] বক্তার আচরণ বিশ্লেষণে
[গ] অন্য থেকে নিজের যথার্থতা বিচারে
[ঘ] বিভিন্নভাবে দক্ষ হতে
৭৩. অন্য কেউ যখন কথা বলে তখন আমাদের কী করা উচিত? (জ্ঞান)
[ক] কথা বলা
✅ কথা না বলা
[গ] তথ্য সনাক্ত করা
[ঘ] বক্তব্য না শোনা
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৭৪. একজন গুণী ব্যক্তি কোনো কাজ শুরু করে- (অনুধাবন)
i. উদ্দেশ্য নিয়ে
ii. পরিকল্পনা নিয়ে
iii. উদাসীনতার সাথে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৭৫. বক্তব্য মনে রাখার জন্য ভালো শ্রোতা যে কৌশল অবলম্বন করেন- (অনুধাবন)
i. উদ্দেশ্য ঠিক করে নেওয়া
ii. নোট করা
iii. মুখ্য শব্দ মনে রাখা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৭৬. ভালো শ্রোতা হতে হলে যেটি প্রয়োজন- (অনুধাবন)
i. নিজের দিকে কথা বলা
ii. শারীরিক ভাবে স্থির থাকা
iii. মানসিকভাবে স্থির থাকা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৭৭. বক্তার বক্তব্য শোনার সময় নানা রকম চিন্তা করলে- (অনুধাবন)
i. মনোযোগ দিয়ে শোনা যায় না
ii. মনোযোগী শ্রোতা হওয়া যায় না
iii. বক্তব্যের সারমর্ম বোঝা যায়
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৭৮. শ্রোতা বক্তার চোখের দিকে তাকিয়ে - ( অনুধাবন)
i. অনেক কিছু অনুমান করতে পারেন
ii. বিষয়বস্তুর গভীরে গিয়ে মানসিক যোগাযোগ তৈরি করতে পারেন
iii. বক্তার মনোযোগ নষ্ট করতে পারেন
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৭৯. বক্তার বক্তব্যের সময় শ্রোতারা নিজেদের দিকে কথা বললে - (অনুধাবন)
i. বক্তব্য শোনা বাধাগ্রস্ত হয়
ii. বক্তা শ্রোতাদের কথা শুনতে পান না
iii. গোলমেলে পরিবেশের সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৮০. একজন ভালো শ্রোতা বক্তৃতা শোনার আগেই ঠিক করে নেয় তার- (অনুধাবন)
i. কোন তথ্য প্রয়োজন
ii. কীভাবে প্রয়োজনীয় তথ্য মনে রাখবে
iii. কীভাবে তথ্য সারসংক্ষেপ করবে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৮১. তুমি যদি কোনো বক্তার বক্তব্য শোনো তাহলে তোমার প্রাথমিক পদক্ষেপ হওয়া উচিত - (উচ্চতর দক্ষতা)
i. প্রয়োজনীয় তথ্য শনাক্ত করা
ii. প্রয়োজনীয় তথ্য যাচাইকরণ
iii. প্রয়োজনীয় তথ্যসমূহ মনে রাখা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৮২. যথাযথ মনোযোগী শ্রোতা হতে হলে প্রয়োজন- (অনুধাবন)
i. অন্যের সাহায্য
ii. অনুশীলন
iii. প্রচেষ্টা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৮৩ ও ৮৪ নং প্রশ্নের উত্তর দাও :
প্রেস সাংবাদিক জুনায়েদ ‘প্রথম আলো’ সংবাদপত্রে চাকরি করেন। তিনি বিভিন্ন সম্মেলন, উচ্চ পর্যায়ে ব্যক্তিদের কথোপকথন ইত্যাদি ক্ষেত্রে একজন ভালো শ্রোতা হিসেবে মুখ্য শব্দসমূহ মনে রাখেন এবং প্রয়োজনীয় তথ্যাদি গ্রহণ করেন। তিনি গুরুত্বপূর্ণ তথ্যগুলো নোট করেন। প্রতিবেদনের জন্য কী কী প্রয়োজনীয় তা তিনি আগে থেকেই ঠিক করে নেন।
৮৩. অনুচ্ছেদে একজন গুণী শ্রোতা হিসেবে সাংবাদিক জুনায়েদের মধ্যে কোন কৌশলটির সমাবেশ দেখতে পাওয়া যায়? (প্রয়োগ)
[ক] উদ্দেশ্য ও লক্ষ্য
[খ] ব্যক্তিস্বার্থ হাসিল
[গ] অস্থিরতা
✅ উদ্দেশ্য ও পরিকল্পনা
৮৪. উক্ত গুণের ক্ষেত্রে কৌশলটির মূল বিষয় হবে- (উচ্চতর দক্ষতা)
i. উদ্দেশ্য ঠিক করে নেওয়া
ii. নিজের জন্য কথা বলা
iii. মুখ্য শব্দ মনে রাখা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৮৫ ও ৮৬ নং প্রশ্নের উত্তর দাও :
৮৫. ছকের ‘?’ চিহ্নিত স্থানে কী বসবে? (প্রয়োগ)
✅ ভালো শ্রোতার কৌশল
[খ] মনের আচরণ
[গ] দৃষ্টিভঙ্গি
[ঘ] ক্যারিয়ার গঠন
৮৬. উক্ত বিষয়টির ক্ষেত্রে আরও প্রযোজ্য- (উচ্চতর দক্ষতা)
i. মানসিক অস্থিতিশীলতা
ii. মানসিক ও শারীরিকভাবে স্থির থাকা
iii. নিজের দিকে কথা না বলা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
ব্যক্তিগত আচরণ
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৮৭. ব্যক্তিগত আচরণ কোন ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ? (অনুধাবন)
[ক] মনোযোগ
[খ] ভালো শ্রোতা হওয়া
✅ সংযোগ স্থাপন
[ঘ] দক্ষতা অর্জন
৮৮. ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে ব্যক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কী? (অনুধাবন)
[ক] কঠোর প্রচেষ্টা
[খ] স্থূল আচরণ
[গ] বিমর্ষতা
✅ ব্যক্তিগত আচরণ
৮৯. ব্যক্তির ভেতরে কী আছে তা প্রকাশ পাওয়ার মাধ্যন কী? (অনুধাবন)
[ক] সমাজ
[খ] পরিবার
[গ] সঙ্গীয় আচরণ
✅ ব্যক্তির আচরণ
৯০. কোনো মানুষ সৎ না অসৎ তা আমরা কীভাবে বুঝি? (জ্ঞান)
[ক] পরিস্থিতি বিচারে
[খ] স্থানভেদ বিচারে
[গ] কার্যক্রম পর্যবেক্ষণ করে
✅ আচরণ পর্যবেক্ষণ করে
৯১. কোন ধরনের মানুষকে আমরা কেউ পছন্দ করি না? (অনুধাবন)
[ক] আন্তরিক
✅ বদমেজাজি
[গ] সাদাসিধা
[ঘ] বিনয়ী
৯২. আচরণের কোন দিকটি বেশি দৃষ্টি আকর্ষণ করে? (উচ্চতর দক্ষতা)
✅ আবেগ
[খ] অনুভূতি
[গ] মনোভাব
[ঘ] সহনশীলতা
৯৩. ক্যারিয়ারের সফলতার ক্ষেত্রে নিচের কোনটি অনস্বীকার্য? (জ্ঞান)
✅ ব্যক্তিগত আচরণ
[খ] অন্যের আচরণ নির্ধারণ
[গ] অন্যের সমালোচনা করা
[ঘ] নিজের অর্জন জাহির করা
৯৪. আমরা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে সংযোগ স্থাপন করতে পারব কিনা তা নির্দিষ্ট করে দেয় নিচের কোনটি? (জ্ঞান)
[ক] সমষ্টিগত আচরণ
✅ ব্যক্তিগত আচরণ
[গ] দৃষ্টিভঙ্গি
[ঘ] সহমর্মিতা
৯৫. কর্মক্ষেত্রে সফল হতে হলে আমাদের ব্যক্তিগত আচরণ কেমন হতে হবে? (অনুধাবন)
✅ পরিশীলিত
[খ] অসংযত
[গ] সংগতিবিহীন
[ঘ] অপরিমার্জিত
[ক] অনুভূতি
✅ আবেগ
[গ] মনোভাব
[ঘ] দৃষ্টিভঙ্গি
৯৭. আমাদের মাতৃভূমি বাংলাদেশ। এদেশকে আমরা অনেক ভালোবাসি। দেশের প্রতি আমাদের এরূপ ভাবকে কী বলা যায়? (প্রয়োগ)
[ক] ইতিবাচক দৃষ্টিভঙ্গি
[খ] অনুভূতি
[গ] সহানুভূতি
✅ আবেগ
৯৮. কোনোকিছুকে তীব্রভাবে পছন্দ বা অপছন্দ করা কিসের অংশ? (জ্ঞান)
[ক] মনোভাব
[খ] সংযম
[গ] অনুভূতি
✅ আবেগ
৯৯. মানবজাতির স্বকীয়তা টিকিয়ে রাখতে কোনটি তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে? (জ্ঞান)
[ক] জীববৃত্তি
[খ] প্রকাশভঙ্গি
[গ] শারীরিক শক্তি
✅ আবেগ
১০০. আবেগ সাধারণত কিরূপ হয়? (জ্ঞান)
✅ ক্ষণস্থায়ী
[খ] দীর্ঘস্থায়ী
[গ] অতি ক্ষণস্থায়ী
[ঘ] অতি দীর্ঘস্থায়ী
১০১. আমাদের পারিপার্শ্বিক সম্পর্ক কিসের সাথে সম্পর্কিত? (জ্ঞান)
[ক] নৈতিকতা
✅ আবেগ
[গ] দৃষ্টিভঙ্গি
[ঘ] পরমতসহিষ্ণুতা
১০২. বাবা-মা, ভাইবোন, বন্ধু, কিংবা, সহকর্মীদের সাথে সম্পর্ক কেমন তা কিসের মাধ্যমে বোঝা যাবে? (জ্ঞান)
[ক] নৈতিকতা
[খ] আইনের প্রতি শ্রদ্ধা
[গ] আত্মসংযম
✅ আবেগ
১০৩. কর্মক্ষেত্রে পারস্পরিক সম্মানবোধ, সহমর্মিতা, বিশ্বাস, আস্থা ইত্যাদি কিসের ওপর নির্ভরশীল? (জ্ঞান)
[ক] ইতিবাচক দৃষ্টিভঙ্গি
[খ] নেতিবাচক দৃষ্টিভঙ্গি
✅ আবেগিক দৃষ্টিভঙ্গি
[ঘ] আইনশৃঙ্খলা
১০৪. আবেগের চেয়ে অনুভূতি তুলনামূলকভাবে কিরূপ? (জ্ঞান)
[ক] ক্ষণস্থায়ী
[খ] অতি ক্ষণস্থায়ী
✅ দীর্ঘস্থায়ী
[ঘ] চিরস্থায়ী
১০৫. কোনো ঘটনা আমাদের মনের গভীরে বা হৃদয়ের গহিনে যে ভাব তৈরি করে তাকে কী বলে? (জ্ঞান)
[ক] আবেগ
[খ] দৃষ্টিভঙ্গি
[গ] পরমতসহিষ্ণুতা
✅ অনুভূতি
১০৬. আমাদের মনে অনুভূতির জন্ম দেয় কোনটি? (জ্ঞান)
[ক] নৈতিকতাবোধ
[খ] আদর্শ
✅ আবেগ
[ঘ] মনোভাব
১০৭. আমাদের আপনজনদের প্রতি আমাদের স্থায়ী ভালোবাসার ভাবকে কী বলে? (জ্ঞান)
[ক] আবেগ
✅ অনুভূতি
[গ] মনোভাব
[ঘ] উদাসীনতা
১০৮. কোনো বিষয়, ঘটনা বা মতবাদ সম্পর্কে আমাদের আবেগ ও অনুভূতির ফলশ্রুতিতে আমাদের মনে যে ভাবের সৃষ্টি হয় তাকে কী বলে? (জ্ঞান)
[ক] আত্মসংযম
[খ] দক্ষতা
[গ] অপরিণামদর্শিতা
✅ মনোভাব
১০৯. কোনো বিষয় সম্পর্কে আমাদের মনোভাব কয় ধরনের হতে পারে? (জ্ঞান)
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ
১১০. কোন ধরনের মনোভাব সাফল্য ত্বরান্বিত করে? (জ্ঞান)
[ক] ভাবনিরপেক্ষ মনোভাব
✅ ইতিবাচক মনোভাব
[গ] নেতিবাচক মনোভাব
[ঘ] আবেগ-অনুভূতিহীন মনোভাব
১১১. কোন ধরনের কর্মকাণ্ড ও মনোভাব সবার কাছে গ্রহণযোগ্য? (জ্ঞান)
[ক] নেতিবাচক
[খ] ভাবনিরপেক্ষ
✅ ইতিবাচক
[ঘ] সমভাবাপন্ন
১১২. কোনো কাজ শুরু করার আগে কোনটি বিবেচনায় আনতে হয়? (জ্ঞান)
✅ লক্ষ ও উদ্দেশ্য
[খ] অর্থের যোগান
[গ] কাজের পদ্ধতি
[ঘ] শ্রমিক যোগান
১১৩. তামিম একজন ব্যবসায়ী। পরপর দুবার ব্যবসায়ে লোকসান হওয়ায় সে ব্যবসা ছেড়ে দেয়। তামিমের মধ্যে নিচের কোনটির অভাব পরিলক্ষিত হয়? (প্রয়োগ)
[ক] উদাসীনতা
✅ লক্ষ্যে স্থির না থাকা
[গ] অলসতা
[ঘ] পরিকল্পনা
১১৪. টুম্পা একটি কাজ ঠিক করল যে কাজ থেকে সে ফলাফল লাভ করবে কিন্তু তার কাজের ফলাফল আশানুরূপ হলো না। তাই কাজটি সে বাদ দিল। এখানে টুম্পার অসফলতার কারণ কী? (প্রয়োগ)
[ক] ফলাফলে ভাবনাহীনতা
[খ] লক্ষ্যে অবিচলতা
✅ লক্ষ্যে অবিচল না থাকা
[ঘ] ফলাফল নিয়ে অতিরিক্ত আশা
১১৫. কোন ব্যক্তিকে কোনো প্রতিষ্ঠান চাকরি দিতে চায় না? (অনুধাবন)
[ক] যিনি ভদ্রভাবে কথা বলেন
[খ] যার আচরণ মার্জিত
✅ যিনি অভদ্রভাবে কথা বলেন
[ঘ] যিনি সময়ানুবর্তী
১১৬. কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন ও অধ্বস্তন কর্মীদের সাথে আচরণ কেমন হওয়া উচিত? (জ্ঞান)
[ক] অমার্জিত
✅ বিনয়ী
[গ] স্থূল
[ঘ] যেমন - তেমন
১১৭. পেশাগত জীবনে কোনো জটিল পরিস্থিতি সামাল দিতে কেমন আচরণ প্রকাশ করা উচিত? (উচ্চতর দক্ষতা)
[ক] রেগে যাওয়া
[খ] ঔদ্ধত্যপূর্ণ
✅ স্থির মস্তিষ্কে পরিস্থিতির মোকাবিলা
[ঘ] বিরক্তি প্রকাশ করা
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১১৮. ব্যক্তিগত আচরণ হলো আমাদের- (অনুধাবন)
i. আবেগের বহিঃপ্রকাশ
ii. অনুভূতির বহিঃপ্রকাশ
iii. মনোভাবের বহিঃপ্রকাশ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১১৯. মন্দ ব্যক্তির ব্যক্তিগত আচরণ আমাদেরকে- (অনুধাবন)
i. স্বস্তি দেয় না
ii. বিরক্তির উদ্রেক ঘটায়
iii. আনন্দ দান করে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১২০. ক্যারিয়ার শুরুর পূর্ব থেকে শেষ পর্যন্ত ব্যক্তিগত আচরণ হওয়া উচিত- (অনুধাবন)
i. মার্জিত
ii. অনমনীয়
iii. উপযুক্ত
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১২১. আমাদের আচরণের মাধ্যমে প্রকাশ পায়- (অনুধাবন)
i. মন-মানসিকতা
ii. অভ্যাস
iii. বদভ্যাস
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১২২. পেশাগত জীবনে যে আচরণ গঠন করতে হবে- (অনুধাবন)
i. বিনয়ী হতে হবে
ii. নম্র-ভদ্র হতে হবে
iii. পরিচ্ছন্ন হতে হবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১২৩. আবেগ হলো কোনোকিছুর প্রতি আমাদের- (অনুধাবন)
i. ভালোলাগার বহিঃপ্রকাশ
ii. মন্দ লাগার বহিঃপ্রকাশ
iii. মনোভাব
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১২৪. আবেগ আমাদের চারপাশের মানুষের সাথে- (অনুধাবন)
i. সম্পর্ক নিয়ন্ত্রণ করে
ii. সংঘর্ষ নিয়ন্ত্রণ করে
iii. মিথষ্ক্রিয়া নিয়ন্ত্রণ করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১২৫. আবেগের স্থায়িত্ব বেশি হয়ে থাকে - (অনুধাবন)
i. বাস্তব জীবনের সাথে
ii. সামাজিকতার সাথে
iii. সময়ের সাথে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১২৬. কোনো বিষয়, ঘটনা বা মতবাদ সম্পর্কে আমাদের মনে অনুভূতিমূলক ভাবের সৃষ্টি হয়- (উচ্চতর দক্ষতা)
i. আবেগের ফলশ্রুতিতে
ii. অনুভূতির ফলশ্রুতিতে
iii. আইনের ফলশ্রুতিতে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১২৭. উদ্দেশ্যহীন কাজ নষ্ট করে আমাদের- (অনুধাবন)
i. শ্রম
ii. আবেগ
iii. সময়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১২৮. কর্মক্ষেত্রে মার্জিত আচরণের পরিপন্থী- (উচ্চতর দক্ষতা)
i. জনসম্মুখে ব্যক্তিগত কাজ করা
ii. বিপরীত জেন্ডারের সহকর্মীদের সাথে স্থূল আচরণ
iii. ঊর্ধ্বতন ও অধস্তন সহকর্মীদের সাথে বিনয়ী হওয়া
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১২৯. তাঈব মার্জিত আচরণের অধিকারী। সে কর্মক্ষেত্রে- (প্রয়োগ)
i. শুধু কাজে লাগবে এমন ব্যক্তির সাথে আন্তরিক
ii. ঊর্ধ্বতন কর্মকর্তাদের শ্রদ্ধা করে
iii. সবার সামনে ব্যক্তিগত কাজ করে না
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৩০ ও ১৩১ নং প্রশ্নের উত্তর দাও :
তিশা সহকর্মী শাওনকে প্রচণ্ড ঘৃণা করে। তারা একে অপরকে কোনোভাবেই সাহায্য-সহযোগিতা করে না। কিন্তু অফিসের অন্যদের সাথে তিশার সম্পর্ক মোটামুটি ভালো।
১৩০. অনুচ্ছেদে তিশার কোন আচরণের প্রতিফলন দেখা যায়? (প্রয়োগ)
[ক] পারিবারিক আচরণ
[খ] সামাজিক আচরণ
✅ ব্যক্তিগত আচরণ
[ঘ] দলগত আচরণ
১৩১. উক্ত আচরণটি হলো- (অনুধাবন)
i. মনোভাবের বহিঃপ্রকাশ
ii. সহনশীলতার বহিঃপ্রকাশ
iii. আবেগের বহিঃপ্রকাশ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৩২ ও ১৩৩ নং প্রশ্নের উত্তর দাও :
কাশেম আলী একটি কারখানায় কাজ করেন যেখানে তার আওতায় ১০ জন শ্রমিক কাজ করে। সকল শ্রমিককে তিনি সবসময় উৎসাহিত করেন। এ কারণে তার সেক্টরে উৎপাদন অনেক বেশি হয়।
১৩২. অনুচ্ছেদে কাশেম আলীর আচরণে কোনটি লক্ষণীয়? (প্রয়োগ)
✅ ইতিবাচক দৃষ্টিভঙ্গি
[খ] নেতিবাচক দৃষ্টিভঙ্গি
[গ] অক্লান্ত প্রচেষ্টা
[ঘ] মূল্যবোধ
১৩৩. উক্ত আচরণ কাশেম আলীকে সহায়তা করবে- (উচ্চতর দক্ষতা)
i. কর্মক্ষেত্রে সফলতা আনয়নে
ii. আওতাভুক্ত সকলকে ভালো কাজ করাতে
iii. বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যেও সমস্যার সমাধানে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৩৪ ও ১৩৫ নং প্রশ্নের উত্তর দাও :
ইউনুছ দুই বছর আগে অনার্স শেষ করেছে কিন্তু এখনও চাকরি পায়নি। তাই সে তার সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছে। সে এখন প্রতিদিনই পুরাতন অভ্যাসগুলো বদলাতে চেষ্টা করে। তাই সে অতীতের সকল পরীক্ষা ও যাচাই পরীক্ষার ভুল সম্পর্কে সচেতন হচ্ছে। ফলাফলের আশা না করে ইউনুছ বর্তমানে সফল হওয়ার জন্য ক্রমাগত চেষ্টা করছে।
১৩৪. অনুচ্ছেদে ইউনুছ কয়টি বিষয়ের প্রতি আত্মসচেতন হয়েছে? (প্রয়োগ)
[ক] ১
✅ ৪
[গ] ৫
[ঘ] ৬
১৩৫. ফলাফলের দিকে না তাকিয়ে ইউনুছের ক্রমাগত চেষ্টা করাকে কী বলা যায়? (প্রয়োগ)
✅ লক্ষ্যে অবিচল থাকা
[খ] কোনোকিছুকে ভয় না পাওয়া
[গ] নতুন মানুষ হওয়ার চেষ্টা করা
[ঘ] কাজের ফলাফল পছন্দ না করা
কর্মে সফলতায় মূল্যবোধ
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৩৬. আলবার্ট আইনস্টাইন কে? (জ্ঞান)
✅ বিজ্ঞানী
[খ] অর্থনীতিবিদ
[গ] রাজনীতিবিদ
[ঘ] সমাজবিজ্ঞানী
১৩৭. কর্মক্ষেত্রে আমাদের কীভাবে কাজ করতে হয়? (জ্ঞান)
[ক] এককভাবে
✅ দলীয়ভাবে
[গ] সামাজিকভাবে
[ঘ] সামাগ্রিকভাবে
১৩৮. আমরা কাদের সাথে দলগতভাবে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি? (অনুধাবন)
[ক] যারা পারদর্শী
✅ যাদের প্রতি আমরা আস্থাশীল
[গ] যারা অলস
[ঘ] যারা দক্ষ ও মূল্যবোধহীন
১৩৯. আরিফ জাহিদের বন্ধু। আরিফের সাথে জাহিদের বন্ধুত্ব হওয়ার কারণ কী? (প্রয়োগ)
✅ বিশ্বাস
[খ] অভিপ্রায়
[গ] সুযোগ-সুবিধা গ্রহণ
[ঘ] সৌন্দর্য
১৪০. চাকরির নিয়োগকর্তাদের যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে একজন চাকরি প্রার্থীর কোনটি বড় ভূমিকা পালন করে? (জ্ঞান)
[ক] উচ্ছৃঙ্খলতা
✅ সততা
[গ] দক্ষতা
[ঘ] পারদর্শিতা
১৪১. মজু মিয়া গ্রাম্য পাট ব্যবসায়ী। সে অনেকের কাছ থেকে পাট ক্রয় করে তা আত্মসাৎ করেছে। এখন তার সাথে কেউ লেনদেন করতে চায় না, এখানে মজু মিয়ার মূল্যবোধের কোন দিকটি লক্ষ্যণীয়? (প্রয়োগ)
[ক] আস্থাশীলতা
[খ] নিয়মানুবর্তিতা
[গ] সমায়ানুবর্তিতা
✅ অসততা
১৪২. প্রত্যেক প্রতিষ্ঠানে আবশ্যকভাবে কর্মীরা কী মেনে চলে? (উচ্চতর দক্ষতা)
✅ নিয়মকানুন
[খ] রাষ্ট্রীয় আইন
[গ] অধস্তনদের কথা
[ঘ] সহকর্মীদের নির্দেশ
১৪৩. সময়ের কাজ সময়ে করাকে কী বলে? (জ্ঞান)
[ক] নিয়মানুবর্তিতা
[খ] সহমর্মিতা
✅ সময়ানুবর্তিতা
[ঘ] শৃঙ্খলাবদ্ধতা
১৪৪. কর্মক্ষেত্রে যদি কোনো দলের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও বিশ্বাস না থাকে তাহলে যেস দল কোন ধরনের কর্ম সম্পাদন করতে অক্ষম হয়? (উচ্চতর দক্ষতা)
✅ সৃজনশীল
[খ] স্বাভাবিক
[গ] ব্যক্তিগত
[ঘ] সামগ্রিক
১৪৫. আলবার্ট আইনস্টাইন তার ক্যারিয়ার শুরু করেছিলেন কোন পদে? (জ্ঞান)
[ক] অফিসার
[খ] অফিস সহকারী
[গ] ব্যবস্থাপক
✅ কেরানি
১৪৬. “Try not to become a man of success but try to become a man of value” -উক্তিটি কার? (জ্ঞান)
✅ আইনস্টাইন
[খ] নিউটন
[গ] রাদারফোর্ড
[ঘ] নিউম্যান
১৪৭. বিজ্ঞানী আইনস্টাইন সফলতার পেছনে না দৌড়িয়ে কী অর্জন করতে বলেছেন? (জ্ঞান)
[ক] দক্ষতা
[খ] যোগ্যতা
✅ মূল্যবোধ
[ঘ] দৃষ্টিভঙ্গি
১৪৮. প্রকৃত কর্মে সফলতা এনে দিতে কোনটি সাহায্য করে? (জ্ঞান)
[ক] পরমতসহিষ্ণুতা
[খ] গণতান্ত্রিক মনোভাব
[গ] ব্যক্তিস্বাধীনতা
✅ মূল্যবোধ
১৪৯. নিচের কোনটি উন্নত মূল্যবোধের অংশ? (জ্ঞান)
[ক] স্বেচ্ছাচার
[খ] উচ্ছৃঙ্খলতা
[গ] স্বনির্ভরতা
✅ সততা
১৫০. নিচের কোনটি লালন শাহ্ এর গান? (জ্ঞান)
[ক] ধন ধানে পুষ্পেভরা
✅ সময় গেলে সাধন হবে না
[গ] ওঠ পুরবাসী
[ঘ] আমার সোনার বাংলা
১৫১. কোনটি জীবনে সফলতা আনয়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? (অনুধাবন)
✅ সময়ানুবর্তিতা
[খ] আস্থা
[গ] নির্ভরশীলতা
[ঘ] সহমর্মিতা
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৫২. মূল্যবোধের আওতাভুক্ত হলো- (অনুধাবন)
i. নির্ভরশীলতা ও আস্থা
ii. সততা
iii. দক্ষতা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৫৩. রফিক একজন উন্নত মূল্যবোধসম্পন্ন ব্যক্তি। তার মধ্যে বিদ্যামান (প্রয়োগ)
i. নিয়মানুবর্তিতা
ii. আস্থাহীনতা
iii. শৃঙ্খলাবদ্ধতা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৫৪. কর্মক্ষেত্রে খুবই জরুরি- (অনুধাবন)
i. পারস্পরিক সহমর্র্মিতা
ii. পারস্পরিক বিশৃঙ্খলা
iii. পারস্পরিক বিশ্বাস
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
১৫৫. কর্মক্ষেত্রে সবাই তাদের সাথেই দল গঠন করতে চায় যারা - (অনুধাবন)
i. দক্ষ
ii. আনাড়ি
iii. মূল্যবোধে উন্নত
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৫৬. যে ক্ষেত্রে সততার মূল্য অপরিসীম - (অনুধাবন)
i. ব্যক্তিজীবনে
ii. সমাজজীবনে
iii. কর্মক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৫৭. উন্নত মূল্যবোধের পরিচায়ক - (উচ্চতর দক্ষতা)
i. নিয়মানুবর্তিতা
ii. শৃঙ্খলাবোধ
iii. কর্মে সক্ষমতা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৫৮. পেশাগত জীবনে ভালো করার জন্য প্রয়োজন- (অনুধাবন)
i. উচ্চ শিক্ষিত হওয়া
ii. ভদ্র হওয়া
iii. আচরণে সংযত হওয়া
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
১৫৯. ব্যক্তি আচরণের মাধ্যমে প্রকাশ পায়- (অনুধাবন)
i. মন-মানসিকতা
ii. অভ্যাস
iii. বদ অভ্যাস
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৬০. কর্মক্ষেত্রে আমরা তাদের ওপর কোনো কাজের দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হতে পারি যারা- (অনুধাবন)
i. মূল্যবোধে উন্নত
ii. যারা দক্ষ
iii. যারা সময়ানুবর্তী নয়
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৬১ ও ১৬২ নং প্রশ্নগুলোর উত্তর দাও :
ক্যারিয়ার শিক্ষা ক্লাসে শ্রেণিশিক্ষক ছাত্রদের বললেন, ‘তোমরা নিজের প্রতি সবসময় নির্ভরশীল ও আস্থাশীল হবে। সবসময় সৎ থাকবে এবং শৃঙ্খলা বজায় রাখবে। তাহলে সফল হতে পারবে।’ তিনি ক্লাস শেষে বিখ্যাত এক ব্যাক্তির উক্তি দিয়ে বলেন যে, ‘Try not to become a man of success but try to become a man of value’.
১৬১. অনুচ্ছেদে শ্রেণিশিক্ষক কোন বিষয়টির ওপর গুরুত্বারোপ করেছেন? (প্রয়োগ)
[ক] আদর্শ
[খ] সংযম
✅ মূল্যবোধ
[ঘ] মনোভাব
১৬২. সফলতার জন্য শ্রেণিশিক্ষকের উপদেশবাণীগুলো ছাড়াও আর যে বিষয়গুলো প্রয়োজন- (উচ্চতর দক্ষতা)
i. অন্যের কাজের প্রশংসা করা
ii. নিয়মানুবর্তী হওয়া
iii. পারস্পরিক সহমর্মিতা ও বিশ্বাস বজায় রাখা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
ক্যারিয়ার গঠনে ব্যক্তিগত আচরণ
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৬৩. ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে ব্যক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কী? (জ্ঞান)
[ক] কঠোর প্রচেষ্টা
[খ] স্থূল আচরণ
[গ] বিমর্ষতা
✅ ব্যক্তিগত আচরণ
১৬৪. ব্যক্তির ভেতরে কী আছে তা প্রকাশ পাওয়ার মাধ্যম কী? (জ্ঞান)
[ক] সমাজ
[খ] পরিবার
[গ] সঙ্গীর আচরণ
✅ ব্যক্তির আচরণ
১৬৫. কোনো মানুষ সৎ না অসৎ তা আমরা কীভাবে বুঝি? (জ্ঞান)
[ক] পরিস্থিতি বিচারে
[খ] স্থানভেদ বিচারে
[গ] কার্যক্রম পর্যবেক্ষণ করে
✅ আচরণ পর্যবেক্ষণ করে
১৬৬. কোন ধরনের মানুষকে আমরা কেউ পছন্দ করি না? (জ্ঞান)
[ক] আন্তরিক
✅ বদমেজাজি
[গ] সাদাসিধা
[ঘ] বিনয়ী
১৬৭. কোন ব্যক্তিকে কোনো প্রতিষ্ঠান চাকরি দিতে চায় না? (অনুধাবন)
[ক] যিনি ভদ্রভাবে কথা বলেন
[খ] যার আচরণ মার্জিত
✅ যিনি অভদ্রভাবে কথা বলেন
[ঘ] যিনি সময়ানুবর্তী
১৬৮. পেশাগত জীবনে কোনো জটিল পরিস্থিতি সামাল দিতে কেমন আচরণ করা উচিত? (উচ্চতর দক্ষতা)
[ক] রেগে যাওয়া
[খ] ঔদ্ধতাপূর্ণ
✅ স্থির মস্তিস্কে পরিস্থিতির মোকাবিলা
[ঘ] বিরক্তি প্রকাশ করা
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৬৯. মন্দ ব্যক্তির ব্যক্তিগত আচরণ আমাদেকেরকে- (অনুধাবন)
i. স্বস্তি দেয় না
ii. বিরক্তির উদ্রেক ঘটায়
iii. আনন্দ দান করে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৭০. ক্যারিয়ার শুরুর পূর্ব থেকে শেষ পর্যন্ত ব্যক্তিগত আচরণ হওয়া উচিত- (অনুধাবন)
i. মার্জিত
ii. অনমনীয়
iii. উপযুক্ত
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৭১. আমাদের আচরণের মাধ্যমে প্রকাশ পায়- (অনুধাবন)
i. মন- মানসিকতা
ii. অভ্যাস
iii. বদভ্যাস
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৭২. পেশাগত জীবনে যে আচরণ গঠন করতে হবে- (অনুধাবন)
i. বিনয়ী হতে হবে
ii. নম্র-ভদ্র হতে হবে
iii. পরিচ্ছন্ন হতে হবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৭৩. কর্মক্ষেত্রে মার্জিত আচরণের পরিপন্থী- (উচ্চতর দক্ষতা)
i. জনসম্মুখে ব্যক্তিগত কাজ করা
ii. বিপরীত জেন্ডারের সহকর্মীদের সাথে স্থূল আচরণ
iii. ঊর্ধ্বতন ও অধস্তন সহকর্র্মীদের সাথে বিনয়ী হওয়া
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৭৪. তাঈব মার্জিত আচরণের অধিকারী। সে কর্মক্ষেত্রে- (প্রয়োগ)
i. শুধু কাজে লাগবে এমন ব্যক্তির সাথে আন্তরিক
ii. ঊর্ধ্বতন কর্মকর্তাদের শ্রদ্ধা করে
iii. সবার সামনে ব্যক্তিগত কাজ করে না?
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৭৫ ও ১৭৬ নং প্রশ্নগুলোর উত্তর দাও :
‘বই বিতান’ নামক বই বিক্রয় কেন্দ্রে রমিজ বই বিক্রয় করে। বই বিক্রয় কেন্দ্রের মালিক পূর্বে আরও একজন কর্মী রেখেছিলেন যে ক্রেতাদের সাথে বিনয়ের সাথে কথা বলতো না বা প্রয়োজনীয় তথ্য প্রদান করতো না। বর্তমানে রমিজের তত্ত্বাবধানে বই বিক্রয় ভালোই চলছে।
১৭৫. বই বিতান এর পূর্বের কর্মী ছাঁটাই করার পেছনে প্রধান কারণ কী? (উচ্চতর দক্ষতা)
[ক] মালিকের ইচ্ছা
✅ কর্মীর ব্যক্তিগত আচরণ
[গ] কর্মীর অদক্ষতা
[ঘ] রমিজের সংযোগ স্থাপন
১৭৬. উদ্দীপকের আলোকে ‘বই বিতান’ এর পূর্বের কর্মীর আচরণ- (উচ্চতর দক্ষতা)
i. তার ক্যারিয়ারের ক্ষেত্রে হুমকিস্বরূপ
ii. অস্বস্তিকর
iii. ক্রেতাদের নিকট প্রত্যাশিত
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৭৭ ও ১৭৮ নং প্রশ্নগুলোর উত্তর দাও :
তুহিন বিনয়ী, নম্র, ভদ্র একজন সমাজকর্মী। সে ‘প্রত্যয়’ নামক একটি সমাজসেবা প্রতিষ্ঠানে চাকরি করে। অফিসে সে কখনো ব্যক্তিগত কাজ করে না এবং সবার সাথে অনেক আন্তরিক ব্যবহার করে।
১৭৭. উদ্দীপকে তুহিনের মধ্যে কোন আচরণ প্রকাশ পাচ্ছে? (প্রয়োগ)
[ক] সামাজিক আচরণ
[খ] দলগত আচরণ
✅ ব্যক্তিগত আচরণ
[ঘ] গোষ্ঠীনির্ভর আচরণ
১৭৮. উক্ত আচরণের ক্ষেত্রে সমাজকর্মী তুহিনের মধ্যে আরও থাকা উচিত - (উচ্চতর দক্ষতা)
i. সময়ের ব্যাপারে সচেতনতা
ii. নিজের অপারগতা প্রকাশ
iii. বিপরীত জেন্ডারের সহকর্মীদের সাথে সতর্কভাবে আচরণ করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
আপনার পোস্টগুলো আমার অনেক উপকারে আসে।
ReplyDelete