৯ম-১০ম শ্রেণির গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
ক্যারিয়ার শিক্ষা
দ্বিতীয় অধ্যায়
Class 9-10 Career Education Guide and SSC Exam Preparation
SSC Career Education Chapter-2
SSC Career Studies Guide
MCQ
Question and Answer pdf download
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. আত্মসচেতনতা অর্থ কী?
[ক] একাগ্রতা
✅ আত্মোপলব্ধি
[গ] নিষ্ঠা
[ঘ] বিশ্বাস
২. ইতিবাচক দৃষ্টিভঙ্গি অর্জনের ক্ষেত্রে কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ?
✅ শিক্ষা ও অভিজ্ঞতা
[খ] ইতিহাস ও ঐতিহ্য
[গ] সংস্কৃতি ও মূল্যবোধ
[ঘ] পরিবেশ
৩. সময় ব্যবস্থাপনার অর্থ হচ্ছে-
i. সময়কে নিয়ে একটি ছক তৈরি করা
ii. সময়কে ভাগ করে সেই অনুযায়ী কাজ করা
iii. এটি ব্যবস্থাপনার একটি ধরন
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও :
সেলিম ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র হলেও ক্লাস ক্যাপ্টেন হতে চায় না। বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে শিক্ষকগণ তাকে কিছু বলতে বললে সে অন্য কাউকে দিয়ে বলানোর জন্য অনুরোধ করে।
৪. কোনটির অভাবে সেলিম এমন আচরণ করে?
✅ নেতৃত্বের গুণাবলি
[খ] দৃঢ় প্রত্যয়
[গ] ইতিবাচক দৃষ্টিভঙ্গি
[ঘ] সৃজনশীলতা
৫. এটি থাকলে সেলিম-
i. সহপাঠীদের কাছে অধিক গুরুত্ব পেত
ii. লক্ষ্য অর্জনে আরও সফল হতো
iii. সহপাঠীদের অনুপ্রাণিত করতে পারত
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
ক্যারিয়ার গঠন : গুণ ও দক্ষতা
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৬. ভবিষ্যতে নিজেকে প্রতিষ্ঠিত করতে এবং পরিবার সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখতে ব্যক্তিকে সর্বপ্রথম কোনটি গঠনে যত্নবান হতে হবে? (অনুধাবন)
✅ ক্যারিয়ার
[খ] ধর্মীয় মানসিকতা
[গ] সামাজিক আচরণ
[ঘ] শারীরিক শক্তি
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৭. ভালোভাবে ক্যারিয়ার গঠন করতে হলে দরকার বিশেষ¬¬- (অনুধাবন)
i. গুণ
ii. সৌন্দর্য
iii. দক্ষতা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
ইতিবাচক দৃষ্টিভঙ্গি
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৮. মানবজীবনে সাফল্যের গুটি কয়েক উপাদানের মধ্যে কোনটি বিশেষ গুরুত্বপূর্ণ? (জ্ঞান)
[ক] চরিত্র গঠন
✅ ইতিবাচক দৃষ্টিভঙ্গি
[গ] পরশ্রীকাতরতা
[ঘ] শারীরিক সৌন্দর্য
৯. ইতিবাচক দৃষ্টিভঙ্গি কেমন উপাদান? (জ্ঞান)
✅ অদৃশ্য
[খ] দৃশ্য
[গ] লোক দেখানো
[ঘ] পরোপকারমূলক
১০. জন্মের পর থেকে শুরু করে বেড়ে ওঠা পর্যন্ত আদর্শ ও দৃষ্টিভঙ্গি কীভাবে গড়ে ওঠে? (জ্ঞান)
[ক] সচেতনভাবে
[খ] পরিকল্পিতভাবে
✅ অজান্তে
[ঘ] পূর্ব প্রস্তুতিমূলকভাবে
১১. প্রতিটি মানবীয় সত্তা যেকোনো বিষয় ও কাজের ক্ষেত্রে কিসের ওপর নির্ভর করে? (জ্ঞান)
[ক] শিক্ষার ওপর
[খ] পিতামাতার ওপর
[গ] বন্ধুর ওপর
✅ নিজস্ব দৃষ্টিভঙ্গির ওপর
১২. একই বিষয়ে ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রভেদে একেক ধরনের দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে কেন? (অনুধাবন)
✅ পারিপার্শ্বিক শিক্ষা ও সংস্কৃতির কারণে
[খ] সৌন্দর্যের কারণে
[গ] রাজনৈতিক কারণে
[ঘ] সম্পদের কারণে
১৩. একটি বিষয় কে কীভাবে নিচ্ছে, সেটাকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] মনোভাব
[খ] চিন্তা
[গ] মানসিকতা
✅ দৃষ্টিভঙ্গি
১৪. Attitude-শব্দটি কোন শব্দ থেকে উৎসারিত? (জ্ঞান)
[ক] ইংরেজি
[খ] ফারসি
✅ ইতালিয়ান
[ঘ] জার্মানি
১৫. Attitude-শব্দটির অর্থ কী? (জ্ঞান)
[ক] মানসিকতা
✅ চিন্তার ধরন
[গ] মূল্যায়ন
[ঘ] আবেগ
১৬. কিসের মাধ্যমে মানুষ নিজেকে বিচার করতে পারে? (জ্ঞান)
✅ দৃষ্টিভঙ্গি
[খ] শিক্ষা
[গ] ব্যক্তিত্ব
[ঘ] সম্পদ
১৭. কোনো বিষয়ের প্রতি ভালো মনোভাব পোষণ করা কিংবা বিষয়টিকে ইতিবাচক মানসিকতার মাধ্যমে গ্রহণ করাকে কী বলে? (জ্ঞান)
[ক] চরিত্র
[খ] মানসিকতা
✅ ইতিবাচক দৃষ্টিভঙ্গি
[ঘ] নেতিবাচক দৃষ্টিভঙ্গি
১৮. কোন সম্পর্কের মাধ্যমে সমাজের সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব? (জ্ঞান)
[ক] নেতিবাচক
[খ] পারস্পরিক বিবাদপূর্ণ
[গ] পরশ্রীকাতরতামূলক
✅ পারস্পরিক সৌহার্দ্যমূলক
১৯. মানুষের স্বকীয়তা বিদ্যমান থাকে কিসে? (জ্ঞান)
✅ ব্যক্তিত্বে
[খ] শরীরে
[গ] পরিবারে
[ঘ] সমাজে
২০. কোন ব্যক্তি বেশি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম? (অনুধাবন)
[ক] সম্পদশালী
[খ] সম্পদহীন
✅ ব্যক্তিত্ববান
[ঘ] শিক্ষিত
২১. কিসের মাধ্যমে ব্যক্তিত্বের বিকাশ ঘটে? (জ্ঞান)
[ক] অর্থের
[খ] পিতামাতার
[গ] চাকরির
✅ ইতিবাচক দৃষ্টিভঙ্গির
২২. দৃষ্টিভঙ্গি কোন ধরনের আদর্শের ওপর নির্ভরশীল? (জ্ঞান)
✅ মনোজাগতিক
[খ] ইহজাগতিক
[গ] পরজাগতিক
[ঘ] জাতীয়তাবাদী
২৩. ইতিবাচক দৃষ্টিভঙ্গির মাধ্যমে কোনটি সহজতর হয়? (অনুধাবন)
[ক] বিত্তশালী হওয়া
[খ] ধার্মিক হওয়া
✅ মানুষের কাছাকাছি অবস্থান করা
[ঘ] শিক্ষিত হওয়া
২৪. কোন ধরনের মানুষকে সবাই পছন্দ করে? (জ্ঞান)
[ক] রাজনীতিবিদ
✅ ইতিবাচক দৃষ্টিভঙ্গির মানুষ
[গ] আত্মকেন্দ্রিক মানুষ
[ঘ] উচ্চপদস্থ মানুষ
২৫. কিসের মাধ্যমে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়? (জ্ঞান)
✅ ইতিবাচক দৃষ্টিভঙ্গি
[খ] ধনসম্পদ
[গ] সম্মান
[ঘ] কাজ
২৬. ইতিবাচক দৃষ্টিভঙ্গি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কোনটি? (জ্ঞান)
[ক] মানসিকতা
✅ শিক্ষা
[গ] অভিজ্ঞতা
[ঘ] কর্মচাঞ্চল্যতা
২৭. শিক্ষা মানুষের কী জাগ্রত করে? (জ্ঞান)
[ক] জ্ঞান
[খ] পরশ্রীকাতরতা
[গ] হীনম্মন্যতা
✅ অন্তর্নিহিত প্রতিভা ও শক্তি
২৮. মনোভাবের পরিবর্তন ও পরিবর্ধন হয় কিসের মাধ্যমে? (জ্ঞান)
[ক] পরিবার
✅ শিক্ষা
[গ] সম্পদ
[ঘ] শক্তি
২৯. ব্যক্তির দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে কোনটি ব্যাপক ভূমিকা পালন করে? (অনুধাবন)
✅ ইতিহাস ও ঐতিহ্য
[খ] অর্থবিত্ত
[গ] অমানবিক আচরণ
[ঘ] শারীরিক সৌন্দর্য
৩০. মানুষের মানসপট গঠিত হয় কোনটি থেকে? (জ্ঞান)
[ক] গুণ
[খ] দক্ষতা
[গ] কাজ
✅ পরিবার ও সমাজ
৩১. পরিবারের সদস্যরা কাদের কাছ থেকে দৃষ্টিভঙ্গি অর্জন করে? (জ্ঞান)
✅ প্রবীণ সদস্য
[খ] প্রতিবেশীর
[গ] রাজনীতিবিদ
[ঘ] নবীন সদস্য
৩২. মানুষ কিসের মধ্য দিয়ে প্রতিনিয়ত জীবন অতিবাহিত করে? (অনুধাবন)
[ক] দুঃখ
[খ] সুখ
✅ ঘাত-প্রতিঘাত
[ঘ] দুশ্চিন্তা
৩৩. কোনটি মানুষের মনোভাব পরিবর্তনে ভূমিকা রাখে? (অনুধাবন)
✅ নানা রকম ঘটনা-দুর্ঘটনার প্রভাব
[খ] হাসি-আনন্দ
[গ] রাজনীতির প্রভাব
[ঘ] বুদ্ধি
৩৪. সমাজের কৃষ্টি, সংস্কার ও রীতিনীতি মানুষের কী উজ্জীবিত করে? (জ্ঞান)
[ক] শক্তি
[খ] দক্ষতা
✅ মানসিকতা
[ঘ] ধর্ম
৩৫. ক্যারিয়ার গঠনে কোনটি সহায়ক? (জ্ঞান)
[ক] মানুষের সাথে খারাপ সম্পর্ক
✅ ইতিবাচক দৃষ্টিভঙ্গি
[গ] আত্মকেন্দ্রিকতা
[ঘ] সম্পদশালী হওয়া
৩৬. কোনটি মনের ওপর থেকে চাপ কমাতে সহায়ক? (জ্ঞান)
✅ ইতিবাচক মনোভাব
[খ] নেতিবাচক মনোভাব
[গ] নিজেকে নিয়ে চিন্তা
[ঘ] ঘুম
৩৭. মনোযোগ ও দক্ষতার সাথে কোনো কাজ সম্পাদনের পূর্বশর্ত কী? (জ্ঞান)
[ক] মনের ওপর চাপ দেওয়া
✅ মনের ওপর চাপ না থাকা
[গ] শক্তিসামর্থ্য থাকা
[ঘ] জ্ঞান থাকা
৩৮. ইতিবাচক দৃষ্টিভঙ্গির ফলে কাজের প্রতি কী বাড়ে? (জ্ঞান)
[ক] শক্তি
[খ] জ্ঞান
[গ] শ্রদ্ধা
✅ উৎসাহ
৩৯. কোন ব্যক্তি কাজকে হীন মনে করে না ও অবহেলা করে না? (জ্ঞান)
[ক] শ্রমজীবী মানুষ
[খ] পেশাজীবী মানুষ
✅ ইতিবাচক দৃষ্টিভঙ্গির মানুষ
[ঘ] দক্ষ মানুষ
৪০. কারা সমস্যা সমাধানের পরিবর্তে সেটা অধিকতর জটিল করে ফেলে? (জ্ঞান)
✅ নেতিবাচক দৃষ্টিভঙ্গির মানুষেরা
[খ] অদক্ষ মানুষেরা
[গ] শ্রমিকেরা
[ঘ] চাকরিজীবীরা
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৪১. জন্মের পর থেকে শুরু করে বেড়ে ওঠার সময়ে মানুষের মধ্যে অজান্তেই গড়ে ওঠে - (অনুধাবন)
i. আদর্শ
ii. দৃষ্টিভঙ্গি
iii. শিক্ষা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৪২. ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে- (উচ্চতর দক্ষতা)
i. পরিবেশ পারিপার্শ্বিকতার মধ্য দিয়ে
ii. পারিবারিক শিক্ষার মধ্য দিয়ে
iii. সামাজিকীকরণের মধ্য দিয়ে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৪৩. একজন মানুষের দৃষ্টিভঙ্গি নির্ভর করে তার- (অনুধাবন)
i. শিক্ষার ওপর
ii. পরিবেশ ও সমাজের ওপর
iii. সংস্কৃতির ওপর
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৪৪. দৃষ্টিভঙ্গি হচ্ছে - (অনুধাবন)
i. মনোভাবের ধরন
ii. মানসিকতা বা চিন্তার ধরন
iii. সম্পদের ধরন
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৪৫. শিক্ষার সংস্পর্শে এসে মানুষ শানিত করে তার - (অনুধাবন)
i. মননশীলতা
ii. চিন্তার দক্ষতা
iii. অজ্ঞতা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৪৬. হাবিবা বাংলাদেশে জন্মগ্রহণকারী একজন বাঙালি। সে তার নিজের মধ্যে ধারণ করে - (প্রয়োগ)
i. মুক্তিযুদ্ধের চেতনা
ii. ক্ষুদ্র জাতিসত্তার সংস্কৃতি ও ঐতিহ্য
iii. প্রাচীন বাংলার ইতিহাস ও ঐতিহ্য
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৪৭. লিটা তার দৃষ্টিভঙ্গি পরিশীলিত করতে চায়। এজন্য তার করণীয় - (উচ্চতর দক্ষতা)
র.সামাজিক বিভিন্ন আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ করা
ii. ধর্মীয় অনুশাসন মেনে চলা
iii. পারস্পরিক সম্পর্ক উন্নয়ন করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৪৮. মূলত দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে - (অনুধাবন)
i. আনন্দের মাধ্যমে
ii. শিক্ষার মাধ্যমে
iii. অভিজ্ঞতার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৪৯. মানুষের জীবন চলার পথ নির্দেশ করে - (অনুধাবন)
i. মূল্যবোধ
ii. সংস্কৃতি
iii. সভ্যতা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৫০. মূল্যবোধ, সংস্কৃতি ও সভ্যতার মাধ্যমে মূলত গঠিত হয়- (উচ্চচর দক্ষতা)
i. স্বকীয়তা
ii. জ্ঞান
iii. ব্যক্তিত্ব
নিচের কোনটি সঠিক?
✅ i
[খ] ii
[গ] iii
[ঘ] i, ii ও iii
৫১. প্রত্যেক সমাজের বা সভ্যতার নিজস্ব কিছু - (অনুধাবন)
i. মানবাধিকার রয়েছে
ii. নিয়মকানুন রয়েছে
iii. রীতিনীতি ও সংস্কার রয়েছে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫২ ও ৫৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :
জয় জীবনে বিভিন্ন বিষয়কে বিভিন্নভাবে দেখে। কোন বিষয় ভালো, কোন বিষয় মন্দ, এসব বিচার-বিবেচনা করেই সে বিষয়টিকে মূল্যায়ন করে। আর এ মূল্যায়নের মাধ্যমেই সে একটি গ্রহণযোগ্য বিষয়ের প্রতি ভালো মনোভাব পোষণ করে।
৫২. জয়ের মধ্যে কোন বিষয়টির প্রতিফলন লক্ষণীয়? (প্রয়োগ)
[ক] আত্মসচেতনতা
✅ ইতিবাচক দৃষ্টিভঙ্গি
[গ] আত্মবিশ্বাস
[ঘ] সামাজিক বৈচিত্র্য
৫৩. উক্ত বিষয়টির ক্ষেত্রে সঠিক তথ্য - (অনুধাবন)
i. এটি এক ধরনের মনোভাব
ii. এটি আমাদের আত্মবিশ্বাস
iii. এটি আমাদের চিন্তার ধরন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫৪ ও ৫৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :
বাংলাদেশ একটি স্বাধীন দেশ। অনেক আগ থেকেই এদেশের ইতিহাস গড়ে উঠেছে যা বর্তমানে যথেষ্ট সমৃদ্ধ। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, গণঅভ্যুত্থান এ ইতিহাসের অন্যতম অধ্যায়। আর বাংলাদেশের নাগরিক হিসেবে এসব ইতিহাসের প্রতি রফিক ইতিবাচক মনোভাব পোষণ করে। বাংলাদেশের এসব ঐতিহাসিক চেতনা শিক্ষিত রফিকের মধ্যে ঐতিহ্যের ধারক হিসেবে কাজ করে।
৫৪. অনুচ্ছেদে রফিকের মধ্যে যে ধরনের গুণ দেখা যাচ্ছে তা কোন ধরনের আদর্শ? (প্রয়োগ)
[ক] বাহ্যিক
[খ] পারলৌকিক
✅ মনোজাগতিক
[ঘ] হস্তান্তরযোগ্য
৫৫. রফিকের এ গুণটি তার ক্যারিয়ারের ক্ষেত্রে যে ধরনের প্রভাব ফেলবে - (উচ্চতর দক্ষতা)
i. মানুষের সাথে সুসম্পর্ক বাড়তে সাহায্য করবে
ii. উৎসাহ ও মনোযোগ বাড়াবে
iii. চাপ কমাতে সাহায্য করবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
আত্মসচেতনতা
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৫৬. আত্মসচেতনতা মানে কী? (জ্ঞান)
[ক] আত্মোপলব্ধি
[খ] আত্ম-সম্পর্কে সচেতন হওয়া
✅ নিজের সম্পর্কে সচেতন হওয়া
[ঘ] আত্মীয় সম্পর্কে সচেতন হওয়া
৫৭. নিজের ভালো-মন্দ সম্পর্কে ভালো জানাকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] জ্ঞান
[খ] দূরদর্শিতা
✅ আত্মসচেতনতা
[ঘ] আত্মমর্যাদা
৫৮. কোন ধরনের মানুষ জীবনে সবসময় বড় ধরনের বিপদ এড়িয়ে যেতে সামর্থ্য হয়? (অনুধাবন)
[ক] ধার্মিক মানুষ
✅ আত্মসচেতন মানুষ
[গ] দূরদর্শী মানুষ
[ঘ] চরিত্রবান মানুষ
৫৯. সমাজে অপেক্ষাকৃত কারা ভালো জীবনযাপন করতে পারে? (জ্ঞান)
[ক] চাকরিজীবীরা
[খ] ধনী ব্যক্তিরা
[গ] রাজনীতিবিদেরা
✅ আত্মসচেতন ব্যক্তিরা
৬০. কোন ধরনের মানুষ পূর্বেই নিজের যেকোনো অমঙ্গল, বিপদ ক্ষতি বা অনভিপ্রেত অবস্থা সম্পর্কে জানতে পারে ও অনুমান করতে পারে? (জ্ঞান)
✅ আত্মসচেতন মানুষ
[খ] আত্মসম্মানিত মানুষ
[গ] আত্মঅহংকারী মানুষ
[ঘ] আত্মমর্যাদাবান মানুষ
৬১. আত্মসচেতন মানুষ দ্রুত কী সামলাতে পারে? (জ্ঞান)
[ক] লোভ
[খ] ভালোবাসা
✅ বিপদ
[ঘ] যুদ্ধ
৬২. আত্মসচেতন হওয়ার প্রধান উপায় কী? (অনুধাবন)
[ক] নিজেকে জানা
✅ পারিপার্শ্বিক জ্ঞান রাখা
[গ] মানুষকে শ্রদ্ধা করা
[ঘ] মানুষকে ভালোবাসা
৬৩. কিসের মাধ্যমে মানুষ আশপাশের সকল বিষয়ে সম্যক জ্ঞান অর্জন করতে পারে? (জ্ঞান)
[ক] আত্মোপলব্ধি
[খ] আত্মসম্মান
[গ] প্রতিপত্তি
✅ শিক্ষা
৬৪. কিসের মাধ্যমে সচেতন হওয়া সম্ভব? (অনুধাবন)
✅ অভিজ্ঞতা
[খ] ভালোবাসা
[গ] স্নেহ
[ঘ] মূল্যায়ন
৬৫. আত্মসচেতন হওয়ার ক্ষেত্রে কোন বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? (অনুধাবন)
[ক] মানবিক বিষয়
✅ সমসাময়িক বিষয়
[গ] আর্থিক বিষয়
[ঘ] দৃষ্টিভঙ্গি
৬৬. জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সহায়ক কোনটি? (জ্ঞান)
[ক] উপস্থিত বুদ্ধি
✅ আত্মসচেতনতা
[গ] দৃষ্টিভঙ্গি
[ঘ] চরিত্র
৬৭. অনেক ক্ষেত্রে সুচিন্তিত সিদ্ধান্ত যথাযথভাবে সঠিক না হওয়ার কারণ কী? (অনুধাবন)
✅ পারিপার্শ্বিক বিভিন্ন সমস্যা
[খ] সিদ্ধান্ত গ্রহণে ত্রুটি
[গ] সামাজিক প্রভাব
[ঘ] ভুল সিদ্ধান্ত গ্রহণ
৬৮. আত্মসচেতন ব্যক্তিরা সুচিন্তিত সিদ্ধান্ত সঠিক না হলে কী করে? (জ্ঞান)
[ক] হতাশ হয়
[খ] আক্ষেপ করে
✅ বিকল্প ব্যবস্থা গ্রহণ করে
[ঘ] বাস্তবতা মেনে নেয়
৬৯. মানুষের সফলতা বোঝা যায় কিসের মাধ্যমে? (জ্ঞান)
[ক] ইতিবাচক দৃষ্টিভঙ্গির মাধ্যমে
✅ অর্জনের মাধ্যমে
[গ] মনোভাবের মাধ্যমে
[ঘ] মানসিকতার মাধ্যমে
৭০. আত্মমূল্যায়ন সম্ভব হয় কিসের মাধ্যমে? (জ্ঞান)
[ক] আত্মমর্যাদার মাধ্যমে
[খ] বুদ্ধির মাধ্যমে
[গ] কাজের মাধ্যমে
✅ আত্মসচেতনতার মাধ্যমে
৭১. ক্যারিয়ারে সফলতার প্রধান অন্তরায় কোনটি? (অনুধাবন)
✅ পরনির্ভরশীলতা
[খ] আত্মনির্ভরশীলতা
[গ] আত্মমর্যাদা
[ঘ] মানসিক প্রশান্তি
৭২. পরনির্ভরশীলতার ফলাফল কী? (উচ্চতর দক্ষতা)
[ক] আর্থিক ক্ষতি
[খ] প্রশান্তি লাভ হয়
✅ স্বকীয়তা হারানো
[ঘ] সম্মান বৃদ্ধি
৭৩. মিসেস জাহান সবসময় নিজের যেকোনো ক্ষতি বা অনভিপ্রেত অবস্থা অনুমান করে পূর্বপ্রস্তুতি গ্রহণ করে। তাকে কোন ধরনের মানুষ বলা যায়? (প্রয়োগ)
[ক] ধৈর্যশীল
[খ] পরোপকারী
[গ] আত্মপ্রত্যয়ী
✅ আত্মসচেতন
৭৪. সোহান আত্মসচেতন হওয়ার কারণে নিজের ভালো-মন্দ সম্পর্কে অবহিত থাকে। এর ফলে তার পক্ষে কোন কাজটি সহজ হবে? (উচ্চতর দক্ষতা)
✅ দ্রুত বিপদ সামলানো
[খ] শিক্ষা গ্রহণ
[গ] সম্পদশালী হওয়া
[ঘ] সামাজিক হওয়া
৭৫. রিহাব আত্মসচেতন হতে চায়। এজন্য তার করণীয় কী? (উচ্চতর দক্ষতা)
[ক] মাঠ-পর্যায়ে কাজ করা
✅ চলমান ঘটনাপ্রবাহে নজর রাখা
[গ] মানুষের সাথে সম্পর্ক বাড়ানো
[ঘ] অধিক জ্ঞান অর্জন করা
৭৬. আবিদা ক্যারিয়ারের কোন সময়ে কোন সিদ্ধান্ত নিলে সেটি ভালো হবে তা বুঝতে পারে। তার মধ্যে কোন গুণটি বর্তমান? (প্রয়োগ)
[ক] সততা
[খ] আত্মনির্ভরশীলতা
✅ আত্মসচেতনতা
[ঘ] আত্মবিশ্বাস
৭৭. যুবায়ের যেকোনো কাজে অন্যের ওপর নির্ভর করে। তার মধ্যে কোনটির অনুপস্থিতি রয়েছে? (প্রয়োগ)
[ক] শিক্ষা
✅ আত্মসচেতনতা
[গ] ধৈর্য
[ঘ] সততা
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৭৮. সুমাইয়া শিক্ষা গ্রহণ করেছে। এর ফলে - (উচ্চতর দক্ষতা)
i. তার জ্ঞানচক্ষু খুলে যাবে
ii. সে ভালো-মন্দের পার্থক্য করতে শিখবে
iii. সে সচেতন হবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৭৯. আত্মসচেতন মানুষ নজর রাখে - (অনুধাবন)
i. পরিবার, বিদ্যালয় ও সামাজিক ঘটনা প্রবাহে
ii. অপ্রয়োজনীয় ঘটনা প্রবাহে
iii. জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা প্রবাহে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৮০. যে ব্যক্তি তার পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে সচেতন সে - (অনুধবান)
i. সবার সম্পর্কে জানে
ii. প্রতিবেশী সম্পর্কে জানে
iii. নিজের সম্পর্কে জানে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৮১. জনাব রায়হান একজন আত্মসচেতন ব্যক্তি। এ কারণে তিনি- (উচ্চতর দক্ষতা)
i. ক্যারিয়ারে সফল হবেন
ii. ভবিষ্যৎ করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারবেন
iii. সমাজের নেতৃস্থানীয় পদ পাবেন
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৮২ ও ৮৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :
তাহমিনা তার নিজের বিষয়ে সবসময় সম্যক জ্ঞান রাখে। কোনটি তার জন্য মঙ্গলজনক আর কোনটি অমঙ্গলজনক তা সে খুবই ভালোভাবে বুঝতে পারে। সে কী কাজ করছে, কি জন্য করছে, কাজের উপায়, ফলাফল ইত্যাদি বিষয়ে সঠিকভাবে জ্ঞান রাখে।
৮২. অনুচ্ছেদে তাহমিনার কোন গুণটি ফুটে উঠেছে? (প্রয়োগ)
[ক] ইতিবাচক দৃষ্টিভঙ্গি
[খ] নেতিবাচক দৃষ্টিভঙ্গি
✅ আত্মসচেতনতা
[ঘ] দৃঢ় প্রত্যয়
৮৩. তাহমিনার এ গুণটি তার জন্য গুরুত্বপূর্ণ কারণ - (উচ্চতর দক্ষতা)
i. এটি তাকে বড় বিপদ এড়াতে সাহায্য করে
ii. এটি তাকে উদ্বিগ্ন জীবনযাপনে বাধ্য করে
iii. এটি তাকে অনভিপ্রেত অবস্থা সম্পর্কে জানতে সাহায্য করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
আত্মবিশ্বাস
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৮৪. আত্মবিশ্বাস অর্থ কী? (জ্ঞান)
✅ আত্মপ্রত্যয়
[খ] আত্মতুষ্টি
[গ] আত্মসচেতনতা
[ঘ] আত্মোপলব্ধি
৮৫. আত্মবিশ্বাস ব্যক্তিকে কী করতে সাহায্য করে? (জ্ঞান)
[ক] ধনী করতে
[খ] সম্মান পেতে
[গ] দুর্নীতিপরায়ণ হতে
✅ দ্রুত সিদ্ধান্ত নিতে
৮৬. আত্মবিশ্বাসীদের যেকোনো কাজে সফল হওয়ার মূলমন্ত্র কী? (জ্ঞান)
[ক] পরিশ্রম
✅ দৃঢ়প্রতিজ্ঞ
[গ] দক্ষতা
[ঘ] জ্ঞান
৮৭. আত্মবিশ্বাস অর্জনের অন্যতম উপায় কী? (জ্ঞান)
[ক] মানবিকতা
✅ শিক্ষা
[গ] নীতিবোধ
[ঘ] সামাজিকতা
৮৮. আত্মবিশ্বাসী হওয়ার পূর্বশর্ত কী? (জ্ঞান)
✅ নিজ শক্তি ও সামর্থ্য সম্পর্কে জানা
[খ] ন্যায়পরায়ণ হওয়া
[গ] দয়াবান হওয়া
[ঘ] দক্ষ হওয়া
৮৯. কোন বিষয়ে একজন ব্যক্তির দক্ষতা অর্জন করা প্রয়োজন? (জ্ঞান)
[ক] জটিল বিষয়ে
✅ আগ্রহের বিষয়ে
[গ] অপ্রয়োজনীয় বিষয়ে
[ঘ] সামাজিক বিষয়ে
৯০. আত্মবিশ্বাস বাড়ানোর উপায় কী? (উচ্চতর দক্ষতা)
[ক] কাজ করা
[খ] আত্মতুষ্টি
✅ ভুল থেকে শিক্ষা গ্রহণ
[ঘ] বারবার ভুল করা
৯১. আত্মবিশ্বাস বাধাগ্রস্ত করে কোনটি? (অনুধাবন)
[ক] ইতিবাচক মনোভাব
✅ নেতিবাচক মনোভাব
[গ] অসন্তুষ্টি
[ঘ] আত্মপ্রত্যয়
৯২. কোনো কাজ সহজ করার অন্যতম উপায় কী? (জ্ঞান)
[ক] দক্ষতা
[খ] জ্ঞান
[গ] নেতিবাচক দৃষ্টিভঙ্গি
✅ ইতিবাচক দৃষ্টিভঙ্গি
৯৩. কোনো কারণে লক্ষ্য পূরণে দেরি হলে কোন ব্যক্তি থমকে যায় ও হতাশ হয়? (অনুধাবন)
[ক] আত্মবিশ্বাসী ব্যক্তি
✅ আত্মবিশ্বাসহীন ব্যক্তি
[গ] অদক্ষ ব্যক্তি
[ঘ] পরিশ্রমী ব্যক্তি
৯৪. আত্মবিশ্বাসী লোকের মধ্যে কোন বৈশিষ্ট্য বিরল? (অনুধাবন)
✅ লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া
[খ] ভুল করা
[গ] ভুল থেকে শিক্ষা নেওয়া
[ঘ] আত্মসন্তুষ্টি
৯৫. কোনো কার্য সম্পাদনে প্রধান অন্তরায় কী? (অনুধাবন)
[ক] অদক্ষতা
✅ হীনম্মন্যতা
[গ] আত্মবিশ্বাস
[ঘ] শ্রদ্ধা
৯৬. জয়া আত্মবিশ্বাসী হওয়ার কারণে যেকোনো বিষয়ে দ্রুত সিদ্ধান্তে আসতে পারে। এর ফলে সে কোন বিষয়টি অর্জনে সক্ষম হবে? (উচ্চতর দক্ষতা)
✅ সকলের আস্থা
[খ] উচ্চশিক্ষা
[গ] পরিবারের স্নেহ
[ঘ] সকলের বন্ধুত্ব
৯৭. রিয়াজ একটি ভারী বোঝা মাথায় তুলতে চাইলে মা এতে বাধা দেয়া সত্ত্বেও সে পারব বলে তুলে নেয়। এতে তার কোন গুণটির প্রকাশ পায়? (উচ্চতর দক্ষতা)
[ক] আত্মসচেতনতা
✅ আত্মবিশ্বাস
[গ] দৃঢ় প্রত্যয়
[ঘ] নান্দনিক দৃষ্টিভঙ্গি
৯৮. কোন ব্যক্তির সমালোচনা কম হয়? (জ্ঞান)
[ক] শিক্ষিত
[খ] দক্ষ
✅ আত্মবিশ্বাসী
[ঘ] আত্মসচেতন
৯৯. জিসান একজন আত্মবিশ্বাসী। এর ফলে সে কোনটি অর্জন করবে? (উচ্চতর দক্ষতা)
✅ যেকোনো কাজে সফলতা
[খ] সব মানুষের গ্রহণযোগ্যতা
[গ] সমাজের নেতৃত্বে
[ঘ] সর্বাধিক স্বাধীনতা
১০০. যুথি শিক্ষিত হওয়ার কারণে পারিপার্শ্বিক সকল বিষয়ে জ্ঞান অর্জন করতে পারে। এর ফলে সে কোন গুণে গুণান্বিত হতে পারবে? (উচ্চচর দক্ষতা)
[ক] নিষ্ঠা
[খ] ধৈর্য
✅ আত্মবিশ্বাস
[ঘ] সততা
১০১. মানুষ যা ভালো বোঝে ও ভালো জানে তাই তার- (জ্ঞান)
✅ শক্তি ও সামর্থ্য
[খ] জ্ঞান ও যোগ্যতা
[গ] যোগত্য ও মূল্যবোধ
[ঘ] মূল্যবোধ ও সত্তা
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১০২. আত্মবিশ্বাস হলো নিজের - (অনুধাবন)
i. শক্তিমত্তা সম্পর্কে বিশ্বাস
ii. অহমিকা সম্পর্কে বিশ্বাস
iii. সক্ষমতা ও যোগ্যতা সম্পর্কে বিশ্বাস
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১০৩. আত্মবিশ্বাসের সাথে কাজ করলে কাজটি - (অনুধাবন)
i. নিখুঁত হয়
ii. নির্ভুল হয়
iii. কার্যকরী হয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১০৪. ব্যক্তি যেটা ভালো বোঝে ও ভালো পারে সেটাই হচ্ছে তার - (অনুধাবন)
i. শক্তি
ii. সামর্থ্য
iii. দায়িত্ব
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১০৫. আত্মবিশ্বাসীরা- (অনুধাবন)
i. নিজের সিদ্ধান্তে অটল থাকে
ii. সিদ্ধান্ত মূল্যায়নে তৎপর থাকে
iii. সিদ্ধান্ত বাস্তবায়ন করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১০৬. শিক্ষা- (অনুধাবন)
i. মানুষের অন্তর্নিহিত শক্তিকে জাগ্রত করে
ii. মানুষের অন্তর্নিহিত শক্তিকে পরিশীলিত করে
iii. আত্মোপলব্ধির সুযোগ সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১০৭. রাহুল দাস বুঝতে চায় সে কোন বিষয়ে দক্ষ ও কোন বিষয়ে দক্ষ নয়। এজন্য যে বিষয়টি কার্যকর- (উচ্চতর দক্ষতা)
i. জীবনের বিভিন্ন কর্মকাণ্ড
ii. বাস্তব অভিজ্ঞতা
iii. অর্থনৈতিক সমৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১০৮. নিজের দক্ষতা বৃদ্ধির জন্য করণীয়- (উচ্চতর দক্ষতা)
i. মূল্যায়ন
ii. প্রশিক্ষণ
iii. অনুশীলন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১০৯ ও ১১০ নম্বর প্রশ্নের উত্তর দাও :
রমজান আগে থেকেই জানে সে এস.এস.সি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। এ কারণে সে যথাযথভাবে লেখাপড়া করে এবং তার সামর্থ্যরে সবটুকু চেষ্টা করে। ফলে সে পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়।
১০৯. অনুচ্ছেদে রমজানের কোন গুণের আভাস পাওয়া যায়? (প্রয়োগ)
[ক] আত্মসচেতনতা
[খ] নান্দনিক দৃষ্টিভঙ্গি
[গ] ইতিবাচক মনোভাব
✅ আত্মবিশ্বাস
১১০. রমজানের এ গুণটি ব্যক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কারণ এটি - (উচ্চতর দক্ষতা)
i. ব্যক্তিকে সামাজিক করে তোলে
ii. দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করে
iii. ব্যক্তিকে আস্থাভাজন হতে সহায়তা করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ১১১ ও ১১২ নম্বর প্রশ্নের উত্তর দাও :
রুবি সবসময় সব কাজে ভয় ও সংকোচ বোধ করে। তাকে কোনো কাজ করতে বললে সে প্রথমেই কাজটিকে অত্যন্ত কঠিন মনে করে এবং সেটি করতে অপারগতা প্রকাশ করে।
১১১. রুবির মধ্যে কোন গুণটির অভাব রয়েছে? (প্রয়োগ)
[ক] ধৈর্য
[খ] সহমর্মিতা
✅ আত্মবিশ্বাস
[ঘ] আত্মসচেতনতা
১১২. উক্ত গুণটি তার মধ্যে সংযোজনের জন্য করণীয়- (উচ্চতর দক্ষতা)
i. ভুল থেকে শিক্ষা গ্রহণ করা
ii. ইতিবাচক দৃষ্টিভঙ্গিসম্পন্ন হওয়া
iii. অধিক শিক্ষা গ্রহণ করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
দৃঢ় প্রত্যয়
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১১৩. কোনো লক্ষ্য অর্জনে কোনটি বেশি প্রয়োজন? (জ্ঞান)
[ক] আদর্শ
[খ] মূল্যবোধ
[গ] দক্ষতা
✅ দৃঢ় প্রত্যয়
১১৪. কোনটি ছাড়া কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন বা স্বপ্নপূরণ অসম্ভব? (জ্ঞান)
[ক] মানবপ্রেম
[খ] প্রশিক্ষণ
✅ দৃঢ় প্রত্যয়
[ঘ] অনুশীলন
১১৫. দৃঢ় প্রত্যয়ের অর্থ কী? (জ্ঞান)
[ক] ইচ্ছাশক্তি
[খ] আগ্রহ
[গ] সংকল্প
✅ কঠিন প্রতিজ্ঞা
১১৬. দৃঢ় প্রত্যয় ছাড়া কী অসম্ভব? (জ্ঞান)
✅ জীবনের অগ্রগতি
[খ] সুখী হওয়া
[গ] দক্ষতা অর্জন করা
[ঘ] মানসিক প্রশান্তি
১১৭. কোনো কাজ দ্রুততম সময়ে শেষ করতে কী প্রয়োজন? (জ্ঞান)
[ক] সচেতনতা
[খ] অর্থ
✅ দৃঢ় প্রত্যয়
[ঘ] মূল্যবোধ
১১৮. দৃঢ় প্রত্যয়ী হতে সবার আগে কী প্রয়োজন? (জ্ঞান)
[ক] দক্ষ হওয়া
✅ স্বপ্ন বা লক্ষ্য নির্ধারণ
[গ] পরিশ্রমী হওয়া
[ঘ] আশাবাদী হওয়া
১১৯. দৃঢ় প্রত্যয়ী হয়েও কখন অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো অসম্ভব? (জ্ঞান)
✅ অবাস্তব লক্ষ্য নির্ধারণ হলে
[খ] পরিশ্রমী হলে
[গ] অসুস্থ হলে
[ঘ] মনোযোগ হারালে
১২০. লক্ষ্য নির্ধারণের সাথে সংশ্লিষ্ট প্রয়োজনীয় কোনটির অনুপস্থিতিতে কাজের শুরুতেই হোঁচট খেতে হয়? (জ্ঞান)
[ক] কর্মশক্তি
[খ] চাঞ্চল্য
✅ দক্ষতা
[ঘ] আগ্রহ
১২১. লক্ষ্য স্থিরের সাথে সাথে লক্ষ অর্জন করতে কী প্রয়োজন? (জ্ঞান)
✅ প্রাণান্তকর চেষ্টা
[খ] অর্থ
[গ] সাহায্য
[ঘ] পরিবেশ
১২২. কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে কোনটি অপরিহার্য? (জ্ঞান)
[ক] মানসিকতা
✅ লক্ষ্য অভিমুখী বাসনা
[গ] শক্তি
[ঘ] সহায়তা
১২৩. কাদের জীবনে একটার পর একটা সফলতা আসতেই থাকে? (অনুধাবন)
[ক] পরিশ্রমীদের
[খ] ভালো মানুষদের
✅ দৃঢ় প্রত্যয়ীদের
[ঘ] আশাহত মানুষের
১২৪. দৃঢ় প্রত্যয়ী মানুষ সবসময় সাফল্যের জন্য কেমন থাকে? (অনুধাবন)
✅ বুভুক্ষু
[খ] অনাগ্রহ
[গ] অমনোযোগী
[ঘ] চিন্তিত
১২৫. সুমী কোনো কাজ করার সিদ্ধান্ত নিয়ে দৃঢ় মনোবলের সাথে সে কাজের বাস্তবায়ন পর্যন্ত নিজ সিদ্ধান্তে অটল থাকে। এতে তার কোন গুণটির প্রকাশ পায়? (উচ্চতর দক্ষতা)
[ক] আত্মসচেতনতা
[খ] নিষ্ঠা
✅ দৃঢ় প্রত্যয়
[ঘ] সততা
১২৬. কোনটি না থাকলে নিজের ক্যারিয়ার প্রতিষ্ঠিত করা কঠিন? (জ্ঞান)
[ক] অর্থ
[খ] শ্রম
✅ দৃঢ় প্রত্যয়
[ঘ] শ্রদ্ধা
১২৭. কোনো কাজ সময়মতো সম্পন্ন হওয়ার জন্য কোনটি প্রয়োজন? (উচ্চতর দক্ষতা)
✅ দৃঢ় প্রত্যেয়ের সাথে কাজ শুরু করা
[খ] শারীরিক সুস্থতা অর্জন করা
[গ] মানসিক ধৈর্য অর্জন করা
[ঘ] পরিপূর্ণ আর্থিক সহায়তা
১২৮. সালমা দৃঢ় প্রত্যয়ী হতে চায়। এজন্য তার মধ্যে কোনটি থাকা আবশ্যক? (উচ্চতর দক্ষতা)
[ক] স্থিরভাবে লক্ষ্য নির্ধারণ
✅ লক্ষ্য অর্জনের প্রবল আকাঙ্ক্ষিত
[গ] লক্ষ্য পূরণে পরিপূর্ণ সহায়তা
[ঘ] লক্ষ্য সম্পর্কে অধিক চিন্তা
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১২৯. দৃঢ় প্রত্যয় হলো - (অনুধাবন)
i. ব্যাপক আগ্রহ নিয়ে কাজ করা
ii. মানবতার উদ্দেশ্যে কাজ করা
iii. সুদৃঢ় মনোবল নিয়ে কাজ করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৩০. দৃঢ় প্রত্যয়ী হতে সাহায্য করে - (অনুধাবন)
i. লক্ষ্য সম্পর্কে স্পষ্ট ধারণা
ii. লক্ষ্য সম্পর্কে সচেতনতা
iii. লক্ষ্যের প্রতি অমনোযোগিতা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৩১ ও ১৩২ নম্বর প্রশ্নের উত্তর দাও :
রাহিদ সাময়িক পরীক্ষায় গণিত বিষয়ে ফেল করে। ফেল করার পর তার মনে দৃঢ়তার জন্ম নেয় এবং সে লক্ষ্য নির্ধারণ করে যে বার্ষিক পরীক্ষায় অবশ্যই সকল বিষয়ে পাস করবে। কিন্তু কিছুদিন পরই তার এ ইচ্ছা দৃঢ় থেকে দুর্বল হতে থাকে। সে বার্ষিক পরীক্ষায় পুনরায় অকৃতকার্য হয়।
১৩১. অনুচ্ছেদে রাহিদের মধ্যে কোন গুণটির অভাব লক্ষ করা যায়? (প্রয়োগ)
✅ দৃঢ় প্রত্যয়
[খ] আবেগ
[গ] অনুভূতি
[ঘ] শ্রদ্ধা
১৩২. উক্ত গুণটি বাস্তবায়নে প্রয়োজন - (উচ্চতর দক্ষতা)
i. ব্যাপক আগ্রহ
ii. সুদৃঢ় মনোবল
iii. দ্রুত সিদ্ধান্ত
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
শ্রদ্ধা, পারস্পরিক নির্ভরশীলতা ও আন্তঃব্যক্তিক সম্পর্ক
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৩৩. কোনটি সামাজিক মূল্যবোধ? (অনুধাবন)
✅ শ্রদ্ধা
[খ] আকাঙ্ক্ষিত
[গ] দৃষ্টিভঙ্গি
[ঘ] মনোভাব
১৩৪. কাউকে তার প্রাপ্য সম্মান দেওয়াকে কী বলে? (জ্ঞান)
[ক] ভালোবাসা
[খ] স্নেহ
[গ] মূল্যায়ন
✅ শ্রদ্ধা
১৩৫. মানুষের জ্ঞান, অবস্থান, মর্যাদা ও সক্ষমতাকে সমীহ করাকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] মূল্যবোধ
[খ] প্রাপ্য অধিকার
[গ] করুণা
✅ শ্রদ্ধা
১৩৬. একজন মানুষকে মানুষ হয়ে ওঠার ক্ষেত্রে কী সবচেয়ে বেশি ভূমিকা রাখে? (জ্ঞান)
[ক] বংশ পরিচয়
✅ শ্রদ্ধাবোধ
[গ] সৌন্দর্য
[ঘ] সম্পদ
১৩৭. অন্য মানুষকে শ্রদ্ধা করার অন্যতম উপায় কী? (জ্ঞান)
✅ নিজেকে শ্রদ্ধা করা
[খ] নিজেকে ঘৃণা করা
[গ] বংশগত শ্রদ্ধাবোধ
[ঘ] উচ্চাভিলাষী হওয়া
১৩৮. সমাজ সৃষ্টির প্রধান উপাদান কী? (জ্ঞান)
[ক] সভ্যতা
✅ সংঘবদ্ধ মানুষ
[গ] ভূখণ্ড
[ঘ] অর্থ
১৩৯. সমাজের মানুষ একে অন্যের প্রতি কেমন থাকে? (অনুধাবন)
✅ নির্ভরশীল
[খ] শ্রদ্ধাশীল
[গ] বিদ্বেষপূর্ণ
[ঘ] সমালোচনামুখর
১৪০. নির্ভরশীলতা সাধারণত কেমন হয়? (জ্ঞান)
[ক] উদ্দেশ্যমূলক
[খ] মানবিকতামূলক
✅ সহযোগিতামূলক
[ঘ] নেতিবাচক
১৪১. সমাজে ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ককে কী বলে? (জ্ঞান)
[ক] আত্মকেন্দ্রিক সম্পর্ক
✅ আন্তঃব্যক্তিক সম্পর্ক
[গ] সামাজিক সম্পর্ক
[ঘ] আর্থসামাজিক সম্পর্ক
১৪২. আত্মত্যাগের প্রধান শর্ত কী? (জ্ঞান)
✅ আন্তঃব্যক্তিক সম্পর্ক থাকা
[খ] আশাহত হওয়া
[গ] সম্পদশালী হওয়া
[ঘ] ধার্মিক হওয়া
১৪৩. বিশেষ কোনো প্রাপ্তির আশা না করে একে অন্যের সাথে সহযোগিতার মনোভাব পোষণ করে যে সদ্ভাব বা সৌহার্দপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে তাকে কী বলে? (জ্ঞান)
[ক] সামাজিক সম্পর্ক
[খ] মানবিক সম্পর্ক
[গ] ধার্মিক সম্পর্ক
✅ আন্তঃব্যক্তিক সম্পর্ক
১৪৪. শ্রদ্ধা মানুষের জীবনে কিসের পথ সুগম করে? (জ্ঞান)
✅ প্রতিষ্ঠিত হওয়ার
[খ] ধনী হওয়ার
[গ] চাকরি পাওয়ার
[ঘ] স্বাধীন হওয়ার
১৪৫. কী করলে সম্মানের অধিকারী হওয়া যায়? (জ্ঞান)
[ক] পরিশ্রম করলে
[খ] দক্ষতা অর্জন করলে
✅ ছোটদের স্নেহ ও বড়দের সম্মান করলে
[ঘ] রাজনীতি করলে
১৪৬. সমাজে সবার কাছে গ্রহণযোগ্য হতে হলে কী করতে হবে? (জ্ঞান)
[ক] সম্পদশালী হতে হবে
✅ শ্রদ্ধাশীল হতে হবে
[গ] কর্মঠ হতে হবে
[ঘ] মনোযোগী হতে হবে
১৪৭. কোন ক্ষেত্রে শ্রদ্ধাশীল গুণটি ধারণ করলে নিজে ও অন্যে উপকৃত হবে? (জ্ঞান)
✅ কর্মক্ষেত্রে
[খ] নিজের ক্ষেত্রে
[গ] ছোটদের ক্ষেত্রে
[ঘ] ধনীদের ক্ষেত্রে
১৪৮. একার পক্ষে সব ধরনের কাজ সম্পন্ন করা অসম্ভব কেন? (অনুধাবন)
[ক] অলসতার কারণে
✅ শ্রমবিভাজনের কারণে
[গ] অধিক শ্রমিক থাকার কারণে
[ঘ] দক্ষতার অভাবে
১৪৯. নিচের কোন গুণ ছাড়া কোনো কাজ যথাযথভাবে করা প্রায় অসম্ভব? (অনুধাবন)
[ক] মানবিকতা
[খ] আগ্রহ
[গ] মানসিকতা
✅ পারস্পরিক নির্ভরশীলতা
১৫০. কখন পারস্পরিক নির্ভরশীলতার বিষয়টি পরিষ্কারভাবে দৃশ্যমান হয়ে ওঠে? (জ্ঞান)
✅ সামাজিক অনুষ্ঠানের সময়
[খ] ব্যক্তিগত কাজের সময়
[গ] জীবনের সুন্দর মুহুর্তে
[ঘ] বেদনাদায়ক মুহূর্তে
১৫১. পারস্পরিক নির্ভরশীলতার গুণটি কোন ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে? (জ্ঞান)
[ক] সম্মান অর্জনে
✅ ক্যারিয়ার গঠনে
[গ] সম্পদ সঞ্চয়ে
[ঘ] ধনী হওয়ার ক্ষেত্রে
১৫২. ক্যারিয়ার গঠনে শিক্ষা ক্ষেত্রে জীবনের মোড় ঘুরিয়ে দিতে কে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে? (জ্ঞান)
[ক] পিতামাতা
✅ সহপাঠী বন্ধু
[গ] সমাজ
[ঘ] পরিবার
১৫৩. কারা বিপদে পড়লে দ্রুত পরিত্রাণ পায়? (জ্ঞান)
[ক] রাজনীতিবিদরা
[খ] পণ্ডিতরা
✅ আন্তঃব্যক্তিক সম্পর্ক স্থাপনকারীরা
[ঘ] ধূর্তরা
১৫৪. কাদের সাথে ভালো সম্পর্ক থাকলে সহযোগিতা ও দিকনির্দেশনা পাওয়া যায়? (জ্ঞান)
✅ শিক্ষক ও সহপাঠী
[খ] রাজনীতিবিদ
[গ] পরশ্রীকাতর ব্যক্তি
[ঘ] আত্মমর্যাদাহীন ব্যক্তি
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৫৫. শ্রদ্ধাবোধ হচ্ছে সমাজের সবার নিকট একটি - (অনুধাবন)
i. গ্রহণযোগ্য গুণ
ii. আকাঙ্ক্ষিত বিশেষ গুণ
iii. প্রত্যাশিত চারিত্রিক গুণ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৫৬. শ্রদ্ধা হচ্ছে - (অনুধাবন)
i. মানুষের অবস্থান মূল্যায়ন করা
ii. মানুষকে সহায়তা করা
iii. মানুষের অর্জনকে স্বীকৃতি দেওয়া
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
১৫৭. মানুষকে মূল্যায়ন বা সমীহ করা হচ্ছে - (অনুধাবন)
i. মানসিকতা
ii. মনোভাব
iii. বোধ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৫৮. পারস্পরিক শ্রদ্ধাবোধ সমাজকে করে তোলে - (অনুধাবন)
i. অস্থিতিশীল
ii. শান্তিপূর্ণ
iii. সৌহার্দপূর্ণ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
১৫৯. পারস্পরিক নির্ভরশীলতার মাধ্যমে সমাজ হয়ে ওঠে - (অনুধাবন)
i. উন্নয়নশীল
ii. সুন্দর
iii. সম্প্রীতিপূর্ণ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
১৬০. আন্তঃব্যক্তিক সম্পর্ক ভূমিকা রাখে- (উচ্চতর দক্ষতা)
i. পরিবার ও সামাজিক ক্ষেত্রে
ii. শিক্ষা ও কর্মক্ষেত্রে
iii. মানবিক সম্পর্ক স্থাপনে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৬১ ও ১৬২ নম্বর প্রশ্নের উত্তর দাও :
শিপন সবসময় চেষ্টা করে বড়দের উপযুক্ত সম্মান প্রদর্শন করতে। সে যখন স্কুলে যায় তখন শিক্ষকদেরকে সালাম দেয়। রাস্তায় মুরব্বিদের দেখলে যথাযথ সম্মান করে। বাড়িতে গুরুজনদের প্রতি একই ধরনের আচরণ করে। এ আচরণে সবাই তার ওপর অনেক খুশি।
১৬১. অনুচ্ছেদে শিপনের যে আচরণটি ফুটে উঠেছে তা কোন ধরনের মূল্যবোধের আওতাভুক্ত? (প্রয়োগ)
[ক] সাংস্কৃতিক
[খ] অর্থনৈতিক
[গ] রাজনৈতিক
✅ সামাজিক
১৬২. শিপনের উক্ত আচরণটি সমাজের সবার নিকট - (উচ্চতর দক্ষতা)
i. গ্রহণযোগ্য
ii. কাঙ্ক্ষিত
iii. একমাত্র কাঙ্ক্ষিত
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৬৩ ও ১৬৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
রুমা স্থানীয় একটি বেসরকারি সংস্থায় চাকরি করে। সে তার সহকারীদের প্রয়োজনের সময় স্বেচ্ছায় সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এ কারণে সহকারীরাও তার প্রয়োজনের সময়ে সাহায্য করে। তাদের পারস্পরিক সম্পর্কের কারণে তারা প্রয়োজনে একে অন্যের জন্য নিজের বিলাসিতা এমনকি বিশ্রাম পর্যন্ত বিসর্জন দেয়। রুমা এবং তার সহকারীদের মধ্যে এরূপ সম্পর্ক সর্বক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ।
১৬৩. অনুচ্ছেদে রুমা ও তার সহকারীদের মধ্যে কোন ধরনের সম্পর্ক গড়ে উঠেছে? (প্রয়োগ)
[ক] অফিসিয়াল সম্পর্ক
[খ] পারিবারিক সম্পর্ক
[গ] প্রতিবেশী সম্পর্ক
✅ আন্তঃব্যক্তিক সম্পর্ক
১৬৪. উক্ত সম্পর্ক গড়ে ওঠে- (উচ্চতর দক্ষতা)
i. ব্যক্তির সাথে দলের
ii. রাষ্ট্রের সাথে রাষ্ট্রের
iii. ব্যক্তির সাথে ব্যক্তির
নিচের কোনটি সঠিক?
✅ i
[খ] ii
[গ] i ও iii
[ঘ] ii ও iii
সততা, পেশাগত নৈতিকতা ও আইনের প্রতি শ্রদ্ধা
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৬৫. কোনটি মহৎ গুণ বা সর্বোৎকৃষ্ট পন্থা? (জ্ঞান)
[ক] ভালোবাসা
[খ] শ্রদ্ধা
[গ] নৈতিকতা
✅ সততা
১৬৬. জীবনের সর্বক্ষেত্রে চিন্তা-চেতনায়, কর্মে সত্যবাদী হওয়া এবং সৎ মনোবৃত্তির সাথে যেকোনো কাজ সম্পাদন করাকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] মহৎ গুণ
[খ] নৈতিকতা
✅ সততা
[ঘ] একনিষ্ঠতা
১৬৭. জীবন ধারণের জন্য মানুষকে কিসের সাথে যুক্ত থাকতে হয়? (জ্ঞান)
✅ পেশার সাথে
[খ] খেলার সাথে
[গ] বন্ধুদের সাথে
[ঘ] নৈতিকতার সাথে
১৬৮. একটি রাষ্ট্র বা শাসনব্যবস্থা কিসের ওপর নির্ভর করে টিকে থাকে? (জ্ঞান)
[ক] জ্ঞান
[খ] সংস্কৃত
[গ] ইতিহাস
✅ আইন ব্যবস্থা
১৬৯. সমাজে কিসের অনুপস্থিতিতে বিশৃঙ্খলা দেখা দেয়? (জ্ঞান)
[ক] নৈতিকতা
[খ] সততা
✅ আইন
[ঘ] সচেতনতা
১৭০. আইন বাস্তবায়নে পূর্বশর্ত কী? (জ্ঞান)
✅ আইনের প্রতি শ্রদ্ধা
[খ] আইনের প্রতি ভীতি
[গ] আইনের প্রতি অনীহা
[ঘ] মানুষকে ভীতি প্রদর্শন
১৭১. আইন প্রয়োগ ও বাস্তবায়নে সহযোগিতা করে কী প্রদর্শন করা যায়? (জ্ঞান)
[ক] নৈতিকতা
[খ] সৎ গুণ
[গ] সচেতনতা
✅ আইনের প্রতি শ্রদ্ধা
১৭২. উন্নত আদর্শ ও নৈতিকতায় ভূষিত হতে কোনটির গুরুত্ব সবচেয়ে বেশি? (অনুধাবন)
[ক] সচেতনতা
✅ সততা
[গ] ভালবাসা
[ঘ] মূল্যবোধ
১৭৩. শিক্ষা জীবন থেকে কোন গুণ অর্জন করলে জীবনে বেশি দূর এগোনো যায়? (জ্ঞান)
[ক] কর্মদক্ষতা
✅ সততা
[গ] মনোযোগ
[ঘ] সহযোগিতা
১৭৪. পেশাগত নৈতিকতা বলতে কী বোঝায়? (জ্ঞান)
✅ স্ব-স্ব পেশাগত দায়িত্ব পালন
[খ] সার্বিক দায়িত্ব পালন
[গ] পেশাদারকে প্রাধান্য দেওয়া
[ঘ] অন্যের পেশাকে শ্রদ্ধা করা
১৭৫. ক্যারিয়ারকে সুগঠিত করতে হলে কোনটি সর্বাধিক গুরুত্বপূর্ণ? (অনুধাবন)
[ক] পেশাজীবী হওয়া
[খ] কর্মসংস্থানের সুযোগ
✅ সততা ও দায়িত্বশীলতা
[ঘ] ধনসম্পদ
১৭৬. সকল ধর্মে কোন গুণটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে? (জ্ঞান)
[ক] নিষ্ঠা
✅ সততা
[গ] দৃঢ় প্রত্যয়
[ঘ] আত্মসচেতনতা
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৭৭. সততা হচ্ছে - (অনুধাবন)
i. সত্য বলা বা সত্যকে ধারণ করা
ii. সত্যকে লালন বা প্রতিষ্ঠিত করা
iii. মানুষকে ভালোবাসা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৭৮. পেশাগত নৈতিকতা হচ্ছে পেশায় - (অনুধাবন)
i. সততা ও দায়িত্বশীলতা মেনে চলা
ii. নিয়মানুবর্তিতা ও সচ্ছতা মেনে চলা
iii. জবাবদিহিতা ও বিধিবিধান মেনে চলা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৭৯. আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন বলতে বোঝায় আইন অনুযায়ী সব ধরনের - (অনুধাবন)
i. মূল্যবোধ গ্রহণ করা
ii. বিধিনিষেধ মেনে চলা
iii. সিদ্ধান্ত মেনে চলা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
১৮০. সততার মাধ্যমে মানুষ- (অনুধাবন)
i. বিশুদ্ধ হয়
ii. পরিচ্ছন্ন হয়
iii. বিশ্বস্ত হয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৮১. সততাকে প্রাধান্য দিলে সমাজে নিশ্চিত হয় - (উচ্চতর দক্ষতা)
i. শান্তি ও নিরাপত্তা
ii. কর্মসংস্থান
iii. শৃঙ্খলা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৮২. ক্যারিয়ারের প্রতি ইতিবাচক ভূমিকা পালন করে - (অনুধাবন)
i. আইনের প্রতি শ্রদ্ধা
ii. সততা ও নিয়মানুবর্তিতা
iii. পেশাগত নৈতিকতা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৮৩ ও ১৮৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
সোহাগ ও শফিক একই প্রতিষ্ঠানে মাঠ পর্যায়ে কাজ করে। শফিক বিভিন্ন কাজে অসদুপায় অবলম্বন করে, যাতে সে কিছু অর্থ আত্মসাৎ করতে পারে। এ কথা সে সোহাগকে গোপন রাখতে বলে এবং আত্মসাৎকৃত অর্থ প্রদান করতে চায়। কিন্তু সোহাগ তা নেয় না। একদিন প্রতিষ্ঠানের কর্মকর্তা বুঝতে পারলে শফিককে তলব করে আর সাক্ষীর জন্য ডাকে সোহাগকে। সোহাগ এক্ষেত্রে সব সত্য বলে দেয়। যার জন্য কর্মকর্তা তাকে বাহবা দেয়।
১৮৩. অনুচ্ছেদে সোহাগের চরিত্রে কোন গুণের ছাপ দেখা যায়? (প্রয়োগ)
✅ সততা
[খ] আইনের প্রতি শ্রদ্ধা
[গ] শ্রদ্ধা
[ঘ] পারস্পরিক নির্ভরশীলতা
১৮৪. উক্ত গুণটির ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো - (উচ্চতর দক্ষতা)
i. এটি একটি মহৎ গুণ
ii. এটি একটি মৌলিক মানবীয় গুণ
iii. এটি মানুষের উন্নত আদর্শসম্পন্ন গুণ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৮৫ ও ১৮৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :
‘ক’ নামক গ্রামে একদিন রাতে ডাকাত হামলা করল। কিন্তু গ্রামের লোকজন প্রস্তুত থাকায় তারা ডাকাত দলকে হাতেনাতে ধরে ফেলল। এক্ষেত্রে গ্রামবাসী ডাকাতদের কোনো প্রকার নির্যাতন না করে পুলিশের হাতে তুলে দেয়।
১৮৫. অনুচ্ছেদে গ্রামবাসীর মধ্যে নিচের কোন গুণটি দৃশ্যমান? (প্রয়োগ)
[ক] বর্বরতা
[খ] সততা
[গ] শ্রদ্ধাবোধ
✅ আইনের প্রতি শ্রদ্ধা
১৮৬. অনুচ্ছেদে গ্রামবাসীর এরূপ গুণের ওপর টিকে থাকে - (উচ্চতর দক্ষতা)
i. সমাজব্যবস্থা
ii. রাষ্ট্রব্যবস্থা
iii. শাসনব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
ইতিবাচক প্রতিযোগিতা ও সহযোগিতার মনোভাব
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৮৭. ইতিবাচক প্রতিযোগিতা কী? (জ্ঞান)
[ক] অন্যকে পরাজিত করা
[খ] অন্যকে জয়ী করে
✅ অন্যকে পরাজিত না করে নিজের মান উন্নয়ন করা
[ঘ] অন্যকে পরাজিত করে নিজে জয়ী হওয়া
১৮৮. আরিফ দশম শ্রেণির ছাত্র। সে পরীক্ষায় সবসময় ভালো করে এবং অন্য বন্ধুদের ভালো ফল করতে সহায়তা করে। আরিফের এরূপ দৃষ্টিভঙ্গিকে কী বলা যায়? (প্রয়োগ)
✅ ইতিবাচক প্রতিযোগিতা
[খ] নেতিবাচক প্রতিযোগিতা
[গ] খোলাখুলি প্রতিযোগিতা
[ঘ] বোকামি
১৮৯. অন্যের সমস্যা বা বিপদে সহায়তা করার মানসিকতাকে কী বলে? (জ্ঞান)
[ক] ইতিবাচক মনোভাব
✅ সহযোগিতামূলক মনোভাব
[গ] ইতিবাচক প্রতিযোগিতা
[ঘ] মানবিকতা
১৯০. রুনা অন্যের প্রতি সহযোগিতার মনোভাব পোষণ করে। ফলে সে সহজেই কী গড়তে পারবে? (উচ্চতর দক্ষতা)
[ক] ধনসম্পদ
[খ] বড় ঘরবাড়ি
✅ সুন্দর ক্যারিয়ার
[ঘ] উন্নত সমাজ
১৯১. কোন গুণের ফলে সহজেই শিক্ষাক্ষেত্রে সমাজ ও কর্মক্ষেত্রে আস্থা ও দক্ষতার সাথে কাজ করা যায়? (অনুধাবন)
[ক] মেধা
✅ সহযোগিতামূলক মনোভাব
[গ] আত্মসচেতনতা
[ঘ] সুবিবেচনা
১৯২. সুনামের সাথে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য কোনটি প্রয়োজন? (উচ্চতর দক্ষতা)
✅ সহযোগিতার মনোভাব
[খ] সততা
[গ] দৃঢ় প্রত্যয়
[ঘ] আত্মসচেতনতা
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৯৩. ইতিবাচক প্রতিযোগিতায় নিজের যোগ্যতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি যে বিষয় বিবেচনায় রাখা উচিত- (উচ্চতর দক্ষতা)
i. সমাজের বিশ্বাস
ii. নৈতিকতা ও মূল্যবোধ
iii. সমাজের উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৯৪. সানজিদা নিজের জীবনে ইতিবাচক প্রতিযোগিতার প্রতিফলন ঘটাতে চায়। এজন্য তার করণীয়- (উচ্চতর দক্ষতা)
i. আত্মবিশ্বাস নিয়ে নিজের সফলতার চেষ্টা করা
ii. নিজের জন্য না ভেবে অন্যের প্রতি খেয়াল রাখা
iii. অন্য কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে দিকে খেয়াল রাখা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৯৫. সুন্দর ক্যারিয়ার গঠন করতে পারে- (অনুধাবন)
i. ইতিবাচক প্রতিযোগিতায় অভ্যস্তরা
ii. অন্যের প্রতি সহযোগিতার মনোভাব পোষণকারীরা
iii. আইনের ঊর্ধ্বে মনোভাব পোষণকারীরা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৯৬. রাহেলা খানম কর্মক্ষেত্রে সবার প্রতি ইতিবাচক প্রতিযোগিতা ও সহযোগিতার মনোভাব পোষণ করে। ফলে সে- (উচ্চতর দক্ষতা)
i. আস্থার সাথে কাজ করতে পারবে
ii. উচ্চস্থান অধিকার করতে পারবে
iii. দক্ষতার সাথে কাজ করতে পারবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৯৭ ও ১৯৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :
নাঈম ও ফাহিম দুই বন্ধু। নাঈম মেধাবী ও তার শ্রেণিতে প্রথম কিন্তু একই শ্রেণিতে ফাহিমের স্থান অনেক পেছনে। নাঈম সবসময় চেষ্টা করে ফাহিমকে সকল প্রকার তথ্য দিয়ে সাহায্য করতে যাতে ফাহিমের রেজাল্ট ভালো হয়। নাঈম নিজে চায় না যে তার বন্ধু পিছিয়ে পড়ুক। শ্রেণির আরও অনেককে সে এভাবে সাহায্য করে। তবে সে নিজেকে আরও ভালো ছাত্র হিসেবে তৈরি করার জন্য সর্বদা চেষ্টা করে।
১৯৭. অনুচ্ছেদে নাঈমের মধ্যে কোন মনোভাব বিদ্যমান? (প্রয়োগ)
[ক] সহমর্মিতা
[খ] আবেগ
✅ ইতিবাচক প্রতিযোগিতা
[ঘ] মানবিকতা
১৯৮. উক্ত মনোভাবের জন্য নাঈম - (উচ্চতর দক্ষতা)
i. সুন্দর ক্যারিয়ার গঠন করতে পারবে
ii. সহজে অন্যের আস্থা অর্জন করতে পারবে
iii. নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নেতৃত্ব, উদ্যোগ ও কাজের প্রতি আগ্রহ
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৯৯. কোনো কাজ সমন্বয় ও নিয়ন্ত্রণের দায়িত্ব বা প্রক্রিয়াকে সাধারণত কী বলা হয়? (জ্ঞান)
✅ নেতৃত্ব
[খ] দায়িত্বশীলতা
[গ] দক্ষতা
[ঘ] কর্মক্ষমতা
২০০. নেতৃত্বের মধ্যে নিচের কোন বৈশিষ্ট্য অনুপস্থিত? (অনুধাবন)
[ক] পরিচালনা
[খ] সমন্বয়
[গ] নিয়ন্ত্রণ
✅ উদারতা
২০১. “নেতৃত্ব হচ্ছে লক্ষ্য নির্ধারণ ও লক্ষ্য অর্জনের জন্য একটি কর্মী বাহিনীর কার্য্যাবলি প্রভাবিত করার প্রক্রিয়া”- উক্তিটি কার? (জ্ঞান)
[ক] Bennis
✅ Stogdill
[গ] Maciver
[ঘ] page
২০২. “নেতৃত্ব হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যবস্থাপক তার অধীন কর্মীদলদের কাঙ্ক্ষিত পদ্ধতিতে আচরণ করতে প্রভাবিত করতে পারেন”- কথাটি কে বলেছেন? (জ্ঞান)
[ক] Stogdill
✅ Bennis
[গ] Augest comete
[ঘ] Hobbes
২০৩. কোন ধরনের নেতৃত্বে কর্মীদের মতামত প্রদানের স্বাধীনতা থাকে? (জ্ঞান)
✅ গণতান্ত্রিক
[খ] স্বৈরতান্ত্রিক
[গ] পরিস্থিতি ভিত্তিক
[ঘ] নির্জীবমূলক
২০৪. গণতান্ত্রিক নেতৃত্বে কাদের মতামতকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নেয়া হয়? (জ্ঞান)
[ক] জনগণের
✅ সংশ্লিষ্ট কর্মীদের
[গ] নেতাদের
[ঘ] পরিচালকের
২০৫. কোন ধরনের নেতৃত্বে কর্মীদের মতামতকে গুরুত্ব না দিয়ে নেতা নিজের চিন্তা বা ইচ্ছা অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করেন? (জ্ঞান)
[ক] গণতান্ত্রিক
✅ স্বৈরতান্ত্রিক
[গ] পরিস্থিতিমূলক
[ঘ] নির্জীবমূলক
২০৬. কোন ধরনের নেতৃত্বে সমসাময়িক অবস্থা ও বাস্তবতা বিবেচনা করে নেতৃত্ব দেওয়া হয়? (জ্ঞান)
[ক] নির্জীবমূলক
[খ] স্বৈরতান্ত্রিক
✅ পরিস্থিতিমূলক
[ঘ] গণতান্ত্রিক
২০৭. কোন নেতৃত্বে গণতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক উভয় নেতৃত্ব বিদ্যমান? (জ্ঞান)
✅ পরিস্থিতিমূলক
[খ] গণতান্ত্রিক
[গ] স্বৈরতান্ত্রিক
[ঘ] নির্জীবমূলক
২০৮. কোন ধরনের নেতৃত্বে নেতারা নিষ্ক্রিয় ও অবচেতন? (জ্ঞান)
[ক] গণতান্ত্রিক
[খ] স্বৈরতান্ত্রিক
[গ] পরিস্থিতিমূলক
✅ নির্জীবমূলক
২০৯. কোন ধরনের নেতৃত্বে নেতাকর্মীদের সব মতামত মেনে চলেন এবং কর্মীদের ওপর নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হন? (জ্ঞান)
✅ নির্জীবমূলক
[খ] গণতান্ত্রিক
[গ] শোষণমূলক
[ঘ] পরিস্থিতিমূলক
২১০. কোন ধরনের নেতৃত্বে নেতাকে শুধু নামমাত্র নেতা হিসেবে বিবেচনা করা হয়? (জ্ঞান)
[ক] গণতান্ত্রিক
[খ] স্বৈরতান্ত্রিক
✅ নির্জীবমূলক
[ঘ] পরিস্থিতিমূলক
২১১. বাংলাদেশে কোন ধরনের নেতৃত্ব দেখা যায়? (জ্ঞান)
✅ গণতান্ত্রিক
[খ] নির্জীব
[গ] স্বৈরতান্ত্রিক
[ঘ] সমাজতান্ত্রিক
২১২. দলের মধ্যে কার অনুপস্থিতিতে বিশৃঙ্খলা দেখা দেওয়ার আশঙ্কা থাকে? (জ্ঞান)
[ক] কর্মীর
✅ নেতার
[গ] জনতার
[ঘ] প্রশাসকের
২১৩. নেতার অনুপস্থিতিতে দলের মধ্যে কেমন পরিবেশ বিরাজ করে? (জ্ঞান)
[ক] সুশৃঙ্খল
[খ] আনন্দমূলক
✅ বিবাদমূলক
[ঘ] সম্ভাবনাময়
২১৪. কর্মীদের কাছ থেকে কাজ আদায় করার জন্য কার গুরুত্ব সবচেয়ে বেশি? (জ্ঞান)
✅ নেতার
[খ] পরিচালকের
[গ] প্রশাসকের
[ঘ] অভিভাবকের
২১৫. দলের বিভিন্ন বিষয়ে পরিস্থিতি সম্পর্কে হালনাগাদ করা ও দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনাবলি কর্মীদের নিকট পৌঁছানো কার দায়িত্ব? (জ্ঞান)
[ক] জনগণের
[খ] দায়িত্বশীল কর্মীদের
✅ নেতার
[ঘ] প্রশাসকের
২১৬. নিচের কোনটি নেতৃত্বের গুণাবলির মধ্যে অনুপস্থিত? (অনুধাবন)
[ক] যোগ্যতা
[খ] অধ্যবসায়
[গ] যথাযথ জ্ঞান
✅ আবেগ
২১৭. কাজের প্রথম ধাপকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] প্রচেষ্টা
✅ উদ্যোগ
[গ] পরিশ্রম
[ঘ] প্রক্রিয়া
২১৮. স্বাধীনভাবে কোনো কাজের সিদ্ধান্ত নিয়ে অন্যের নির্দেশনা ব্যতিরেকে তা শুরু করে দেওয়ার যোগ্যতাকে কী বলে? (জ্ঞান)
[ক] দূরদর্শিতা
[খ] কর্মদক্ষতা
✅ উদ্যোগ
[ঘ] কাজের প্রতি আগ্রহ
২১৯. সমাজের সবাই কাকে কাজের কাজি মনে করে? (অনুধাবন)
[ক] যার মধ্যে ভালবাসা আছে
[খ] যার মেধা আছে
✅ যার মধ্যে নেতৃত্ব ও উদ্যোগ গ্রহণের যোগ্যতা আছে
[ঘ] যে রাজনীতি বোঝে
২২০. বিভিন্ন কর্মক্ষেত্রে বা বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগকর্তারা আবেদনকারীর কোন গুণটি পছন্দ করেন? (জ্ঞান)
✅ নেতৃত্ব ও উদ্যোগ গ্রহণ
[খ] মূল্যবোধ
[গ] ধর্মভীরুতা
[ঘ] সৌন্দর্য
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২২১. লোপা নেতা হতে চায়। তার মধ্যে যে গুণগুলো উপস্থিত থাকা প্রয়োজন - (উচ্চতর দক্ষতা)
i. ঝুঁকি গ্রহণের মানসিকতা
ii. সময়ানুবর্তিতা
iii. অন্যের নেতৃত্বে কাজ করার মানসিকতা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২২২. যেকোনো দলীয় কাজ বা বহুসংখ্যক লোকের একত্রে কাজ করতে হলে প্রয়োজন - (জ্ঞান)
i. বেতন দেওয়া
ii. কাজের মধ্যে সমন্বয় সাধন
iii. কাজের গতি নিয়ন্ত্রণ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
২২৩. দলের নেতা - (অনুধাবন)
i. কর্মীবাহিনীকে একসূত্রে গাঁথেন
ii. দিক-নির্দেশনা দেন
iii. প্রতিকূল পরিবেশে ভেঙে পড়েন
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২২৪. সঠিক নেতৃত্ব - (অনুধাবন)
i. সময়ের ব্যবহার নিশ্চিত করে
ii. অর্থের যথার্থ ব্যবহার নিশ্চিত করে
iii. উদ্দেশ্যপূরণে বাঁধা সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২২৫ ও ২২৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :
চয়ন আলী খালিশপুর গ্রামের একজন চেয়ারম্যান। তিনি অধ্যবসায়ী ও সময়ানুবর্তী। তিনি সঠিক সময়ে আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন। সংকটময় মুহূর্তে তিনি ঝুঁকি গ্রহণ করেন এবং উপর মহলের আদেশ নির্দেশ অনুযায়ী কাজ করেন। তিনি জনদরদি চয়ন ভাই নামে এলাকায় পরিচিত।
২২৫. অনুচ্ছেদে চয়ন আলীর মধ্যে কিসের গুণাবলি দেখা যায়? (প্রয়োগ)
[ক] সংগঠক
[খ] উদ্যোক্তা
[গ] ব্যাংকার
✅ নেতৃত্ব
২২৬. চয়ন আলির উক্ত গুণটির জন্য - (উচ্চতর দক্ষতা)
i. তার দলে বিশৃঙ্খলা দেখা দেয় না
ii. কর্মীরা একসূত্রে কাজ করে
iii. অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত হয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
শারীরিক ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২২৭. কোনটির অনুপস্থিতিতে স্বাভাবিক জীবনযাপন করা অসম্ভব? (জ্ঞান)
[ক] অর্থবিত্ত
[খ] সম্মান
✅ স্বাস্থ্যহীন দেহ ও মন
[ঘ] ভালোবাসা
২২৮. কখন থেকে মানুষের দৈহিক বিকাশ ঘটতে থাকে? (জ্ঞান)
[ক] জ্ঞানবুদ্ধি হওয়ার পর
✅ জন্মের পর
[গ] উপদেশ গ্রহণের পর
[ঘ] বয়ঃসন্ধিক্ষণের পর
২২৯. দেহের সাথে কোনটির সম্পর্ক খুবই নিবিড়? (জ্ঞান)
[ক] খাবারের
[খ] ওষুধের
✅ মনের
[ঘ] ব্রেইনের
২৩০. শারীরিক স্বাস্থ্য উন্নয়নে নিচের কোন কাজটি অপ্রয়োজনীয়? (অনুধাবন)
[ক] সুষম খাদ্যাভ্যাস
[খ] প্রয়োজনীয় ব্যায়াম
[গ] স্বাস্থ্যবিধি জানা
✅ ভ্রমণপিয়াসী হওয়া
২৩১. মানসিক স্বাস্থ্য উন্নয়নে নিচের কোন কাজটি অপ্রয়োজনীয়? (অনুধাবন)
✅ মিতব্যয়ী হওয়া
[খ] হাসি-খুশি থাকা
[গ] চাপমুক্ত থাকা
[ঘ] আবেগ নিয়ন্ত্রণ করা
২৩২. কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করতে কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? (অনুধাবন)
[ক] দক্ষতা
[খ] যোগ্যতা
✅ মানসিক ও শারীরিক সুস্থতা
[ঘ] আগ্রহ
২৩৩. ক্যারিয়ার গঠনে নিচের কোন গুণটির প্রয়োজন সর্বাধিক? (জ্ঞান)
✅ পরিশ্রম
[খ] চিন্তাশীলতা
[গ] সৃষ্টিশীলতা
[ঘ] ধার্মিকতা
২৩৪. ক্যারিয়ার গঠনে কোনো উদ্যোগ গ্রহণ করার পর মানসিক বা শারীরিক ক্ষতির সম্মুখীন হলে কী সমস্যা দেখা দেয়? (উচ্চতর দক্ষতা)
[ক] আর্থিক ক্ষতি হয়
[খ] উদ্বিগ্নতা দেখা দেয়
✅ পরিকল্পনা ভেস্তে যায়
[ঘ] মানসিক বিপর্যয় ঘটে
২৩৫. নিচের কোনটি শারীরিক স্বাস্থ্য উন্নয়নমূলক কাজ? (জ্ঞান)
✅ নিয়মিত মলমূত্র ত্যাগের অভ্যাস
[খ] পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম
[গ] পড়ার অভ্যাস তৈরি
[ঘ] ভ্রমণপিয়াসু হওয়া
২৩৬. উজ্জ্বল তার শারীরিক স্বাস্থ্য উন্নয়ন করতে আগ্রহী। এজন্য তার করণীয় কী? (উচ্চতর দক্ষতা)
✅ স্বাস্থ্যকর পোশাক পরিধান করা
[খ] চাপমুক্ত থাকা
[গ] ভ্রমণপিয়াসু হওয়া
[ঘ] আবেগ নিয়ন্ত্রণ করা
২৩৭. নিচের কোনটি মানসিক স্বাস্থ্য উন্নয়নমূলক কাজ? (অনুধাবন)
[ক] প্রয়োজনীয় ব্যায়াম
[খ] নিয়মিত মলমূত্র ত্যাগের অভ্যাস
[গ] স্বাস্থ্যবিধি জানা
✅ হাসিখুশি থাকা
২৩৮. রেবেকা দিনে দিনে মানসিকভাবে ভেঙে পড়ছে। মানসিক স্বাস্থ্য উন্নয়নে তার করণীয় কী? (উচ্চতর দক্ষতা)
✅ যথাযথ বিনোদন গ্রহণ করা
[খ] প্রয়োজনীয় ব্যয়াম করা
[গ] স্বাস্থ্যবিধি জানা
[ঘ] স্বাস্থ্যকর পোশাক পরিধান করা
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৩৯. শারীরিক ও মানসিক স্বাস্থ্য সচেতনতা বলতে বোঝায়- (অনুধাবন)
i. শরীর ও মনের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য পদক্ষেপ
ii. শরীর ও মনের সুস্থতাবিষয়ক বিধিবিধান মেনে চলা
iii. শরীর ও মন অসুস্থ হলে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৪০. কোনো কারণে মন খারাপ হলে মানুষের মধ্যে - (অনুধাবন)
i. কর্মক্ষমতা হ্রাস পায়
ii. সৌন্দর্য হ্রাস পায়
iii. সক্ষমতা হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৪১. ডা. শফিকের কাছে একজন রোগী এলো তার শারীরিক স্বাস্থ্য উন্নয়নমূলক পরামর্শ চাইতে। তাকে শফিকের যে পরামর্শ দেওয়া উচিত- (উচ্চতর দক্ষতা)
i. সময়মতো ঘুমানো এবং জেগে ওঠা
ii. সুষম খাদ্যাভ্যাস তৈরি করা
iii. আবেগ নিয়ন্ত্রণ করা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৪২. মানসিক স্বাস্থ্য উন্নয়নে প্রয়োজন- (উচ্চতর দক্ষতা)
i. বন্ধুত্ব ও সুসম্পর্ক তৈরি করা
ii. স্বাস্থ্যহানিকর দ্রব্য এড়িয়ে চলা
iii. চাপমুক্ত থাকা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৪৩ ও ২৪৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
আজহার মাহমুদ একজন সচেতন ব্যক্তি। তিনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ব্যয়াম করেন। সুষম খাদ্যাভ্যাস, স্বাস্থ্যবিধি মেনে চলা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি তিনি পরিষ্কার, পরিচ্ছন্ন ও হাসিখুশি থাকেন। তিনি সবসময় আবেগ নিয়ন্ত্রিত ও চাপমুক্ত থাকার চেষ্টা করেন।
২৪৩. অনুচ্ছেদে আজহার মাহমুদের কোন দিকটি পরিলক্ষিত হচ্ছে? (প্রয়োগ)
[ক] শারীরিক ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা
[খ] আত্মসচেতনতা
[গ] নেতৃত্ব
[ঘ] মূল্যবোধ
২৪৪. উক্ত দিকটি ব্যক্তির মধ্যে বিরাজ করলে - (উচ্চতর দক্ষতা)
i. যেকোনো কাজ সুচারুরূপে সম্পন্ন করা যায়
ii. কাজের ফলাফল ভালো হয়
iii. সুন্দর ক্যারিয়ার গঠন করা যায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
সহমর্মিতা
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৪৫. কোনো বিপদে মানুষের মানসিক বিপর্যয়ে বা দুঃখকষ্টে তার সাথে একাত্ম প্রকাশ করাকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] ভালোবাসা
[খ] আবেগ
✅ সহমর্মিতা
[ঘ] মনোভাব
২৪৬. পরস্পর পরস্পরের কাছ থেকে একই ধরনের আচরণ প্রত্যাশা করাকে কী বলে? (জ্ঞান)
[ক] মানবপ্রেম
[খ] প্রত্যাশিত ব্যবহার
[গ] অনুভূতি
✅ সহমর্মিতা
২৪৭. সহমর্মিতা ও সমবেদনা প্রকাশের মাধ্যমে কিসের উন্নয়ন ঘটে? (জ্ঞান)
✅ পারস্পরিক সম্পর্কের
[খ] সম্পদের
[গ] মানবিকতার
[ঘ] স্বার্থের
২৪৮. সমাজে মানুষ একে অন্যের কাছ থেকে কেমন ব্যবহার আশা করে? (জ্ঞান)
[ক] খুবই ভালো
[খ] খারাপ
✅ নিজে যেমন ব্যবহার করে
[ঘ] বেদনাদায়ক
২৪৯. সমাজে একে অন্যের সাহায্যে এগিয়ে এলে কোন সম্পর্কের উন্নয়ন ঘটে? (জ্ঞান)
[ক] আন্তর্জাতিক
✅ আন্তঃব্যক্তিক
[গ] সাম্প্রদায়িক
[ঘ] জাতীয়
২৫০. সহমর্মিতা ও সহযোগিতার মধ্যে মূলত পার্থক্য কিসে? (অনুধাবন)
✅ একটি অনুভূতি সম্বন্ধীয় অপরটি বাস্তবতাভিত্তিক
[খ] একটি উন্নত অপরটি নিম্ন মানের
[গ] একটি বাস্তবভিক্তিক অপরটি কাল্পনিক
[ঘ] একটি গ্রহণযোগ্য অপরটি গ্রহণযোগ্য নয়
২৫১. কোনটি প্রকাশের মাধ্যমে একজন মানুষের ভিতরের মানুষের পরিচয় পাওয়া যায়? (অনুধাবন)
[ক] আবেগ
✅ সহমর্মিতা
[গ] সহযোগিতা
[ঘ] সৌজন্যবোধ
২৫২. ফরিদা ও হাবিবার মধ্যে বর্তমানে পারস্পরিক সম্পর্কের অবনতি লক্ষণীয়। এ সম্পর্ক জোরদার করার জন্য তাদের করণীয় কী? (উচ্চতর দক্ষতা)
[ক] দৃঢ় প্রত্যয় অবলম্বন করা
[খ] সততার আশ্রয় গ্রহণ করা
✅ পরস্পর সহমর্মিতা প্রদর্শন করা
[ঘ] পরস্পর অর্থ বিনিময় করা
২৫৩. কর্মক্ষেত্রে একজন মানুষের প্রকৃত অবস্থা জেনে তার সাথে সেভাবে আচরণ করতে কোনটি ভূমিকা রাখে? (জ্ঞান)
[ক] আত্মবিশ্বাস
[খ] সততা
✅ সহমর্মিতা
[ঘ] সংবেদনশীলতা
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৫৪. সাথী তার বান্ধবী বীথির কাছ থেকে নিজের মতোই আচরণ প্রত্যাশা করে। যেভাবে তার এই প্রত্যশা পূরণ হতে পারে- (উচ্চতর দক্ষতা)
i. আত্মসচেতনতা অবলম্বন করার মাধ্যমে
ii. সহমর্মিতা প্রদর্শনের মাধ্যমে
iii. সমব্যথী হওয়ার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
২৫৫. সহমর্মিতা মানুষের মধ্যে- (অনুধাবন)
i. আচরণিক সম্পর্ক জোরদার করে
ii. মনের ভাবনা প্রকাশ করে
iii. প্রতিদানের সুযোগ দেয়
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৫৬. সহযোগিতা মানুষের- (অনুধাবন)
i. দুঃখকষ্ট লাঘবে ভূমিকা রাখে
ii. ব্যবহারিক সম্পর্ক বৃদ্ধি করে
iii. প্রতিদানের সুযোগ নষ্ট করে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের ছকটি দেখে ২৫৭ ও ২৫৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :
ক-খ
ইন্দ্রিয় অনুভূতি প্রকাশের মাধ্যম, যা মনের ভাবনা প্রকাশ করে।
অনুভূতি প্রকাশের মাধ্যমে করা যায় না বরং দৃষ্টিগ্রাহ্য কোনো বৈষয়িক বস্তুর অস্তিত্ব থাকে।
সমবেদনা প্রকাশ করা হয়, সমব্যথী হয়।
দুঃখকষ্ট লাঘব করতে ভূমিকা রাখে।
২৫৭. ছক ক ও খ এ কিসের পার্থক্য ফুটে উঠেছে? (প্রয়োগ)
[ক] সহমর্মিতা ও আবেগ
[খ] আবেগ ও সহযোগিতা
[গ] আবেগ ও মানবিকতা
✅ সহমর্মিতা ও সহযোগিতা
২৫৮. ছকের পার্থক্য ছাড়াও ক ও খ বিষয়ের মধ্যে আরও যে পার্থক্য বিদ্যমান - (উচ্চতর দক্ষতা)
i. প্রতিবাদের দিক থেকে
ii. প্রতিদানের দিক থেকে
iii. আচরণিক ও ব্যবহারিক সম্পর্কের দিক থেকে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
জেণ্ডার সংবেদনশীলতা
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৫৯. সভ্যতার শুরুতে সমাজব্যবস্থা বিকাশে কে কার্যকরী ভূমিকা পালন করে? (জ্ঞান)
[ক] শিশু
[খ] সমাজ
[গ] পরিবার
✅ নারী ও পুরুষ
২৬০. কিসের সাথে সাথে নারী ও পুরুষের অবস্থান ও ভূমিকা পরিবর্তন হয়েছে? (জ্ঞান)
✅ সভ্যতা বিবর্তনের
[খ] প্রযুক্তির উন্নয়নের
[গ] শহরায়নের
[ঘ] শিক্ষার
২৬১. সমাজে নারী ও পুরুষের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গিগত সম্পর্ককে কী বলে? (জ্ঞান)
[ক] বৈষম্য
✅ জেন্ডার
[গ] সংবেদনশীলতা
[ঘ] কুসংস্কার
২৬২. যেকোনো প্রতিষ্ঠান বা সমাজব্যবস্থায় নারী-পুরুষ সম-অবস্থান থেকে সমান কর্মদক্ষতার সাথে কাজ করে সমাজ সামাজিক মর্যাদা ও সুবিধা পাওয়াকে কী বলে? (জ্ঞান)
[ক] মানবাধিকার
[খ] মৌলিক অধিকার
[গ] লিঙ্গ বৈষম্য
✅ জেন্ডার সংবেদনশীলতা
২৬৩. নারী-পুরুষের সামাজিক অবস্থানে কী প্রতিষ্ঠা হলে জেন্ডার বৈষম্য বিলোপ ঘটবে? (জ্ঞান)
[ক] ভালোবাসা
[খ] মূল্যবোধ
✅ সাম্য
[ঘ] ন্যায়বিচার
২৬৪. জেন্ডার সংবেদনশীলতা মানুষের কিসে পরিবর্তন ঘটায়? (জ্ঞান)
[ক] বিবেকে
[খ] কর্ম সম্পাদনে
✅ মনোভাবে
[ঘ] আবেগে
২৬৫. জেন্ডার সংবেদনশীলতার মাধ্যমে নারী-পুরুষ উভয়ই সমানভাবে কিসের সুযোগ পায়? (জ্ঞান)
✅ কর্মসংস্থানের
[খ] চিন্তার
[গ] ধর্ম পালনের
[ঘ] আতিথেয়তার
২৬৬. নারী-পুরুষ প্রত্যেককে আগে কী জানা উচিত? (জ্ঞান)
[ক] পৃথিবীকে
[খ] মানব সভ্যতাকে
[গ] মানুষকে
✅ নিজেকে
২৬৭. নারী-পুরুষ প্রত্যেকের পরস্পরের প্রতি কী পরিবর্তন করা উচিত? (জ্ঞান)
[ক] মহানুভবতা
[খ] শ্রদ্ধাবোধ
✅ নেতিবাচক দৃষ্টিভঙ্গি
[ঘ] স্বজনপ্রীতি
২৬৮. পরস্পরের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করলে নারী-পুরুষের প্রতি কোনটি অসম্ভব? (জ্ঞান)
[ক] মানবিকতা করা
✅ জেন্ডার সংবদেনশীলতা
[গ] জেন্ডার বৈষম্য
[ঘ] সামাজিক অবক্ষয়
২৬৯. প্রথম শিক্ষা প্রতিষ্ঠান কোনটি? (জ্ঞান)
[ক] প্রাথমিক বিদ্যালয়
[খ] মাদ্রাসা
[গ] মাধ্যমিক বিদ্যালয়
✅ পরিবার
[ক] সমাজ
✅ পরিবার
[গ] শিক্ষাপ্রতিষ্ঠান
[ঘ] কর্মক্ষেত্র
২৭১. সর্বপ্রথম জেন্ডার সংবেদনশীলতা কোথায় প্রতিষ্ঠা করা প্রয়োজন? (অনুধাবন)
[ক] স্কুলে
[খ] মায়ের কাছে
✅ পরিবারে
[ঘ] পিতার কাছে
২৭২. জেন্ডার সংবেদনশীলতার প্রধান অন্তরায় কোনটি? (জ্ঞান)
[ক] নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি
[খ] পুরুষের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি
✅ পারস্পরিক নেতিবাচক দৃষ্টিভঙ্গি
[ঘ] দারিদ্র্য
২৭৩. জেন্ডার বৈষ্যম্যের প্রভাব কোন ক্ষেত্রে বেশি? (জ্ঞান)
✅ কর্মক্ষেত্রে
[খ] জাতীয় পর্যায়ে
[গ] আন্তর্জাতিক পর্যায়ে
[ঘ] আঞ্চলিক পর্যায়ে
২৭৪. কর্মক্ষেত্রে জেন্ডার সংবেদনশীলতা বজায় রেখে কিসের ভিত্তিতে কর্মী নিয়োগ দিতে হবে? (অনুধাবন)
[ক] লিঙ্গের ভিত্তিতে
[খ] নারী-পুরুষের ভিত্তিতে
✅ মেধা, দক্ষতা ও আনুগত্যের ভিত্তিতে
[ঘ] সম্পদের ভিত্তিতে
২৭৫. নিচের কোনটি নিশ্চিত হলে সবাই নিজ নিজ দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে কাজ করতে পারে? (অনুধাবন)
[ক] জেন্ডার বৈষম্য
✅ জেন্ডার সংবেদনশীলতা
[গ] শিক্ষা
[ঘ] মানবাধিকার
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৭৬. সমলিঙ্গ বা বিপরীত লিঙ্গের প্রতি অশ্রদ্ধাজনক মনোভাব তৈরি হয়- (অনুধাবন)
i. নিজের অবস্থান না জানলে
ii. নিজের ক্ষমতা না জানলে
iii. নিজের মর্যাদা না জানলে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৭৭. কর্মক্ষেত্রের নিয়ম হচ্ছে নারী-পুরুষ সমানভাবে - (অনুধাবন)
i. কাজ করবে
ii. অধিকার ভোগ করবে
iii. সুযোগ গ্রহণ করবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৭৮. জেন্ডার সংবেদনশীলতা বজায় থাকলে পারস্পরিক - (অনুধাবন)
i. শ্রদ্ধা ও সম্প্রীতি বৃদ্ধি পায়
ii. অহংকার বৃদ্ধি পায়
iii. আস্থা বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৭৯ ও ২৮০ নম্বর প্রশ্নের উত্তর দাও :
আমিনুল এমন একটি পরিবারে জন্মগ্রহণ করেছে যেখানে নারীদেরকে বিরূপ দৃষ্টিতে দেখা হয়। আমিনুল বর্তমানে একটি ভালো চাকরি করছে। কিছুদিন আগে সে বিয়ে করেছে। কিন্তু তার স্ত্রী শিক্ষিত এবং চাকরি করার মানসিকতাসম্পন্ন হওয়া সত্ত্বেও সে তার স্ত্রীকে চাকরি করতে দিতে অনিচ্ছুক। এ কারণে তার স্ত্রী অনেকটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছে।
২৭৯. অনুচ্ছেদে নিচের কোন বিষয়টি অনুপস্থিত? (প্রয়োগ)
[ক] সহমর্মিতা
[খ] সৃজনশীল চিন্তা
✅ জেন্ডার সংবেদনশীলতা
[ঘ] ইতিবাচক প্রতিযোগিতা
২৮০. উক্ত বিষয়টি আমিনুলের পরিবারে উপস্থিত থাকত যদি - (উচ্চতর দক্ষতা)
i. নারী-পুরুষের সামাজিক সম্পর্ক ভালো হতো
ii. প্রতিবেশীদের সহযোগিতা থাকত
iii. নারী-পুরুষের দৃষ্টিভঙ্গি উন্নত হতো
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
বিশ্লেষণ করা ও সৃজনশীল চিন্তন দক্ষতা
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৮১. কোন ধরনের মানুষ জীবনে কোনো ঘটনা ঘটলে সে ঘটনার কারণ খোঁজার চেষ্টা করে? (জ্ঞান)
[ক] বুদ্ধিমান মানুষ
[খ] ধূর্ত মানুষ
✅ অনুসন্ধিৎসু মানুষ
[ঘ] উদারপন্থি মানুষ
২৮২. মানুষের জীবনে কোনো ঘটনা ঘটলে তার কারণ অনুসন্ধান করাকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] তদন্ত
✅ বিশ্লেষণ ক্ষমতা
[গ] জ্ঞানগর্ভ অনুকরণ
[ঘ] বুদ্ধিমত্তা
২৮৩. বিশ্লেষণ ক্ষমতা মানুষের জীবনে কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? (জ্ঞান)
✅ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে
[খ] সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে
[গ] সহমর্মিতার ক্ষেত্রে
[ঘ] সামাজিক উন্নয়নের ক্ষেত্রে
২৮৪. সৃজনশীল চিন্তন দক্ষতার মধ্যে কোন বৈশিষ্ট্যটি দেখা যায়? (অনুধাবন)
[ক] পূর্ব নিদর্শন
[খ] গাঠনিকভাবে চিন্তা করা
[গ] পূর্ব পরিকল্পনা
✅ প্রতিভা
২৮৫. নতুন করে বা ভিন্নভাবে কোনো কিছু চিন্তা করার দক্ষতাকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] চিন্তাশীলতা
✅ সৃজনশীল চিন্তন দক্ষতা
[গ] মেধা
[ঘ] বুদ্ধিমত্তা
২৮৬. 'Think out of the box'-বক্তব্যটি কিসের সাথে সম্পর্কযুক্ত? (জ্ঞান)
[ক] মানবপ্রেম
[খ] দুশ্চিন্তা
✅ সৃষ্টিশীল চিন্তা
[ঘ] সনাতন চিন্তা
২৮৭. প্রথাগত কাঠামোর বাইরে চিন্তা করার দক্ষতাকে কী বলে? (জ্ঞান)
[ক] চিন্তাশক্তি
✅ সৃজনশীল চিন্তন দক্ষতা
[গ] কৌশলগত দক্ষতা
[ঘ] মননশীলতা
২৮৮. কোনো বিষয়কে বিশ্লেষণ করতে হলে প্রথমে কোনটি করা প্রয়োজন? (অনুধাবন)
[ক] বিশ্লেষণ ক্ষমতা
[খ] দূরদর্শিতা
[গ] উন্নত চিন্তাধারা
✅ তথ্য সংগ্রহ করা
২৮৯. যথাযথভাবে বিশ্লেষণ করার দক্ষতা থাকলে ব্যক্তি সহজে কী করতে পারে? (জ্ঞান)
✅ সিদ্ধান্ত নিতে পারে
[খ] চিন্তা করতে পারে
[গ] কল্যাণমূলক কাজ করতে পারে
[ঘ] শিক্ষা গ্রহণ করতে পারে
২৯০. বিভিন্ন গোয়েন্দা সংস্থা কিসের মাধ্যমে যেকোনো ঘটনা সম্পর্ক তদন্তের সিদ্ধান্ত গ্রহণ করে? (জ্ঞান)
✅ বিশ্লেষণ ক্ষমতা
[খ] সহমর্মিতা
[গ] আত্মবিশ্বাস
[ঘ] সততা
২৯১. বিশ্লেষণ করার ধাপ কয়টি? (জ্ঞান)
[ক] তিন
[খ] চার
✅ পাঁচ
[ঘ] ছয়
২৯২. বিশ্লেষণ করার সর্বগ্রথম ধাপ কোনটি? (জ্ঞান)
✅ তথ্য সংগ্রহ
[খ] ঘটনার বিবরণ জানা
[গ] ঘটনার গভীরে ঢোকা
[ঘ] সিদ্ধান্ত নেওয়া
২৯৩. সাংবাদিক সুলতানা দীর্ঘদিন ধরে একটি ঘটনা বিশ্লেষণ করছে। এক্ষেত্রে সে সর্বশেষে কোন ধাপটি গ্রহণ করবে? (প্রয়োগ)
[ক] তথ্য সংগ্রহ
[খ] ঘটনার বিবরণ জানা
[গ] ঘটনার গভীরে ঢোকা
✅ সিদ্ধান্ত নেওয়া
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৯৪. সৃজনশীল চিন্তন দক্ষতা যার সমন্বয়ে - (অনুধাবন)
i. প্রতিভা-দৃষ্টিভঙ্গি-আত্মবিশ্বাস হয়ে থাকে
ii. দৃষ্টিভঙ্গি-আত্মবিশ্বাস
iii. মৌলমানবিক চাহিদা
নিচের কোনটি সঠিক?
✅ i
[খ] ii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৯৫. জিতু তার সৃজনশীল চিন্তন দক্ষতা বৃদ্ধি করতে চায়। এজন্য তার করণীয়- (উচ্চতর দক্ষতা)
i. একই প্রশ্নের বিভিন্ন উত্তর দেওয়ার চেষ্টা করা
ii. কোনো তত্ত্বকে কাগজে আঁকা
iii. দৈনন্দিন কাজের রুটিনে পরিবর্তন আনা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৯৬. সৃজনশীল চিন্তন দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজন- (অনুধাবন)
i. মনের আনন্দে চিন্তা করা
ii. গল্পের বই পড়ার অভ্যাস করা
iii. হঠাৎ কোনো সমস্যার সমাধান চিন্তা করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৯৭ ও ২৯৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :
তথ্য → ঘটনার বিবরণ → ঘটনার গভীরে ঢোকা → বিভিন্ন আঙ্গিকে তথ্য বিশ্লেষণ ও সিদ্ধান্ত নেওয়া → সিদ্ধান্ত গ্রহণ।
২৯৭. অনুচ্ছেদে কী দেখা যায়? (প্রয়োগ)
[ক] দারিদ্র্যের দুষ্টচক্র
✅ বিশ্লেষণ করার ধাপ
[গ] সমস্যা সামাধান প্রক্রিয়া
[ঘ] সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া
২৯৮. উক্ত ধাপসমূহ সাধারণত অনুসরণ করে - (প্রয়োগ)
i. গোয়েন্দারা
ii. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
iii. শিক্ষকরা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণে সক্ষমতা
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৯৯. কোনো সমস্যাকে ভয় না পেয়ে গ্রহণযোগ্য একটি উপায়ে তা থেকে পরিত্রাণ পাওয়ার প্রক্রিয়াকে কী বলে? (জ্ঞান)
[ক] সিদ্ধান্ত গ্রহণ
✅ সমস্যা সমাধান
[গ] সমস্যা নির্ণয়
[ঘ] মানসিক পরিত্রাণ
৩০০. কোনো ব্যক্তি যদি কোনো কাজ করবো কি করবো না, ভালো হবে কি হবে না, এই নিয়ে দ্বিধাদ্ব›েদ্ব ভোগে তখন তাকে কী বলে? (জ্ঞান)
[ক] দায়িত্বহীনতা
[খ] ব্যক্তিত্বহীনতা
✅ সিদ্ধান্তহীনতা
[ঘ] জ্ঞানের সীমাবদ্ধতা
৩০১. কোনো কাজের লক্ষ্য ও উদ্দেশ্য বিবেচনায় রেখে সঠিক সময়ে সঠিক কাজটি করতে পারার ক্ষমতাকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] যোগ্যতা
[খ] গুণাগুণ
[গ] সৃষ্টিশীলতা
✅ সিদ্ধান্ত গ্রহণে সক্ষমতা
৩০২. কোনটি সমস্যা সমাধান প্রক্রিয়ার অন্তর্ভুক্ত? (অনুধাবন)
✅ সমস্যা বিশ্লেষণ
[খ] সমস্যা মূল্যায়ন
[গ] সমস্যা প্রচার
[ঘ] সমস্যা পর্যালোচনা
৩০৩. কোনটি সমস্যা সমাধান প্রক্রিয়ার প্রাথমিক প্রক্রিয়া? (জ্ঞান)
[ক] সম্ভাব্য সমাধান উন্নয়ন
[খ] উপযুক্ত সমাধান নিরূপণ
✅ সম্ভাব্য সমাধান
[ঘ] সমাধান কার্যকরকরণ
৩০৪. তথ্য সংগ্রহে নিচের কোন উৎসটি বেশি উৎকৃষ্ট? (জ্ঞান)
✅ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য উৎস
[খ] পারিবারিক উৎস
[গ] বন্ধুবান্ধব
[ঘ] লোকমুখে শোনা
৩০৫. নিচের কোনটি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত? (জ্ঞান)
[ক] এককেন্দ্রিক সিদ্ধান্ত গ্রহণ
[খ] উৎস অনুসন্ধান
✅ তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ
[ঘ] সম্ভাব্য সমাধান উন্নয়ন
৩০৬. কিসের ওপর নির্ভর করে ক্যারিয়ার যথাযথভাবে গড়ে ওঠে? (জ্ঞান)
[ক] মনমানসিকতা
✅ সঠিক সিদ্ধান্তগ্রহণ
[গ] সমাজব্যবস্থা
[ঘ] রাষ্ট্রব্যবস্থা
৩০৭. প্রত্যেকটি কাজ মূলত কোন প্রক্রিয়ায় শুরু হয়? (জ্ঞান)
✅ সিদ্ধান্ত গ্রহণ
[খ] সমস্যা বিশ্লেষণ
[গ] কারণ অনুসন্ধান
[ঘ] সমাধান উন্নয়ন
৩০৮. সমস্যা সমাধান প্রক্রিয়ার ধাপ কয়টি? (জ্ঞান)
[ক] তিন
[খ] চার
[গ] পাঁচ
✅ ছয়
৩০৯. সিদ্ধান্ত গ্রহণ কয়টি প্রক্রিয়ায় হয়ে থাকে? (জ্ঞান)
[ক] চার
[খ] পাঁচ
[গ] ছয়
✅ সাত
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩১০. ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে - (অনুধাবন)
i. সঠিক ও নিয়মতান্ত্রিক সমস্যা সমাধান প্রক্রিয়া
ii. সিদ্ধান্ত গঠন প্রক্রিয়া
iii. সঠিক সিদ্ধান্ত
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩১১. সমস্যা সমাধান প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হলো- (অনুধাবন)
i. উপযুক্ত সমস্যা সমাধান নিরূপণ
ii. সমাধান কার্যকর করা
iii. বিকল্প সিদ্ধান্ত গ্রহণ করা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩১২. সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হলো- (অনুধাবন)
i. কারণ ও উৎস অনুসন্ধান
ii. বিকল্প সিদ্ধান্ত গ্রহণ
iii. সিদ্ধান্ত পুনর্বিবেচনা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩১৩ ও ৩১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
তৈমুর ছোটবেলা থেকে কোনো সমস্যা পছন্দ করে না বরং সে সমস্যায় পড়লে সে সমস্যা এড়িয়ে যেতে চায়। কিছুদিন হলো সে চাকরিতে নিযুক্ত হয়েছে। কিন্তু এখনও সে বড় কোনো সমস্যায় পড়লে এড়িয়ে যেতে চেষ্টা করছে। এ অভ্যাস পর্যবেক্ষণ করে অফিসের এক সহকারী তাকে বলল যে, “এ অভ্যাস তোমাকে খুবই বিব্রতকর অবস্থায় ফেলতে পারে, তাই এটি পরিবর্তন করার চেষ্টা কর।”
৩১৩. অনুচ্ছেদে তৈমুরের মধ্যে কোন গুণের অভাব পরিলক্ষিত হচ্ছে? (প্রয়োগ)
[ক] সহমর্মিতা
✅ সমস্যা সমাধান
[গ] আবেগ নিয়ন্ত্রণ
[ঘ] চাপ মোকাবিলা
৩১৪. অনুচ্ছেদে তৈমুর যদি তার সহকারীর উপদেশ অনুযায়ী কাজ করে তাহলে তার - (উচ্চতর দক্ষতা)
i. ক্যারিয়ার সুন্দর হবে
ii. ব্যক্তিগত ক্ষতি হবে
iii. বিভিন্ন সমস্যা দূর হবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
আবেগ নিয়ন্ত্রণ ও চাপ মোকাবিলা
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩১৫. মানুষের আনন্দ বেদনা প্রকাশের উপায়কে কী বলে? (জ্ঞান)
[ক] হতাশা
✅ আবেগ
[গ] ভালোবাসা
[ঘ] উত্তেজনা
৩১৬. আবেগের মধ্যে নিচের কোনটি বিদ্যমান? (জ্ঞান)
[ক] শুধু আনন্দ
[খ] শুধু বেদনা
✅ অনুভূতি
[ঘ] শুধু হতাশা
৩১৭. আবেগ মানুষের কোন অবস্থা নির্দেশ করে? (জ্ঞান)
✅ মানসিক অবস্থা
[খ] শারীরিক অবস্থা
[গ] সামাজিক অবস্থা
[ঘ] পারিবারিক অবস্থা
৩১৮. আবেগ মিশ্রিত মানসিক অবস্থাকে কী বলে? (জ্ঞান)
[ক] আনন্দ
[খ] বেদনা
✅ অনুভূতি
[ঘ] ভালোবাসা
৩১৯. মানুষের জীবনে ভালো-মন্দ বিচারবিশ্লেষণ করে নিজের পাওয়া না পাওয়াকে গুরুত্ব না দিয়ে যৌক্তিকভাবে নিজের অনুভূতি নিয়ন্ত্রণ করাকে কী বলে? (জ্ঞান)
[ক] আত্মনিয়ন্ত্রণ
✅ আবেগ নিয়ন্ত্রণ
[গ] আবেগপ্রবণ
[ঘ] সফলতা
৩২০. জাকির সর্বদা নিজের মধ্যে ইতিবাচক আবেগ পোষণ করে এবং প্রকাশ করে। তার এ গুণটি তার জন্য কী ফল বয়ে আনবে? (উচ্চতর দক্ষতা)
✅ নিজেকে বিকশিত করতে সাহায্য করবে।
[খ] মানুষের সাথে সম্পর্ক উন্নয়ন করবে
[গ] অনুভূতি নিয়ন্ত্রণ করবে
[ঘ] জ্ঞান অর্জনে সাহায্য করবে
৩২১. কোন অবস্থায় মানুষ কোনো যুক্তি মানতে চায় না? (জ্ঞান)
[ক] মানসিক দুর্বলতার সময়
[খ] শারীরিক দুর্বলতার সময়
✅ আবেগ থাকা অবস্থায়
[ঘ] জ্ঞান অর্জনের সময়
৩২২. নেতিবাচক আবেগ মানুষকে কোন দিকে ধাবিত করে? (জ্ঞান)
[ক] মুক্তির দিকে
✅ ধ্বংসের দিকে
[গ] উন্নতির দিকে
[ঘ] অশান্তির দিকে
৩২৩. চাপ মোকাবিলা করা জরুরি কেন? (অনুধাবন)
✅ কাজ সঠিকভাবে সম্পাদনের জন্য
[খ] অন্যের সম্পর্কে জানার জন্য
[গ] কাজ দ্রুতগতিতে করার জন্য
[ঘ] নিজের সমস্যা সমাধানের জন্য
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩২৪. আবেগ হতে পারে - (অনুধাবন)
i. ইতিবাচক
ii. নেতিবাচক
iii. ভালো বা মন্দের কারণ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩২৫. আবেগ মানুষকে - (অনুধাবন)
i. বিকশিত করতে পারে
ii. ধ্বংস করতে পারে
iii. নিয়ন্ত্রণ করতে পারে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩২৬. আবেগ নিয়ন্ত্রণে করণীয়- (উচ্চতর দক্ষতা)
i. নিজের মানসিক অবস্থা সম্পর্কে জানা
ii. অন্যের আচরণ সম্পর্কে জানা
iii. যেকোনো পরিস্থিতিকে সহজভাবে নেওয়া
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩২৭. সানজানা চৌধুরী কর্মক্ষেত্রে বিভিন্ন চাপের মুখে থাকে। এই চাপ মোকাবিলার জন্য তার করণীয়- (উচ্চতর দক্ষতা)
i. সময়ের কাজ সময়ে করা
ii. ধৈর্যধারণ করা
iii. চাকরি ছেড়ে দেওয়া
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩২৮ ও ৩২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
দুই মাস পূর্বে লিজার বাবা মারা গেলে সে এ বিষয়টিকে সহজভাবে মানতে পারেনি। এ কারণে লিজা সর্বদা বাবার জন্য চিৎকার করে কাঁদে। এতে তার পড়াশোনার কথা ব্যক্তিগত জীবনের বিভিন্ন দিক অগোছালো হয়ে পড়েছে।
৩২৮. লিজার মধ্যে কোন বিষয়টির অনুপস্থিতির কারণে তার উল্লিখিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে? (প্রয়োগ)
[ক] আত্মসচেতনতা
✅ আবেগ নিয়ন্ত্রণ
[গ] সততা
[ঘ] দৃঢ় প্রত্যয়
৩২৯. উক্ত বিষয়টি নিজের মধ্যে তৈরি না করলে লিজা যেসব ক্ষতির সম্মুখীন হতে পারে- (উচ্চতর দক্ষতা)
i. ভুল পথে পা বাড়াতে পারে
ii. বিচলিত হয়ে পড়তে পারে
iii. কর্মক্ষমতা হারিয়ে ফেলতে পারে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সময় ব্যবস্থাপনা
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩৩০. সময় ব্যবস্থাপনা বলতে নিচের কোনটি বোঝায়? (অনুধাবন)
✅ সময়ের পরিকল্পিত ব্যবহার
[খ] নির্দিষ্ট সময়ে বাইরে গিয়ে কাজ করা
[গ] সময়ের অপরিকল্পিত ব্যবহার
[ঘ] অতিরিক্ত সময় গ্রহণ করা
৩৩১. সময় ব্যবস্থাপনার মাধ্যমে নিচের কোনটি সম্ভব? (অনুধাবন)
[ক] সময়ের অতিরিক্ত ব্যবহার
[খ] অধিক সম্পদশালী হওয়া
✅ সময়ের কাজ সময়ে শেষ করা
[ঘ] মানুষকে ধোঁকা দেওয়া
৩৩২. কাজ অনুযায়ী সময়কে ভাগ করে নেওয়াকে কী বলে? (জ্ঞান)
[ক] অর্থ ব্যবস্থাপনা
[খ] কর্ম ব্যবস্থাপনা
✅ সময় ব্যবস্থাপনা
[ঘ] বাজার ব্যবস্থাপনা
৩৩৩. পরিকল্পিত সময়ে পরিকল্পিত কাজ সম্পাদন করতে পারলে নিচের কোন সুবিধাটি পাওয়া যায়? (অনুধাবন)
✅ অনেক সময় বেঁচে যায়
[খ] উপরি আয় হয়
[গ] সময়ের অপচয় হয়
[ঘ] নির্দিষ্ট কাজটি করা সম্ভব হয় না
৩৩৪. "The Effective Executive" -বইটি কার লেখা? (জ্ঞান)
[ক] জেরিনি বেনথাম
[খ] আলবার্ট আইনস্টাইন
✅ পিটার ড্রাকার
[ঘ] রবার্ট বার্টন
৩৩৫. পিটার ড্রাকার তার "The Effective Executive" -বইটিতে সময় ব্যবস্থাপনা মডেলের কয়টি ধাপের কথা উল্লেখ করেছেন? (জ্ঞান)
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫
৩৩৬. পিটার ড্রাকারের সময় ব্যবস্থাপনা মডেলের ধাপগুলোর প্রথম ধাপ কোনটি? (জ্ঞান)
[ক] কর্ম সম্পাদন
✅ সময় বিশ্লেষণ
[গ] নিরর্থক চাহিদা চিহ্নিতকরণ
[ঘ] ফল বিশ্লেষণ
৩৩৭. পিটার ড্রাকারের সময় ব্যবস্থাপনা মডেলের শেষ ধাপে কোন কাজটি করতে হয়? (জ্ঞান)
[ক] অপ্রয়োজনীয় কাজ বাদ দেওয়া
✅ কর্ম সম্পাদন
[গ] সময় বিশ্লেষণ
[ঘ] নিরর্থক চাহিদা চিহ্নিতকরণ
৩৩৮. প্রতিদিন অনেক কাজের মধ্যে অপ্রয়োজনীয় কাজগুলো চিহ্নিতকরণকে কী বলা হয়? (জ্ঞান)
✅ নিরর্থক চাহিদা চিহ্নিতকরণ
[খ] কর্ম বিশ্লেষণ
[গ] কর্ম সম্পাদন
[ঘ] সময় বিশ্লেষণ
৩৩৯. Stephen Covey -কোন দেশের গবেষক ছিলেন? (জ্ঞান)
✅ মার্কিন
[খ] জার্মানি
[গ] যুক্তরাজ্য
[ঘ] গ্রিস
৩৪০. "Covey's time Management Quadrant"-বইটি কার লেখা? (জ্ঞান)
[ক] এমিলিজুর খেইম
[খ] টেইলর
[গ] হব্স
✅ স্টিফেন কোভে
৩৪১. Stephen Covey সময় ব্যবস্থাপনা মডেলে কয়টি স্তরের কথা বলেছেন? (জ্ঞান)
[ক] ২টি
[খ] ৩টি
✅ ৪টি
[ঘ] ৫টি
৩৪২. সময় ব্যবস্থাপনার মাধ্যমে কেন সফল ক্যারিয়ার গঠন করা যায়? (অনুধাবন)
✅ সময়ের সঠিক ও যথাযথ ব্যবহার করা হয় বলে
[খ] তাৎক্ষণিকভাবে ফলাফল জানা যায় বলে
[গ] দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয় বলে
[ঘ] প্রযুক্তি ব্যবহারে দক্ষতা থাকে বলে
৩৪৩. কাজ অনুযায়ী সময়কে ভাগ করে নেয়া প্রয়োজন কেন? (অনুধাবন)
✅ সঠিক সময়ে কাজ শেষ করার জন্য
[খ] কাজের ফলাফল লাভের জন্য
[গ] নতুন কাজ শুরু করার জন্য
[ঘ] পুরাতন কাজ পরিবর্তনের জন্য
৩৪৪. লিলিকে তার শিক্ষক একটি কঠিন কাজ করতে বললেন। লিলি কোন পদ্ধতির মাধ্যমে আগালে কঠিন কাজটি সহজ হবে? (প্রয়োগ)
[ক] সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া
✅ সময় ব্যবস্থাপনা
[গ] সমস্যা সমাধান প্রক্রিয়া
[ঘ] মূল্যায়ন প্রক্রিয়া
৩৪৫. আল-আমীনের হাতে বহুদিন যাবৎ অনেকগুলো কাজ জমে আছে। কোনটির মাধ্যমে সে এই কাজ জমে থাকা থেকে রেহাই পেত? (প্রয়োগ)
[ক] প্রযুক্তির ব্যবহার
[খ] শারীরিক সক্ষমতা
✅ সময় ব্যবস্থাপনা
[ঘ] গাণিতিক দক্ষতা
৩৪৬. সময় ব্যবস্থাপনার কোন ধাপে প্রত্যেককে তার নিজের কমপক্ষে পুরো এক সপ্তাহের সময়ের রেকর্ড রাখতে কথা বলা হয়েছে? (জ্ঞান)
✅ সময় বিশ্লেষণ
[খ] নিরর্থক চাহিদা চিহ্নিতকরণ
[গ] কর্ম-সম্পাদন
[ঘ] মূল্যায়ন
৩৪৭. সময় ব্যবস্থাপনা শিক্ষার্থীদের কেমন করে গড়ে তোলে? (অনুধাবন)
[ক] পরিবারের প্রতি আনুগত্যশীল
✅ সময়ের প্রতি আনুগত্যশীল
[গ] কাজের প্রতি আনুগত্যশীল
[ঘ] সমাজের প্রতি আনুগত্যশীল
৩৪৮. ওয়ালীদ সর্বদা সময় ব্যবস্থাপনা প্রক্রিয়াটি অনুসরণ করে। এটি তার ক্যারিয়ার গঠনে কোন বিষয়টিতে সহায়ক হবে? (উচ্চতর দক্ষতা)
✅ লক্ষ্যে স্থির থাকা
[খ] সহজে চাকরি পাওয়া
[গ] উন্নতমানের চাকরি পাওয়া
[ঘ] আশানুরূপ ফল পাওয়া
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩৪৯. যেকোনো কাজ সম্পাদিত হয় - (অনুধাবন)
i. এক বা একাধিক ব্যক্তির উদ্দেশ্যমূলক তৎপরতার মাধ্যমে
ii. উদ্দেশ্যহীন তৎপরতার মাধ্যমে
iii. একাধিক উপকরণের পরিকল্পিত তৎপরতার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৫০. সময়মতো কাজ সম্পাদিত হয় - (অনুধাবন)
i. কাজগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র সময়ে ভাগ করে নিলে
ii. নির্দিষ্ট সময় অনুযায়ী কাজ বাস্তবায়ন করলে
iii. নির্দিষ্ট সময় কিন্তু অপরিকল্পিত উপায়ে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৫১. পিটার ড্রাকারের সময় ব্যবস্থাপনা মডেলের কর্ম সম্পাদন ধাপে যে যে কাজ করতে হয় তা হলো - (অনুধাবন)
i. সময়ানুযায়ী কাজের পরিকল্পনা করা
ii. পর্যাপ্ত সময় নিয়ে কাজ করা
iii. বিরতি বা কাজের ব্যাঘাত ঘটে এমন কাজ না করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৫২. Stephen Covey-এর সময় ব্যবস্থাপনা মডেলের স্তরগুলো হতে পারে - (অনুধাবন)
i. করে ফেলুন
ii. ঠিক করুন কখন করবেন
iii. অন্য কাউকে হস্তান্তর করুন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৫৩. কারো জন্য অপেক্ষা করে না - (অনুধাবন)
i. সময়
ii. কর্ম
iii. নদীর স্রোত
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৫৪ ও ৩৫৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :
আবুল কালাম একজন ব্যবসায়ী। তিনি কাজ অনুযায়ী সময় ভাগ করে নেন এবং সে অনুযায়ী পরিকল্পিত কাজ শেষ করেন। পরিকল্পিত সময়ে পরিকল্পিত কাজ করার ফলে সময়ের অপচয় হয় না। অতিরিক্ত সময়ে তিনি অন্য কাজ করতে পারেন। এভাবে সময় অনুযায়ী কাজ সম্পন্ন করার কারণে বর্তমানে তিনি একজন সফল ব্যবসায়ী হয়ে উঠেছেন।
৩৫৪. অনুচ্ছেদে আবুল কালাম কিসের মডেল অনুসারে কাজ করেছেন? (প্রয়োগ)
✅ সময় ব্যবস্থাপনা
[খ] দক্ষতা
[গ] সৃজনশীলতা
[ঘ] সমস্যা সমাধান
৩৫৫. উক্ত মডেলের ক্ষেত্রে সঠিক তথ্য- (উচ্চতর দক্ষতা)
i. Stephen covey কর্তৃক প্রণীত
ii. পিটার ড্রাকাকার কর্তৃক প্রণীত
iii. এটি চার স্তরবিশিষ্ট মডেল
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
প্রযুক্তি ব্যবহারে দক্ষতা
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩৫৬. সৃষ্টির শুরুর দিকে মানুষ কীভাবে সব কাজ করত? (অনুধাবন)
✅ নিজের হাতে
[খ] টেকনোলজির মাধ্যমে
[গ] কম্পিউটারের মাধ্যমে
[ঘ] ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে
৩৫৭. মানুষের কাজকে সহজ করার জন্য এবং দ্রুত কর্ম সম্পাদনের জন্য আবিষ্কৃত বিভিন্ন যন্ত্রপাতি ও কর্মপদ্ধতিকে কী বলে? (জ্ঞান)
✅ প্রযুক্তি
[খ] বৈজ্ঞানিক গবেষণা
[গ] সামাজিক শিক্ষা
[ঘ] সামাজিক ব্যবহার
৩৫৮. প্রযুক্তিবিদদের মতে প্রযুক্তির উদ্ভব হয় কবে থেকে? (জ্ঞান)
[ক] চাকা আবিষ্কারের পর থেকে
✅ আধুনিক বিজ্ঞানের জন্মের পর থেকে
[গ] আগুন আবিষ্কারের পর থেকে
[ঘ] কম্পিউটার আবিষ্কারের পর থেকে
৩৫৯. নিচের কোনটির সাহায্যে হাজার হাজার গাণিতিক কাজ এক নিমিষেই করা যায়? (জ্ঞান)
✅ কম্পিউটার
[খ] টেলিভিশন
[গ] ট্রনজিস্টার
[ঘ] টাইপরাইটার
৩৬০. বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল খুব তাড়াতাড়ি দেওয়া সম্ভব হয়েছে কোনটি আবিষ্কারের ফলে? (জ্ঞান)
[ক] রেডিও
[খ] টেলিভিশন
[গ] মোবাইল
✅ কম্পিউটার
৩৬১. নিচের কোনটির কারণে সবকিছু প্রযুক্তিনির্ভর হয়ে যাচ্ছে? (অনুধাবন)
[ক] মানুষের কর্মক্ষমতা লোপ পাচ্ছে বলে
[খ] মানুষের জ্ঞান হ্রাস পাচ্ছে বলে
✅ বিজ্ঞানের প্রসার ঘটছে বলে
[ঘ] মানুষ ধীরে ধীরে সেকেলে হয়ে যাচ্ছে বলে
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩৬২. প্রযুক্তি ব্যবহারের প্রাথমিক পর্যায় হতে পারে - (অনুধাবন)
i. শুকনো কাঠ দিয়ে আগুন তৈরি
ii. পশু শিকারের জন্য বল্লম তৈরি
iii. আধুনিক যন্ত্রপাতির ব্যবহার
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৬৩. প্রযুক্তি ব্যবহারের ফলে - (উচ্চতর দক্ষতা)
i. পরিশ্রম কম করতে হয়
ii. অনেক সময় বাঁচে
iii. গাণিতিক দক্ষতা বাড়ে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৬৪. প্রযুক্তি ব্যবহারে দক্ষতা বৃদ্ধির উপায় হতে পারে - (উচ্চতর দক্ষতা)
i. কোন যন্ত্রের কী কাজ তা জানা
ii. যন্ত্রগুলো কীভাবে কাজ করে তা জানা
iii. প্রযুক্তি ব্যবহার নিয়ে ভয় কাটিয়ে ওঠা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৬৫. বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্টারনেট ব্যবহৃত হচ্ছে - (অনুধাবন)
i. ভর্তির ফরম তুলতে
ii. টাকা জমা দিতে
iii. পরীক্ষার ফলাফল জানতে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৬৬ ও ৩৬৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :
কুষাণ জনতা ব্যাংকে চাকরি করে। সে ব্যাংকের বিভিন্ন নথিপত্র কম্পিউটারের মাধ্যমে প্রক্রিয়া করে। তাছাড়া বার্তা প্রেরণ, মোবাইলে কথোপকথন, ই-মেল, ফেসবুক ইত্যাদি ব্যবহার করেন। এসব মাধ্যম তার কাজকে সহজ করে তুলেছে। আর এ কারণে তার প্রাত্যহিক কাজ খুবই নির্ভুল ও উন্নত হয়।
৩৬৬. অনুচ্ছেদে কুষাণের কোন দক্ষতা তার কাজকে সহজ করে তুলেছে? (প্রয়োগ)
[ক] ইতিবাচক মনোভাব
✅ প্রযুক্তি ব্যবহারের দক্ষতা
[গ] সৃজনশীল ক্ষমতা
[ঘ] গাণিতিক দক্ষতা
৩৬৭. কুষাণের এ দক্ষতাটি প্রত্যেকের জন্য প্রয়োজনীয়, কারণ এর ফলে- (উচ্চতর দক্ষতা)
i. কাজ সহজ হবে
ii. পরিশ্রম কম হবে
iii. মনোযোগের দরকার হবে না
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
গাণিতিক দক্ষতা
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩৬৮. গাণিতিক দক্ষতার ধাপ/ স্তর কয়টি? (জ্ঞান)
[ক] ২টি
✅ ৩টি
[গ] ৪টি
[ঘ] ৫টি
৩৬৯. সংখ্যা পরিচয় ও সাধারণ যোগ-বিয়োগ সম্পর্কিত বিষয়াদি গাণিতিক দক্ষতার কোন স্তরে আলোচনা করা হয়? (জ্ঞান)
✅ ১ম
[খ] ২য়
[গ] ৩য়
[ঘ] ৪র্থ
৩৭০. গাণিতিক দক্ষতার তৃতীয় স্তরের আলোচ্য বিষয় কোনটি? (অনুধাবন)
[ক] প্রয়োজনীয় জীবনঘনিষ্ঠ গাণিতিক দক্ষতা
✅ উচ্চতর গাণিতক দক্ষতা
[গ] সাধারণ হিসাব নিকাশ
[ঘ] সংখ্যা পরিচয় ও সাধারণ যোগ বিয়োগ
৩৭১. মানুষের হিসাব-নিকাশের ধারাকে বইয়ের ভাষায় কী বলা হয়? (জ্ঞান)
✅ গাণিতিক দক্ষতা
[খ] বক্তৃতা
[গ] সমালোচনা
[ঘ] সাক্ষাৎকার
৩৭২. নিচের কোনটি মানুষের গাণিতিক দক্ষতা? (অনুধাবন)
✅ পরিমাণ বোঝা
[খ] বিদেশি শব্দ পড়তে পারা
[গ] যেকোনো জিনিসকে সুন্দর ভাবা
[ঘ] সুন্দর জিনিসকে সুন্দর ভাবা
৩৭৩. সোহাগ ভূমি বা জমির হিসেব বোঝে। এতে তার কোন ধরনের গুণের প্রকাশ ঘটে? (উচ্চতর দক্ষতা)
[ক] নান্দনিক দৃষ্টিভঙ্গি
✅ গাণিতিক দক্ষতা
[গ] দৃঢ় প্রত্যয়
[ঘ] আত্মবিশ্বাস
৩৭৪. কোন গুণটি মানুষকে যৌক্তিক হিসেবে প্রতিষ্ঠিত করে? (উচ্চতর দক্ষতা)
[ক] দৃঢ় প্রত্যয়
[খ] আত্মবিশ্বাস
✅ গাণিতিক দক্ষতা
[ঘ] সততা
৩৭৫. গাণিতিক দক্ষতাকে বিশেষ গুরুত্ব দেয়া প্রয়োজন কেন? (উচ্চতর দক্ষতা)
✅ ক্যারিয়ারকে সুগঠিত করার জন্য
[খ] নান্দনিক দৃষ্টিভঙ্গি অর্জনের জন্য
[গ] দৃঢ় প্রত্যয়ী হওয়ার জন্য
[ঘ] পর্যাপ্ত অর্থ উপার্জনের জন্য
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩৭৬. গাণিতিক দক্ষতা ভূমিকা পালন করে - (অনুধাবন)
i. মানুষকে যৌক্তিক হিসেবে প্রতিষ্ঠিত করতে
ii. সবকিছু যুক্তি দিয়ে চিন্তা করতে
iii. সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৭৭. গাণিতিক দক্ষতা অর্জনের উপায় হতে পারে - (উচ্চতর দক্ষতা)
i. সবকিছু যুক্তি দিয়ে চিন্তা করা
ii. দৈনন্দিন হিসাব-নিকাশ নিজেই করা
iii. প্রশিক্ষণ গ্রহণ করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৭৮. গাণিতিক দক্ষতার উদাহরণ হতে পারে - (অনুধাবন)
i. পরিমাণ ও পরিমাপ বোঝা
ii. জমির হিসাব বোঝা
iii. পরিসংখ্যান বোঝা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৭৯. গাণিতিক দক্ষতার প্রথম ধাপে রয়েছে- (অনুধাবন)
i. সাধারণ যোগ-বিয়োগ
ii. জীবনঘনিষ্ঠ গাণিতিক দক্ষতা
iii. সংখ্যা পরিচয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৮০. জাহিদ গাণিতিক দক্ষতাসম্পন্ন হতে চায়, এজন্য তার করণীয়- (উচ্চতর দক্ষতা)
i. গাণিতের উপরে আলোচনাসভায় অংশ নেওয়া
ii. পর্যটন কেন্দ্রে ভ্রমণ করা
iii. নিজের জমির মাপ নিজেই বোঝার চেষ্টা করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৮১ ও ৩৮২ নম্বর প্রশ্নের উত্তর দাও :
কোরবানির ঈদের পূর্বে কোরবানি পশুর হাটে রানীর মামা একটি গরু বিক্রয় করতে গেল। গরু বিক্রয় করতে গিয়ে বাধল বিপত্তি। ক্রেতা গরু ক্রয় করে নির্দিষ্ট দাম থেকে অনেক কম দাম পরিশোধ করল। কিন্তু রানীর মামা অশিক্ষিত থাকায় কিছুই ভালোভাবে বুঝতে পরল না। টাকা নিয়ে বাড়ি ফিরলে রানী হিসাব করে দেখে টাকা গরুর দামের চেয়ে কম।
৩৮১. রানীর মামা অনুচ্ছেদে যে বিপত্তির সম্মুখীন হয়েছেন তার কারণ কী? (প্রয়োগ)
✅ গাণিতিক দক্ষতার অভাব
[খ] আত্মসচেতনতার অভাব
[গ] নান্দনিক দৃষ্টিভঙ্গির অভাব
[ঘ] সময় ব্যবস্থাপনায় অবহেলা
৩৮২. উক্ত বিষয়টি রানীর মামার মধ্যে বিদ্যমান থাকলে - (উচ্চতর দক্ষতা)
i. বিপত্তি আরও জটিল হতো
ii. দ্রুত হিসাবনিকাশ সম্পাদন করতে পারতেন
iii. কেউ তাকে ঠকাতে পারত না
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৮৩ ও ৩৮৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
কৃষক জমির উদ্দীন তার জমিতে ফসল বোনা থেকে শুরু করে ফসল ঘরে তোলা অবধি যাবতীয় কাজের মূল্য নির্ধারণ, বিনিয়োগ লাভ-ক্ষতি কিছুই বোঝে না। ফলে জমিতে ফসল চাষ করে সে বার বারই ক্ষতির মধ্যে পরে।
৩৮৩. জমির উদ্দীনের মধ্যে কোন গুণটির অভাব রয়েছে? (প্রয়োগ)
[ক] ইতিবাচক দৃষ্টিভঙ্গি
[খ] নান্দনিক দৃষ্টিভঙ্গি
✅ গাণিতিক দক্ষতা
[ঘ] সততা
৩৮৪. উক্ত গুণসম্পন্ন হওয়ার জন্য জমির উদ্দীনের করণীয়- (উচ্চতর দক্ষতা)
i. উক্ত বিষয়ে অভিজ্ঞ ব্যক্তির সংস্পর্শে আসা
ii. উক্ত বিষয় সংশ্লিষ্ট কর্মশালায় অংশগ্রহণ করা
iii. উক্ত বিষয়ের ব্যাখ্যা বিশ্লেষণ করা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নান্দনিক দৃষ্টিভঙ্গি
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩৮৫. Aesthetic Cense-এর বাংলা অর্থ কী? (জ্ঞান)
✅ নান্দনিক দৃষ্টিভঙ্গি
[খ] দৃষ্টিশক্তি
[গ] কুদৃষ্টি
[ঘ] সুদৃষ্টি
৩৮৬. Aisthetiko শব্দটির অর্থ কী? (জ্ঞান)
[ক] আমি মানি
✅ আমি অনুভব করি
[গ] আমার দৃষ্টি
[ঘ] আমি জানি
৩৮৭. Aesthetiko-শব্দটি প্রথম কোন ভাষায় গৃহীত হয়েছিল? (জ্ঞান)
[ক] ইংরেজি
[খ] বাংলা
✅ জার্মান
[ঘ] ল্যাটিন
৩৮৮. Alexander Gottlieb Baumgarten কত সালে ‘Aisthetiko’ শব্দটি ব্যবহার করেন? (জ্ঞান)
[ক] ১৭২০
✅ ১৭৩৪
[গ] ১৭৫০
[ঘ] ১৭৮০
৩৮৯. Alexander Gottlieb কোন বিদ্যার জন্য aisthetiko শব্দটি ব্যবহার করেন? (জ্ঞান)
[ক] জীববিদ্যা
✅ সৌন্দর্যবিদ্যা
[গ] পদার্থবিদ্যা
[ঘ] জ্যামিতি
৩৯০. বাংলা নান্দনিক শব্দের সঠিক অর্থ কী? (জ্ঞান)
✅ সৌন্দর্যমণ্ডিত
[খ] সৌন্দর্য
[গ] আনন্দ
[ঘ] জাকজমকপূর্ণ
৩৯১. যেকোনো কাজ করার ক্ষেত্রে তা সুন্দর করে করা, গুছিয়ে করা যা চোখে দেখলেই সুন্দর বলে প্রতীয়মান হয় তাকে কী বলে? (জ্ঞান)
[ক] স্পর্শকাতরতা
[খ] সৃষ্টি সুন্দর
✅ নান্দনিকতা
[ঘ] নন্দন
৩৯২. বাংলা নান্দনিক শব্দটি কোন শব্দ থেকে এসেছে? (জ্ঞান)
[ক] নন্দিত
✅ নন্দন
[গ] নন্দ
[ঘ] নতুন
৩৯৩. আনন্দের উৎস কোনটি? (জ্ঞান)
[ক] শিক্ষা
✅ সৌন্দর্য
[গ] কাজ
[ঘ] দক্ষতা
৩৯৪. Alexander Gottlieb Baumgarten- কোন দেশের দার্শনিক? (জ্ঞান)
[ক] ফরাসি
[খ] ভারতীয়
✅ জামান
[ঘ] গ্রিক
৩৯৫. কোনো কাজের ক্ষেত্রে কাজটিকে সুন্দর করে করার যে বোধ তাকে কী বলে? (জ্ঞান)
[ক] সৌন্দর্য
[খ] নন্দন
✅ নান্দনিক দৃষ্টিভঙ্গি
[ঘ] সৌন্দর্যমণ্ডিত
৩৯৬. কোনো কিছুর সৌন্দর্য বিচার করতে চাইলে কোনটি প্রয়োজন? (উচ্চতর দক্ষতা)
✅ নান্দনিকতা সম্পর্কে জানা
[খ] গাণিতিক দক্ষতাসম্পন্ন হওয়া
[গ] সঠিকভাবে ক্যারিয়ার তৈরি করা
[ঘ] সততা সম্পর্কে জানা
৩৯৭. কাদের পছন্দ সুন্দর হয়? (জ্ঞান)
[ক] কৌশলী মনের অধিকারীদের
✅ নান্দনিক মনের অধিকারীদের
[গ] গাণিতিক দক্ষতাসম্পন্নদের
[ঘ] প্রযুক্তি ব্যবহারে দক্ষতাসম্পন্নদের
৩৯৮. কোন ধরনের কাজ সবাই পছন্দ করে? (জ্ঞান)
✅ সুন্দর
[খ] ব্যয়বহুল
[গ] দীর্ঘস্থায়ী
[ঘ] ক্ষণস্থায়ী
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩৯৯. বাংলা নন্দন শব্দের অর্থ হতে পারে - (অনুধাবন)
i. যা থেকে আনন্দ পাওয়া যায়
ii. যেটি মানুষের চোখ ঝলসায়
iii. যার দ্বারা আনন্দ দেওয়া যায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৪০০. কাজের ক্ষেত্রে নান্দনিক দৃষ্টিভঙ্গি বলতে বোঝায় - (অনুধাবন)
i. কাজটি সুন্দর করে করা
ii. কাজ তাড়াতাড়ি করা
iii. সুন্দরভাবে উপস্থাপন করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৪০১. নান্দনিক দৃষ্টিভঙ্গিসম্পন্ন মানুষ - (অনুধাবন)
i. সবার কাছে ভীতিকর হয়
ii. রুচিবোধ মার্জিত হয়
iii. সবার কাজে নন্দিত ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৪০২. কোনো সৌন্দর্য থেকে আনন্দ অনুভব করতে চাইলে প্রয়োজন- (উচ্চতর দক্ষতা)
i. নান্দনিকতা সম্পর্কে জানা
ii. নন্দনতত্ত্বের উৎস খোঁজা
iii. নান্দনিক দৃষ্টিভঙ্গিসম্পন্ন হওয়া
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৪০৩. দৃষ্টিভঙ্গি নান্দনিক হলে- (অনুধাবন)
i. মানসিক তৃপ্তি লাভ করা যায়
ii. আনন্দের সাথে কাজ করা সম্ভব হয়
iii. অধিক অর্থ উপার্জন করা সম্ভব হয়
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৪০৪. দিব্য শ্রেণিকক্ষে তার ওপর অর্পিত কাজগুলো গুছিয়ে সুন্দরভাবে করে। এর ফলে- (উচ্চতর দক্ষতা)
i. শিক্ষকরা তার প্রতি অনুরক্ত হবে
ii. সহপাঠীরা তাকে সহযোগিতা করবে
iii. শিক্ষকরা তাকে সহযোগিতা করবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪০৫ ও ৪০৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :
জাহিন ছোটবেলা থেকেই যেকোনো কাজ অত্যন্ত সুন্দরভাবে করে। তার কাজ এতটাই গোছানো যা দেখলেই সুন্দর বলে প্রতীয়মান হয় এবং সবাইকে আকর্ষণ করে। কিন্তু তার এভাবে কাজ করাকে তার বোন জয়া অযথা কালক্ষেপণ বলে মনে করে।
৪০৫. জয়ার মধ্যে কোন গুণটির অভাব রয়েছে? (প্রয়োগ)
[ক] আত্মসচেতনতা
[খ] দৃঢ় প্রত্যয়
[গ] আত্মবিশ্বাস
✅ নান্দনিক দৃষ্টিভঙ্গি
৪০৬. উক্ত গুণটির অভাবের কারণে জয়া- (উচ্চতর দক্ষতা)
i. মানসিক তৃপ্তি থেকে বঞ্চিত হবে
ii. আনন্দের সাথে কাজ করতে অপারগ হবে
iii. নন্দিত ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত হবে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
অনেক উপকৃত হলাম
ReplyDelete