৯ম-১০ম শ্রেণির গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
ক্যারিয়ার শিক্ষা
প্রথম অধ্যায়
Class 9-10 Career Education Guide and SSC Exam Preparation
SSC Career Education Chapter-1
SSC Career Studies Guide
MCQ
Question and Answer pdf download
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. সাধারণভাবে যেকোনো কিছু করাকে কী বলে?
[ক] বৃত্তি
[খ] পেশা
✅ কাজ
[ঘ] ক্যারিয়ার
২. সরকারি প্রতিষ্ঠানের বাগান পরিচর্যাকারীর পদটি কোন ধরনের?
[ক] ক্যারিয়ার
[খ] বৃত্তি
[গ] পেশা
✅ চাকরি
৩. ক্যারিয়ার বিকাশের ক্ষেত্রে প্রযোজ্য হলো, এটি-
i. একটি সরলরৈখিক পরিবর্তন
ii. মূলত চাকরির পরিবর্তন
iii. জীবনের নির্দিষ্ট একটি বয়সে ঘটে
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii ও iii
[গ] ii
✅ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :
লাবনীর জন্ম ফরিদপুরের একটি পল্লিতে। গ্রামে থাকাকালে সে নানা ধরনের দুষ্টুমিতে মেতে থাকত। মা-বাবা বা গুরুজনদের কেউ তাকে কোনো কিছু জিজ্ঞাসা করলে বা কোনো কাজ দিলে তা এড়িয়ে যেত। মেয়ের মঙ্গলকামনায় মা-বাবা ঢাকায় মামার বাসায় তাকে লেখাপড়া করতে পাঠায়। তিন বছর পর গ্রামে বেড়াতে গেলে লাবনীর অচরণের পরিবর্তন দেখে সবাই বিস্মিত হলো।
৪. লাবনীর ক্ষেত্রে আচরণের কোন দিকটির পরিবর্তন ঘটেছে?
[ক] মানবিক আচরণ
✅ দৃষ্টিভঙ্গি
[গ] সৌহার্দ
[ঘ] শ্রদ্ধাবোধ
৫. লাবণীর আচরণে পরিবর্তিত দিকটির ক্ষেত্রে প্রযোজ্য হলো-
i. এটি ব্যক্তি, পরিবার ও সমাজভেদে ভিন্ন হতে পারে
ii. এটি ইতিবাচক আবার কখনো নেতিবাচকও হতে পারে
iii. এটি কখনো পরিবর্তনযোগ্য নয়
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
✅ i ও ii
ক্যারিয়ারের ধারণা
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৬. নিরুপমা কোন জেলায় কর্মরত? (জ্ঞান)
[ক] বরিশাল
[খ] ফরিদপুর
[গ] ঢাকা
✅ নাটোর
৭. নিরুপমা বেসরকারি সংস্থার কোন পদে কর্মরত? (জ্ঞান)
✅ নির্বাহী পরিচালক
[খ] ব্যবস্থাপনা পরিচালক
[গ] মাঠ কর্মকর্তা
[ঘ] প্রোগ্রাম অফিসার
৮. শিক্ষাজীবন থেকে নিরুপমা গ্রামের মেয়েদের কোন সুযোগটি করে দেয়ার ইচ্ছা পোষণ করতেন? (জ্ঞান)
✅ কর্মসংস্থান
[খ] শিক্ষা
[গ] খেলাধুলা
[ঘ] ব্যায়াম
৯. নিরুপমা কোন বিষয় নিয়ে পড়াশোনা করেন? (জ্ঞান)
[ক] সমাজকর্ম
✅ রাষ্ট্রবিজ্ঞান
[গ] গণিত
[ঘ] বাংলা
১০. নিরুপমা প্রথমে ছোট্ট একটি এনজিওতে প্রোগ্রাম অফিসার হিসেবে কত বছর কাজ করেন? (জ্ঞান)
[ক] দুই
✅ তিন
[গ] চার
[ঘ] পাঁচ
১১. নিরুপমার কর্মরত প্রতিষ্ঠানটি স্বনামধন্য হওয়ার কারণ কী? (অনুধাবন)
[ক] শিশু শিক্ষা সম্প্রসারণ
[খ] নারী শিক্ষার সুযোগ সৃষ্টি
✅ মহিলাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি
[ঘ] গ্রাম উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন
১২. কোনো উদ্দেশ্য সাধনের জন্য যেকোনো শারীরিক বা মানসিক কর্মকাণ্ডকে কী বলে? (জ্ঞান)
✅ কাজ
[খ] বৃত্তি
[গ] ক্যারিয়ার
[ঘ] চাকরি
১৩. জয়ন্ত বিশেষ কোনো শিক্ষা বা দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ছাড়াই জননী পাবলিকেশন্সে কাজ করে অর্থ উপার্জন করছে। তার এ কাজকে কী বলা যায়? (প্রয়োগ)
[ক] ক্যারিয়ার
[খ] চাকরি
✅ বৃত্তি
[ঘ] কাজ
১৪. সোয়েব মাহমুদ ইনটেরিয়র ডিজাইনার হিসেবে দীর্ঘদিন যাবৎ বাড়ির নকশা প্রণয়ন করছেন, তাকে কী বলা যায়? (প্রয়োগ)
[ক] বৃত্তিধারী
✅ পেশাজীবী
[গ] মিস্ত্রি
[ঘ] কর্মজীবী
১৫. যিনি বাড়ি তৈরি করেন তাকে কী বলে? (জ্ঞান)
[ক] পেশাজীবী
✅ বৃত্তিধারী
[গ] কর্মজীবী
[ঘ] চাকরিজীবী
১৬. যেকোনো কিছু করাকে কী বলে? (জ্ঞান)
✅ কাজ
[খ] পেশা
[গ] বৃত্তি
[ঘ] চাকরি
১৭. রেহানা সুলতানা ইসলামী ব্যাংক হাসপাতালের পরীক্ষা সহকারী হিসেবে কর্মরত। তার কাজটি নিচের কোনটির আওতাভুক্ত? (প্রয়োগ)
[ক] কাজ
[খ] বৃত্তি
[গ] পেশা
✅ চাকরি
১৮. ব্যক্তি কর্মক্ষেত্রে যে নির্দিষ্ট পদে অবস্থান করে সেটিকে কী বলে? (জ্ঞান)
[ক] কাজ
✅ চাকরি
[গ] ক্যারিয়ার
[ঘ] পেশা
১৯. জুবায়ের বরগুনা জেলা প্রশাসন অফিসের বাগান পরিচর্যাকারী। তাকে কী বলা যায়? (প্রয়োগ)
✅ চাকরিজীবী
[খ] পেশাজীবী
[গ] কর্মজীবী
[ঘ] বৃত্তিভোগী
২০. নিচের কোনটিকে ক্যারিয়ার বলা যায়? (অনুধাবন)
[ক] ছাত্রজীবনের অভিজ্ঞতার সমন্বিত রূপ
[খ] চাকরি জীবনের অভিজ্ঞতার সমন্বিত রূপ
[গ] প্রশিক্ষণ অভিজ্ঞতার সমন্বিত রূপ
✅ জীবন অভিজ্ঞতার সমন্বিত রূপ
২১. ক্যারিয়ার মূলত কোনটির সাথে সংশ্লিষ্ট? (জ্ঞান)
✅ ব্যক্তিজীবন
[খ] ছাত্রজীবন
[গ] সমাজ জীবন
[ঘ] কর্মজীবন
২২. নির্দিষ্ট একটি পেশার অন্তর্গত বিশেষ একটি পদ বা অবস্থাকে কী বলে? (জ্ঞান)
[ক] কাজ
✅ চাকরি
[গ] পেশা
[ঘ] ক্যারিয়ার
২৩. আহসান সাহেব প্রতিদিন সকালে রমনা পার্কে ব্যায়াম করেন। এটি কিসের অন্তর্ভুক্ত? (প্রয়োগ)
✅ কাজ
[খ] পেশা
[গ] ক্যারিয়ার
[ঘ] চাকরি
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৪. এনজিওতে যোগ দেয়ার যোগ্যতা পূরণের জন্যে নিরুপমা- (অনুধাবন)
i. বিভিন্ন ছোট কোর্স করেছেন
ii. ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তা নিয়েছেন
iii. প্রশিক্ষণ নিয়েছেন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৫. নিরুপমা কর্মস্থলে যেভাবে দ্রুত পদোন্নতি লাভ করেন - (অনুধাবন)
i. উচ্চ শিক্ষার মাধ্যমে
ii. অভিজ্ঞতা অর্র্জনের মাধ্যমে
iii. দক্ষতা অর্জনের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
২৬. নিরুপমার স্বপ্ন পূরণের পথটি যেভাবে সাফল্যমণ্ডিত হয়- (অনুধাবন)
i. পরিশ্রমের মাধ্যমে
ii. সাধনার মাধ্যমে
iii. যথার্থ অর্থ পরিকল্পনার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৭. কোনো কাজ পেশা হওয়ার জন্য যেটি প্রয়োজন- (অনুধাবন)
i. বিশেষ ধরনের শিক্ষা
ii. বিশেষ ধরনের প্রশিক্ষণ
iii. বিশেষ দক্ষতাসম্পন্ন মেধাশ্রম
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৮. রায়না চৌধুরী নিজের ক্যারিয়ার তৈরিতে বদ্ধপরিকর। যে বিষয়ের সমন্বয়ে তার ক্যারিয়ার তৈরি হবে তা হলো- (অনুধাবন)
i. চাকরি
ii. কাজ
iii. পেশা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৯. ক্যারিয়ার হলো জীবনব্যাপী- (অনুধাবন)
i. কর্মসংস্থানের রূপরেখা
ii. অভিজ্ঞতার রূপরেখা
iii. শিক্ষার রূপরেখা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩০. প্রত্যেক পেশার মানুষ সমাজের জন্য উপকারী হওয়ার জন্য করণীয়- (উচ্চতর দক্ষতা
i. ন্যায়বোধ মেনে চলা
ii. সঠিকভাবে অর্থ বণ্টন করা
iii. সততা মেনে চলা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩১ ও ৩২ নম্বর প্রশ্নের উত্তর দাও :
রিওন সরকার পাঁচ বছর ধরে বহুতল ভবনের নকশা প্রণয়ন করছেন। নকশার কাজে তিনি অত্যন্ত দক্ষতাসম্পন্ন এবং এজন্য প্রচুর খ্যাতি অর্জন করেন। অন্যদিকে তার ভাই জিওন সরকার একজন নির্মাণ শ্রমিক। নির্মাণ কাজকেই তিনি নিজের জন্য উপযুক্ত বলে মনে করেন।
৩১. রিওন সরকারের কর্মকাণ্ড কোন বিষয়টির আওতাভুক্ত? (প্রয়োগ)
[ক] ক্যারিয়ার
[খ] কাজ
✅ পেশা
[ঘ] বৃত্তি
৩২. রিওন সরকারের কর্মকাণ্ড উক্ত বিষয়ের আওতাভুক্ত হওয়ার কারণ- (উচ্চতর দক্ষতা)
i. স্থাপত্যবিদ্যায় বিস্তৃত শিক্ষা
ii. স্থাপত্যবিদ্যায় বিস্তৃত প্রশিক্ষণ
iii. স্থাপত্যকর্মের মাধ্যমে খ্যাতি অর্জন
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৩ ও ৩৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
আলেয়া বেগমের বাড়ি দিনাজপুর। তিনি জীবিকার তাগিদে গত বছর ঢাকা শহরে এসে একটি বিল্ডিং কনস্ট্রাকশন কোম্পানিতে যোগ দেন। একজন দক্ষ নির্মাণ শ্রমিক হিসেবে তিনি নিজেকে গর্বিত মনে করেন।
৩৩. আলেয়া বেগমের কর্মকাণ্ড নিচের কোনটির পর্যায়ভুক্ত? (প্রয়োগ)
[ক] কাজ
✅ বৃত্তি
[গ] পেশা
[ঘ] ক্যারিয়ার
৩৪. আলেয়া বেগমের প্রতি আমাদের করণীয় হলো- (উচ্চতর দক্ষতা)
i. তার প্রতি শ্রদ্ধা পোষণ করা
ii. তার সাথে ভালো ব্যবহার করা
iii. তার কাজে সহায়তা করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
ক্যারিয়ারের বিকাশ
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩৫. সমগ্র জীবনে একজন ব্যক্তি মূলত তার পেশা সংক্রান্ত যে কর্মকাণ্ড পরিচালনা করেন তাকে কী বলে? (জ্ঞান)
[ক] কাজ
[খ] চাকরি
[গ] বৃত্তি
✅ ক্যারিয়ার
৩৬. ক্যারিয়ারের পথে অগ্রসর হওয়ার ক্ষেত্রে প্রথমে কোনটির প্রতি গুরুত্ব দেওয়া উচিত? (উচ্চতর দক্ষতা)
✅ নিজের দক্ষতা বা যোগ্যতা সম্পর্কে জানা
[খ] লক্ষ্য নির্ধারণ করা
[গ] কাজের ক্ষেত্র বিবেচনা করা
[ঘ] আয়-উপার্জন কেমন হবে তা দেখে নেওয়া
৩৭. জীবনব্যাপী বিকাশের ক্রমধারাকে কী বলে? (জ্ঞান)
✅ ক্যারিয়ার
[খ] সম্মান
[গ] বৃত্তি
[ঘ] চাকরি
৩৮. নিচের কোনটি ক্যারিয়ারের বৈশিষ্ট্য? (অনুধাবন)
✅ জীবনের একটি সুনির্দিষ্ট অংশ
[খ] সময়োপযোগী
[গ] অস্পষ্ট
[ঘ] সম্ভাব্য
৩৯. ক্যারিয়ার ধারণাটি- (অনুধাবন)
[ক] স্থির
[খ] ঊর্ধ্বমুখী
✅ পরিবর্তনশীল
[ঘ] নিম্নগামী
৪০. ক্যারিয়ারকে বিকাশ বলা হয় কেন? (অনুধাবন)
✅ সুশৃঙ্খল ও ধাপে ধাপে এর পরিবর্তন ঘটে বলে
[খ] মানুষের গতি নিয়ন্ত্রণ করে বলে
[গ] মানুষকে উচ্চ মর্যাদা দান করে বলে
[ঘ] অর্থ উপার্জনের গতি বৃদ্ধি করে বলে
৪১. কিসের পরিবর্তন ধাপে ধাপে হওয়াই কাম্য? (জ্ঞান)
[ক] আচরণের
[খ] দৃষ্টিভঙ্গির
✅ ক্যারিয়ারের
[ঘ] চাকরির
৪২. নিচের কোনটিকে ক্যারিয়ারের অংশ হিসেবে বিবেচনা করা হয়? (অনুধাবন)
✅ প্রয়োজনে নতুন চাকরির চেষ্টা করা
[খ] সামাজিক যোগাযোগ বৃদ্ধি করা
[গ] কোনো সমস্যার সমাধান করা
[ঘ] মূল্যবোধ চর্চা করা
৪৩. সাধারণ ক্যারিয়ারের বিকাশকে কয় ভাগে দেখা হয়? (জ্ঞান)
[ক] দুই
[খ] তিন
✅ চার
[ঘ] পাঁচ
৪৪. CV-কী? (জ্ঞান)
✅ একজন ব্যক্তির পরিচয় জ্ঞাপনকারী তথ্য
[খ] ব্যক্তির পড়াশোনার সার্টিফিকেট
[গ] পেশাগত দক্ষতা অর্জনের সনদপত্র
[ঘ] চাকরিতে যোগদান করার পত্র
৪৫. CV-এর পূর্ণরূপ কী? (জ্ঞান)
✅ Curriculam Vitae
[খ] Cirtificate Vitae
[গ] Curricolam Vitea
[ঘ] Curricolam Vitea
৪৬. কর্মক্ষেত্রে রহিমের ধীরে ধীরে পদোন্নতি ঘটছে। রহিমের অবস্থানের এ পরিবর্তনকে ক্যারিয়ারের কোন ধরনের বিকাশ বলা হয়? (প্রয়োগ)
✅ রৈখিক
[খ] দক্ষতাভিত্তিক
[গ] সর্পিলাকার
[ঘ] গতিময়
৪৭. পাথরঘাটা গার্লস কলেজের বিজ্ঞান শিক্ষক হারুনর রশিদের পড়ানোর দক্ষতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তার এ পরিবর্তনকে ক্যারিয়ারের কোন ধরনের বিকাশ বলা হয়? (প্রয়োগ)
[ক] রৈখিক
✅ দক্ষতাভিত্তিক
[গ] সর্পিলাকার
[ঘ] গতিময়
৪৮. সহকারী সচিব পদে যোগদানের পর সচিব পদে উন্নীত হওয়াকে ক্যারিয়ারের কোন ধরনের বিকাশ বলা হয়? (প্রয়োগ)
✅ রৈখিক
[খ] গতিময়
[গ] সর্পিলাকার
[ঘ] দক্ষতাভিত্তিক
৪৯. সময়ের সাথে সাথে ব্যক্তির জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতার ক্রমবিকাশকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] ক্যারিয়ার
✅ সর্পিলাকার
[গ] দক্ষতা
[ঘ] রৈখিক বিকাশ
৫০. একজন বিজ্ঞান শিক্ষকের বিজ্ঞানের পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শী হয়ে ওঠাকে কোন ধরনের বিকাশ বলা হয়? (প্রয়োগ)
✅ সর্পিলাকার
[খ] রৈখিক
[গ] গতিময়
[ঘ] দক্ষতাভিত্তিক
৫১. ক্যারিযারের কোন ধরনের বিকাশের ক্ষেত্রে ব্যক্তির ক্যারিয়ারের প্রচুর বা ক্রমাগত পরিবর্তন দেখা যায়? (জ্ঞান)
✅ রৈখিক
[খ] গতিময়
[গ] সর্পিলাকার
[ঘ] দক্ষতা ভিত্তিক
৫২. হাবিবুর রহমান প্রথমে বিজ্ঞান শিক্ষক ছিলেন। এখন তিনি এমবিএ কোর্স সম্পন্ন করে একটি বেসরকারি কোম্পানির জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার এ পরিবর্তনকে কী বলা হয়? (প্রয়োগ)
[ক] সর্পিলাকার বিকাশ
✅ গতিময় বিকাশ
[গ] রৈখিক বিকাশ
[ঘ] দক্ষতাভিত্তিক বিকাশ
৫৩. কোন ধরনের বিকাশ এলোমেলোভাবে হয়ে থাকে? (জ্ঞান)
[ক] রৈখিক
✅ গতিময়
[গ] সর্পিলাকার
[ঘ] দক্ষতাভিত্তিক
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৫৪. যেসব বিষয়ের সমন্বয়ে ক্যারিয়ার তৈরি হয় তা হলো- (অনুধাবন)
i. চাকরি, পদ
ii. সম্মান, অভিজ্ঞতা
iii. অর্থ, শিক্ষা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫৫. ক্যারিয়ার একজন ব্যক্তির - (অনুধাবন)
i. জীবনব্যাপী বিকাশের ক্রমধারা
ii. সম্মান ও অভিজ্ঞতার সমন্বয়
iii. অর্থ উপার্জনের উপায়
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫৬. ক্যারিয়ার ধাারণাটি- (অনুধাবন)
i. গতিশীল
ii. বিকশিত হয়
iii. স্থির থাকে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫৭. ক্যারিয়ারের পথে অগ্রসর হওয়ার জন্য নিজেকে জানা গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো- (উচ্চতর দক্ষতা)
i. নিজের মন্দ লাগাকে চিহ্নিত করা
ii. নিজের মূল্যবোধকে উপলব্ধি করা
iii. পরিবারের সিদ্ধান্তকে মেনে নেওয়া
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫৮. জনাব সোহান টাইপিস্টের কাজ করে। কিন্তু এ কাজ করতে তার একেবারেই ভালো লাগে না। ফলে সোহান- (উচ্চতর দক্ষতা)
i. ক্লান্ত হয়ে যেতে পারে
ii. টাইপিং-এ ভুল করতে পারে
iii. মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে পারে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫৯. ক্যারিয়ার সাধনের জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়- (উচ্চতর দক্ষতা)
i. দক্ষতা ও পছন্দের সাথে মানাসই পেশা খুঁজে বের করা
ii. পরিকল্পনায় নমনীয়তা অবলম্বন করা
iii. উপার্জনমুখী কিনা তা বিবেচনা করা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৬০. ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হতে পারে- (অনুধাবন)
i. অতিরিক্ত আগ্রহ থাকলে
ii. লক্ষ্য ও পরিকল্পনা না থাকলে
iii. নিজের আগ্রহকে গুরুত্ব না দিলে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৬১. নির্দিষ্ট পেশা বা বৃত্তির জন্য প্রয়োজন হয়- (উচ্চতর দক্ষতা)
i. নির্দিষ্ট যোগ্যতা
ii. নির্দিষ্ট দক্ষতা
iii. নির্দিষ্ট মূল্যবোধ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৬২. রহিম চাকরি খুঁজছে। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে তার থাকা প্রয়োজন- (প্রয়োগ)
i. ধৈর্য
ii. মনোযোগ
iii. অর্থ
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৬৩. সৃজন একটি চাকরির ইন্টারভিউ দিতে গেল। ইন্টারভিউ কক্ষে সে তুলে ধরার চেষ্টা করবে- (প্রয়োগ)
i. নিজের পারিবারিক পরিচয়
ii. দক্ষতা ও অভিজ্ঞতা
iii. চাকরির প্রতি আগ্রহ ও মনোযোগ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৬৪. মানুষ সাধারণত চাকরি বদল করে- (অনুধাবন)
i. ভালো চাকরির সুযোগ পেলে
ii. আগ্রহ ও পছন্দের পরিবর্তন হলে
iii. অভিজ্ঞতাকে কাজে লাগাতে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৬৫ ও ৬৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :
জনাব মিজানুর রহমান একজন ইংরেজি শিক্ষক। তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে বিশেষ প্রশিক্ষণ নিয়ে এখন স্কুলে ইংরেজির পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তিরও ক্লাস নিচ্ছেন।
৬৫. জনাব মিজানের ক্যারিয়ারে কোন ধরনের বিকাশ লক্ষ করা যাচ্ছে? (প্রয়োগ)
✅ সর্পিলাকার
[খ] গতিময়
[গ] রৈখিক
[ঘ] দক্ষতাভিত্তিক
৬৬. জনাব মিজানের এ ধরনের বিকাশের ফলে- (উচ্চতর দক্ষতা)
i. নতুন কর্মক্ষেত্রে যোগদান করা সম্ভব হবে
ii. বিজ্ঞান পড়ানোর যোগ্যতা হারিয়ে ফেলবেন
iii. নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারবেন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৬৭ ও ৬৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :
রত্না শর্মা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করে একটি NGO তে নির্বাহী পরিচালক হিসেবে কাজ করেছেন। এরই মধ্যে তিনি এমবিএ সম্পন্ন করে এখন সোনালী ব্যাংকের ম্যানেজার পদে যোগদান করার অপেক্ষায় রয়েছেন।
৬৭. রত্না শর্মার ক্ষেত্রে ক্যারিয়ারের কোন ধরনের বিকাশ লক্ষণীয়? (প্রয়োগ)
[ক] সর্পিলাকার
✅ গতিময়
[গ] রৈখিক
[ঘ] দক্ষতাভিত্তিক
৬৮. এ ধরনের বিকাশের ফলে রত্না- (উচ্চতর দক্ষতা)
i. পূর্বের কর্মক্ষেত্রে কাজ করার যোগ্যতা হারাবেন
ii. নতুন কর্মক্ষেত্রে দক্ষতার সাথে কাজ করতে পারবেন
iii. যেকোনো কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারবেন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
ক্যারিয়ার রূপরেখা বা মডেল
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৬৯. ক্যারিয়ার রূপরেখা প্রণয়ন করেন কে? (জ্ঞান)
✅ ডোনাল্ড সুপার
[খ] ওয়াটসন
[গ] ডন কেপলার
[ঘ] আইভান পাঙলো
৭০. ডোনাল্ড সুপার একজন- (জ্ঞান)
✅ মনোবিজ্ঞানী
[খ] সমাজকর্মী
[গ] জীববিজ্ঞানী
[ঘ] পদার্থবিদ
৭১. ক্যারিয়ার রূপরেখাটিকে অন্য কী নাম দেওয়া হয়েছে? (জ্ঞান)
[ক] রঙিন জীবন
✅ রংধনু জীবন
[গ] স্বাভাবিক জীবন
[ঘ] উচ্ছল জীবন
✅ রংধনুর মতো ধাপে ধাপে সাজানো বলে
[খ] রংধনুর সাতটি রঙের আলোকে প্রণীত বলে
[গ] রংধনুর মতো উজ্জ্বল ও প্রাণবন্ত বলে
[ঘ] রংহীন জীবনের আলোকে তৈরি বলে
৭৩. ক্যারিয়ার রূপরেখার প্রথম ধাপ কোনটি? (জ্ঞান)
✅ বৃদ্ধি
[খ] স্থিতি
[গ] অনুসন্ধান
[ঘ] প্রতিফলন
৭৪. ক্যারিয়ার মডেলের দ্বিতীয় ধাপ কোনটি? (জ্ঞান)
✅ অনুসন্ধান
[খ] বৃদ্ধি
[গ] স্থিতি
[ঘ] বজায় রাখা
৭৫. ‘স্থিতি’ ক্যারিয়ার মডেলের কততম ধাপ? (জ্ঞান)
[ক] প্রথম
[খ] দ্বিতীয়
✅ তৃতীয়
[ঘ] চতুর্থ
৭৬. ‘প্রতিফলন’ ক্যারিয়ার মডেলের কততম ধাপ? (জ্ঞান)
[ক] দ্বিতীয়
[খ] তৃতীয়
[গ] চতুর্থ
✅ পঞ্চম
৭৭. ৭০ বছর বয়সের প্রমীলা দেবী সারাজীবন চাকরি করে এখন অবসর গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। তিনি ক্যারিয়ার মডেলের কোন ধাপে অবস্থান করছেন? (প্রয়োগ)
✅ পঞ্চম
[খ] তৃতীয়
[গ] দ্বিতীয়
[ঘ] প্রথম
৭৮. প্রতিফলন ধাপে একজন মানুষের- (উচ্চতর দক্ষতা)
✅ ফলাফল বা প্রাপ্তির আশা কমে যায়
[খ] বিভিন্ন কাজ নিয়ে চিন্তা-ভাবনার ইচ্ছা জাগে
[গ] নিজের সম্পর্কে ধারণা তৈরি হয়
[ঘ] ক্রমাগত পরিবর্তনের প্রচেষ্টা থাকে
৭৯. জনাব শিহাব নিজের দৃষ্টিভঙ্গি, চাহিদা এবং কাজের জগৎ সম্পর্কে জানার চেষ্টা করছেন। তিনি ক্যারিয়ার মডেলের কোন ধাপে রয়েছেন? (প্রয়োগ)
✅ বৃদ্ধি
[খ] অনুসন্ধান
[গ] স্থিতি
[ঘ] প্রতিফলন
৮০. ক্যারিয়ার রূপরেখায় একজন মানুষ কোন স্তরে এসে ক্রমাগত পরিবর্তনের প্রচেষ্টা চালায়? (জ্ঞান)
[ক] স্থিতি
✅ বজায় রাখা
[গ] অনুশীলন
[ঘ] বৃদ্ধি
৮১. জনাব মিনান করিম বিশেষ যোগ্যতা অর্জন করে কর্মক্ষেত্রে নিজের অবস্থান দৃঢ় করেছেন। তিনি ক্যারিয়ার রূপরেখার কোন ধাপে রয়েছেন? (প্রয়োগ)
[ক] অনুসন্ধান
✅ স্থিতি
[গ] বজায় রাখা
[ঘ] প্রতিফলন
৮২. শামীম আজগরী বিভিন্ন কাজে যোগদানের পূর্বে বিভিন্ন কাজ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছেন। তিনি ক্যারিয়ার মডেলের কোন স্তরে রয়েছেন? (প্রয়োগ)
✅ অনুসন্ধান
[খ] স্থিতি
[গ] বজায় রাখা
[ঘ] প্রতিফলন
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৮৩. ক্যারিয়ার সম্পর্কে ডোনাল্ড সুপার রূপরেখা প্রণয়ন করেছেন - (অনুধাবন)
i. সময় বা বয়সের প্রেক্ষিতে
ii. অভিজ্ঞতা অর্জনের প্রেক্ষিতে
iii. চাহিদার প্রেক্ষিতে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৮৪. ক্যারিয়ার মডেলের বৃদ্ধি ধাপে একজন মানুষ- (উচ্চতর দক্ষতা)
i. নিজের দৃষ্টিভঙ্গি ও চাহিদা সম্পর্কে জানার চেষ্টা করে
ii. বিভিন্ন কাজ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে
iii. কাজের সাধারণ জগৎ নিয়ে ভাবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৮৫. জনাব মুহিত ক্যারিয়ার মডেলের অনুসন্ধান ধাপে অবস্থান করছেন। এ পর্যায়ে তিনি- (উচ্চতর দক্ষতা)
i. বিভিন্ন কাজ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করবেন
ii. নিজের অবস্থানের উন্নতির চেষ্টা করবেন
iii. পরিবর্তনশীল পছন্দ ও দক্ষতা তৈরি করবেন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৮৬. একজন মানুষ কর্মক্ষেত্রে স্থায়ী অবস্থান তৈরি করতে পারেন - (অনুধাবন)
i. দক্ষতার পরিচয় দিয়ে
ii. অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে
iii. ঊর্ধ্বতনদের মনোরঞ্জন করে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৮৭. বজায় রাখা ধাপে এসে একজন মানুষের করণীয় হলো - (উচ্চতর দক্ষতা)
i. নিজের অবস্থানের উন্নতির চেষ্টা করা
ii. পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে চেষ্টা করবে
iii. পরিবর্তনশীল পছন্দ ও দক্ষতা অর্জন করা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৮৮. জনাব সামছুল হুদা ক্যারিয়ার রূপরেখার প্রতিফলন ধাপে অবস্থান করছেন। তিনি এ পর্যায়ে- (উচ্চতর দক্ষতা)
i. অবসর গ্রহণের প্রস্তুতি নিবে
ii. প্রাপ্তির প্রত্যাশা ছেড়ে দেবেন
iii. নিজেকে মানিয়ে নিতে চেষ্টা করবেন
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৮৯ ও ৯০ নম্বর প্রশ্নের উত্তর দাও :
মিশু রহমান নিজের সম্পর্কে ভাবতে শুরু করেছে। সে দৃষ্টিভঙ্গি, চাহিদা কী রকম তা বোঝার চেষ্টা করে নিজের কর্মক্ষেত্র সম্পর্কে সিদ্ধান্ত নিতে চাইছে। তার এ ধরনের মানসিকতা দেখে বাবা-মা কিছুটা অবাক হয়েছে। কারণ এত ছোট বয়সে এ ধরনের চিন্তা অনেকেই করে না।
৮৯. মিশুর ভাবনার বিষয়টি আমাদের কোন ধারণাটির সাথে পরিচয় করিয়ে দেয়? (প্রয়োগ)
[ক] মনঃসমীক্ষণ তত্ত্ব
✅ ক্যারিয়ার রূপরেখা বা মডেল
[গ] মনোসামাজিক তত্ত্ব
[ঘ] জীবন আদর্শ প্রক্রিয়া
৯০. এ ধারণাটির কোন ধাপে মিশু অবস্থান করছে? (প্রয়োগ)
✅ বৃদ্ধি
[খ] প্রতিফলন
[গ] অনুসন্ধান
[ঘ] স্থিতি
ক্যারিয়ার শিক্ষার প্রয়োজনীয়তা
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৯১. একটি সুন্দর ও সফল ক্যারিয়ার গঠনের সিদ্ধান্ত গ্রহনে কোন বিষয়টির জ্ঞান আমাদের সাহায্য করে? (জ্ঞান)
✅ ক্যারিয়ার শিক্ষা
[খ] কম্পিউটার শিক্ষা
[গ] শারীরিক শিক্ষা
[ঘ] চারু ও কারুকলা
৯২. আমরা ক্যারিয়ার শিক্ষা কেন পড়ব? (অনুধাবন)
✅ সুন্দর ও সফল ক্যারিয়ার গঠন করার জন্য
[খ] উপার্জনমুখী পেশা বেছে নিতে
[গ] জীবনে প্রতিষ্ঠিত হতে
[ঘ] সামাজিক সম্মান অর্জনের জন্য
৯৩. বর্তমান প্রতিযোগিতার বাজারে লক্ষ্য নির্ধারণ হতে হয় - (উচ্চতর দক্ষতা)
✅ নমনীয়
[খ] অনমনীয়
[গ] স্থিতিশীল
[ঘ] গতিশীল
৯৪. লক্ষ্য নমনীয় হওয়া প্রয়োজন কেন? (অনুধাবন)
✅ বাস্তবতার নিরিখে পরিবর্তন করা যায় বলে
[খ] লক্ষ্য অর্জন সহজ হয় বলে
[গ] লক্ষ্য অর্জন করা যায় না বলে
[ঘ] সামাজিক জীবন গতিশীল বলে
৯৫. শিক্ষার্থীরা কোনো কিছু শেখার অনুপ্রেরণা পায় কখন? (অনুধাবন)
✅ যখন তার গুরুত্ব উপলব্ধি করতে পারে
[খ] যখন বাবা-মার মনোযোগ দেখতে পায়
[গ] যখন শিক্ষক বাধ্য করে
[ঘ] যখন বন্ধু-বান্ধবীর আকর্ষণ দেখে
৯৬. অনুধাবন শিখনের অন্তর্নিহিত উদ্দীপনাকে উজ্জীবিত করে কোনটি? (অনুধাবন)
✅ কম্পিউটার শিক্ষা
[খ] ক্যারিয়ার শিক্ষা
[গ] শারীরিক শিক্ষা
[ঘ] তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৯৭. সকলের কাজ করা উচিত কেন? (অনুধাবন)
[ক] নিজের জন্য
✅ সমাজের জন্য
[গ] বিশ্বের জন্য
[ঘ] ধর্মের জন্য
৯৮. মহিম মিজান নিজের জন্য একটি ভবিষ্যৎ পরিকল্পনা করতে চায়। এ কাজে তাকে কোন বিষয়টির জ্ঞান সহায়তা করবে? (প্রয়োগ)
✅ ক্যারিয়ার শিক্ষা
[খ] কম্পিউটার শিক্ষা
[গ] শারীরিক শিক্ষা
[ঘ] চারু ও কারুকলা পাঠ
৯৯. পরিকল্পনা বিষয়টি- (উচ্চতর দক্ষতা)
[ক] স্থির
✅ পরিবর্তনশীল
[গ] রৈখিক
[ঘ] সরল
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১০০. প্রত্যেক মানুষ চায় একটি- (অনুধাবন)
i. সুন্দর জীবন
ii. সফল ক্যারিয়ার
iii. নিশ্চিত ভবিষ্যৎ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১০১. জীবন সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে- (অনুধাবন)
i. জীবনযাপনের মান নির্ধারণে
ii. উপার্জনের ক্ষেত্র নির্বাচনে
iii. জীবনের গতিময়তা সৃষ্টিতে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১০২. ক্যারিয়ারের সিদ্ধান্ত গ্রহণে প্রভাষক হিসেবে কাজ করে- (অনুধাবন)
i. সামাজিক চাহিদা
ii. দেশের পরিস্থিতি
iii. বহির্বিশ্বে চাকরির বাজার
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১০৩. শিক্ষার্থীরা প্রয়োজনীয় দক্ষতাগুলো শেখার অনুপ্রেরণা পায় - (উচ্চতর দক্ষতা)
i. পরিবার থেকে
ii. সমাজ থেকে
iii. শিক্ষা প্রতিষ্ঠান থেকে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১০৪. মানুষ সমাজে জীবনধারণ করে- (অনুধাবন)
i. চাকরির মাধ্যমে
ii. বৃত্তির মাধ্যমে
iii. ক্যারিয়ারের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১০৫. সমাজের মানুষ কাজ করে- (অনুধাবন)
i. জীবনধারণের জন্য
ii. প্রতিষ্ঠা পাওয়ার জন্য
iii. চাহিদা পূরণের জন্য
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১০৬. ক্যারিয়ার শিক্ষা আমাদের সাহায্য করে- (অনুধাবন)
i. তুলনামূলক পছন্দের কাজ বেছে নিতে
ii. কাজের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টিতে
iii. কাজকে উপার্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করতে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১০৭. বিভিন্ন কাজে আগের চেয়ে বেশি প্রয়োজন হচ্ছে- (উচ্চতর দক্ষতা)
i. দক্ষতার
ii. জ্ঞানের
iii. শ্রমের
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১০৮. জিসান মাল্টিন্যাশনাল একটি কোম্পানিতে চাকরি করছে। এক্ষেত্রে তার সফলতার জন্য প্রয়োজন- (উচ্চতর দক্ষতা)
i. অন্যকে সাহায্য করার মানসিকতা
ii. ধৈর্য ও নিষ্ঠার সাথে কাজ করা
iii. প্রতিযোগিতার সাথে কাজ করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
১০৯. সঠিক পরিকল্পনা মানুষকে - (উচ্চতর দক্ষতা)
i. আত্মবিশ্বাসী করে তোলে
ii. লক্ষ্যে পৌঁছানোর পথনির্দেশ করে
iii. লক্ষ্যে পৌঁছে দেয়
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১১০. ক্যারিয়ার শিক্ষা মানুষের মধ্যে সংবেদনশীলতা তৈরি করে। এ প্রেক্ষিতে এটি শিক্ষা দেয়- (উচ্চতর দক্ষতা)
i. ধৈর্য ও নিষ্ঠার সাথে কাজ করার
ii. সহকর্মীদের প্রতি সহনশীল হওয়ার
iii. কাজে নমনীয় হওয়ার
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১১১ ও ১১২ নম্বর প্রশ্নের উত্তর দাও :
অনার্স পাস করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ নিয়েছে মিতুল। মিতুল এখানে স্থায়ীভাবে কাজ করার সিদ্ধান্ত নেয়নি। পরিবেশ, পরিস্থিতি বুঝে সে চাকরি বদল করবে। এজন্য সে উচ্চতর জ্ঞান অর্জনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
১১১. মিতুলের পরিকল্পনাটি - (প্রয়োগ)
[ক] স্থির
✅ নমনীয়
[গ] অনমনীয়
[ঘ] পরিবর্তনশীল
১১২. পরিকল্পনা বাস্তবায়নের জন্য মিতুলকে- (উচ্চতর দক্ষতা)
i. মৌলিক যোগাযোগের দক্ষতা অর্জন করতে হবে
ii. কাজের প্রতি একাগ্র থাকতে হবে
iii. মানুষের প্রতি সহনশীল হতে হবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ১১৩ ও ১১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
রফিক সাহেব বিডি ফুড প্রোডাক্টস-এর জোনাল ম্যানেজার। তিনি সবসময় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। কারণ তিনি স্কুলে পড়াকালীন কর্মক্ষেত্রে সফল হওয়ার প্রয়োজনীয় জ্ঞানার্জন করেছেন। মানুষের বিপদে এগিয়ে গিয়ে সহকর্মীদের সাথে সদ্ব্যবহার করে তিনি সবার প্রিয়ভাজনে পরিণত হয়েছেন।
১১৩. কোন বিষয়ের জ্ঞান রফিক সাহেবের আচরণগত দৃষ্টিভঙ্গিতে প্রভাব ফেলেছে? (প্রয়োগ)
[ক] কম্পিউটার শিক্ষা
[খ] শারীরিক শিক্ষা
✅ ক্যারিয়ার শিক্ষা
[ঘ] কৃষি শিক্ষা
১১৪. রফিক সাহেবের ক্ষেত্রে এ বিষয়টির প্রভাব হলো- (উচ্চতর দক্ষতা)
i. সংবেদনশীলতা তৈরি
ii. দক্ষতার বিকাশ
iii. পরিকল্পনা গ্রহণে উদ্বুদ্ধকরণ
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
আমি, আমার শিক্ষা ও ক্যারিয়ার এবং কর্মজগৎ ও আমি, আমার পছন্দের পরিবর্তন
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১১৫. একটি সুন্দর ও সফল ক্যারিয়ার গঠনের সিদ্ধান্ত গ্রহণে কোনো কর্মজগতে সাফল্যের সাথে বিচরণ করতে প্রয়োজন হয়- (উচ্চতর দক্ষতা)
[ক] উচ্চতর শিক্ষার
✅ দক্ষতা ও যোগ্যতার
[গ] পারিবারিক ঐতিহ্যের
[ঘ] রাজনৈতিক প্রতিপত্তির
১১৬. মানুষের ইচ্ছা, আগ্রহের পরিবর্তন একটি- (উচ্চতর দক্ষতা)
[ক] স্বাভাবিক ব্যাপার
[খ] অস্বাভাবিক ব্যাপার
[গ] অর্থনৈতিক ব্যাপার
[ঘ] দুরভিসন্ধিমূলক ব্যাপার
১১৭. নির্দিষ্ট ক্যারিয়ারের জন্য প্রয়োজন- (উচ্চতর দক্ষতা)
✅ নির্দিষ্ট ধরনের শিক্ষার
[খ] সামাজিক জ্ঞানের
[গ] পারিবারিক ঐতিহ্যের
[ঘ] সামাজিক প্রতিপত্তির
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১১৮. ক্যারিয়ার নির্ধারণ হয়- (অনুধাবন)
i. পারদর্শী বিষয়ের ভিত্তিতে
ii. ভালোলাগার বিষয়ের ভিত্তিতে
iii. সামাজিক চাহিদার ভিত্তিতে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১১৯. আমরা তুলনামূলকভাবে একটি ভালো কর্মক্ষেত্র খুঁজে পেতে পারি- (অনুধাবন)
i. নিজের পছন্দ ও আগ্রহ জেনে
ii. ক্ষমতা ও সীমাবদ্ধতা যাচাই করে
iii. মূল্যবোধ বিবেচনা করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১২০. উপযুক্ত কর্মক্ষেত্র পেতে প্রয়োজন- (অনুধাবন)
i. শিক্ষার
ii. প্রশিক্ষণের
iii. নীতি জ্ঞানের
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১২১. পছন্দের কর্মক্ষেত্র খুঁজে পেতে আমাদের প্রত্যেকের উচিত- (উচ্চতর দক্ষতা)
i. নিজেকে জানা
ii. কর্ম, পেশা, চাকরি সম্পর্কে জানা
iii. লক্ষ্য নির্ধারণ করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১২২ ও ১২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :
মিথিলা ফারজানা ছোটবেলায় ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে পড়াশোনা শুরু করে। ধীরে ধীরে তার ইচ্ছার পরিবর্তন হতে শুরু করে। পরিবর্তনের প্রেক্ষিতে সে সাংবাদিকতায় অনার্স-মাস্টার্স করে বর্তমানে সাংবাদিক হিসেবে কাজ করছেন।
১২২. মিথিলা তার ইচ্ছার সাথে সাথে লক্ষ্য পরিবর্তন করতে পেরেছেন, কারণ তার লক্ষ্য ছিল- (উচ্চতর দক্ষতা)
✅ নমনীয়
[খ] অস্বাভাবিক
[গ] সামাজিক প্রেক্ষাপট থেকে ভিন্ন
[ঘ] নৈতিকতা বিরোধী
১২৩. মিথিলার লক্ষ্য পরিবর্তনে ভূমিকা রেখেছে- (উচ্চতর দক্ষতা)
i. সামাজিক চাহিদা
ii. বিশ্ব পরিস্থিতি
iii. নিজস্ব মূল্যবোধ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
আমার আগ্রহ, যোগ্যতা, মূল্যবোধ এবং আমার স্বপ্নের ক্যারিয়ার
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১২৪. যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক সময় মানুষ কর্মক্ষেত্রে সফল নাও হতে পারে, এর কারণ কী? (উচ্চতর দক্ষতা)
[ক] কর্মে আগ্রহ না থাকা
[খ] কর্ম পরিবেশ ভালো না হওয়া
[গ] প্রাতিষ্ঠানিক দুর্বলতা থাকা
✅ মূল্যবোধ না থাকা
১২৫. কার্যকর যোগাযোগ বলতে কী বোঝায়? (অনুধাবন)
[ক] অন্যকে প্রভাবিত করা
[খ] লেখার মধ্য দিয়ে উপস্থাপন করা
✅ স্পষ্টভাবে শোনা, লেখা এবং বোঝা
[ঘ] মানুষের সাথে সম্পর্ক স্থাপন করা
১২৬. যতীন চন্দ্র সঠিকভাবে একটি সভায় সভাপতিত্ব করতে পেরেছেন। তার কোন ধরনের যোগ্যতা রয়েছে বলে মনে করা যায়? (প্রয়োগ)
✅ যোগাযোগ
[খ] মূল্যবোধ
[গ] নেতৃত্ব
[ঘ] পেশাদারি মনোভাব
১২৭. সাবিহার কর্মক্ষেত্রে তাকে কোম্পানির পণ্যের দুর্বলতা গোপন রাখতে বলা হলে সে চাকরি ছেড়ে চলে আসে। সাবিহার মধ্যে লক্ষ্য করা যায়- (প্রয়োগ)
✅ মূল্যবোধের চর্চা
[খ] যোগাযোগের স্পৃহা
[গ] দলে কাজ করার ক্ষমতা
[ঘ] সমস্যা সমাধানে উৎকণ্ঠা
১২৮. সমাজকর্মী মিজান সমস্যাগ্রস্তদের সমস্যা চিহ্নিত করে তথ্য-উপাত্ত বিশ্লেষণ সাপেক্ষে সমাধান কৌশল নির্ধারণ করে। তাকে বলা যায়- (উচ্চতর দক্ষতা)
[ক] মূল্যবোধ সম্পন্ন মানুষ
✅ কার্যকর সমস্যা সমাধানকারী
[গ] সামাজিক মানুষ
[ঘ] নেতৃত্বদানকারী
১২৯. ক্যারিয়ার নির্ধারণে কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? (অনুধাবন)
[ক] শিক্ষা
[খ] প্রশিক্ষণ
[গ] যোগ্যতা
✅ আগ্রহ
১৩০. আমার যা ভালো লাগে তা করা উচিত কিনা এটি চিন্তা করাকে বলা হয়- (জ্ঞান)
✅ মূল্যবোধ
[খ] সামাজিকতা
[গ] আগ্রহ
[ঘ] যোগাযোগ
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৩১. ভবিষ্যতে আমি কী করতে চাই তা নির্ধারণ করা যায়- (অনুধাবন)
i. নিজের আগ্রহ জানার মাধ্যমে
ii. নিজের যোগ্যতা অনুধাবন করে
iii. পারিবারিক চাহিদা বিবেচনা করে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৩২. ক্যারিয়ার নির্ধারণে আগ্রহকে বিশেষ গুরুত্ব দেয়া হয়, কারণ- (অনুধাবন)
i. এটি না থাকলে অনেক বিষয়ই নিষ্প্রাণ হয়ে যায়
ii. সবকিছু একঘেয়ে মনে হয়
iii. যোগ্যতা মøান হয়ে যায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৩৩. কর্মক্ষেত্রে প্রবেশের শর্ত হিসেবে বিবেচনা করা হয়- (অনুধাবন)
i. নমনীয়তা থাকা
ii. পেশাদারি মনোভাব থাকা
iii. স্বাস্থ্যগত ত্রুটিমুক্ত হওয়া
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৩৪. দলে কাজ করার অন্যতম বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)
i. ঐকমত্যে কাজ করা
ii. দলের লক্ষ্যকে সুষ্ঠুভাবে তুলে ধরা
iii. সাবলীল ভাষায় কথা বলা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৩৫. সমস্যা সমাধানের ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য প্রয়োজন- (উচ্চতর দক্ষতা)
i. সমস্যা চিহ্নিতকরণ ও কারণ বিশ্লেষণ
ii. কার্যকর সমাধান কৌশল
iii. ভুক্তভোগীর অংশগ্রহণ নিশ্চিতকরণ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৩৬. তোমার স্বপ্নের ক্যারিয়ারকে পোস্টারে সাজিয়ে তুলে তুমি দেখাতে পার- (অনুধাবন)
i. সৃজনশীলতা
ii. শৈল্পিকতা
iii. আধুনিকতা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ক্যারিয়ার শিক্ষা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৩৭ ও ১৩৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :
সমাজকর্মী শিলা আফরোজ একটি এনজিওতে মাঠকর্মী হিসেবে কাজ করে। প্রতিদিন সে টার্নেট গ্রুপদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে এবং সমস্যা সমাধানের চেষ্টা করে। এ কাজটি করতে গিয়ে শিলাকে নানা শ্রেণি, পেশা-ধর্ম-বর্ণের মানুষের সংস্পর্শে যেতে হয়। তবে এ কাজটি সে খুব দক্ষতার সাথেই করতে পারছে।
১৩৭. শিলার মধ্যে যেসব দক্ষতার প্রকাশ পেয়েছে তা হলো- (প্রয়োগ)
i. যোগাযোগ রক্ষার
ii. দলে কাজ করার
iii. সমস্যা সমাধানের
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
১৩৮. এ ধরনের দক্ষতার মাধ্যমে - (উচ্চতর দক্ষতা)
i. গঠনমূলক পরিবর্তন আনা সম্ভব
ii. কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করা যায়
iii. সামাজিক যোগাযোগের ক্ষেত্র তৈরি হয়
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
0 Comments:
Post a Comment