এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Sociology 1st Paper mcq question and answer pdf download.
মডেল টেস্ট
আব্দুল কাদের মোল্লা সিটি কলেজ, নরসিংদী
সমাজবিজ্ঞান
১ম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
[বিষয় কোড : ১১৭]
সময়: ৩০ মিনিট পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]
HSC Sociology 1st Paper
Board Question Solution
MCQ
Question and Answer pdf download
১. ‘সমাজবিজ্ঞান হলো সামাজিক আচরণ ও সামাজিক গোষ্ঠীসমূহের সুশৃঙ্খল পাঠ’. উক্তিটি কার?
[ক] ডুর্খেইম
[খ] ম্যাকাইভার
[গ] শেফার
[ঘ] জিন্সবার্গ
২. 'Savagery' এর বাংলা অর্থ কোনটি?
[ক] বন্যদশা
[খ] বর্বরদশা
[গ] সভ্যতা
[ঘ] সংস্কৃতির মিশ্রণ
৩. সমাজবিজ্ঞানের শাখা হিসেবে ‘জেন্ডার উন্নয়ন’ বিষয়ে আলোচিত হয়-
i. নারীমুক্তি আন্দোলন
ii. নারীর ক্ষমতায়ন
iii. সমাজে নারীর মর্যাদা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৪. কোনটি সমাজের সবচেয়ে ক্ষুদ্রতম সামাজিক সংগঠন?
[ক] রাষ্ট্র
[খ] গোষ্ঠী
[গ] পরিবার
[ঘ] সম্প্রদায়
৫. তুলনামূলক পদ্ধতির প্রয়োগ খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করেন কে?
[ক] টেইলর
[খ] আরএস লিন্ড
[গ] লে প্লে
[ঘ] ডুর্খেইম
৬. ডুর্খেইমের সমাজবিজ্ঞানের মূল প্রতিপাদ্য হলো-
[ক] যৌথ চেতনা
[খ] আদর্শ নমুনা
[গ] সামাজিক ঘটনা
[ঘ] ধর্মের সমাজবিজ্ঞান
নিচের ছকটি দেখে ৭ ও ৮নং প্রশ্নের উত্তর দাও :
[?] ইংরেজ সমাজবিজ্ঞানের জনক - বিবর্তনবাদ - নিওরাসেথানিয়া রোগে মৃত্যু
৭. ছকে ‘?’ চিহ্নিত স্থানে কোন সমাজবিজ্ঞানীকে নির্দেশ করছে?
[ক] ম্যাক্স ওয়েবার
[খ] কার্ল মার্কস
[গ] হার্বার্ট স্পেন্সার
[ঘ] এমিল ডুর্খেইম
৮. ছকে নির্দেশকৃত সমাজবিজ্ঞানীর গ্রন্থ হলো-
i. First Principles
ii. Principles of Biology
iii. The Suicide
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৯. ব্যক্তি রাষ্ট্রের জন্যে নয় বরং রাষ্ট্রই ব্যক্তির কল্যাণের জন্য এই সত্য প্রতিষ্ঠা হয় কোন স্তরে?
[ক] দৃষ্টবাদী
[খ] দার্শনিক
[গ] ধর্মতাত্ত্বিক
[ঘ] অধিবিদ্যাগত
১০. 'No Man is an Island'- উক্তিটি কার?
[ক] ম্যাকাইভার
[খ] জন ডন
[গ] জন লক
[ঘ] পেইজ
নিচের উদ্দীপকটি পড়ে ১১ ও ১২নং প্রশ্নের উত্তর দাও :
দেলোয়ার উচ্চ শিক্ষার জন্য পিরোজপুর থেকে ঢাকায় আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে সে শুরুতে ঢাকার মানুষের চাল-চলন, কথাবার্তা ও পোশাক দেখে অবাক হলেও আস্তে আস্তে সে নিজেকে মানিয়ে নেয়।
১১. উদ্দীপকে কীসের পরিচয় দেওয়া হয়েছে?
[ক] সভ্যতা
[খ] সংস্কৃতি
[গ] বিশ্বায়ন
[ঘ] নগরায়ণ
i. পরিবর্তনশীলতা
ii. গতিশীলতা
iii. আদর্শায়িত ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৩. ধর্মতাত্ত্বিক স্তরের সমকালীন সমাজকে কী বলা হয়?
[ক] ত্রয়স্তর
[খ] দৃষ্টবাদী
[গ] সামরিক সমাজ
[ঘ] পুরোহিত শ্রেণি
১৪. ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপট অনুসন্ধানে কোন ধরনের গবেষণা পদ্ধতি প্রয়োগ করা যায়?
[ক] জরিপ
[খ] পরিসংখ্যান
[গ] ঐতিহাসিক
[ঘ] ঘটনা জরিপ
নিচের উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬নং প্রশ্নের উত্তর দাও :
এবাদত ও সামিরা বিবাহের পর তাদের চাকরির সুবাদে বাড়ি ছেড়ে নারায়ণগঞ্জ শহরে বাস করে। বর্তমানে এই ধরনের পরিবার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
১৫. উদ্দীপকে এবাদত ও সামিরাদের পরিবার কোন ধরনের?
[ক] পিতৃবাস
[খ] মাতৃবাস
[গ] নয়াবাস
[ঘ] দ্বৈতবাস
১৬. উদ্দীপকের পরিবার বৃদ্ধি পাওয়ার কারণ-
i. শিল্পের উন্নতি
ii. নগরায়ণ বৃদ্ধি
iii. গ্রামের সংখ্যা বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৭. কোনটি মানবজীবনে প্রভাব সৃষ্টিকারী প্রধান উপাদান?
[ক] বংশগতি
[খ] সামাজিক
[গ] ভৌগোলিক
[ঘ] সাংস্কৃতিক
১৮. কোনটি সামাজিক উন্নয়নের প্রধান চালিকাশক্তি?
[ক] প্রযুক্তি
[খ] সরকার
[গ] গণমাধ্যম
[ঘ] শিক্ষাপ্রতিষ্ঠান
১৯. সামাজিক অসমতার জৈবিক উপাদান কোনটি?
[ক] মেধা
[খ] শিক্ষা
[গ] ক্ষমতা
[ঘ] মর্যাদা
নিচের ছকটি দেখে ২০ ও ২১নং প্রশ্নের উত্তর দাও :
[?] অন্তগোষ্ঠী - সাধারণ নাম - বংশধারাগত সদস্যপদ - একই সমজাতীয় সম্প্রদায়।
২০. ছকে ‘?’ চিহ্নিত স্থানকে কোন সামাজিক স্তরবিন্যাসকে নির্দেশ করে?
[ক] দাস প্রথা
[খ] এস্টেট
[গ] জাতিবর্ণ
[ঘ] সামাজিক শ্রেণি ও পদ মর্যাদা
২১. নির্দেশকৃত সামাজিক স্তরবিন্যাস লক্ষ করা যায়.
i. হিন্দু সমাজে
ii. ভারতীয় সমাজে
iii. মুসলিম সমাজে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২২. ব্যক্তিগত সম্পত্তির ধারণার পূ র্ণ বিকাশ ঘটে কোন সমাজে?
[ক] আদিম
[খ] পশুপালন
[গ] কৃষি
[ঘ] শিল্প
২৩. 'The Golden Bough' গ্রন্থের লেখক কে?
[ক] গ্রিন
[খ] টেইলর
[গ] জেমস্ ফ্রেজার
[ঘ] এমিল ডুর্খেইম
২৪. ‘এলিট চক্রাকার’ মতবাদটি কে প্রদান করেন?
[ক] মার্কস
[খ] স্পেন্সার
[গ] প্যারেটো
[ঘ] ডুর্খেইম
২৫. ‘ইতিহাস হচ্ছে অভিজাততন্ত্রের সমাধিক্ষেত্র’- উক্তিটি কার?
[ক] প্যারেটো
[খ] সরোকিন
[গ] বটোমোর
[ঘ] ম্যাকাইভার
নিচের উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭নং প্রশ্নের উত্তর দাও :
পঙ্কজ ও চঞ্চলকে যানবাহন আইন ভঙ্গ করার অপরাধে তিন ও ছয় বছরের সাজা দেয়। কারা কর্তৃপক্ষ পঙ্কজকে এক বছর পরে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়।
২৬. উদ্দীপকে পঙ্কজের ক্ষেত্রে কারা কর্তৃপক্ষের গৃহীত পদক্ষেপ অপরাধ দূরীকরণে কোন ব্যবস্থার মধ্যে পড়ে?
[ক] প্রতিরোধ
[খ] প্যারোল
[গ] প্রবেশন
[ঘ] পুনর্বাসন
২৭. চঞ্চলকে পঙ্কজের মতো সুযোগ পেতে হলে.
i. এক বছর অপেক্ষা করতে হবে
ii. দুই বছর অপেক্ষা করতে হবে
iii. তার আচরণে ইতিবাচক পরিবর্তন আনতে হবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৮. পরিবেশ নারীবাদ শব্দটি সর্বপ্রথম কত সালে ব্যবহার হয়?
[ক] ১৯৭২
[খ] ১৯৭৩
[গ] ১৯৭৪
[ঘ] ১৯৭৫
২৯. সর্বপ্রথম জৈবিক তত্ত্বের অধ্যয়ন ও বিকাশ ঘটান কে?
[ক] ডুর্খেইম
[খ] মার্টন
[গ] প্যারেটো
[ঘ] সিজার লমব্রোসো
৩০. সম্প্রদায়ের ভিত্তি কয়টি?
[ক] ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫
উত্তরমালা: ১ [গ] ২ [ক] ৩ [ঘ] ৪ [গ] ৫ [ঘ] ৬ [গ] ৭ [গ] ৮ [ক] ৯ [ঘ] ১০ [খ] ১১ [খ] ১২ [ক] ১৩ [গ] ১৪ [গ] ১৫ [গ] ১৬ [ক] ১৭ [গ] ১৮ [ক] ১৯ [ঘ] ২০ [গ] ২১ [ক] ২২ [গ] ২৩ [গ] ২৪ [গ] ২৫ [ক] ২৬ [খ] ২৭ [খ] ২৮ [গ] ২৯ [ক] ৩০ [ক]
0 Comments:
Post a Comment