HSC সমাজবিজ্ঞান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর আব্দুল কাদের মোল্লা সিটি কলেজ pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Sociology 1st Paper mcq question and answer pdf download.

মডেল টেস্ট
আব্দুল কাদের মোল্লা সিটি কলেজ, নরসিংদী
সমাজবিজ্ঞান
১ম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
[বিষয় কোড : ১১৭]

সময়: ৩০ মিনিট               পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Sociology 1st Paper
Board Question Solution
MCQ
Question and Answer pdf download

১. ‘সমাজবিজ্ঞান হলো সামাজিক আচরণ ও সামাজিক গোষ্ঠীসমূহের সুশৃঙ্খল পাঠ’. উক্তিটি কার?
[ক] ডুর্খেইম
[খ] ম্যাকাইভার
[গ] শেফার
[ঘ] জিন্সবার্গ

২. 'Savagery' এর বাংলা অর্থ কোনটি?
[ক] বন্যদশা
[খ] বর্বরদশা
[গ] সভ্যতা
[ঘ] সংস্কৃতির মিশ্রণ

৩. সমাজবিজ্ঞানের শাখা হিসেবে ‘জেন্ডার উন্নয়ন’ বিষয়ে আলোচিত হয়-
i. নারীমুক্তি আন্দোলন
ii. নারীর ক্ষমতায়ন
iii. সমাজে নারীর মর্যাদা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪. কোনটি সমাজের সবচেয়ে ক্ষুদ্রতম সামাজিক সংগঠন?
[ক] রাষ্ট্র
[খ] গোষ্ঠী
[গ] পরিবার
[ঘ] সম্প্রদায়

৫. তুলনামূলক পদ্ধতির প্রয়োগ খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করেন কে?
[ক] টেইলর
[খ] আরএস লিন্ড
[গ] লে প্লে
[ঘ] ডুর্খেইম

৬. ডুর্খেইমের সমাজবিজ্ঞানের মূল প্রতিপাদ্য হলো-
[ক] যৌথ চেতনা
[খ] আদর্শ নমুনা
[গ] সামাজিক ঘটনা
[ঘ] ধর্মের সমাজবিজ্ঞান

নিচের ছকটি দেখে ৭ ও ৮নং প্রশ্নের উত্তর দাও :
[?] ইংরেজ সমাজবিজ্ঞানের জনক - বিবর্তনবাদ - নিওরাসেথানিয়া রোগে মৃত্যু

৭. ছকে ‘?’ চিহ্নিত স্থানে কোন সমাজবিজ্ঞানীকে নির্দেশ করছে?
[ক] ম্যাক্স ওয়েবার
[খ] কার্ল মার্কস
[গ] হার্বার্ট স্পেন্সার
[ঘ] এমিল ডুর্খেইম

৮. ছকে নির্দেশকৃত সমাজবিজ্ঞানীর গ্রন্থ হলো-
i. First Principles
ii. Principles of Biology
iii. The Suicide

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯. ব্যক্তি রাষ্ট্রের জন্যে নয় বরং রাষ্ট্রই ব্যক্তির কল্যাণের জন্য এই সত্য প্রতিষ্ঠা হয় কোন স্তরে?
[ক] দৃষ্টবাদী
[খ] দার্শনিক
[গ] ধর্মতাত্ত্বিক
[ঘ] অধিবিদ্যাগত

১০. 'No Man is an Island'- উক্তিটি কার?
[ক] ম্যাকাইভার
[খ] জন ডন
[গ] জন লক
[ঘ] পেইজ

নিচের উদ্দীপকটি পড়ে ১১ ও ১২নং প্রশ্নের উত্তর দাও :
দেলোয়ার উচ্চ শিক্ষার জন্য পিরোজপুর থেকে ঢাকায় আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে সে শুরুতে ঢাকার মানুষের চাল-চলন, কথাবার্তা ও পোশাক দেখে অবাক হলেও আস্তে আস্তে সে নিজেকে মানিয়ে নেয়।

১১. উদ্দীপকে কীসের পরিচয় দেওয়া হয়েছে?
[ক] সভ্যতা
[খ] সংস্কৃতি
[গ] বিশ্বায়ন
[ঘ] নগরায়ণ

HSC সমাজবিজ্ঞান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর -আব্দুল কাদের মোল্লা সিটি কলেজ

১২. উক্ত বিষয়ের বৈশিষ্ট্য হচ্ছে-
i. পরিবর্তনশীলতা
ii. গতিশীলতা
iii. আদর্শায়িত ব্যবস্থা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৩. ধর্মতাত্ত্বিক স্তরের সমকালীন সমাজকে কী বলা হয়?
[ক] ত্রয়স্তর
[খ] দৃষ্টবাদী
[গ] সামরিক সমাজ
[ঘ] পুরোহিত শ্রেণি

১৪. ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপট অনুসন্ধানে কোন ধরনের গবেষণা পদ্ধতি প্রয়োগ করা যায়?
[ক] জরিপ
[খ] পরিসংখ্যান
[গ] ঐতিহাসিক
[ঘ] ঘটনা জরিপ

নিচের উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬নং প্রশ্নের উত্তর দাও :
এবাদত ও সামিরা বিবাহের পর তাদের চাকরির সুবাদে বাড়ি ছেড়ে নারায়ণগঞ্জ শহরে বাস করে। বর্তমানে এই ধরনের পরিবার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

১৫. উদ্দীপকে এবাদত ও সামিরাদের পরিবার কোন ধরনের?
[ক] পিতৃবাস
[খ] মাতৃবাস
[গ] নয়াবাস
[ঘ] দ্বৈতবাস

১৬. উদ্দীপকের পরিবার বৃদ্ধি পাওয়ার কারণ-
i. শিল্পের উন্নতি
ii. নগরায়ণ বৃদ্ধি
iii. গ্রামের সংখ্যা বৃদ্ধি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭. কোনটি মানবজীবনে প্রভাব সৃষ্টিকারী প্রধান উপাদান?
[ক] বংশগতি
[খ] সামাজিক
[গ] ভৌগোলিক
[ঘ] সাংস্কৃতিক

১৮. কোনটি সামাজিক উন্নয়নের প্রধান চালিকাশক্তি?
[ক] প্রযুক্তি
[খ] সরকার
[গ] গণমাধ্যম
[ঘ] শিক্ষাপ্রতিষ্ঠান

১৯. সামাজিক অসমতার জৈবিক উপাদান কোনটি?
[ক] মেধা
[খ] শিক্ষা
[গ] ক্ষমতা
[ঘ] মর্যাদা

নিচের ছকটি দেখে ২০ ও ২১নং প্রশ্নের উত্তর দাও :
[?] অন্তগোষ্ঠী - সাধারণ নাম - বংশধারাগত সদস্যপদ - একই সমজাতীয় সম্প্রদায়।

২০. ছকে ‘?’ চিহ্নিত স্থানকে কোন সামাজিক স্তরবিন্যাসকে নির্দেশ করে?
[ক] দাস প্রথা
[খ] এস্টেট
[গ] জাতিবর্ণ
[ঘ] সামাজিক শ্রেণি ও পদ মর্যাদা

২১. নির্দেশকৃত সামাজিক স্তরবিন্যাস লক্ষ করা যায়.
i. হিন্দু সমাজে
ii. ভারতীয় সমাজে
iii. মুসলিম সমাজে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২২. ব্যক্তিগত সম্পত্তির ধারণার পূ র্ণ বিকাশ ঘটে কোন সমাজে?
[ক] আদিম
[খ] পশুপালন
[গ] কৃষি
[ঘ] শিল্প

২৩. 'The Golden Bough' গ্রন্থের লেখক কে?
[ক] গ্রিন
[খ] টেইলর
[গ] জেমস্ ফ্রেজার
[ঘ] এমিল ডুর্খেইম

২৪. ‘এলিট চক্রাকার’ মতবাদটি কে প্রদান করেন?
[ক] মার্কস
[খ] স্পেন্সার
[গ] প্যারেটো
[ঘ] ডুর্খেইম

২৫. ‘ইতিহাস হচ্ছে অভিজাততন্ত্রের সমাধিক্ষেত্র’- উক্তিটি কার?
[ক] প্যারেটো
[খ] সরোকিন
[গ] বটোমোর
[ঘ] ম্যাকাইভার

নিচের উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭নং প্রশ্নের উত্তর দাও :
পঙ্কজ ও চঞ্চলকে যানবাহন আইন ভঙ্গ করার অপরাধে তিন ও ছয় বছরের সাজা দেয়। কারা কর্তৃপক্ষ পঙ্কজকে এক বছর পরে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়।

২৬. উদ্দীপকে পঙ্কজের ক্ষেত্রে কারা কর্তৃপক্ষের গৃহীত পদক্ষেপ অপরাধ দূরীকরণে কোন ব্যবস্থার মধ্যে পড়ে?
[ক] প্রতিরোধ
[খ] প্যারোল
[গ] প্রবেশন
[ঘ] পুনর্বাসন

২৭. চঞ্চলকে পঙ্কজের মতো সুযোগ পেতে হলে.
i. এক বছর অপেক্ষা করতে হবে
ii. দুই বছর অপেক্ষা করতে হবে
iii. তার আচরণে ইতিবাচক পরিবর্তন আনতে হবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৮. পরিবেশ নারীবাদ শব্দটি সর্বপ্রথম কত সালে ব্যবহার হয়?
[ক] ১৯৭২
[খ] ১৯৭৩
[গ] ১৯৭৪
[ঘ] ১৯৭৫

২৯. সর্বপ্রথম জৈবিক তত্ত্বের অধ্যয়ন ও বিকাশ ঘটান কে?
[ক] ডুর্খেইম
[খ] মার্টন
[গ] প্যারেটো
[ঘ] সিজার লমব্রোসো

৩০. সম্প্রদায়ের ভিত্তি কয়টি?
[ক] ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

উত্তরমালা: ১ [গ] ২ [ক] ৩ [ঘ] ৪ [গ] ৫ [ঘ] ৬ [গ] ৭ [গ] ৮ [ক] ৯ [ঘ] ১০ [খ] ১১ [খ] ১২ [ক] ১৩ [গ] ১৪ [গ] ১৫ [গ] ১৬ [ক] ১৭ [গ] ১৮ [ক] ১৯ [ঘ] ২০ [গ] ২১ [ক] ২২ [গ] ২৩ [গ] ২৪ [গ] ২৫ [ক] ২৬ [খ] ২৭ [খ] ২৮ [গ] ২৯ [ক] ৩০ [ক]
Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide