এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Sociology 1st Paper mcq question and answer pdf download.
মডেল টেস্ট
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা
সমাজবিজ্ঞান
১ম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
[বিষয় কোড : ১১৭]
সময়: ৩০ মিনিট পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]
HSC Sociology 1st Paper
Board Question Solution
MCQ
Question and Answer pdf download
১. সামাজিকীকরণ বলতে বোঝায়-
[ক] পরিবারে বসবাস করার রীতিনীতি আয়ত্ত করার শিক্ষা
[খ] বিদ্যালয়ের রীতিনীতি আয়ত্ত করার শিক্ষা
[গ] একজন সুশিক্ষিত মানুষ হিসাবে গড়ে উঠার প্রক্রিয়া
[ঘ] সমাজের কাঙ্ক্ষিত সদস্য হিসাবে গড়ে উঠার প্রক্রিয়া
২. করিম ও তার বেকার কয়েক বন্ধু দুই লক্ষ টাকা জমিয়ে একটি মুরগীর খামার করে স্বাবলম্বীকী হলো। করিমদের কার্য্যক্রম সামাজবিজ্ঞান কোন প্রত্যয়ের সাথে সম্পর্কিত?
[ক] সমাজ
[খ] প্রতিষ্ঠান
[গ] সংঘ
[ঘ] দল
৩. সামাজিক স্তরবিন্যাসের ক্রিয়াবাদী তত্ত্বটি দেন-
[ক] ডেভিস ও ম্যূর
[খ] পারসন্স
[গ] স্মেলসার
[ঘ] কার্ল মার্কস
৪. কৃষি যুগের প্রধান সম্পত্তি হলো-
[ক] লাঙল
[খ] হালের বলদ
[গ] ভূমি
[ঘ] বীজ ও সার
৫. জাতিবর্ণ প্রথার ইংরেজি প্রতিশব্দ Caste কোন ভাষা থেকে এসেছে?
[ক] গ্রিক
[খ] স্পেনিশ
[গ] ল্যাটিন
[ঘ] পর্তুগিজ
নিচের উদ্দীপকটি পড়ে ৬ ও ৭নং প্রশ্নের উত্তর দাও :
অতি সম্প্রতি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া প্রবল ঝড়ে জানমাল, ঘরবাড়ি, পশু-পাখি, গাছপালাসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। গবেষকরা এ ক্ষয়ক্ষতি থেকে উত্তরণে সহযোগিতা ও পুনর্বাসন কার্যক্রমের পাশাপাশি ঝড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রস্তুতির কথাও বলছেন।
৬. উদ্দীপকে ঝড়ের প্রভাবকে কি বলা হয়?
[ক] পরিবর্তন
[খ] বিবর্তন
[গ] উন্নয়ন
[ঘ] প্রগতি
৭. উদ্দীপকে গবেষকদের সুপারিশ সমাজে.
i. মৃত্যুহার হ্রাস করবে
ii. সামাজিক প্রগতি আনবে
iii. সামাজিক উন্নয়ন ঘটাবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৮. জামাল তার চাচাতো বোনকে বিবাহ করলো। জামালের বিবাহটি কোন ধরনের?
[ক] লেভিরেট
[খ] সরোরেট
[গ] প্যারালাল
[ঘ] ক্রস কাজিন
৯. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট অনুসন্ধানে কোন ধরনের গবেষণা পদ্ধতি প্রয়োগ করা যায়?
[ক] পরীক্ষণ পদ্ধতি
[খ] ঐতিহাসিক পদ্ধতি
[গ] তুলনামূলক পদ্ধতি
[ঘ] ঘটনা জরিপ পদ্ধতি
১০. কোন অঞ্চল মানব সভ্যতা বিকাশে উপযোগী?
[ক] পাহাড়ী অঞ্চল
[খ] উষ্ণ অঞ্চল
[গ] নাতিশীতোষ্ণ অঞ্চল
[ঘ] শীতল অঞ্চল
নিচের উদ্দীপকটি পড়ে ১১ ও ১২নং প্রশ্নের উত্তর দাও :
চুরি করার অপরাধে শামীম ও শাহীনকে আদালত যথাক্রমে তিন বছর ও ছয় বছরের সাজা দেয়। কারা কর্তৃপক্ষ শামীমকে এক বছর পরে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়।
১১. উদ্দীপকে শামীমের ক্ষেত্রে কারা কর্তৃপক্ষের গৃহীত পদক্ষেপ অপরাধ দূরীকরণের কোন ব্যবস্থার মধ্যে পড়ে?
[ক] প্রতিরোধ
[খ] প্যারোল
[গ] প্রবেশন
[ঘ] পুনর্বাসন
১২. শাহীনকে শামীমের মতো সুযোগ পেতে হলে.
i. আরও এক বৎসর অপেক্ষা করতে হবে
ii. আরও দুই বৎসর অপেক্ষা করতে হবে
iii. তার আচরণে ইতিবাচক পরিবর্তন আনতে হবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৩. সেবা ও রক্ষা নামক সামাজিক চুক্তি ছিল-
[ক] আদিম যুগে
[খ] পশুপালন যুগে
[গ] দাস যুগে
[ঘ] সামন্ত যুগে
[ক] সুতি শাড়ি
[খ] হারমোনিয়াম
[গ] শেষের কবিতা বই
[ঘ] নজরুল সঙ্গীত
১৫. ওয়েবারের মতে কোনটি ঐতিহ্যবাহী কর্তৃত্ব?
[ক] বিশাল ব্যক্তিত্বের মাধ্যমে প্রভাব বিস্তার
[খ] উত্তরাধিকার সূত্রে ক্ষমতা প্রয়োগ
[গ] জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতা প্রয়োগ
[ঘ] সম্পদশালী হিসাবে প্রতিপত্তি লাভ
১৬. সমাজবিজ্ঞান হচ্ছে অনুষ্ঠান-প্রতিষ্ঠানের বিজ্ঞান- উক্তিটি কার?
[ক] ইবনে খালদুন
[খ] অগাস্ট কোঁৎ
[গ] এমিল ডু র্খেইম
[ঘ] কার্ল মার্কস
১৭. মাতসেূষ্ণীয় পরিবার কাদের মএধঞ্ঝ পরিলপ্টিত হয়?
[ক] গারো
[খ] চাকমা
[গ] সাঁওতাল
[ঘ] মনিপুরী
১৮. ভৌগোলিক উপাদানের মধ্যে কোনটি মানব প্রকৃতি ও দক্ষতার উপর বিশেষ প্রভাব রাখে?
[ক] ঋতু
[খ] বনাঞ্চল
[গ] বৃষ্টি
[ঘ] তাপমাত্রা
১৯. অধ্যক্ষ মহোদয়ের নির্দেশিত রুটিনেই শিক্ষকদের সকলেই ক্লাস নিয়ে থাকেন। এখানে অধ্যক্ষ মহোদয়ের নির্দেশনা কি প্রকাশ করে?
[ক] ক্ষমতা
[খ] মহত্ত্ব
[গ] খবরদারী
[ঘ] শ্রম বিভাজন
২০. ব্যক্তিগত সম্পত্তি পবিত্র আমানত বলতে কী বোঝায়?
[ক] ব্যক্তিগত সম্পত্তির পক্ষে রাষ্ট্রের আইন
[খ] রাষ্ট্রের আইন সামাজিক সম্পত্তির পক্ষে
[গ] রাষ্ট্রে সম্পত্তি অর্জনে বাধা সৃষ্টি করে
[ঘ] শুধু বুর্জোয়া শ্রেণি সম্পত্তির মালিক হবে
নিচের উদ্দীপকটি পড়ে ২১ ও ২২নং প্রশ্নের উত্তর দাও :
বিরুলিয়া গ্রামের মধ্যদিয়ে যাওয়া পাকা সড়কটি গ্রামবাসীরা ব্যবহার করেন। গ্রামের জলাশয়টিতে মাছ ধরার অধিকার রয়েছে সকলের।
২১. বিরুলিয়া গ্রামের পাকা সড়ক ও জলাশয়টি কোন ধরনের সম্পত্তি?
[ক] ব্যক্তির নিজস্ব ব্যবহার্য
[খ] শেয়ার ভিত্তিক
[গ] যৌথ পারিবারিক
[ঘ] সামাজিক
২২. বিরুলিয়া গ্রামের জলাশয়টি হস্তান্তরের অধিকার কার?
[ক] গ্রামবাসীদের
[খ] রাষ্ট্রের
[গ] মেম্বারদের
[ঘ] স্থানীয় সংসদ সদস্যের
নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪নং প্রশ্নের উত্তর দাও :
কাসেম সাহেব গৌরনদী পৌঁর গৃহকর্মীদের আর্থসামাজিক জীবন নিয়ে গবেষণা করেন। তিনি পৌঁর এলাকায় কর্মরত ৩০০ জন গৃহকর্মীর মধ্যে ৫০ জনের তথ্য সংগ্রহ করেন। তথ্য সংগ্রহ করার জন্য তিনি প্রশ্নমালা তৈরি করেন। কিন্তু গবেষণায় কাঙ্ক্ষিত ফলাফল পেলেন না।
২৩. কাসেম সাহেব তার গবেষণায় কোন পদ্ধতির ব্যবহার করেছেন?
[ক] দার্শনিক পদ্ধতি
[খ] পর্যবেক্ষণ পদ্ধতি
[গ] পরিসংখ্যান পদ্ধতি
[ঘ] নমুনা জরিপ পদ্ধতি
২৪. ভবিষ্যৎ গবেষকদের জন্য কাসেম সাহেব সুপারিশ করতে পারেন.
i. গবেষণার বিষয়বস্তু পরিবর্তন করা
ii. নমুনা নির্বাচনে সতর্ক হওয়া
iii. পদ্ধতি বাছাইয়ে সতর্ক হওয়া
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৫. আসাবিয়া হচ্ছে-
[ক] সামাজিক সংহতি
[খ] সামাজিক চেতনা
[গ] সামাজিক ক্ষমতা
[ঘ] সামাজিক নির্ভরশীলতা
২৬. The Protestant Ethic and the spirit of Capitalism গ্রন্থটির লেখক কে?
[ক] অগাস্ট কোঁৎ
[খ] ম্যাক্স ওয়েবার
[গ] হার্বার্ট স্পেন্সার
[ঘ] কার্ল মার্কস
২৭. মৃত স্ত্রীর বোনকে বিবাহ করার রীতিকে কি বলে?
[ক] লেভিরেট
[খ] সরোরেট
[গ] প্যারালাল কাজিন
[ঘ] ক্রস কাজিন
নিচের উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯নং প্রশ্নের উত্তর দাও :
বিশ্ব অলিম্পিকে A দেশের দৌঁড়বিদ মি: ‘ক’ বিগত বছরের মতো এবারও ১০০ মিটার দৌঁড়ে স্বর্ণ জয়ের ধারা অব্যাহত রেখেছে। আশির দশকে তার দাদাও স্বর্ণ জয় করেছিল। এবার তার পাশাপাশি তার সহযোগীও সাফল্যের ধারা রক্ষা করেছেন। গবেষণা ফলাফলে দেখা যায় যে, তাদের সাফল্যের পিছনে খাদ্যাভ্যাস, জলবায়ু, দক্ষতা ও অনুশীলন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
২৮. উদ্দীপকে মি. ‘ক’ এর সাফল্যের পেছনে সমাজজীবনে প্রভাব বিস্তারকারী কোন উপাদানের প্রভাব বেশি?
[ক] ভৌগোলিক
[খ] সামাজিক
[গ] সাংস্কৃতিক
[ঘ] জৈবিক
২৯. উদ্দীপকে গবেষণা ফলাফল যে উপাদানের প্রভাবকে নির্দেশ করেছে তা হলো-
i. ভৌগোলিক
ii. সামাজিক
iii. জৈবিক
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩০. সুন্দরবন এলাকায় জলদস্যুদের আস্তানা বেশি হওয়ার কারণ-
[ক] বিদ্যমান সামাজিক পরিবেশ
[খ] বংশানুক্রমে ঐ এলাকার লোকজন জলদস্যু
[গ] বিদ্যমান ভৌগোলিক পরিবেশ
[ঘ] অর্থনৈতিক সংকট
উত্তরমালা: ১ [ঘ] ২ [গ] ৩ [ক] ৪ [গ] ৫ [ঘ] ৬ [ক] ৭ [ঘ] ৮ [গ] ৯ [খ] ১০ [গ] ১১ [খ] ১২ [খ] ১৩ [গ] ১৪ [ঘ] ১৫ [খ] ১৬ [গ] ১৭ [ক] ১৮ [ক] ১৯ [ক] ২০ [ক] ২১ [ঘ] ২২ [খ] ২৩ [ঘ] ২৪ [গ] ২৫ [ক] ২৬ [খ] ২৭ [খ] ২৮ [ঘ] ২৯ [ঘ] ৩০ [গ]
0 Comments:
Post a Comment