এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Sociology 1st Paper mcq question and answer pdf download.
মডেল টেস্ট
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া
সমাজবিজ্ঞান
১ম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
[বিষয় কোড : ১১৭]
সময়: ৩০ মিনিট পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]
HSC Sociology 1st Paper
Board Question Solution
MCQ
Question and Answer pdf download
১. ‘‘সমাজবিজ্ঞান হলো সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান’’. উক্তিটি কার?
[ক] কার্ল মার্কস
[খ] এমিল ডুর্খেইম
[গ] ইবনে খালদুন
[ঘ] অগাস্ট কোঁৎ
২. Republic গ্রন্থের লেখক কে?
[ক] প্লেটো
[খ] এরিস্টটল
[গ] সক্রেটিস
[ঘ] ম্যাকিয়াভেলী
৩. সমাজবিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান?
[ক] সংশ্লেষণধর্মী
[খ] বিশ্লেষণধর্মী
[গ] গবেষণামূলক
[ঘ] পরীক্ষামূলক
৪. সমাজবিজ্ঞান প্রাকৃতিক বিজ্ঞানের কোন বিষয়টি অনুসরণ করে?
[ক] পরীক্ষাগারে প্রমাণ
[খ] গবেষণা পদ্ধতি
[গ] সূত্র
[ঘ] গাণিতিক পদ্ধতি
৫. পদ্ধতি বা পন্থা অনুসরণ করতে যে উপায় অবলম্বন করতে হয় তাকে কী বলে?
[ক] পন্থা
[খ] পদ্ধতি
[গ] কৌশল
[ঘ] প্রযুক্তি
নিচের উদ্দীপকটি পড়ে ৬ ও ৭নং প্রশ্নের উত্তর দাও :
একজন অস্টেলিয় নৃবিজ্ঞানী সিলেটের মণিপুরি উপজাতি নিয়ে গবেষণা করার নিমিত্তে সিলেটেই দীর্ঘ এক বছর বসবাস করার জন্য মনস্থির করেন।
৬. উদ্দীপকে উক্ত বিজ্ঞানী কোন গবেষণা পদ্ধতিটি ব্যবহার করেন?
[ক] দার্শনিক পদ্ধতি
[খ] তুলনামূলক পদ্ধতি
[গ] অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ
[ঘ] ঘটনা জরিপ পদ্ধতি
৭. উদ্দীপকে আলোচিত গবেষণা পদ্ধতিটি কোন শাস্ত্রে বেশি প্রয়োগ হয়?
[ক] সমাজবিদ্যা
[খ] অর্থশাস্ত্রে
[গ] জনবিজ্ঞান
[ঘ] রাষ্ট্রবিজ্ঞান
৮. উক্ত গবেষণা পদ্ধতির সুবিধা হলো-
i. নিবিড়ভাবে পর্যবেক্ষণ
ii. স্বাভাবিক ও কৃত্রিম অবস্থায় পর্যবেক্ষণ
iii. বৃহৎ পরিমন্ডলে পর্যবেক্ষণ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৯. আত্মহত্যা প্রত্যয়টি কার?
[ক] হার্বার্ট স্পেন্সার
[খ] এমিল ডুর্খেইম
[গ] ইবনে খালদুন
[ঘ] ম্যাক্স ওয়েবার
নিচের উদ্দীপকটি পড়ে ১০ থেকে ১২ নং প্রশ্নের উত্তর দাও :
একজন সমাজবিজ্ঞানী যিনি সমাজবিজ্ঞানীকে মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান বলেছেন। তিনি সমাজবিজ্ঞানীকে সামাজিক ক্রিয়ারও বিজ্ঞান বলেছেন, তাছাড়া আদর্শ নমুনা তত্ত্বটি তাঁর।
১০. উদ্দীপকে কোন সমাজবিজ্ঞানীর কথা বলেছেন?
[ক] কার্ল মার্কস
[খ] ম্যাক্স ওয়েবার
[গ] এমিল ডুর্খেইম
[ঘ] অগাস্ট কোঁৎ
১১. আলোচিত সমাজবিজ্ঞানী নিচের একটি প্রত্যয়ের আদর্শ নমুনা তৈরি করেছেন?
[ক] পুঁজিবাদ
[খ] সমাজতন্ত্র
[গ] ধর্ম
[ঘ] সমাজকাঠামো
১২. উদ্দীপকের সমাজবিজ্ঞানী ক্রিয়াকে যেভাবে প্রকরণ করেছেন.
i. ঐতিহ্যবাহী ক্রিয়া
ii. যৌক্তিক ক্রিয়া
iii. ভাবগত ক্রিয়া
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৩. সমাজ অর্থ সহযোগিতা. কার কথা?
[ক] একে নাজমুল করিম
[খ] জিন্সবার্গ
[গ] ম্যাকাইভার
[ঘ] জেএইচ ফিচার
১৪. সমাজবিজ্ঞানী কুলিগোষ্ঠীকে কয়ভাগে ভাগ করেছেন?
[ক] দুই ভাগে
[খ] তিন ভাগে
[গ] চার ভাগে
[ঘ] পাঁচ ভাগে
১৫. সংস্কৃতি হলো মানুষের আচরণের.
[ক] বৈশিষ্ট্য
[খ] সভ্যতা
[গ] সমষ্টি
[ঘ] সম্প্রসারণ
১৬. সমাজকে ব্যাপকভাবে অনুসৃত অভ্যাসগত ব্যবহারকে কী বলে?
[ক] মূল্যবোধ
[খ] আদর্শ
[গ] প্রথা
[ঘ] ধারা
১৭. সামাজিক নিয়ন্ত্রণ সম্পর্কে কে সর্বপ্রথম বিস্তারিত গবেষণা করেছেন?
[ক] ডেভিড পোপেনো
[খ] ই. এ রস
[গ] রবার্টসন
[ঘ] মেটা স্পেন্সার
১৮. বস্তুত সামাজিক নিয়ন্ত্রণ হচ্ছে একটি পথ যার দ্বারা পরিচালিত হয়-
i. সমাজের কাঠামো ও সামাজিকতা
ii. অর্থনীতি ও রাজনীতি
iii. সংস্কৃতি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৯. সমাজের ক্ষুদ্রতম সামাজিক সংগঠন কী?
[ক] পরিবার
[খ] সম্প্রদায়
[গ] দল
[ঘ] সংঘ
২০. সরোরেট বিয়ের ক্ষেত্রে কোনটি ঘটে?
[ক] মৃত স্বামীর ভাইকে বিয়ে করা
[খ] মৃত স্ত্রীর বাড়িতে চলে যাওয়া
[গ] মৃত স্ত্রীর বোনকে বিয়ে করা
[ঘ] মৃত স্বামীর গৃহে থেকে যাওয়া
২১. পরিবার উদ্ভাবনের পেছনে কার্যকর কারণ-
i. যৌনাভূতি
ii. সন্তান লাভের আকাঙক্ষা
iii. বার্ধক্যের চিন্তা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২২. হান্টিংটন গবেষণার মতে, কত ডিগ্রি তাপমাত্রায় মানবিক দক্ষতা ও বুদ্ধিমত্তা সবচেয়ে বেশি?
[ক] ২৬ ডিগ্রি ফাঃ
[খ] ৩০ ডিগ্রি ফাঃ
[গ] ৪০ ডিগ্রি ফাঃ
[ঘ] ৫০ ডিগ্রি ফাঃ
i. জলবায়ু ও তাপমাত্রা
ii. মৃত্তিকা ও জলের অবস্থান
iii. মাধ্যাকর্ষণ শক্তি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৪. সামাজিক স্তরবিন্যাসের ক্রিয়াবাদী তত্ত্বটি কার?
[ক] ম্যাকাইভার
[খ] ওয়েবার
[গ] ডেভিস ওম্যুর
[ঘ] টমাস ম্যুর
২৫. 'Ageism' এর বাংলা পরিভাষা কোনটি?
[ক] সামাজিক অসমতা
[খ] জাতিবর্ণ প্রথা
[গ] বয়স বৈষম্যবাদ
[ঘ] ধর্মীয় গোঁড়ামি
২৬. কোন সমাজের সমস্ত কিছু ভূমিকে কেন্দ্র করে গড়ে ওঠে?
[ক] সামন্ত সমাজে
[খ] কৃষি সমাজে
[গ] পশুপালন সমাজে
[ঘ] আদিম সাম্যবাদী সমাজে
নিচের উদ্দীপকটি পড়ে ২৭ থেকে ২৯ নং প্রশ্নের উত্তর দাও :
বিবাহিত রহিম মিয়া দুই সন্তানের জনক। কিন্তু পাশের গ্রামের অবিবাহিত একটা মেয়ের সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে সে স্ত্রীকে না জানিয়ে অবিবাহিত মেয়েটিকে বিবাহ করে ফেলে।
২৭. রহিম মিয়ার প্রথম কাজটিকে সমাজবিজ্ঞানের ভাষায় কী বলে?
[ক] অপরাধ
[খ] বিচ্যুতি
[গ] অবক্ষয়
[ঘ] ঘৃণিত কাজ
২৮. রহিমের দ্বিতীয় কাজটিকে কী বলা হয়?
[ক] বিচ্যুতি
[খ] অপরাধ
[গ] নৈতিক সঙ্খলন
[ঘ] অবক্ষয়
২৯. রহিম মিয়ার দ্বিতীয় কাজটি-
i. সরকার কর্তৃক নিষিদ্ধ
ii. সমাজ কর্তৃক নিষিদ্ধ
iii. আইনত নিষিদ্ধ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩০. প্যারোটার সমাজ পরিবর্তন বিষয়ক তত্ত্বটি কীরৃপ?
[ক] সরলাকৃতির
[খ] চক্রাকারধর্মী
[গ] বিপরীতধর্মী
[ঘ] ত্রিকোণাকৃতি
উত্তরমালা: ১ [খ] ২ [ক] ৩ [খ] ৪ [গ] ৫ [গ] ৬ [গ] ৭ [গ] ৮ [খ] ৯ [খ] ১০ [খ] ১১ [ক] ১২ [ক] ১৩ [গ] ১৪ [ক] ১৫ [গ] ১৬ [গ] ১৭ [খ] ১৮ [ঘ] ১৯ [ক] ২০ [গ] ২১ [ঘ] ২২ [গ] ২৩ [ক] ২৪ [গ] ২৫ [গ] ২৬ [খ] ২৭ [খ] ২৮ [খ] ২৯ [ঘ] ৩০ [খ]
0 Comments:
Post a Comment