HSC সমাজবিজ্ঞান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর সরকারি শাহ্ সুলতান কলেজ pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Sociology 1st Paper mcq question and answer pdf download.

মডেল টেস্ট
সরকারি শাহ্ সুলতান কলেজ, বগুড়া
সমাজবিজ্ঞান
১ম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
[বিষয় কোড : ১১৭]
সময়: ৩০ মিনিট               পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Sociology 1st Paper
Board Question Solution
MCQ
Question and Answer pdf download

৩১. বিশ্বের সকল মানব সমাজকে এক ও অভিন্ন ঐক্যতানে সমন্বিত করার প্রক্রিয়াকে কী বলে?
[ক] বিশ্বায়ন
[খ] তথ্যপ্রযুক্তি
[গ] স্যাটেলাইট
[ঘ] ইন্টারনেট

৩২. বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম ধাপ কোনটি?
[ক] উপাত্ত সংগ্রহ
[খ] সমস্যা নির্বাচন
[গ] যথার্থতা যাচাই
[ঘ] উপাত্তের শ্রেণিবিন্যাস

৩৩. তথ্যপ্রযুক্তির বিস্ময়কর উন্নতি ঘটেছে কোনটির সহায়তায়?
i. কম্পিউটার
ii. টেলিভিশনের
iii. সাবমেরিন ক্যাবলের

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৩৪. প্রগতি হচ্ছে-
[ক] বর্তমানেই অবস্থান করা
[খ] ঐতিহ্যকে ধরে রাখা
[গ] ভবিষ্যতের পরিকল্পনা
[ঘ] কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে চলা

৩৫. সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?
[ক] দুইটি
[খ] তিনটি
[গ] চারটি
[ঘ] পাঁচটি

৩৬. সমাজবিজ্ঞানকে বলা হয়-
[ক] মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান
[খ] বস্তুনিষ্ঠ বিজ্ঞান
[গ] ব্যবহারিক বিজ্ঞান
[ঘ] আদর্শনিষ্ঠ বিজ্ঞান

৩৭. সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি.
i. শুধু বস্তুগত
ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৮. Deviance শব্দের অর্থ কী?
[ক] মূল্যবোধবিরোধী কার্যক্রম
[খ] অপরাধ
[গ] প্রবেশন
[ঘ] আচরণ

৩৯. দাসদের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হচ্ছে-
i. দাসরা মনিবের অধীন
ii. জন্মগতভাবে পেশা নির্ধারিত
iii. রাজনৈতিক অধিকার ছিল না

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪০. Toboo শব্দের অর্থ কী?
[ক] লোকরীতি
[খ] লোকাচার
[গ] নিষেধাজ্ঞা
[ঘ] প্রথা

নিচের উদ্দীপকটি পড়ে ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও :
কামরুল তার বাবা-মার একমাত্র সন্তান। তার মা-বাবার কাছ থেকে যথাযথ যত্ন না পেয় রাত বিরাতে যত্রতত্র ঘুরে বেড়ায় এবং লোকজনের সাথে খারাপ আচরণ করে।

HSC সমাজবিজ্ঞান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর -সরকারি শাহ্ সুলতান কলেজ

৪১. উদ্দীপকে কামরুলের ওপর সামাজিকীকরণের কোন মাধ্যমটির প্রভাব পড়েছে?
[ক] পরিবার
[খ] শিক্ষা প্রতিষ্ঠান
[গ] সংগীদল
[ঘ] প্রতিবেশী

৪২. উদ্দীপকে কামরুলের যথাযথ সামাজিকীকরণের জন্য.
i. পরিবারকে আরও সচেতন হবে হবে
ii. পারিবারিক মূল্যবোধের চর্চা করতে হবে
iii. কামরুলকে অন্য কোথাও পাঠাতে হবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৪৩. আসাবিয়া হচ্ছে-
[ক] সামাজিক সংহতি
[খ] সামাজিক চেতনা
[গ] সামাজিক ক্ষমতা
[ঘ] সামাজিক নির্ভরশীলতা

৪৪. বাংলাদেশের দারিদ্র্য দূরীকরণে সমাজবিজ্ঞান পাঠ প্রয়োজনীয়, কেননা সমাজবিজ্ঞান-
i. যেকোন সমস্যার কারণ বিশ্লেষণ করে
ii. পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সহায়ক
iii. অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬নং প্রশ্নের উত্তর দাও :
এক ও তিন বছরের দুই সন্তানের জনক শাকিলের স্ত্রী মাহমুদা সড়ক দুর্ঘটনায় নিহত হন। শাকিল মাহমুদার ভালোবাসার সংসার ছিল অন্যের কাছে দৃষ্টান্ত। শাকিলের বন্ধুরা পুনরায় বিয়ের জন্য বললেও সে রাজি হয় না। কিন্তু একটা সময়ে নিজ ও আত্মীয়-স্বজনের অনুরোধ ও সন্তানের মুখের দিকে তাকিয়ে দুই বছর পর সে ২৮ বছরের শ্যালিকা হামিদাকে বিয়ে করে। বর্তমানে তারা সুখে আছে এবং উভয়ের পরিবারও আনন্দিত।

৪৫. উদ্দীপকে উল্লিখিত শাকিলের বিবাহ কোন ধরনের বিবাহকে নির্দেশ করে?
[ক] সরোরেট
[খ] বিধবা বিবাহ
[গ] বিপত্নীক বিবাহ
[ঘ] লেভিরেট

৪৬. উদ্দীপকে বর্ণিত বিবাহ সমাজে যে গুরুত্ব বহন করে তা হলো-
i. শিশুর লালন-পালন
ii. সম্পত্তির উত্তরাধিকার রক্ষা
iii. আত্মীয়তার সম্পর্ক রক্ষা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৭. সাঁওতালদের দেবতাকে বলা হয়-
[ক] গোজেন
[খ] তাতুরা
[গ] বোঙ্গা
[ঘ] আন্দাহুরা

৪৮. লিখন পদ্ধতির আবিষ্কার হয় কোন যুগে?
[ক] প্রাচীন প্রস্তর যুগ
[খ] ব্রোঞ্জ যুগ
[গ] নব্যপ্রস্তর যুগ
[ঘ] লৌহ যুগ

৪৯. অষ্টাদশ শতাব্দীতে কোথায় শিল্পবিপ্লব ঘটে?
[ক] ফ্রান্সে
[খ] জার্মানিতে
[গ] ইতালিতে
[ঘ] ইংলান্ডে

নিচের উদ্দীপকটি পড়ে ২০নং প্রশ্নের উত্তর দাও :
রাসেলের বয়স দশ বছর বাবা-মার সাথে আগারগাও বস্তিতে বাস করে। অভাবের তাড়নায় সে পকেটমারসহ বিভিন্ন অপকর্ম করে বেড়ায়।

৫০. রাসেলের এরূপ কর্মকান্ড কী ধরনের অপরাধ?
[ক] ভদ্রবেশী
[খ] কিশোর অপরাধ
[গ] সংগঠিত
[ঘ] গতানুগতিক

৫১. ‘‘দৈহিক ও মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য উত্তরাধিকার সূত্রেই বর্তিয়ে থাকে’’ উক্তিটি কার?
[ক] গ্যালটন
[খ] পিয়ারসন
[গ] হান্টিংটন
[ঘ] ওয়াটসন

নিচের উদ্দীপকটি পড়ে ২২নং প্রশ্নের উত্তর দাও :
দৈনিক পত্রিকায় আজকের কয়েকটি শিরোনাম : ১. ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প মৃতের সংখ্যা শতাধিক। ২. সুন্দরবনে বাঘের থাবায় কাঠুরিয়ার মৃত্যু।

৫২. উদ্দীপকের ১ ও ২ শিরোনামে সমাজজীবনের কোন উপাদানের প্রভাবকে নির্দেশ করে?
[ক] ভেীগোলিক উপাদান
[খ] জৈবিক উপাদান
[গ] সাংস্কৃতিক উপাদান
[ঘ] সামাজিক উপাদান

নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪নং প্রশ্নের উত্তর দাও :
পহেলা বৈশাখকে সামনে রেখে বোরহান তার দোকানপাট পরিষ্কার করে এবং একটি দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। একটি নতুন বছরের সূচনাকে কেন্দ্র করে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

৫৩. অনুচ্ছেদে কোন বিষয়ের ইঙ্গিত রয়েছে?
[ক] হালখাতা
[খ] নবান্ন উৎসব
[গ] নববর্ষ উৎসব
[ঘ] ধর্মীয় উৎসব

৫৪. উক্ত বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য তথ্যসমূহ হলো-
i. সংস্কৃতির উৎস
ii. ধর্মীয় কর্তব্য পালন করা
iii. সামাজিক বন্ধন দৃঢ় করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৫. সমাজ পরিবর্তন সম্পর্কিত এলিটের বক্রাকার মতবাদটি কে প্রদান করেছেন?
[ক] কার্ল মার্কস
[খ] হার্বার্ট স্পেন্সার
[গ] এমিল ডুর্খেইম
[ঘ] ভি.প্যারেটো

৫৬. Sociology শব্দটির প্রবক্তা কে?
[ক] প্লেটো
[খ] এরিস্টটল
[গ] ইবনে খালদুন
[ঘ] অগাস্ট কোঁৎ

৫৭. কোন অঞ্চল মানবসভ্যতা বিকাশে বেশি উপযোগী?
[ক] পাহাড়ি অঞ্চল
[খ] উষ্ণ অঞ্চল
[গ] নাতিশীতোষ্ণ অঞ্চল
[ঘ] শীতল অঞ্চল

৫৮. সম্প্রদায়ের মৌলিক বৈশিষ্ট্য কয়টি?
[ক] ১টি
[খ] ২টি
[গ] ৩টি
[ঘ] ৪টি

নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০নং প্রশ্নের উত্তর দাও :
মি. রহিম স্ত্রী বাবা-মাসহ ঢাকায় বসবাস করেন। হঠাৎ এক সড়ক দুর্ঘটনায় তার শ্বশুর শাশুড়ি মারা যায়। তিনি তার একমাত্র শ্যালক জামিলকে ঢাকার বাসায় নিয়ে আসেন এবং স্কুলে ভর্তি করিয়ে দেন।

৫৯. মতিন সাহেবের পরিবারটি কোন ধরনের পরিবার?
[ক] একক পরিবার
[খ] যৌথ পরিবার
[গ] বর্ধিত পরিবার
[ঘ] নয়াবাস পরিবার

৬০. শ্যালকের প্রতি মি. রহিমের দায়িত্ব পালন পরিবারের কোন কাজকে নির্দেশ করে?
i. অর্থনৈতিক কাজ
ii. শিক্ষামূলক কাজ
iii. নিরাপত্তামূলক কাজ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

উত্তরমালা: ১ [ক] ২ [খ] ৩ [ঘ] ৪ [ঘ] ৫ [ক] ৬ [ক] ৭ [ঘ] ৮ [ক] ৯ [ঘ] ১০ [গ] ১১ [ক] ১২ [ক] ১৩ [ক] ১৪ [ক] ১৫ [ক] ১৬ [ঘ] ১৭ [গ] ১৮ [গ] ১৯ [ঘ] ২০ [খ] ২১ [খ] ২২ [ক] ২৩ [গ] ২৪ [খ] ২৫ [ঘ] ২৬ [ঘ] ২৭ [গ] ২৮ [খ] ২৯ [খ] ৩০ [ঘ]
Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide