এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Sociology 1st Paper mcq question and answer pdf download.
মডেল টেস্ট
যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ
সমাজবিজ্ঞান
১ম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
[বিষয় কোড : ১১৭]
সময়: ৩০ মিনিট পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]
HSC Sociology 1st Paper
Board Question Solution
MCQ
Question and Answer pdf download
১. প্রকৃতিকে কাজে লাগাতে গিয়ে মানুষ প্রথমে কিসের উদ্ভাবন করে?
[ক] চাকা
[খ] নৌকা
[গ] কৃষি
[ঘ] হাতিয়ার
২. সমাজজবিজ্ঞানে পথিকৃৎ বলা হয় কোন দার্শনিককে?
[ক] ইবনে খালদুন
[খ] ম্যাক্স ওয়েবার
[গ] এমিল ডুর্খেইম
[ঘ] কার্ল মার্কস
৩. নমুনা হলো সমগ্রকের-
[ক] ক্ষুদ্র অংশ
[খ] বিশেষ অংশ
[গ] পুরো অংশ
[ঘ] প্রতিনিধিত্বশীল অংশ
৪. সাম্যবাদ প্রতিষ্ঠা করা কোন সমাজের মূল উদ্দেশ্য?
[ক] সমাজতান্ত্রিক সমাজ
[খ] দাস
[গ] পুঁজিবাদী সমাজ
[ঘ] সামন্ত সমাজ
৫. সংস্কৃতি অত্যন্ত-
i. গতিশীল
ii. ধ্বংসাত্মক
iii. সৃষ্টিশীল
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৬. E. B Tylor-এর উপাধি-
[ক] সমাজবিজ্ঞানী
[খ] রাষ্ট্রবিজ্ঞানী
[গ] অর্থনীতিবিদ
[ঘ] নৃবিজ্ঞানী
নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮নং প্রশ্নের উত্তর দাও :
[?] ক. বস্তুগত সংস্কৃতি খ. অবস্তুগত সংস্কৃতি
৭. ছকের উল্লিখিত সংস্কৃতির ‘খ’ উপাদান হচ্ছে-
i. রীতিনীতি
ii. শ্রদ্ধা
iii. চিন্তাভাবনা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৮. ‘ক’ উপাদানের অন্তর্ভুক্ত-
[ক] আদর্শ
[খ] জ্ঞান
[গ] চিন্তা
[ঘ] ঘরবাড়ি
৯. প্রকৃত অর্থে সংস্কৃতি বলতে কী বোঝায়?
[ক] মানুষের মনোভাব
[খ] মানুষের মূল্যবোধ
[গ] মানুষের ধারণা
[ঘ] মানুষের জীবন প্রণালি
[ক] জন্মের পর থেকে
[খ] শৈশবে
[গ] কৈশরে
[ঘ] যৌবনে
১১. উত্তরাধিকার সূত্রে পরবর্তী বংশে সন্তানসন্ততিদে র মাঝে বর্তিয়ে থাকে-
i. দৈহিক বৈশিষ্ট্য
ii. সামাজিক বৈশিষ্ট্য
iii. মানসিক বৈশিষ্ট্য
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩নং প্রশ্নের উত্তর দাও :
ডেনিম গার্মেন্টসে কর্মরত শ্রমিকেরা বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে প্রায়ই মালিক পক্ষের সাথে দ্বন্দ্ব-সংঘাতে জড়িয়ে পড়ে।
১২. উক্ত সমাজ ব্যবস্থা কোনটি?
[ক] সামন্ত
[খ] দাস
[গ] পুঁজিবাদী
[ঘ] সমাজতন্ত্র
১৩. উক্ত সমাজ ব্যবস্থার বৈশিষ্ট্য-
i. ব্যক্তিগত মুনাফার জন্য উৎপাদন
ii. অবাধ প্রতিযোগিতা
iii. জনকল্যাণ সাধন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
১৪. এস্টেট প্রথার বৈশিষ্ট্য কয়টি?
[ক] ২টি
[খ] ৩টি
[গ] ৪টি
[ঘ] ৫টি
১৫. শিশুর সামাজিকীকরণের প্রাথমিক ভূমিকা পালন করে কোনটি?
[ক] সমাজ
[খ] রাষ্ট্র
[গ] শিক্ষাপ্রতিষ্ঠান
[ঘ] পরিবার
১৬. সাংস্কৃতিক ব্যবধান তত্ত্বটি কে প্রদান করেন?
[ক] অগবার্ন
[খ] ম্যাকাইভার
[গ] টেইলর
[ঘ] খালদুন
১৭. ‘‘এক বা একাধিক সাধারণ উদ্দেশ্য চরিতার্থ সংগঠিত দলই হচ্ছে সংঘ’’-কে বলেছে?
[ক] R. T Schaefer
[খ] D. Popenoe
[গ] Maclver& Page
[ঘ] P. Gisbert
১৮. যে সব কারণে আধুনিক কালে নয়াবাস পরিবার রীতি ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে-
i. শিক্ষার প্রসার
ii. নগরায়ণ ও শিল্পায়ন
iii. পেশার বৈচিত্র্য
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
১৯. বাংলাদেশের সমাজ মূলত কোন ধরনের নীতি অনুসরণ করে?
[ক] পিতৃসূত্রীয় নীতি
[খ] মাতৃসূত্রীয় নীতি
[গ] দ্বিসূত্রীয় নীতি
[ঘ] কোনটিই নয়
২০. প্রগতি হচ্ছে-
[ক] বর্তমানেই অবস্থান করা
[খ] ঐতিহ্যকে ধরে রাখা
[গ] ভবিষ্যতের পরিকল্পনা করা
[ঘ] কাঙ্খিত লক্ষ্যে এগিয়ে চলা
২১. সামাজিক নিয়ন্ত্রণে কোনটির ভূমিকা বেশি কার্যকর?
[ক] সংবাদপত্র
[খ] রেডিও
[গ] জনমত
[ঘ] প্রথা
২২. 'Taboo' শব্দের অর্থ কী?
[ক] লোকরীতি
[খ] লোকাচার
[গ] নিষেধাজ্ঞা
[ঘ] প্রথা ধরনের
২৩. একক পরিবারে শিশুদের মধ্যে কোন ধরনের মানসিকতার জন্ম দেয়?
[ক] সহনশীলতা
[খ] সংকীর্ণতা
[গ] বশ্যতা
[ঘ] হঠকারিতা
২৪. বর্ণবাদী নৃবিজ্ঞানীদের মতে, উৎকৃষ্ঠ নৃগোষ্ঠীর ক্ষেত্রে নিচের কোনটি গ্রহণযোগ্য?
[ক] সভ্যতায় অবদান রাখতে পারবে
[খ] বর্ণবাদ দূর করতে পারে
[গ] কৃষণ বর্ণের চেয়ে নিকৃণ্ঠ
[ঘ] সৃজনশীল বৈশিষ্ট্যের অনুপস্থিতি
২৫. মানুষ দ্রব্য বিনিময় প্রথার উদ্ভব ঘটায়-
[ক] আদিম যুগে
[খ] পশুপালন যুগে
[গ] কৃষিভিত্তিক সমাজে
[ঘ] সামন্ত যুগে
নিচের উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭নং প্রশ্নের উত্তর দাও :
মাহিন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র। সে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত বিষয়ে সামাজিক চুক্তি মতবাদটি সমর্থন করে। কেননা সে এ মতবাদের মধ্যে কিছু মৌলিক কারণ খুঁজে পেয়েছে।
২৬. মাহিন রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত যে তত্ত্বটিতে বিশ্বাস করে তা কোন রাষ্ট্রবিজ্ঞানী প্রদান করেছেন?
[ক] রুশো
[খ] সক্রেটিস
[গ] গেটেল
[ঘ] এরিস্টটল
২৭. রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত উদ্দীপকের উক্ত মতবাদটি যৌক্তিক। এর যথার্থতা নিরূপণে কোনটি গ্রহণযোগ্য?
[ক] রাষ্ট্রতন্ত্র প্রতিষ্ঠায় সহায়ক বলে
[খ] সম্মতি সংঘ গঠনের পূর্বশর্ত বলে
[গ] একনায়কতন্ত্র প্রতিষ্ঠায় সহায়ক বলে
[ঘ] স্বৈরাচারী শাসনের পক্ষে কাজ করে বলে
২৮. সামাজিক স্থিতিশীলতা ও গতিশীলতার ধারণাটি কোন সমাজবিজ্ঞানীর?
[ক] এমিল ডুর্খেইম
[খ] অগাস্ট কোঁৎ
[গ] রিচার্ড টি শেফার্ড
[ঘ] ম্যাক্স ওয়েবার
২৯. শিশুকে ভয়-ভীতি থেকে রক্ষা করা পরিবারের কাজের আওতায় পড়ে?
[ক] জৈবিক
[খ] মনস্তাত্ত্বিক
[গ] রক্ষণাবেক্ষণ
[ঘ] নৈতিক
৩০. নদী তীরবর্তী অঞ্চলে সভ্যতা গড়ে ওঠার কারণ হলো-
i. প্রয়োজনীয় খাদ্য ও পানীয়ের ব্যবস্থা
ii. উপযুক্ত জলবায়ু ও ভৌগোলিক পরিবেশ
iii. হিংস্র বন্য প্রাণী থেকে রক্ষা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তরমালা: ১ [ঘ] ২ [ক] ৩ [ঘ] ৪ [ক] ৫ [গ] ৬ [ঘ] ৭ [ঘ] ৮ [ঘ] ৯ [ঘ] ১০ [ক] ১১ [গ] ১২ [গ] ১৩ [ক] ১৪ [খ] ১৫ [ঘ] ১৬ [ক] ১৭ [গ] ১৮ [ঘ] ১৯ [ক] ২০ [ঘ] ২১ [ক] ২২ [গ] ২৩ [খ] ২৪ [ক] ২৫ [খ] ২৬ [ক] ২৭ [খ] ২৮ [খ] ২৯ [গ] ৩০ [ক]
0 Comments:
Post a Comment