HSC সমাজবিজ্ঞান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল কলেজ pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Sociology 1st Paper mcq question and answer pdf download.

মডেল টেস্ট
যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ
সমাজবিজ্ঞান
১ম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
[বিষয় কোড : ১১৭]
সময়: ৩০ মিনিট               পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Sociology 1st Paper
Board Question Solution
MCQ
Question and Answer pdf download

১. প্রকৃতিকে কাজে লাগাতে গিয়ে মানুষ প্রথমে কিসের উদ্ভাবন করে?
[ক] চাকা
[খ] নৌকা
[গ] কৃষি
[ঘ] হাতিয়ার

২. সমাজজবিজ্ঞানে পথিকৃৎ বলা হয় কোন দার্শনিককে?
[ক] ইবনে খালদুন
[খ] ম্যাক্স ওয়েবার
[গ] এমিল ডুর্খেইম
[ঘ] কার্ল মার্কস

৩. নমুনা হলো সমগ্রকের-
[ক] ক্ষুদ্র অংশ
[খ] বিশেষ অংশ
[গ] পুরো অংশ
[ঘ] প্রতিনিধিত্বশীল অংশ

৪. সাম্যবাদ প্রতিষ্ঠা করা কোন সমাজের মূল উদ্দেশ্য?
[ক] সমাজতান্ত্রিক সমাজ
[খ] দাস
[গ] পুঁজিবাদী সমাজ
[ঘ] সামন্ত সমাজ

৫. সংস্কৃতি অত্যন্ত-
i. গতিশীল
ii. ধ্বংসাত্মক
iii. সৃষ্টিশীল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬. E. B Tylor-এর উপাধি-
[ক] সমাজবিজ্ঞানী
[খ] রাষ্ট্রবিজ্ঞানী
[গ] অর্থনীতিবিদ
[ঘ] নৃবিজ্ঞানী

নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮নং প্রশ্নের উত্তর দাও :
[?] ক. বস্তুগত সংস্কৃতি খ. অবস্তুগত সংস্কৃতি

৭. ছকের উল্লিখিত সংস্কৃতির ‘খ’ উপাদান হচ্ছে-
i. রীতিনীতি
ii. শ্রদ্ধা
iii. চিন্তাভাবনা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮. ‘ক’ উপাদানের অন্তর্ভুক্ত-
[ক] আদর্শ
[খ] জ্ঞান
[গ] চিন্তা
[ঘ] ঘরবাড়ি

৯. প্রকৃত অর্থে সংস্কৃতি বলতে কী বোঝায়?
[ক] মানুষের মনোভাব
[খ] মানুষের মূল্যবোধ
[গ] মানুষের ধারণা
[ঘ] মানুষের জীবন প্রণালি

HSC সমাজবিজ্ঞান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর -যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ

১০. সামাজিকীকরণ প্রক্রিয়া শুরু হয় কখন?
[ক] জন্মের পর থেকে
[খ] শৈশবে
[গ] কৈশরে
[ঘ] যৌবনে

১১. উত্তরাধিকার সূত্রে পরবর্তী বংশে সন্তানসন্ততিদে র মাঝে বর্তিয়ে থাকে-
i. দৈহিক বৈশিষ্ট্য
ii. সামাজিক বৈশিষ্ট্য
iii. মানসিক বৈশিষ্ট্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩নং প্রশ্নের উত্তর দাও :
ডেনিম গার্মেন্টসে কর্মরত শ্রমিকেরা বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে প্রায়ই মালিক পক্ষের সাথে দ্বন্দ্ব-সংঘাতে জড়িয়ে পড়ে।

১২. উক্ত সমাজ ব্যবস্থা কোনটি?
[ক] সামন্ত
[খ] দাস
[গ] পুঁজিবাদী
[ঘ] সমাজতন্ত্র

১৩. উক্ত সমাজ ব্যবস্থার বৈশিষ্ট্য-
i. ব্যক্তিগত মুনাফার জন্য উৎপাদন
ii. অবাধ প্রতিযোগিতা
iii. জনকল্যাণ সাধন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

১৪. এস্টেট প্রথার বৈশিষ্ট্য কয়টি?
[ক] ২টি
[খ] ৩টি
[গ] ৪টি
[ঘ] ৫টি

১৫. শিশুর সামাজিকীকরণের প্রাথমিক ভূমিকা পালন করে কোনটি?
[ক] সমাজ
[খ] রাষ্ট্র
[গ] শিক্ষাপ্রতিষ্ঠান
[ঘ] পরিবার

১৬. সাংস্কৃতিক ব্যবধান তত্ত্বটি কে প্রদান করেন?
[ক] অগবার্ন
[খ] ম্যাকাইভার
[গ] টেইলর
[ঘ] খালদুন

১৭. ‘‘এক বা একাধিক সাধারণ উদ্দেশ্য চরিতার্থ সংগঠিত দলই হচ্ছে সংঘ’’-কে বলেছে?
[ক] R. T Schaefer
[খ] D. Popenoe
[গ] Maclver& Page
[ঘ] P. Gisbert

১৮. যে সব কারণে আধুনিক কালে নয়াবাস পরিবার রীতি ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে-
i. শিক্ষার প্রসার
ii. নগরায়ণ ও শিল্পায়ন
iii. পেশার বৈচিত্র্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

১৯. বাংলাদেশের সমাজ মূলত কোন ধরনের নীতি অনুসরণ করে?
[ক] পিতৃসূত্রীয় নীতি
[খ] মাতৃসূত্রীয় নীতি
[গ] দ্বিসূত্রীয় নীতি
[ঘ] কোনটিই নয়

২০. প্রগতি হচ্ছে-
[ক] বর্তমানেই অবস্থান করা
[খ] ঐতিহ্যকে ধরে রাখা
[গ] ভবিষ্যতের পরিকল্পনা করা
[ঘ] কাঙ্খিত লক্ষ্যে এগিয়ে চলা

২১. সামাজিক নিয়ন্ত্রণে কোনটির ভূমিকা বেশি কার্যকর?
[ক] সংবাদপত্র
[খ] রেডিও
[গ] জনমত
[ঘ] প্রথা

২২. 'Taboo' শব্দের অর্থ কী?
[ক] লোকরীতি
[খ] লোকাচার
[গ] নিষেধাজ্ঞা
[ঘ] প্রথা ধরনের

২৩. একক পরিবারে শিশুদের মধ্যে কোন ধরনের মানসিকতার জন্ম দেয়?
[ক] সহনশীলতা
[খ] সংকীর্ণতা
[গ] বশ্যতা
[ঘ] হঠকারিতা

২৪. বর্ণবাদী নৃবিজ্ঞানীদের মতে, উৎকৃষ্ঠ নৃগোষ্ঠীর ক্ষেত্রে নিচের কোনটি গ্রহণযোগ্য?
[ক] সভ্যতায় অবদান রাখতে পারবে
[খ] বর্ণবাদ দূর করতে পারে
[গ] কৃষণ বর্ণের চেয়ে নিকৃণ্ঠ
[ঘ] সৃজনশীল বৈশিষ্ট্যের অনুপস্থিতি

২৫. মানুষ দ্রব্য বিনিময় প্রথার উদ্ভব ঘটায়-
[ক] আদিম যুগে
[খ] পশুপালন যুগে
[গ] কৃষিভিত্তিক সমাজে
[ঘ] সামন্ত যুগে

নিচের উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭নং প্রশ্নের উত্তর দাও :
মাহিন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র। সে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত বিষয়ে সামাজিক চুক্তি মতবাদটি সমর্থন করে। কেননা সে এ মতবাদের মধ্যে কিছু মৌলিক কারণ খুঁজে পেয়েছে।

২৬. মাহিন রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত যে তত্ত্বটিতে বিশ্বাস করে তা কোন রাষ্ট্রবিজ্ঞানী প্রদান করেছেন?
[ক] রুশো
[খ] সক্রেটিস
[গ] গেটেল
[ঘ] এরিস্টটল

২৭. রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত উদ্দীপকের উক্ত মতবাদটি যৌক্তিক। এর যথার্থতা নিরূপণে কোনটি গ্রহণযোগ্য?
[ক] রাষ্ট্রতন্ত্র প্রতিষ্ঠায় সহায়ক বলে
[খ] সম্মতি সংঘ গঠনের পূর্বশর্ত বলে
[গ] একনায়কতন্ত্র প্রতিষ্ঠায় সহায়ক বলে
[ঘ] স্বৈরাচারী শাসনের পক্ষে কাজ করে বলে

২৮. সামাজিক স্থিতিশীলতা ও গতিশীলতার ধারণাটি কোন সমাজবিজ্ঞানীর?
[ক] এমিল ডুর্খেইম
[খ] অগাস্ট কোঁৎ
[গ] রিচার্ড টি শেফার্ড
[ঘ] ম্যাক্স ওয়েবার

২৯. শিশুকে ভয়-ভীতি থেকে রক্ষা করা পরিবারের কাজের আওতায় পড়ে?
[ক] জৈবিক
[খ] মনস্তাত্ত্বিক
[গ] রক্ষণাবেক্ষণ
[ঘ] নৈতিক

৩০. নদী তীরবর্তী অঞ্চলে সভ্যতা গড়ে ওঠার কারণ হলো-
i. প্রয়োজনীয় খাদ্য ও পানীয়ের ব্যবস্থা
ii. উপযুক্ত জলবায়ু ও ভৌগোলিক পরিবেশ
iii. হিংস্র বন্য প্রাণী থেকে রক্ষা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

উত্তরমালা: ১ [ঘ] ২ [ক] ৩ [ঘ] ৪ [ক] ৫ [গ] ৬ [ঘ] ৭ [ঘ] ৮ [ঘ] ৯ [ঘ] ১০ [ক] ১১ [গ] ১২ [গ] ১৩ [ক] ১৪ [খ] ১৫ [ঘ] ১৬ [ক] ১৭ [গ] ১৮ [ঘ] ১৯ [ক] ২০ [ঘ] ২১ [ক] ২২ [গ] ২৩ [খ] ২৪ [ক] ২৫ [খ] ২৬ [ক] ২৭ [খ] ২৮ [খ] ২৯ [গ] ৩০ [ক]
Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide