এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Sociology 1st Paper mcq question and answer pdf download.
মডেল টেস্ট
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা
সমাজবিজ্ঞান
১ম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
[বিষয় কোড : ১১৭]
সময়: ৩০ মিনিট পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]
HSC Sociology 1st Paper
Board Question Solution
MCQ
Question and Answer pdf download
১. প্রথার সাথে কোনটি জড়িত থাকে?
[ক] মূল্যবোধ
[খ] নৈতিকতা
[গ] গ্রহণযোগ্যতা
[ঘ] বাস্তবতা
২. সমাজ কাঠামো গড়ে ওঠার পূর্বশর্ত হলো-
i. ভাবের আদানপ্রদান
ii. কর্তৃত্ব ও ক্ষমতার বণ্টন
iii. সামাজিকীকরণ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩. আদিম সাম্যবাদী সমাজে কীসের ভিত্তিতে শ্রমবিভাজন ছিল?
[ক] ধর্মের ভিত্তিতে
[খ] লিঙ্গ ও বয়সের ভিত্তিতে
[গ] সম্পদ ও শক্তির ভিত্তিতে
[ঘ] আয়ের ভিত্তিতে
৪. অপরাধের জৈবিক দৃষ্টিভঙ্গির জনক কে?
[ক] সিলিন
[খ] সাদারল্যান্ড
[গ] ল্যামব্রোসো
[ঘ] মার্টন
নিচের উদ্দীপকটি পড়ে ৫ ও ৬নং প্রশ্নের উত্তর দাও :
আত্মজীবনী
[?]
দলিল,
ব্যক্তিগত রোজনামচা।
৫. [?] স্থানে সমাজবিজ্ঞানের ব্যবহৃত কোন পদ্ধতির কথা বলা হয়েছে?
[ক] পরিসংখ্যান কৌশল
[খ] জরিপ পদ্ধতি
[গ] ঐতিহাসিক পদ্ধতি
[ঘ] দার্শনিক পদ্ধতি
৬. উক্ত পদ্ধতির মাধ্যমে সামাজিক জীবনের যেসব বিষয় সম্পর্কে ধারণা পাওয়া যায়.
i. গতিপ্রকৃতি
ii. উৎপত্তি
iii. পরিবর্তন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৭. কে সর্বপ্রথম তুলনামূলক পদ্ধতির তাৎপর্য ব্যাখ্যা করেন?
[ক] স্পেন্সার
[খ] কাল মার্কস
[গ] ডুর্খেইম
[ঘ] ম্যাক্স ওয়েবার
৮. বিজ্ঞানের অন্যতম মূলভিত্তি কী?
[ক] বস্তুনিষ্ঠতা
[খ] সূত্র
[গ] অনুসন্ধান
[ঘ] পর্যবেক্ষণ
৯. কোন বিষয়কে নবোদ্ভূত শিল্প সমাজের বিজ্ঞান বলা হয়?
[ক] রাষ্ট্রবিজ্ঞান
[খ] সমাজবিজ্ঞান
[গ] ইতিহাস
[ঘ] নৃবিজ্ঞান
১০. মানুষের মুদ্রাদোষ ও এর কারণ সম্পর্কিত আলোচনা সমাজবিজ্ঞানের কোন শাখায় আলোচিত হয়?
[ক] সাংস্কৃতিক নৃবিজ্ঞান
[খ] ঐতিহাসিক সমাজবিজ্ঞান
[গ] সামাজিক মনোবিজ্ঞান
[ঘ] সামাজিক জনবিজ্ঞান
১১. বিজ্ঞানের বিশেষ জ্ঞান কীসের ওপর নির্ভরশীল?
[ক] পর্যবেক্ষণ
[খ] মূল্যবোধ
[গ] বৈজ্ঞানিক দৃষ্টিকোণ
[ঘ] সামাজিক রীতিনীতি
পরী স্কুলে যাওয়া-আসার পথে একদল ছেলে তাকে উত্ত্যক্ত করে। গান গায়, বিভিন্ন মন্তব্য করে। পরী মানসম্মানের ভয়ে এসব কথা বাসার কাউকে বলতে পারে নাই, প্রতিদিন এ ঘটনার কারণে মানসিক চাপ সামলাতে না পেরে আত্মহত্যা করে।
১২. ডুর্খেইমের দৃষ্টিতে পরীর আত্মহত্যাটি কোন ধরনের?
[ক] সামাজিক
[খ] নৈরাজ্যমূলক
[গ] আত্মকেন্দ্রিক
[ঘ] পরার্থমূলক
১৩. ডুর্খেইমের দৃষ্টিতে ঐ ধরনের আত্মহত্যা কেন সংঘটিত হয়?
[ক] সামাজিক নিয়ন্ত্রণ দুর্বল বলে
[খ] অর্থনৈতিক মন্দার কারণে
[গ] সামাজিক স্বার্থে
[ঘ] গোষ্ঠীর সংহতি দুর্বল হলে
১৪. ইবনে খালদুনের মতে রাষ্ট্রের গোড়াপত্তন হয় কীভাবে?
[ক] যুদ্ধ বিগ্রহের মাধ্যমে
[খ] গোত্র সংহতির মাধ্যমে
[গ] রাজনৈতিকভাবে
[ঘ] সাংস্কৃতিক সংহতির মাধ্যমে
১৫. সমাজবিজ্ঞানে সামাজিক প্রতিষ্ঠান বলতে বোঝায়-
i. সামাজিক সংঘকে
ii. কতকগুলো প্রতিষ্ঠিত আচার-আচরণকে
iii. সুসংগঠিতভাবে পরিচালিত কার্যপ্রণালিকে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৬. আঞ্চলিক গোষ্ঠী হলো-
i. সম্প্রদায়
ii. সামাজিক শ্রেণি
iii. রাষ্ট্র
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৭. কার মতে, স্তরবিন্যাস মূলত শোষণের প্রতীক?
[ক] ওয়েবার
[খ] কাল মার্কস
[গ] মার্গান
[ঘ] ডুর্খেইম
১৮. কোন সমাজকে উন্নত ও অনুন্নত আখ্যা দেওয়ার মানদ- হিসেবে বিবেচনা করা হয়-
i. মাথাপিছু আয় বৃদ্ধি
ii. জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটে
iii. শিক্ষা, কৃষি, চিকিৎসা প্রভৃতি ক্ষেত্রে উন্নত প্রযুক্তি ব্যবহার
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৯. ‘‘সমাজ ও জীব উভয়ই বিবর্তনশীল’’. উক্তিটি কার?
[ক] এল.টি. হবহাউজ
[খ] হার্বার্ট স্পেন্সার
[গ] টি.বি. বটোমোর
[ঘ] অগবার্ন
নিচের উদ্দীপকটি পড়ে ২০ ও ২১নং প্রশ্নের উত্তর দাও :
চৌধুরীদের পরিবারের সকলেই বড়দের সম্মান করে এবং ছোটদের আদর ও সেড়বহ করে। বাড়িতে কেউ এলে সালাম দেয়। কারও সাথে দুর্ব্যবহার করে না।
২০. উদ্দীপকে বর্ণিত বিষয়টির সাথে নিচের কোনটির সাদৃশ্য রয়েছে?
[ক] লোকরীতি
[খ] প্রথা
[গ] লোকাচার
[ঘ] শিক্ষা
২১. উক্ত বিষয়ের বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো-
i. মানুষের গোষ্ঠী জীবন থেকে উদ্ভুত
ii. অপ্রাতিষ্ঠানিকভাবে প্রয়োগ হয়
iii. সমাজভেদে পার্থক্য দেখা যায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২২. কোন দেশের বৃদ্ধ নারী-পুরুষদের বৃদ্ধ নিবাসে না পাঠিয়ে গৃহপরিবেশেই সেবা করা হয়?
[ক] জাপানে
[খ] চীনে
[গ] মিয়ানমারে
[ঘ] ফিনল্যান্ডে
২৩. বিনিময় ব্যবস্থা প্রচলন দেখা যায় কোন সময়ে-
[ক] শিল্পযুগে
[খ] কৃষিযুগে
[গ] পশুপালন যুগে
[ঘ] আদিম যুগে
২৪. প্যারেটো কোন দেশের সমাজবিজ্ঞানী?
[ক] ইতালি
[খ] জার্মান
[গ] ফ্রান্স
[ঘ] তিউনিসিয়া
২৫. প্রকৃতপক্ষে জেন্ডার হলো-
[ক] শ্রেণি অসমতা
[খ] বর্ণভিত্তিক অসমতা
[গ] বুদ্ধিভিত্তিক অসমতা
[ঘ] নারী-পুরুষের ভেদাভেদ
নিচের ছকটি দেখে এবং ২৬ ও ২৭নং প্রশ্নের উত্তর দাও :
[?] সর্বজনীনতা - আবেগিক ভিত্তি - সীমিত আকার
২৬. ছকে শূন্যস্থানে কোনটি বসবে?
[ক] রাষ্ট্র
[খ] সংঘ
[গ] পরিবার
[ঘ] প্রতিষ্ঠান
২৭. উক্ত বিষয়ের কাজ হচ্ছে-
i. সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে শিক্ষা দেওয়া
ii. সদস্যদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা
iii. সদস্যদের জৈবিক চাহিদা মিটানো
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৮. কোন ধরনের পরিবারের কারণে পিতামাতার বার্ধক্যকালীন নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে-
[ক] মাতৃবাস
[খ] পিতৃবাস
[গ] নয়াবাস
[ঘ] যৌথ পরিবার
২৯. শিশু সামাজিকীকরণে কে বেশি শক্তিশালী ভূমিকা পালন করে?
[ক] পিতা
[খ] মাতা
[গ] শিক্ষক
[ঘ] সঙ্গী
৩০. সারা বিশ্বের নাগরিক সমাজ একে অন্যের অতি নিকটে চলে এসেছে.
i. ইন্টারনেটের মাধ্যমে
ii. ডিজিটাল ক্যামেরার মাধ্যমে
iii. বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তরমালা: ১ [ক] ২ [ঘ] ৩ [খ] ৪ [গ] ৫ [গ] ৬ [ক] ৭ [গ] ৮ [ক] ৯ [খ] ১০ [গ] ১১ [ক] ১২ [গ] ১৩ [ঘ] ১৪ [খ] ১৫ [গ] ১৬ [খ] ১৭ [খ] ১৮ [ক] ১৯ [খ] ২০ [গ] ২১ [ঘ] ২২ [ক] ২৩ [গ] ২৪ [ক] ২৫ [ঘ] ২৬ [গ] ২৭ [ঘ] ২৮ [গ] ২৯ [খ] ৩০ [খ]
0 Comments:
Post a Comment