HSC সমাজবিজ্ঞান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর সাতক্ষীরা সরকারি কলেজ pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Sociology 1st Paper mcq question and answer pdf download.

মডেল টেস্ট
সাতক্ষীরা সরকারি কলেজ
সমাজবিজ্ঞান
১ম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
[বিষয় কোড : ১১৭]
সময়: ৩০ মিনিট               পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Sociology 1st Paper
Board Question Solution
MCQ
Question and Answer pdf download

১. কাকে সমাজবিজ্ঞানের আদি জনক বলা হয়?
[ক] অগাস্ট কোঁৎ
[খ] ম্যাকাইভার
[গ] ইবনে খালদুন
[ঘ] কার্ল মার্কস

২. জীবদেহের সাথে সমাজের তুলনা করেছেন কেন?
[ক] চার্লস ডারউইন
[খ] হার্বাট স্পেন্সার
[গ] কার্ল মার্কস
[ঘ] ভিকো

৩. কার্ল মার্কস কোন দেশের নাগরিক ছিলেন?
[ক] ইংল্যান্ড
[খ] ইতালি
[গ] ফ্রান্স
[ঘ] জার্মানি

৪. ঐতিহাসিক পদ্ধতি কয়টি বিষয়ের উপর নির্ভরশীল?
[ক] ২টি
[খ] ৪টি
[গ] ৬টি
[ঘ] ৩টি

৫. সমাজ বা সামাজিক গবেষণার বৈজ্ঞানিক সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য যে সকল স্তরগুলো অতিক্রম করতে হয় তা হচ্ছে-
i. তথ্যের শ্রেণিবিভাগ
ii. পূর্বানুমান প্রণয়ন
iii. অভিজ্ঞতা দ্বারা পর্যবেক্ষণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬. আধুনিক সমাজের ভিত্তি স্থাপিত হয় কোন গ্রন্থের মাধ্যমে?
[ক] Sociology
[খ] Positive philosophy
[গ] Essay on sociology
[ঘ] The primitive culture

৭. ইবনে খালদুন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
[ক] ১৩৩২
[খ] ১৪৩২
[গ] ১৩৩৪
[ঘ] ১৪৩৪

৮. সমাজের মৌলিক কাঠামো গঠিত হয়-
i. উৎপাদন সম্পর্ক
ii. উৎপাদন পদ্ধতি
iii. উৎপাদন শক্তি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৯. Mores অর্থ কী?
[ক] শিষ্টাচার
[খ] ন্যায়নীত
[গ] লোকাচার
[ঘ] অনাচার

নিচের উদ্দীপকটি পড়ে ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও :
রুমানা একাদশ শ্রেণিতে পড়ে। সে বড়দের সম্মান করে এবং ছোটদের সেড়বহ করে। কেউ বাড়িতে বেড়াতে এলে তাদেরকে সম্মান জানায়।

১০. অনুচ্চেদে বর্ণিত বিষয়টির সাথে নিচের কোনটির সাদৃশ্য রয়েছে?
[ক] লোকাচার
[খ] লোকরীতি
[গ] প্রথা
[ঘ] সভ্যতা

১১. উক্ত বিষয়ের সাথে প্রযোজ্য তথ্য হলো-
i. মানুষের গোষ্ঠী জীবন থেকে উদ্ভুত
ii. অপ্রাতিষ্ঠানিকভাবে প্রয়োগ হয়
iii. সমাজভেদে পার্থক্য দেখা দেয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১২. Ancient society কত সালে প্রকাশিত হয়?
[ক] ১৮৭৬
[খ] ১৯৭৫
[গ] ১৮৯২
[ঘ] ১৮৭৭

১৩. কোন পরিবার সাধারণত একটি সন্তান জন্মের পর বিলুপ্ত হয়ে যেত?
[ক] Punaluan family
[খ] Syndyasian family
[গ] Consanguine family
[ঘ] Patriarehal family

১৪. যারা বৈবাহিক সূত্রে সম্পর্কযুক্ত তাদেরকে বলা হয়-
i. Affinal Kin
ii. Affines Kin
iii. Consanguincal Kin

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

১৫. ‘বিবাহ হলো আইন সংগাত গনিকাবৃত্তি’ উক্তিটি কার?
[ক] মর্গান
[খ] ম্যাকাইভার
[গ] ম্যালিনস্কির
[ঘ] পেজ-এর

নিচের উদ্দীপকটি পড়ে ১৬ ও ১৭নং প্রশ্নের উত্তর দাও :
গায়ের রং
চোখের রং
ক- দৈহিক রং
মেজাজ

১৬. উপরের ‘‘ক’’ চিহ্নিত স্থানে সমাজ জীবনের কোন পরিবেশের প্রভাব রয়েছে?
[ক] ভৌগোলিক
[খ] বংশগতির
[গ] সাংস্কৃতিক
[ঘ] সামাজিক উপাদান

১৭. উক্ত উপাদানটির দ্বারা মানুষ কম বেশি প্রভাবিত হয়?
i. শারীরিক গঠন
ii. চলাফেলার ধরন
iii. পোশাক পরিচ্ছদ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৮. শিশুর প্রথম শিক্ষক কে?
[ক] বাবা
[খ] বড় বোন
[গ] শিক্ষক
[ঘ] মা

১৯. সংঘের মূল চালিকা শক্তি কী?
[ক] রীতিনীতি
[খ] আদর্শ
[গ] গঠনতন্ত্র
[ঘ] মূল্যবোধ

২০. ধর্ম বিশেষ অবদান রাখে.
i. চরিত্র গঠনে
ii. সৎ জীবন যাপনে
iii. ভালো ব্যবহার করতে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

২১. যোদ্ধা প্রধান হিসাবে পরিচিত করো?
[ক] ব্রাহ্মণ
[খ] ক্ষত্রিয়
[গ] বৈষ্য
[ঘ] শুভ্র

নিচের উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩নং প্রশ্নের উত্তর দাও :
মালিক ছেলে গোপাল এবং কৃষকের ছেলে রবিন দুই বন্ধু পড়া লেখা শেষে ১ম শ্রেণির চাকরিতে যোগদান করে। গোপাল সরকারি আমলার মেয়েকে বিয়ে করলে রবিন নিজ গোত্রে বিবাহ করে।

২২. উদ্দীপকে রবিন ও গোপালের মধ্যে পার্থক্যের কারণ কী?
[ক] দাশ প্রথা
[খ] জাতিবর্ণ
[গ] সামাজিক ক্ষেত্র
[ঘ] সামাজিক মেলা মেশা

HSC সমাজবিজ্ঞান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর -সাতক্ষীরা সরকারি কলেজ

২৩. উদ্দীপকে রবিনের ক্ষেত্রে প্রযোজ্য.
i. সামাজিক উপাদান
ii. সামাজিক শ্রেণি
iii. জৈবিক উপাদান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৪. সামাজিক স্তর বিন্যাসের ক্রিয়াবাদী তত্ত্ব প্রদান করেন-
[ক] হেগেল
[খ] মার্কস
[গ] সরোকিন
[ঘ] ডেভিস মুর

২৫. হব হাউসের মতে, সম্পত্তির উপর মানুষের নিয়ন্ত্রণ ক্ষমতা হবে-
i. অস্থায়ী
ii. সমাজ কর্তৃক স্বীকৃত
iii. চূড়ান্ত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৬. রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত চুক্তি মতবাদের প্রবক্তা কে?
[ক] এরিস্টটল
[খ] প্লেটো
[গ] রুশো
[ঘ] ম্যাকাইভার

২৭. সম্পত্তিকে কয়ভাগে ভাগ করা যায়?
[ক] ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

২৮. ভদ্রবেশি অপরাধ-
i. আয়কর ফাঁকি
ii. চুরি করা
iii. তহবিল ও স্বরূপ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৯. Circulation of Elite মতবাদটি কে প্রদান করেন?
[ক] কার্ল মার্কস
[খ] হার্বাট স্পেন্সার
[গ] এমিল ডুর্মেইন
[ঘ] ভি প্যারোটা

৩০. Evolution অর্থ কী?
[ক] মূল্যায়ন
[খ] আবিষ্কার
[গ] বিবর্তন
[ঘ] উৎপত্তি

উত্তরমালা: ১ [গ] ২ [খ] ৩ [ঘ] ৪ [ক] ৫ [ক] ৬ [খ] ৭ [ক] ৮ [ঘ] ৯ [গ] ১০ [গ] ১১ [ঘ] ১২ [ঘ] ১৩ [খ] ১৪ [ক] ১৫ [ক] ১৬ [খ] ১৭ [ক] ১৮ [ঘ] ১৯ [গ] ২০ [ঘ] ২১ [খ] ২২ [খ] ২৩ [ঘ] ২৪ [ঘ] ২৫ [খ] ২৬ [গ] ২৭ [ঘ] ২৮ [গ] ২৯ [ঘ] ৩০ [গ]
Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide