এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Islamic History and Culture 2nd Paper mcq question and answer. HSC History and Culture of Islam 2nd Paper (mcq) Multiple Choice Questions Answers Dr. Mahbubur Rahman Mollah College pdf download.
মডেল টেস্ট
ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, ঢাকা
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
২য় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: [২৬৮]
সময়: ৩০ মিনিট পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]
HSC Islamic History and Culture 2nd Paper
Board Question Solution
MCQ
Question and Answer
১. সোমনাথ মন্দির কোথায় অবস্থিত?
[ক] গুজরাট
[খ] রাজস্থান
[গ] দিল্লি
[ঘ] পাঞ্জাব
২. জাতিভেদ প্রথা তৎকালীন ভারত সমাজে দৃষ্টি করেছিল-
[ক] নারী জাতির নিষ্পেষণ
[খ] সতীদাহ প্রথা
[গ] নিম্নবর্ণের প্রতি শোষণ ও বঞ্চনা
[ঘ] রাজনৈতিক বৈষম্য
৩. তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হয়?
[ক] মুহাম্মদ ঘুরী
[খ] পৃথ্বীরাজ চৌহান
[গ] রাজা জয়সিংহ
[ঘ] ইব্রাহীম লোদি
৪. সিন্ধুতে আরব শাসনের ব্যর্থতার কারণ-
i. রাজপুতদের বিরোধিতা
ii. পরবর্তী শাসকদের অযোগ্যতা
iii. সেনাবাহিনীর অযোগ্যতা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫. শাহ-ই-বাঙ্গালিয়ান উপাধি নিয়েছেন কোন শাসনকর্তা?
[ক] জহিরশাহ
[খ] ইলিয়াস শাহ
[গ] শায়েস্তা খান
[ঘ] বলবন
নিচের উদ্দীপকটি পড়ে ৬ ও ৭নং প্রশ্নের উত্তর দাও :
ভাগ্য বিড়ম্বনার শিকার হয়ে ক্রীতদাসে পরিণত হলেও নিজ মেধা আর যোগ্যতার বরে বাংলায় মুসলিম শাসনের গোড়াপত্তন করেন ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি। রাজা লক্ষণ সেনকে পরাজিত করে তিনি ১২০৪ খ্রি. বাংলা বিজয় সম্পন্ন করেন।
৬. ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজির সাথে নিচের কোন বীরের সাদৃশ্য বিদ্যমান?
[ক] সুলতান মাহুমদ
[খ] সম্রাট জাহাঙ্গীর
[গ] কুতুবউদ্দিন আইবেক
[ঘ] মুহাম্মদ ঘুরী
৭. উক্ত বীরদ্বয়ের মধ্যে সাদৃশ্য সৃষ্টি করেছে-
i. উভয়েই ক্রীতদাস ছিলেন
ii. উভয়েই মুসলিম শাসনের গোড়াপত্তন করেন
iii. উভয়েই বাংলার সকল শাসক ছিলেন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৮. সুলতান রাজিয়ার পিতার নাম কী?
[ক] আরাম শাহ
[খ] ইলতুৎমিশ
[গ] বলবন
[ঘ] মুহাম্মদ ঘুরী
৯. মুহাম্মদ বিন তুঘলকের পরিকল্পনাগুলো ব্যর্থ হয়। কারণ-
i. তিনি যুগের অগ্রবর্তী ছিলেন
ii. বাস্তবে কার্যকর করা অসম্ভব ছিল
iii. প্রজাসাধারণের অসহযোগিতা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১০. জনহিতকর শাসক আলি হায়দার সাহেব তার এলাকার অনাথ এতিম বালিকাদের বিবাহের জন্য একটি দফতর চালু করেন। আলি হায়দারের সাথে নিচের কোন শাসকের সাদৃশ্য রয়েছে?
[ক] গিয়াস উদ্দিন তুঘলক
[খ] ফিরোজ শাহ তুঘলক
[গ] আলাউদ্দিন খলজি
[ঘ] আরাম শাহ
[ক] বিল্বগ্রামের যুদ্ধ
[খ] রাজমহলের যুদ্ধ
[গ] মুঘলমারীর যুদ্ধ
[ঘ] মান্দাসোরের যুদ্ধ
১২. পানিপথের যুদ্ধের অন্যতম তাৎপর্য কোনটি?
[ক] লোদি শাসনের স্থায়িত্ব
[খ] সৈয়দদের মর্যাদা বৃদ্ধি
[গ] ইব্রাহিম লোদির বীরত্ব
[ঘ] ভারতে মুঘল শাসনের সূচনা
১৩. সম্রাট জাহাঙ্গীর ‘দস্তরুল আমল’ নামে ডিক্রি জারি করেন-
i. শাসন ব্যবস্থার অনাচার রোধে
ii. নিরাপত্তা রক্ষা করায়
iii. জনশৃঙ্খলা বিধান করায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫নং প্রশ্নের উত্তর দাও :
ওমর বিন হাফসুন ছিলেন স্পেনের জাতীয়তবাদী নেতা। তিনি স্পেনীয় খ্রিষ্টানদের ঐক্যবদ্ধ করে তাদের মধ্যে জাতীয়তাবাদের বীজ রোপণ করেন। যা মুসলিম স্পেনের পতনে ভূমিকা রাখে।
১৪. ওমর বিন হাফসুনের সাথে কোন মারাঠা নেতার মিল রয়েছে?
[ক] শিবাজী
[খ] শাহুজী
[গ] শাহেবজী
[ঘ] রাজরাম
১৫. উক্ত নেতার তৎপরতা ছাড়াও মুঘল বংশের পতন ঘটে-
i. নাদির শাহের আক্রমণের কারণে
ii. আহমদ শাহ আবদালীর আক্রমণের কারণে
iii. সাম্রাজ্যের বিশালতার কারণে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৬. দ্বৈত শাসন কত খ্রিষ্টাব্দের প্রবর্তিত হয়?
[ক] ১৭৭০
[খ] ১৭৬৫
[গ] ১৭৫৭
[ঘ] ১৭৫০
১৭. মুসলমানদের শিক্ষা বিস্তারের জন্য কে সম্পত্তি দান করেন?
[ক] সৈয়দ আমীর আলী
[খ] নওয়াব আব্দুল লতিফ
[গ] হাজি মুহাম্মদ মোহসিন
[ঘ] ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
১৮. সজল ইতিহাসের একটি বিদ্রোহ পড়ছিল। সে বিদ্রোহের নায়ক ছিল মঙ্গল পান্ডে। সজল পড়ছিল-
i. সিপাহি বিদ্রোহ সম্পর্কে
ii. ১৮৫৭ সালের বিদ্রোহ সম্পর্কে
iii. সন্ন্যাসী বিদ্রোহ সম্পর্কে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৯. কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয়?
[ক] ১৯০৫
[খ] ১৯১১
[গ] ১৯১২
[ঘ] ১৯১৯
২০. খিলাফত আন্দোলনের উদ্দেশ্য ছিল-
[ক] তুর্কি খেলাফত রক্ষা
[খ] ভারতে খিলাফত প্রতিষ্ঠা
[গ] আববাসী খিলাফত পুনরুদ্ধার
[ঘ] শিয়া খিলাফত প্রতিষ্ঠা
নিচের উদ্দীপকটি পড়ে ২১ ও ২২নং প্রশ্নের উত্তর দাও :
১৯৯৫ সালের ১১ জুলাই সার্ব সেনারা বসনিয়ায় এক বিভৎস গণহত্যা চালায়। তারা বিমান-কামান-বন্দুক ব্যবহার করে ঐ দিন প্রায় আট হাজার মুসলিম বসনিয়াকে হত্যা করে।
২১নিচের উদ্দীপকটি বাঙালির জীবনের কোন ঘটনাকে মনেব করিয়ে দেয়?
[ক] ১৯৬৯ এর গণঅভ্যুত্থান
[খ] ১৯৭০ এর নির্বাচন
[গ] ১৯৭১ সালের ২৫ মার্চের কালোরাত
[ঘ] ১৯৭১ সালের গণআন্দোলন
২২. উক্ত ঘটনার সাথে বাঙালির মিল রয়েছে-
i. স্বাধীনতার আন্দোলনে উদ্বুদ্ধ হওয়ার দিক দিয়ে
ii. হত্যাকান্ডের দিক দিয়ে
iii. প্রতিরোধ গড়ে তোলার দিক দিয়ে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৩. মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেন ১৯৭১ সালের-
[ক] ১০ এপ্রিল
[খ] ১৭ এপ্রিল
[গ] ১০ মার্চ
[ঘ] ১৭ মার্চ
২৪. ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয় কত তারিখ?
[ক] ৬ নভেম্বর
[খ] ১০ নভেম্বর
[গ] ৫ ডিসেম্বর
[ঘ] ৩ ডিসেম্বর
২৫. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর কী বার ছিল?
[ক] বৃহস্পতিবার
[খ] শনিবার
[গ] রবিবার
[ঘ] সোমবার
২৬. ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের
দলগুলোর মধ্যে ছিল-
i. আওয়ামী লীগ
ii. মুসলিম লীগ
iii. গণতন্ত্রী দল
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৭. ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
[ক] লিয়াকত আলি খান
[খ] খাজা নাজিম উদ্দিন
[গ] ইয়াহিয়া খান
[ঘ] মঞ্জুর খান
নিচের উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯নং প্রশ্নের উত্তর দাও :
‘ক’ অঞ্চলে স্বাধীনতার দাবিকে নস্যাৎ করে দিতে সরকার ঐ অঞ্চলের নেতার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মামলা দায়ের করে। কিন্তু জনগণ সরকারের বিরুদ্ধে আন্দোলন করলে সরকার বাধ্য হয়ে মামলা প্রত্যাহার করে।
২৮. নিচের উদ্দীপকটি তোমার পঠিত কোন মামলার প্রতি ইঙ্গিত প্রদান করে?
[ক] আগরতলা মামলা
[খ] কোচবিহার মামলা
[গ] মুর্শিদাবাদ মামলা
[ঘ] বিহার মামলা
২৯. উক্ত মামলা দায়ের করার অন্যতম লক্ষ্য ছিল-
i. বাঙালি নেতৃত্ব শূন্য করা
ii. আইয়ুব খানের ক্ষমতা বৃদ্ধি করা
iii. বাঙালির ধর্মীয় মূল্যবোধ ধ্বংস করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩০. পূর্ব পাকিস্তান কোন ক্ষেত্রে সর্বোচ্চ বৈষম্যের শিকার হয়?
[ক] শিক্ষা
[খ] বাণিজ্য
[গ] অর্থনৈতিক
[ঘ] কৃষি
উত্তরমালা: ১ [ক] ২ [গ] ৩ [খ] ৪ [গ] ৫ [খ] ৬ [গ] ৭ [ঘ] ৮ [খ] ৯ [ঘ] ১০ [খ] ১১ [ক] ১২ [ঘ] ১৩ [ঘ] ১৪ [ক] ১৫ [খ] ১৬ [খ] ১৭ [গ] ১৮ [ক] ১৯ [খ] ২০ [ক] ২১ [গ] ২২ [ঘ] ২৩ [খ] ২৪ [ক] ২৫ [ক] ২৬ [খ] ২৭ [ক] ২৮ [ক] ২৯ [ক] ৩০ [গ]
0 Comments:
Post a Comment