HSC ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর বিয়াম মডেল স্কুল ও কলেজ pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Islamic History and Culture 2nd Paper mcq question and answer. HSC History and Culture of Islam 2nd Paper (mcq) Answers to Multiple Choice Questions Beam Model School and College pdf download.

মডেল টেস্ট
বিয়াম মডেল স্কুল ও কলেজ, বগুড়া
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
২য় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: [২৬৮]

সময়: ৩০ মিনিট               পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Islamic History and Culture 2nd Paper
Board Question Solution
MCQ
Question and Answer

১. মুসলিমদের আগমনের পূর্বে বাংলা ও বিহারে কোন বংশের শাসন প্রতিষ্ঠিত ছিল?
[ক] পাল
[খ] সেন
[গ] গুপ্ত
[ঘ] মৌর্য

২. সুলতান মাহমুদ সোমনাথ অভিযান করেন কত খ্রিষ্টাব্দে?
[ক] ১০২৩
[খ] ১০২৪
[গ] ১০২৬
[ঘ] ১০৩০

৩. তরাইনের দ্বিতীয় যুদ্ধের ফলে-
i. ভারতে মুসলিম সাম্রাজ্য স্থাপিত হয়
ii. রাজপুত্রদের প্রাধান্য খর্ব হয়
iii. বাণিজ্যিক পথ সুগম হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪. ‘আরবদের সিন্ধু বিজয় একটি নিস্ফল উপাখ্যান’-এ উক্তিটি কোন ঐতিহাসিকের?
[ক] ঈশ্বরী প্রসাদ
[খ] স্ট্যানলি লেনপুল
[গ] পি. কে হিট্রি
[ঘ] এ.বি.এম হবিবুল্লাহ

৫. প্রাচ্যের হোমার কাকে বলা হয়?
[ক] আল-ফারাবি
[খ] ফেরদৌসি
[গ] উনসুরি
[ঘ] হাফিজ

নিচের উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও :
সাম্রাজ্যের স্থায়িত্ব ও সংজতি রক্ষার কথা বিবেচনা করে রাজা ডোল্যান্ড বাজারে পণ্যমূল্য নির্দিষ্ট করে দেন। এ কাজ করে তিনি ইতিহাসের মেধাবী রাজনৈতিক অর্থনীতিবিদ হিসেবে খ্যাতি অর্জন করেন।

৬. উদ্দীপকের শাসকের সাথে সুলতানি আমলের কোন শাসকের মিল রয়েছে?
[ক] জালালউদ্দিন
[খ] আলাউদ্দিন খলজি
[গ] রুকনুদ্দিন ইব্রাহিম
[ঘ] শাহাবুদ্দিন ওমর

৭. উক্ত সংস্কারের ফলে-
i. চাষিরা ক্ষতিগ্রস্ত হয়
ii. সেনাবাহিনীর শক্তি বৃদ্ধি পায়
iii. ব্যবসা বাণিজ্যের উন্নতি হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮. সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে?
[ক] মালিক সুলেমান
[খ] খিজির খান
[গ] মুবারক শাহ
[ঘ] মুহাম্মদ শাহ

৯. কুতুবমিনার কোন ধরনের স্থাপত্যকীর্তি?
[ক] মসজিদ
[খ] দরগাহ
[গ] স্মৃতিস্তম্ভ
[ঘ] পর্যবেক্ষণ টাওয়ার

১০. ‘বন্দেগান-ই চেহেলগান হলো-
[ক] একটি সামরিক প্রতিষ্ঠান
[খ] একটি প্রশাসনিক পদ
[গ] একটি সাহিত্য সমিতি
[ঘ] দাসদের একটি সংঘ

HSC ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর -বিয়াম মডেল স্কুল ও কলেজ

১১. দিল্লির কোন সুলতান ‘বিমারিস্তান’ নামে একটি দাতব্য চিকিৎসালয় স্থাপন করেন?
[ক] আলাউদ্দিন খলজি
[খ] ফিরোজ শাসক তুঘলক
[গ] মুহাম্মদ বিন তুঘলক
[ঘ] গিয়াসউদ্দিন তুঘলক

১২. আকবরের ধর্মনীতির কারণ ছিল-
i. আধ্যাত্মিক অনুসন্ধিৎসা
ii. পরধর্মসহিষ্ণুতা
iii. গৃহ শিক্ষক আব্দুল লতিফের প্রভাব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৩. কোন মুঘল সম্রাট বাংলার নাম রাখেন ‘জান্নাতাবাদ’?
[ক] বাবর
[খ] আকবর
[গ] হুমায়ুন
[ঘ] শাহজাহান

১৪. মনসবদারি ব্যবস্থা কোন সম্রাট প্রবর্তন করেছিলেন?
[ক] বাবর
[খ] সেলিম
[গ] আকবর
[ঘ] নাদের শাহ

১৫. মুঘল ও আফগানরা ভারতবর্ষে এসেছিলেন?
i. ভারতর্ষে কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য
ii. ভাগ্য পরিবর্তনের আশায়
iii. লুটতরাজ করার জন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৬. নিচের কোন যুদ্ধে কামান ব্যবহার করা হয়?
[ক] তরাইনের প্রথম যুদ্ধ
[খ] তরাইনের দ্বিতীয় যুদ্ধ
[গ] পানিপথের প্রথম যুদ্ধ
[ঘ] পানিপথের দ্বিতীয় যুদ্ধ

১৭. ‘সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান এসোসিয়েশন’ কে প্রতিষ্ঠা করেন?
[ক] সৈয়দ আমির আলী
[খ] আব্দুল লতিফ
[গ] হাজী মুহাম্মদ মহসীন
[ঘ] তিতুমীর

নিচের উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও :
জুমার নামাজে খুৎবায় ইমাম সাহেব মুসল্লিদের সঠিকভাবে ধর্মচর্চার মাধ্যমে ইসলাম কর্তৃক অবশ্য পালনীয় কর্তব্য যথাযথভাবে পালন করার পরামর্শ দেন।

১৮. উদ্দীপকে বাংলার কোন সংস্কারককে ইঙ্গিত করা হয়েছে?
[ক] তিতুমীর
[খ] বেগম রোকেয়া
[গ] আব্দুল লতিফ
[ঘ] হাজী শরিয়ত উল্লাহ

১৯. উক্ত সংস্কারকের আন্দোলনের মূল ছিল-
i. অনৈসলামিক রীতিনীতি পরিহার
ii. ইসলাম কুসংস্কার মুক্ত করা
iii. মুসলিম সমাজকে আত্মসচেতনতায় উদ্ধুদ্ধ করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২০. লাহোর প্রস্তাব উত্থাপন করেন কে?
[ক] শেখ মুজিবুর রহমান
[খ] এ. কে. ফজলুল হক
[গ] আব্দুল হামিদ খান ভাসানী
[ঘ] দুদু মিয়া

২১. ছিয়াত্তরের মন্বন্তর কত খ্রিষ্টাব্দে হয়েছিল?
[ক] ১১৭০
[খ] ১৫৭০
[গ] ১৭৭০
[ঘ] ১৮৭০

২২. আগরতলা মামলায় কত জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?
[ক] ২৫ জন
[খ] ২৮ জন
[গ] ৩০ জন
[ঘ] ৩৫ জন

২৩. কত খ্রিষ্টাব্দে যুক্তফ্রন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়?
[ক] ১৯৫২
[খ] ১৯৫৩
[গ] ১৯৫৪
[ঘ] ১৯৫৫

২৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬ দফা কর্মসূচি ঘোষণা করেন কেন?
[ক] বাঙালির মুক্তির জন্য
[খ] স্বাধীনতা আন্দোলনে জন্য
[গ] গণ আন্দোলনের জন্য
[ঘ] ৭০-এর নির্বাচনের জন্য

২৫. ভাষা আন্দোলনের প্রভাব পড়ে-
i. ১৯৫৪ সালের নির্বাচনে
ii. ১৯৬২ সালের ছাত্র আন্দোলনে
iii. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৬. ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করা হয় কেন?
[ক] দেশকে মেধাশূন্য করার জন্য
[খ] প্রতিশোধ গ্রহণের জন্য
[গ] যুদ্ধে জয়ের জন্য
[ঘ] ভয় দেখানোর জন্য

২৭. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?
[ক] আগ্রাবাদ
[খ] কালুর ঘাট
[গ] মুজিবনগর
[ঘ] মেহেরপুর

২৮. বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
[ক] সৈয়দ নজরুল ইসলাম
[খ] তাজউদ্দিন আহমেদ
[গ] এ. এইচ. এম কামারুজ্জামান
[ঘ] ক্যাপ্টেন এম মনসুর আলী

২৯. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে পাকবাহিনী আত্মসমর্পণ করে কত তারিখে?
[ক] ১৩ ডিসেম্বর
[খ] ১৫ ডিসেম্বর
[গ] ১৪ ডিসেম্বর
[ঘ] ১৬ ডিসেম্বর

৩০. শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন
[ক] ৯ জানুয়ারি
[খ] ১০ জানুয়ারি
[গ] ২০ জানুয়ারি
[ঘ] ২১ জানুয়ারি


উত্তরমালা: ১ [খ] ২ [গ] ৩ [ঘ] ৪ [খ] ৫ [খ] ৬ [খ] ৭ [গ] ৮ [গ] ৯ [গ] ১০ [ঘ] ১১ [খ] ১২ [গ] ১৩ [গ] ১৪ [গ] ১৫ [ক] ১৬ [গ] ১৭ [ক] ১৮ [ঘ] ১৯ [ঘ] ২০ [খ] ২১ [গ] ২২ [ঘ] ২৩ [গ] ২৪ [ক] ২৫ [ঘ] ২৬ [ক] ২৭ [খ] ২৮ [খ] ২৯ [ঘ] ৩০ [খ]

Share:

0 Comments:

Post a Comment