HSC ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর নৌবাহিনী স্কুল এন্ড কলেজ pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Islamic History and Culture 2nd Paper mcq question and answer. HSC History and Culture of Islam 2nd Paper (mcq) Multiple Choice Questions Answers Navy School and College pdf download.

মডেল টেস্ট
বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, খুলনা
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
২য় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: [২৬৮]

সময়: ৩০ মিনিট               পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Islamic History and Culture 2nd Paper
Board Question Solution
MCQ
Question and Answer

১. ভারতবর্ষে মুসলমানদের আগমন সূচিত হয় কত শতাব্দীতে?
[ক] অষ্টম
[খ] নবম
[গ] দশম
[ঘ] একাদশ

২. ‘কিতাব-উল-হিন্দ’ গ্রন্থটির রচয়িতা কে?
[ক] ইবনে সিনা
[খ] বায়হাকি
[গ] আল বেরুনি
[ঘ] আল রাজি

৩. কত খ্রিষ্টাব্দে ভারতে স্বাধীন মুসলিম শাসন শুরু হয়?
[ক] ১২০৪ খ্রি.
[খ] ১২০৬ খ্রি.
[গ] ১২০৮ খ্রি.
[ঘ] ১২১০ খ্রি.

৪. দুর্ধর্ষ মোঘল নেতা কে ছিলেন?
[ক] চেঙ্গিস খান
[খ] খাওয়ারিযম
[গ] জালাল উদ্দিন
[ঘ] সুলতান মাহমুদ

৫. পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদীর বিরোধী শক্তি কে ছিল?
[ক] সম্রাট বাবর
[খ] আহমদ শাহ আবদালি
[গ] হিমু
[ঘ] পৃথ্বীরাজ

৬. সুলতান আলাউদ্দিন খলজি ভূমি জরিপের ব্যবস্থা করেন-
i. উৎপাদনের পরিমাণ নির্ধারণের জন্য
ii. ভূমিকর ধার্যকরণের জন্য
iii. কৃষকদের অবস্থা বোঝার জন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭. দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তরের কারণ ছিল-
i. সাম্রাজ্যের মধ্যবর্তী স্থানে দেবগিরির অবস্থান
ii. সাম্রাজ্যের নিরাপত্তা নিশ্চিত করা
iii. দাক্ষিণাত্যে ইসলামি সংস্কৃতির প্রবর্তন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮. আইন-ই-আকবরীর রচয়িতা কে?
[ক] আকবর
[খ] টোডারমল
[গ] আবুল ফজল
[ঘ] বীরবল

৯. জাহাঙ্গীর শব্দের অর্থ কী?
[ক] ভুবন বিজয়ী
[খ] পৃথিবীর ছায়া
[গ] পৃথিবীর আলো
[ঘ] পৃথিবীর অভিশাপ

১০. শেরশাহ জমি জরিপ ব্যবস্থা করেছিলেন-
i. ন্যায় প্রতিষ্ঠায়
ii. অন্যায় নির্মূলে
iii. আনুগত্য প্রতিষ্ঠায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১১. সম্রাট শাহজাহান বিখ্যাত হয়ে আছেন-
i. তাজমহলের কারণে
ii. পর্তুগিজদের দমনে
iii. ময়ূর সিংহাসন নির্মাণের জন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১২. চৌসার যুদ্ধ সংঘটিত হয়েছিল-
i. শের খানের বিদ্রোহের জন্য
ii. হুমায়ুনের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য
iii. জামান মির্জার অবরোধের জন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪নং প্রশ্নের উত্তর দাও :
বাংলাদেশ বিভিন্ন ধর্ম ও জাতিগোষ্ঠীর লোক বসবাস করলেও বাংলা নববর্ষসহ বিভিন্ন লোকজ অনুষ্ঠানগুলো তারা একসাথে মিলেমিশে পালন করে। রাষ্ট্র ও সরকার প্রধান প্রত্যেক ধর্মের ধর্মীয় অনুষ্ঠানগুলোতে একাত্মতা প্রকাশ করে থাকেন। এতে জাতীয় ঐক্য ও সংহতি আরও সুদৃঢ় হয়।

১৩. উদ্দীপকে উল্লিখিত সম্প্রীতির এ সম্পর্ক কোন মুঘল সম্রাটের সময়ে বেশি দেখা গিয়েছিল?
[ক] সম্রাট বাবর
[খ] সম্রাট আকবর
[গ] সম্রাট জাহাঙ্গীর
[ঘ] সম্রাট আওরঙ্গজের

১৪. উক্ত সম্রাটের কাজের মাধ্যমে-
i. তার ক্ষমতা সুদৃঢ় হয়
ii. শাসন কাজে হিন্দু প্রাধান্য বৃদ্ধি পায়
iii. ধর্মীয় স্বাধীনতার খর্ব হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৫. ‘এ শার্ট হিস্টরি অব দ্যা স্যারাসিনস’ গ্রন্থটির রচয়িতা কে?
[ক] সৈয়দ আহমদ
[খ] সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ
[গ] সৈয়দ আমীর আলী
[ঘ] রাজা রামমোহন রায়

১৬. ফরায়েজি আন্দোলনের উদ্দেশ্য ছিল মুসলমানদের-
i. অনৈসলামিক কার্যকলাপ থেকে বিরত রাখা
ii. ফরজ পালনে উদ্বুদ্ধ করা
iii. জমিদার ও নীলকরদের বিরুদ্ধে সংগ্রামে উৎসাহী করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’-এ গানটির সুরকার কে?
[ক] আলাউদ্দিন আল আজাদ
[খ] আব্দুল লতিফ
[গ] আলতাফ মাহমুদ
[ঘ] গাফফার চৌধুরী

HSC ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর -বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ

১৮. কৃষক-শ্রমিক পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন?
[ক] এ কে ফজলুল হক
[খ] হাজী দানেশ
[গ] মাওলানা আতাহার আলী
[ঘ] সোহরাওয়ার্দী

১৯. কত সালে যুক্তফ্রন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়?
[ক] ১৯৫২
[খ] ১৯৫৩
[গ] ১৯৫৪
[ঘ] ১৯৫৫

২০. বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়?
[ক] ১৯৫৫
[খ] ১৯৫৬
[গ] ১৯৫৭
[ঘ] ১৯৫৮

২১. পাকিস্তানের উভয় অংশের মধ্যে একমাত্র মিল ছিল-
[ক] ভাষা
[খ] পোশাক
[গ] ধর্ম
[ঘ] সংস্কৃতি

২২. মৌলিক গণতন্ত্রের উদ্ভাবক কে?
[ক] আইয়ুব খান
[খ] টিক্কা খান
[গ] জিয়াউল হক
[ঘ] ফজলুল হক

২৩. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ছিল-
i. বৃহস্পতিবার
ii. ফাল্গুন মাস
iii. ১৩৫৮ বঙ্গাব্দ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও :
মামুন তার নানার কাছ থেকে একটি ঐতিহাসিক কর্মসূচির কথা শুনেছিলেন। মামুন জানতে পারে যে, উক্ত কর্মসূচিতে প্রাদেশিক স্বায়ত্তশাসন, কেন্দ্রীয় ও প্রদেশের ক্ষমতা ভাগাভাগি, প্রাদেশিক রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠা ও প্যারামিলিটারি বাহিনী গঠনের কথা বলা হয়েছে।

২৪. উদ্দীপকের তোমার পঠিত কোন ঐতিহাসিক কর্মসূচির প্রতি ইঙ্গিত বহন করে?
[ক] ১১দফা
[খ] ৬ দফা
[গ] ৮দফা
[ঘ] ২১ দফা

২৫. উক্ত কর্মসূচিতে ঘোষণা করা হয়েছিল-
i. প্রশাসনিক বৈষম্য
ii. সামরিক বৈষম্য
iii. রাজনৈতিক বৈষম্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৬. ঐতিহাসিক রেসকোর্স ময়দানের বর্তমান নাম কী?
[ক] রমনা পার্ক
[খ] রমনা উদ্যান
[গ] বঙ্গবন্ধু এভিনিউ
[ঘ] সোওরাওয়ার্দী উদ্যান

২৭. কোন সময়ে বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে?
[ক] ১৯৭১ সালের ১০ মার্চ
[খ] ১৯৭১ সালের ১০ এপ্রিল
[গ] ১৯৭১ সালের ১৭ এপ্রিল
[ঘ] ১৯৭১ সালের ২৬ মার্চ

২৮. ১৯৭০ সালের নির্বাচন ছিল-
i. অবাধ
ii. নিরপেক্ষ
iii. স্বাধীন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০নং প্রশ্নের উত্তর দাও :
বিশিষ্ট মুক্তিযোদ্ধা জনাব রাকিব সাহেব বলেন যে, এই দিন যুদ্ধ শেষে আমরা বিজয়ের আনন্দে মেতে উঠেছিলাম। সেদিন যেন ঢাকা হয়ে উঠেছিল আনন্দময়ী। স্বাধীন দেশের বিজয় কেতন যেন অবিরামভাবে উড়তে শুরু করল।

২৯নিচের উদ্দীপকটি তোমার পঠিত কোন দিবসের সাথে সাদৃশ্যপূর্ণ?
[ক] ১৬ ডিসেম্বর
[খ] ২৬ মার্চ
[গ] ২৮ মার্চ
[ঘ] ২১ ফেব্রুয়ারি

৩০. উক্ত দিবসের অন্যতম তাৎপর্য হচ্ছে-
i. স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়
ii. স্বাধীনতা যুদ্ধ শুরু
iii. বাঙালি জাতির শত্রুমুক্ত হওয়া

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

উত্তরমালা: ১ [ক] ২ [গ] ৩ [খ] ৪ [ক] ৫ [ক] ৬ [ঘ] ৭ [ঘ] ৮ [গ] ৯ [ক] ১০ [ক] ১১ [খ] ১২ [ক] ১৩ [খ] ১৪ [ক] ১৫ [গ]  ১৬ [ক] ১৭ [গ] ১৮ [ক] ১৯ [গ] ২০ [ক] ২১ [গ] ২২ [ক] ২৩ [ঘ] ২৪ [খ] ২৫ [ঘ] ২৬ [ঘ] ২৭ [গ] ২৮ [ক] ২৯ [ক] ৩০ [খ]

Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide