এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Islamic History and Culture 2nd Paper mcq question and answer. HSC History and Culture of Islam 2nd Paper (mcq) Multiple Choice Questions Answers Pioneer Women's College pdf download.
মডেল টেস্ট
সরকারি পাইওনিয়ার মহিলা কলেজ, খুলনা
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
২য় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: [২৬৮]
সময়: ৩০ মিনিট পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]
HSC Islamic History and Culture 2nd Paper
Board Question Solution
MCQ
Question and Answer
১. কোন শব্দ থেকে ভারতবর্ষের উৎপত্তি বলে ধারণা করা হয়?
[ক] ভরত
[খ] অর্জুন
[গ] ভারতী
[ঘ] মহাভারত
২. মুসলিম শাসনের শেষভাগে ইউরোপ হতে ভারতবর্ষে আগমন করে-
i. পর্তুগিজ জাতি
ii. ওলন্দাজ জাতি
iii. ফরাসি জাতি
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩. ‘শাহানামা’ রচনা করার পর সুলতান মাহমুদ ফেরদৌসীকে কত রৌপ্য মুদ্র প্রদান করতে চান?
[ক] ৫৮,০০০
[খ] ৫৯,০০০
[গ] ৬০,০০০
[ঘ] ৬১,০০০
৪. ‘লাখবখস’ কার উপাধি ছিল?
[ক] ইলতুৎমিশ
[খ] আরাম শাহ
[গ] কুতুব উদ্দিন আইবেক
[ঘ] সুলতান রাজিয়া
৫. মামলুক বংশের সুলতান ছিলেন-
i. কুতুবউদ্দিন
ii. ইলতুৎমিশ
iii. রাজিয়া
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
৬. সুলতান রাজিয়ার পতনের কারণ হলো-
i. গোড়া মুসলমানদের বিরোধিতা
ii. পুরুষের পোশাক পরিধান
iii. তুর্কি আমিরদের উচ্চাভিলাষ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৭. ইলতুৎমিশ কোন খলিফার নিকট থেকে ‘সুলতান-ই-আজম’ খেতাব লাভ করেন?
[ক] আববাসীয়
[খ] বাগদাদীয়
[গ] মিশরীয়
[ঘ] ফরাসীয়
৮. আলাউদ্দিনের রাজস্ব সংস্কারের উদ্দেশ্য ছিল-
i. সাম্রাজ্যের আর্থিক সচ্ছলতা আনয়ন
ii. জনগণের জীবনমান উন্নয়ন
iii. সাম্রাজ্য দখল
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৯. মালিক কাফুর কত হাজার দিনারে ক্রীত হয়ে গুজরাটে আসেন?
[ক] ১,০০০
[খ] ২,০০০
[গ] ৩,০০০
[ঘ] ৪,০০০
১০. মুহম্মদ বিন তুঘলকের প্রতীক তাম্র মুদ্রা ব্যর্থতার কারণ হলো-
i. এটা যুগের অগ্রগামী ছিল
ii. জনগণ এর গুরুত্ব অনুধাবনে ব্যর্থ হয়
iii. বিদেশি বণিকগণ তাম্র মুদ্রা গ্রহণে অসম্মতি জানায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১১. ইবনে বতুতা কত বছর বয়সে মারা যান?
[ক] ৭০
[খ] ৭১
[গ] ৭২
[ঘ] ৭৩
১২. তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয় কত খ্রিস্টাব্দে?
[ক] ১১৯২
[খ] ১১৯৩
[গ] ১১৯৪
[ঘ] ১১৯৫
১৩. পানি পএ^র প্রথম য্রুল সংঘটিত হয় কত সালে?
[ক] ১৫২৪
[খ] ১৫২৫
[গ] ১৫২৬
[ঘ] ১৫২৭
১৪. বাংলার নবাব বংশের প্রতিষ্ঠাতা কে?
[ক] মুর্শিদকুলী খান
[খ] সুজাউদ্দিন
[গ] সরফরাজ খান
[ঘ] আলীবর্দী খান
১৫. ‘বাবর’ শব্দের অর্থ কোনটি?
[ক] বাঘ
[খ] সিংহ
[গ] সিংহাসন
[ঘ] তরবারি
১৬. আত্মজীবনীমূলক ‘তুযুক-ই-বাবর’ গ্রন্থে বাবর লিপিবদ্ধ করে গেছেন তার-
i. স্মৃতিবিজড়িত জীবন কথা
ii. ব্যক্তিগত আশা-আকাঙক্ষা
iii. দোষ-গুণ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৭. শেরখান কে ছিলেন?
[ক] তুর্কি নেতা
[খ] আফগান নেতা
[গ] পাঞ্জাবি নেতা
[ঘ] মারাঠা নেতা
১৮. সর্বশ্রেষ্ঠ মুঘল সম্রাট কে ছিলেন?
[ক] হুমায়ুন
[খ] জাহাঙ্গীর
[গ] কামরান
[ঘ] আকবর
[ক] হুমায়ুন
[খ] জাহাঙ্গীর
[গ] মির্জা আজম
[ঘ] শেরশাহ
২০. বৈরাম খানের উপাধি কী ছিল?
[ক] খান-ই-খানান
[খ] খান-ই-জাহান
[গ] খান-ই-আজম
[ঘ] খান-ই-আকবর
২১. আকবরের রাজপুত্র নীতির কারণ হলো-
i. বিভিন্ন বিদ্রোহ দমনে সহায়তা লাভ
ii. ভারতের সকল শ্রেণির লোকের ওপর মুঘল সাম্রাজ্য সুপ্রতিষ্ঠিত করা
iii. মিলনাতড়বক নীতি অনুসরণ করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩নং প্রশ্নের উত্তর দাও :
শারমিনের কলেজের ইসলাম শিক্ষা বিষয়ের শিক্ষক কাজি ইলিয়াস বললেন যে একজন মুঘল সম্রাট সকল ধর্মমত নিয়ে ‘দ্বীন-ইইলাহী’ নামে নতুন ধর্মমত চালু করেন।
২২. অনুচ্ছেদে কোন মুঘল সম্রাটের কথা বলা হয়েছে?
[ক] বাবরের
[খ] হুমায়ুনের
[গ] আকবরের
[ঘ] জাহাঙ্গীরের
২৩. অনুচ্ছেদের উল্লিখিত ধর্মমতের প্রধান অনুসারী ছিলেন-
i. শেখ মোবারক
ii. আবুল ফজল
iii. আজীজ কোকা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৪. খসরুর বিদ্রোহে সমর্থন করেন-
i. মথুরার হুসেন বেগ
ii. লাহোরের আব্দুর রহিম
iii. শিখগুরু অর্জুন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৫. তাজমহল গড়তে কত বছর সময় লাগে?
[ক] ২০
[খ] ২২
[গ] ২৪
[ঘ] ২৬
২৬. শাহজাহানের অন্যতম কীর্তি হলো-
i. তাজমহল
ii. ময়ূর সিংহাসন
iii. দিল্লির জামে মসজিদ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৭. ফারাজি আন্দোলন কার নেতৃত্বে হয়?
[ক] হাজী শরীয়াতুল্লাহ
[খ] হাজী দানেশ
[গ] আব্দুর রহিম
[ঘ] আব্দুল ওহাব
২৮. মুবিজনগর সরকার গঠিত হয়?
[ক] ১০ এপ্রিল ১৯৭০
[খ] ১৭ এপ্রিল ১৯৭২
[গ] ১৭ এপ্রিল ১৯৭৩
[ঘ] ১৭ এপ্রিল ১৯৭৪
২৯. শাহ-ই-বাঙ্গাল বলা হতো কাকে?
[ক] ইলিয়াস শাহ
[খ] আজম শাহ
[গ] শায়েস্তা খা
[ঘ] আকরাম খা
৩০. বাংলাদেশ স্বাধীন হয়-
[ক] ১৬ ডিসেম্বর ১৯৭২
[খ] ১৬ ডিসেম্বর ১৯৭১
[গ] ১৬ ডিসেম্বর ১৯৭৩
[ঘ] ১৬ ডিসেম্বর ১৯৭৪
উত্তরমালা: ১ [ক] ২ [ঘ] ৩ [গ] ৪ [গ] ৫ [ক] ৬ [ঘ] ৭ [খ] ৮ [ক] ৯ [ক] ১০ [গ] ১১ [ঘ] ১২ [ক] ১৩ [গ] ১৪ [ক] ১৫ [খ] ১৬ [ঘ] ১৭ [খ] ১৮ [ঘ] ১৯ [ঘ] ২০ [ক] ২১ [খ] ২২ [গ] ২৩ [ঘ] ২৪ [ঘ] ২৫ [খ] ২৬ [ঘ] ২৭ [ক] ২৮ [ক] ২৯ [ক] ৩০ [খ]
0 Comments:
Post a Comment