এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Islamic History and Culture 2nd Paper mcq question and answer. HSC History and Culture of Islam 2nd Paper (mcq) Multiple Choice Question Answers Brahmanbaria Women's College pdf download.
মডেল টেস্ট
ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
২য় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: [২৬৮]
সময়: ৩০ মিনিট পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]
HSC Islamic History and Culture 2nd Paper
Board Question Solution
MCQ
Question and Answer
১. মুসলিম আক্রমণের সময় সিন্ধুর রাজা ছিলেন কে?
[ক] জয়সিংহ
[খ] দাহির
[গ] চাচ
[ঘ] লক্ষণ সেন
নিচের উদ্দীপকটি পড়ে ২ ও ৩নং প্রশ্নের উত্তর দাও :
সুলতান ‘ক’ ভারতবর্ষে মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা। ১১৯১ সালে তার সাথে এক হিন্দু শাসকের যুদ্ধ হয়। যুদ্ধে সুলতান ‘ক’ পরাজিত হয। সুলতানের সেনাবাহিনীতে আফগান, খিলজি ও তুর্কি সৈন্য ছিল।
২. উদ্দীপকে কোন যুদ্ধের কথা বলা হয়েছে?
[ক] পানিপথের ১ম যুদ্ধ
[খ] খানুয়ার যুদ্ধ
[গ] তরাইনের ১ম যুদ্ধ
[ঘ] তরাইনের ২য় যুদ্ধ
৩. উদ্দীপকের সুলতানের সাথে তোমার পঠিত কোন সুলতানের মিল রয়েছে?
[ক] সুলতান মাহমুদ
[খ] মুহম্মদ ঘুরী
[গ] মুহম্মদ বিন কাসিম
[ঘ] বখতিয়ার খলজি
৪. দিল্লির কোন সুলতান ন্যয়বিচার প্রতিষ্ঠার জন্য প্রাসাদে একটি শিকলের ঘন্টা ঝুলিয়ে রাখেন?
[ক] ইলতুৎমিশ
[খ] সুলতান নাসির উদ্দিন
[গ] গিয়াস উদ্দিন বলবন
[ঘ] আলাউদ্দিন খলজি
৫. ‘শাহনামা’ গ্রন্থের রচয়িতা কে?
[ক] আল বিরুনি
[খ] ফেরদৌসি
[গ] আবুল ফজল
[ঘ] মিনহাজ-উস-সিরাজ
৬. কোন মুঘল সম্রাট বাংলার নাম ‘জান্নাতাবাদ’ রাখেন?
[ক] বাবর
[খ] হুমায়ুন
[গ] আকবর
[ঘ] শাহজাহান
৭. দিল্লির কোন সুলতান ‘বিমারিস্তান’ নামে একটি দাত্য চিকিৎসালয় স্থাপন করেন?
[ক] আলাউদ্দিন খলজি
[খ] মুহম্মদ বিন তুঘলক
[গ] ফিরোজ শাহ তুঘলক
[ঘ] জালাল উদ্দিন খলজি
৮. মুহম্মদ বিন তুঘলকের পরিকল্পনাগুলো ব্যর্থ হয় কারণ-
i. তিনি যুগের অগ্রবর্তী ছিলেন
ii. বাস্তবে কার্যকর করা অসম্ভব ছিল
iii. প্রজা সাধারণের অসহযোগিতা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৯. ফিরোজ শাহ তুঘলকগ কর্তৃক দেওয়ান-ইখয়রাতি বিভাগ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল-
i. দরিদ্র মেয়েদের বিবাহের ব্যবস্থা করা
ii. বিধবাদের ভরণপোষণের ব্যবস্থা করা
iii. আশ্রিতদের পুনর্বাসনের ব্যবস্থা করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১০. দিল্লি সালতানাতে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে?
[ক] ফরিদ খাঁ
[খ] খিজির খান
[গ] মুহম্মদ শাহ
[ঘ] উজির খান
[ক] শেরশাহ
[খ] আকবর
[গ] মুহম্মদ বিন তুঘলক
[ঘ] জাহাঙ্গীর
১২. মানসবদারি প্রথা কে প্রবর্তন করেন?
[ক] সম্রাট বাবর
[খ] সম্রাট হুমায়ুন
[গ] সম্রাট আকবর
[ঘ] সম্রাট জাহাঙ্গীর
১৩. দস্তরুল আমল কে জারি করেন?
[ক] সম্রাট আওরঙ্গজেব
[খ] সম্রাট জাহাঙ্গীর
[গ] সম্রাট আকবর
[ঘ] সম্রাট বাবর
নিচের উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও :
বর্তমান সরকার বৈশাখী ভাতার প্রচলন করেছেন। তাই আগের চাইতে আরও জাঁকজমকপূর্ণভাবে পহেলা বৈশাখ পালিত হচ্ছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি জাতীয় উৎসবে পরিণত হয়েছে। ফলে সবার মাঝে আন্তরিকতা ও একতা বৃদ্ধি পাচ্ছে।
১৪. উদ্দীপকের মতো আকবর কোন নীতি গ্রহণের মাধ্যমে সকলকে একত্রিত করতে চেয়েছিলেন?
[ক] ধর্মীয় নীতি
[খ] রাজপুত নীতি
[গ] সামরিক নীতি
[ঘ] রাজস্ব নীতি
১৫. সম্রাট আকবরের উক্ত নীতির উদ্দেশ্য ছিল-
i. শত্রুর মন জয় করা
ii. জাতীয়তাবোধ জাগ্রত করা
iii. ধর্মীয় সচেতনতা বৃদ্ধি করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৬. ফাতোয়া-ই-আলমগীর কে রচনা করেন?
[ক] আবুল ফজল
[খ] যদুনাথ সরকার
[গ] যুবরাজ আজম
[ঘ] সম্রাট আওরঙ্গজেব
১৭. শের শাহের বাল্য নাম কী?
[ক] ফরিদ
[খ] সেলিম
[গ] খুররাম
[ঘ] খসরু
নিচের উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯নং প্রশ্নের উত্তর দাও :
মাহফুজা তার বন্ধুর কাছে এমন একজন মহীয়সী নারীর কথা বলেন যিনি স্বামীর ওপর ব্যাপক প্রভাব বিস্তার করেন। এছাড়া মাহফুজা আরও বলেন যে, এই নারী নিজ কন্যার সাথে শাহজাদার বিবাহ দিয়ে নিজের ক্ষমতাকে আরও সম্প্রসারিত করেন।
১৮. উদ্দীপকে তোমার পঠিত কোন মহীয়সী নারীর প্রতি ইঙ্গিত পাওয়া যায়?
[ক] সুলতান রাজিয়া
[খ] নূরজাহান
[গ] চাঁদ সুলতানা
[ঘ] যোধাবাঈ
১৯. উক্ত মহীসী নারীর চারিত্রিক বৈশিষ্ট্য ছিল-
i. তীক্ষ্ম মেধাশক্তি
ii. সাহিত্যের প্রতি আকর্ষণ
iii. উন্নত সংস্কৃতির ধারক
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২০. বৈরাম খানের উপাধি কি ছিল?
[ক] খান-ই-খানান
[খ] খান-ই-জাহান
[গ] খান-ই-আজম
[ঘ] খান-ই-আকরব
২১. ভারত বিভক্ত হয়েছিল কোন নীতির ভিত্তিতে?
[ক] লাহোর প্রস্তাব
[খ] দ্বি-জাতিতত্ত্ব
[গ] দ্বৈত শাসন
[ঘ] লক্ষ্মৌচুক্তি
২২. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
[ক] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
[খ] তাজউদ্দিন আহমেদ
[গ] জিয়াউর রহমান
[ঘ] হামিদুর রহমান
২৩. কত খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়?
[ক] ১৬০০
[খ] ১৬১০
[গ] ১৬২০
[ঘ] ১৬৩০
২৪. বক্সারেরযুদ্ধে কোম্পানরি হাতে বাংলার কোন
নবারের পরাজয় হয়?
[ক] নবাব সিরাজউদ্দৌলা
[খ] নবাব আলীবর্দী খান
[গ] মীর কাসিম
[ঘ] নবাব মীরজাফর
২৫. তমদ্দুন মজলিস কোন ধরনের সংগঠন ছিল?
[ক] সাংস্কৃতিক
[খ] ধর্মীয়
[গ] রাজনৈতিক
[ঘ] অর্থনৈতিক
নিচের উদ্দীপকটি পড়ে ২৬ ও ৩৭নং প্রশ্নের উত্তর দাও :
হাসিনা একদিন ভোরবেলায় ঘুম থেকে উঠেই চারদিকে একটি গানের সুর শুনতে পেল। করুণ কণ্ঠে মাওয়া গানটির কথা হচ্ছে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো....। পাঁচ বছরের শিশু দৌড়ে যায় বাবার কাছে জানতে চায় একই গান সব জায়গায় বাজানো হচ্ছে কেন? বাবা তাকে নিয়ে শহিদ মিনারে যায় এবং সবকিছু খুলে বলেন।
২৬. উদ্দীপকে কোন দিনটির কথা বলা হয়েছে?
[ক] ২১ ফেব্রুয়ারি
[খ] ৭ মার্চ
[গ] ১৬ ডিসেম্বর
[ঘ] ২৬ মার্চ
২৭. উক্ত দিনটিতে-
i. ১৪৪ ধারা জারি ছিল
ii. ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছিল
iii. পুলিশ মিছিলে গুলি ছুড়েছিল
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii i, ii ও iii
২৮. ১৯৬৯ সালে ছাত্ররা কত দফাভিত্তিক কর্মসূচি ঘোষণা করেন?
[ক] ১২ দফা
[খ] ১১ দফা
[গ] ১৫ দফা
[ঘ] ২০ দফা
২৯. কত সালে যুক্তফ্রন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়?
[ক] ১৯৫২
[খ] ১৯৫৩
[গ] ১৯৫৪
[ঘ] ১৯৫৫
৩০. আগরতলা মামলায় মোট কত জনের বিরুদ্ধে রাষ্ট্রদোহিতার মামলা হয়?
[ক] ৫০
[খ] ৪৫
[গ] ৪০
[ঘ] ৩৫
উত্তরমালা: ১ [খ] ২ [গ] ৩ [খ] ৪ [ক] ৫ [খ] ৬ [খ] ৭ [গ] ৮ [ঘ] ৯ [ক] ১০ [খ] ১১ [ক] ১২ [গ] ১৩ [খ] ১৪ [ক] ১৫ [ক] ১৬ [ক] ১৭ [ক] ১৮ [খ] ১৯ [ঘ] ২০ [ক] ২১ [খ] ২২ [খ] ২৩ [ক] ২৪ [গ] ২৫ [ক] ২৬ [ক] ২৭ [গ] ২৮ [খ] ২৯ [গ] ৩০ [ঘ]
0 Comments:
Post a Comment