HSC ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ঢাকা কলেজ pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Islamic History and Culture 2nd Paper mcq question and answer. HSC Islamic History and Culture 2nd Paper (mcq) Multiple Choice Question Answers Dhaka College pdf download.

মডেল টেস্ট
ঢাকা কলেজ, ঢাকা
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
২য় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: [২৬৮]

সময়: ৩০ মিনিট               পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Islamic History and Culture 2nd Paper
Board Question Solution
MCQ
Question and Answer

১. ভারতবর্ষকে বিচিত্র বলার কারণ কী?
[ক] সাংস্কৃতিক বৈচিত্র্য
[খ] ভৌগোলিক অবস্থান
[গ] রাজনৈতিক উত্থান-পতন
[ঘ] সামাজিক গতিশীলতা

২. গজনী কোথায় অবস্থিত?
[ক] ইরাক
[খ] সিরিয়া
[গ] আফগানিস্তান
[ঘ] ইরান

নিচের উদ্দীপকটি পড়ে ৩ নং প্রশ্নের উত্তর দাও :
আব্দুল্লাপুরের যুবক ইব্রাহিম তার পারিবারিক সচ্ছলতা আনয়নের জন্য বেশ কয়েক বার বিদেশে চাকরি গ্রহণের মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করেন। এই অর্থ-সম্পদ দিয়ে তার গ্রামের বাড়িতে অট্টালিকা তৈরি করে বাড়িটিকে অনিন্দ্য সুন্দর করে গড়ে তোলেন।

৩. অনুচ্ছেদে উল্লিখিত ইব্রাহিমের কর্মকান্ড কোন সুলতানের কর্মকান্ডের অনুরূপ?
[ক] কুতুবুদ্দিন আইবেক
[খ] সুলতান মাহমুদ
[গ] মুহম্মদ ঘুরী
[ঘ] সুলতান ইলতুৎমিশ

৪. ‘হাজার দিনারি’ বলা হতো কাকে?
[ক] খসরু মালিককে
[খ] উলূঘ খানকে
[গ] মালিক কাফুরকে
[ঘ] জাফর খানকে

৫. মোঙ্গলদের দমন করার জন্য আলাউদ্দিন খলজির গ্রহণ করা ব্যবস্থাগুলো হলো-
i. সীমান্তে পুরাতন কেল্লার সংস্কার সাধন
ii. সুদক্ষ ও সুসজ্জিত সেনাবাহিনী গঠন
iii. নতুন কেল্লা নির্মাণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৬ নং প্রশ্নের উত্তর দাও :
ক দেশের খ নামক শাসক তার রাজ্যে উন্নয়নের জন্য এবং সঠিকভাবে পরিচালনার জন্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি থেকে শুরু করে একটি সূচের দামও নির্ধারণ করে দেন।

৬. অনুচ্ছেদের খ নামক শাসক বলতে কাকে বোঝানো হয়েছে?
[ক] বলবন
[খ] ইলতুৎমিশ
[গ] মুহম্মদ ঘুরী
[ঘ] আলাউদ্দিন খলজি

৭. সুলতান মুহম্মদ বিন তুঘলক কতটি মহাপরিকল্পনা গ্রহণ করেছিলেন?
[ক] ৪টি
[খ] ৫টি
[গ] ৬টি
[ঘ] ৭টি

৮. ইবনে বতুতার আসল নাম কী?
[ক] আবু আব্দুল্লাহ
[খ] ইবনে বাতুনিক
[গ] আবু মাজাহ
[ঘ] খালিদ বিন ওসমান

HSC ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর -ঢাকা কলেজ, ঢাকা

৯. ফিরোজ শাহ ‘দিওয়ান-ই-খায়রাত’ নামক একটি বিভাগ স্থাপন করেন-
i. দরিদ্র মুসলমান কন্যাদের বিবাহের জন্য
ii. অনাথদের ভরণ-পোষণের জন্য
iii. বিধবাদের ভরণ-পোষণের জন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১০. খলজি বংশ প্রতিষ্ঠা করেন কে?
[ক] আলাউদ্দিন খলজি
[খ] জালালউদ্দিন খলজি
[গ] বখতিয়ার খলজি
[ঘ] ফিরোজ খলজি

১১. সুলতানি শাসকের স্থায়ীত্বকাল কোনটি?
[ক] ১২০২-১৫২৬
[খ] ১২০৪-১৫২৬
[গ] ১২০৬-১৫২৬
[ঘ] ১২০৮-১৮২৬

১২. ‘মোঙ্গল’ কথাটির অর্থ কী?
[ক] নির্ভীক
[খ] চরিত্রবান
[গ] হতাশ
[ঘ] দুর্বল

১৩. ভারতে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় কত সালে?
[ক] ১৫২৬
[খ] ১৫৩৮
[গ] ১৫৪০
[ঘ] ১৫৫৬

১৪. পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয় কার কার মধ্যে?
[ক] বাবুর ও ইব্রাহিম লোদী
[খ] হুমায়ুন ও শেরশাহ
[গ] আকবর ও ইব্রাহিম লোদী
[ঘ] আকবর ও শেরশাহ

নিচের উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬নং প্রশ্নের উত্তর দাও :
পিতার মৃত্যুর পর ভাইদের সাথে খুব ভাল ব্যবহার ও উদারতা প্রদর্শনের পরও ফরিদউদ্দিন তার ভাইদের বিরোধিতার সম্মুখীন হন। এছাড়াও এলাকার কর্তৃত্ব গ্রহণ করে তিনি চারদিকে বিদ্রোহের আগুন দেখতে পান।

১৫. ফরিদউদ্দিন ইতিহাসের কোন ব্যক্তির প্রতিচ্ছবি বলে তমি মনে কর?
[ক] বাবুরের
[খ] হুমায়ুনের
[গ] আকবরের
[ঘ] শেরশাহের

১৬. যেকোনো শাসকের জন্যে এই ধরনের বিদ্রোহ দমনে করণীয় হলো-
i. রাজনৈতিক প্রজ্ঞা
ii. কূটনৈতিক জ্ঞান
iii. ধৈর্যধারণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭. গ্রান্ড-ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেন?
[ক] হুমায়ুন
[খ] শেরশাহ
[গ] আকবর
[ঘ] জাহাঙ্গীর

১৮. শেরশাহের রাজস্ব নীতির ওপর ভিত্তি করে গড়ে তোলেন-
i. চিরস্থায়ী বন্দোবস্ত
ii. টোডরমল বন্দোবস্ত
iii. রায়তওয়ারী বন্দোবস্ত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৯. উপমহাদেশের সর্বশেষ মুঘল-আফগান সংঘর্ষের অধ্যায় কোনটি?
[ক] পানিপথের প্রথম যুদ্ধ
[খ] পানিপথের ২য় যুদ্ধ
[গ] পলাশির যুদ্ধ
[ঘ] গোগরার যুদ্ধ

২০. কার রাজত্বকালে মোগল চিত্রকলার বিকাশ ঘটে?
[ক] সম্রাট বাবর
[খ] সম্রাট আকবর
[গ] সম্রাট জাহাঙ্গীর
[ঘ] সম্রাট শাহজাহান

২১. শ্রেষ্ঠ নির্মাতা বলা হয় কোন মোগল সম্রাটকে?
[ক] সম্রাট বাবর
[খ] সম্রাট আকবর
[গ] সম্রাট জাহঙ্গীর
[ঘ] সমাট শাহজাহান

২২. ‘মনসব’ শব্দের অর্থ কী?
[ক] পদমর্যাদা
[খ] প্রদেশ
[গ] সরকার
[ঘ] সিংহাসন

২৩. কে ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন?
[ক] মীর জুমলা
[খ] শায়েস্তা খান
[গ] ইসলাম খান
[ঘ] মুর্শিদকুলী খান

২৪. কী উদ্দেশ্যে নওয়াব আবদুল লতিফ মোহমেডান লিটারেরী সোসাইট প্রতিষ্ঠা করেন?
i. প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া
ii. মুসলানদের পশ্চিমা ভাবধারায অনুপ্রাণিত করা
iii. মুসলিম সমাজকে আত্ম-চেতনায় উদ্বুদ্ধ করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৫. সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
[ক] লর্ড ডালহৌসি
[খ] লর্ড রিপন
[গ] লর্ড ক্যানিং
[ঘ] লর্ড লিটন

২৬. বঙ্গভঙ্গ সংঘটিত হয় কত সালে?
[ক] ১৯০০ সালে
[খ] ১৯০৫ সালে
[গ] ১৯০৬ সালে
[ঘ] ১৯১১ সালে

২৭. পাকিস্তান প্রতিষ্ঠার ভিত্তি কী ছিল?
[ক] সংস্কৃত
[খ] ধর্ম
[গ] ভাষা
[ঘ] বর্ণ

২৮. ভাষা আন্দোলনের ফলে গড়ে উঠে-
[ক] বাঙালি জাতীয়তাবাদের চেতনা
[খ] পাকিস্তানি জাতীয়তাদের চেতনা
[গ] মুসলিম জাতীয়তাবাদের চেতনা
[ঘ] উর্দু ভাষাগত জাতীয়তাবাদের চেতনা

২৯. ১৯৭০ সালের নির্বাচনে কোন দল জয়লাভ করে?
[ক] পাকিস্তান পিপলস পার্টি
[খ] মুসলিম লীগ
[গ] আওয়ামী লীগ
[ঘ] ন্যাপ

৩০. বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র?
ii. স্বাধীনতার দিক-নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

উত্তরমালা: ১ [ক] ২ [গ] ৩ [খ] ৪ [গ] ৫ [ঘ] ৬ [ঘ] ৭ [খ] ৮ [ক] ৯ [ঘ] ১০ [খ] ১১ [গ] ১২ [ক] ১৩ [ক] ১৪ [ক] ১৫ [খ] ১৬ [ঘ] ১৭ [খ] ১৮ [গ] ১৯ [খ] ২০ [গ] ২১ [ঘ] ২২ [ক] ২৩ [গ] ২৪ [ঘ] ২৫ [গ] ২৬ [খ] ২৭ [খ] ২৮ [ক] ২৯ [গ] ৩০ [ক]

Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide