HSC ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ঢাকা রেসিডেনসিয়াল কলেজ pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Islamic History and Culture 2nd Paper mcq question and answer. HSC Islamic History and Culture 2nd Paper (mcq) Multiple Choice Questions and Answers - Dhaka Residential Model College pdf download.

মডেল টেস্ট
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
২য় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: [২৬৮]

সময়: ৩০ মিনিট               পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Islamic History and Culture 2nd Paper
Board Question Solution
MCQ
Question and Answer

১. ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পর মুসলমানদের পিছিয়ে পড়ার যথার্থ কারণ হলো-
i. চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন
ii. ইংরেজি শিক্ষার প্রবর্তন
iii. স্বত্ববিলোপ নীতি প্রবর্তন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২. শেরশাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-
[ক] রাজস্ব সংস্কারে
[খ] স্থাপত্যশিল্পের বিকাশে
[গ] পুলিশ বিভাগের উন্নয়নে
[ঘ] শিক্ষার উন্নয়নে

৩. পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
[ক] ১৫২৬ সালে
[খ] ১৫৫৬ সালে
[গ] ১৬৫৬ সালে
[ঘ] ১৭৫৬ সালে

৪. ভারতবর্ষকে বিভিন্ন জাতির জাদুঘর বলেছেন কে?
[ক] স্মিথ
[খ] ঈশ্বরীপ্রসাদ
[গ] ইবনে বতুতা
[ঘ] আল বেরুনি

৫. বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন?
[ক] তাজউদ্দিন আহমদ
[খ] সৈয়দ নজরুল ইসলাম
[গ] শেখ মুজিবুর রহমান
[ঘ] এম মনসুর আলী

৬. আকবরের ধর্মনীতির কারণ ছিল-
i. আধ্যাত্মিক অনুসন্ধিৎসা
ii. পরধর্ম সহিষ্ণুতা
iii. নাস্তিকতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭. ব্রাহ্মণদের পেশা কী ছিল?
[ক] ব্যবসা করা
[খ] যুদ্ধ করা
[গ] পুরোহিতের কাজ করা
[ঘ] চাকরি করা

৮. মমতাজের আসল নাম কী?
[ক] আরজুমান্দ বানু
[খ] মেহেরুনেড়বসা
[গ] হামিদা বানু
[ঘ] হালিমা বেগম

নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও :
খিলাফত লাভ করে খলিফা আব্দুল মালিক বিভিন্ন প্রদেশের শাসনকর্তাদের প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েন। এ সুযোগ বুঝে রোমানরাও মুসলিম সাম্রাজ্যে হানা দিতে শুরু করেন।

HSC ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর -ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ

৯. খলিফা আব্দুল মালিকের সাথে দিল্লির কোন সুলতানের তুলনা করা যায়?
[ক] কুতুবউদ্দীন আইবেক
[খ] ইলতুৎমিশ
[গ] ফিরোজ শাহ
[ঘ] বাহরাম শাহ

১০. উক্ত সুলতানের শাসনামলে কারা হানা দিয়েছিল?
[ক] পারসিকরা
[খ] আফগানরা
[গ] রোমানরা
[ঘ] মোঙ্গলরা

১১. ’স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?
[ক] আগ্রাবাদ
[খ] কালুরঘাট
[গ] মুজিবনগর
[ঘ] মেহেরপুর

১২. বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিকনির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৩. নিচের কোন ব্যক্তিত্ব দক্ষ কুস্তিগীর ছিলেন?
[ক] হাজী শরীয়তউল্লাহ
[খ] দুদু মিয়া
[গ] তিতুমীর
[ঘ] গোলাম রসুল

১৪. শেরশাহের প্রকৃত নাম ছিল-
[ক] হাসান
[খ] ইব্রাহিম
[গ] ফরিদ
[ঘ] ফজল

১৫. ‘দস্তরুল আমল’ কে জারি করেন?
[ক] আওরঙ্গজেব
[খ] জাহাঙ্গীর
[গ] আকবর
[ঘ] বাবর

১৬. ঢাকা সর্বপ্রথম কত খ্রিষ্টাব্দে বাংলার রাজধানী হয়?
[ক] ১৬১০
[খ] ১৬১২
[গ] ১৬১৪
[ঘ] ১৬১৬

১৭. বঙ্গভঙ্গের কারণ-
i. প্রশাসনিক
ii. রাজনৈতিক
iii. ধর্মীয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৮. কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়?
[ক] ১৯০২
[খ] ১৯০৪
[গ] ১৯০৬
[ঘ] ১৯০৮

১৯. গণঅভ্যুত্থান কত খ্রিষ্টাব্দে সংঘটিত হয়?
[ক] ১৯৭৮
[খ] ১৯৬৯
[গ] ১৯৬৮
[ঘ] ১৯৬৭

২০. ১৯৭০ সালের নির্বাচনে প্রাদেশিক পরিষদে আওয়ামী লীগ জাতীয় পরিষদের কয়টি আসন লাভ করেছিল?
[ক] ১৬৫
[খ] ১৬৭
[গ] ১৭০
[ঘ] ১৭২

২১. মুজিবনগর সরকার কত তারিখে গঠিত হয়?
[ক] ১০ এপ্রিল ১৯৭১
[খ] ১৫ এপ্রিল ১৯৭১
[গ] ১৭ এপ্রিল ১৯৭১
[ঘ] ২০ এপ্রিল ১৯৭১

২২. মুসলিম বিজয়ের প্রাক্কালে সিন্ধুর রাজা কে ছিলেন?
[ক] হর্ষবর্ধন
[খ] শশাঙ্ক
[গ] দাহির
[ঘ] পৃথ্বীরাজ

২৩. মোগল বংশের সর্বশেষ শাসক কে ছিলেন?
[ক] শাহ আলম
[খ] দ্বিতীয় বাহাদুর শাহ
[গ] আওরঙ্গজেব
[ঘ] ফররুখশিয়ার

২৪. ন্যাশনাল মোহামেডান এসোসিয়েশন প্রতিষ্ঠা করেন কে?
[ক] সৈয়দ আমীর আলী
[খ] হাজী মুহম্মদ মহসীন
[গ] নওয়াব আব্দুল লতিফ
[ঘ] মওলানা ভাসানী

২৫. ‘আড়াই দিনকা ঝোপড়া’ কে স্থাপন করেন?
[ক] ইলতুৎমিশ
[খ] কুতুবউদ্দিন আইবেক
[গ] মুহম্মদ ঘুরী
[ঘ] বলবন

২৬. তুযুক-ই-বাবর একটি-
i. ঐতিহাসিক গ্রন্থ
ii. আত্মজীবনীমূলক গ্রন্থ
iii. কাব্যগ্রন্থ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮ নং প্রশ্নেরর উত্তর দাও :
যুগোস্লাভিয়ার বসনিয়া বহুকাল থেকে মুসলিম প্রধান অঞ্চল কিন্তু একই অঞ্চলের খ্রিষ্টান আধিপত্যের মুসলানরা খ্রিষ্টান প্রশাসন দ্বারা নির্যাতিত ও শোষিত হতে থাকে। ফলে মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা অর্জনে সচেষ্ট হয়। খ্রিষ্টানরা তাদের দমন করতে
গণহত্যা চালায়।

২৭. উদ্দীপকের নির্যাতন ও গণহত্যার সাথে নিচের কোন ঘটনার সাদৃশ্য রয়েছে?
[ক] পশ্চিম পাকিস্তানের প্রতি পূর্ব পাকিস্তানের নির্যাতন
[খ] পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের নির্যাতন
[গ] পশ্চিম বাংলার প্রতি ব্রিটিশদের নির্যাতন
[ঘ] পূর্ব বাংলার প্রতি ব্রিটিশদের নির্যাতন

২৮. উক্ত গণহত্যার উদ্দেশ্য ছিল-
i. জাতিকে মেধাশূন্য করা
ii. জাতিকে নেতৃ ত্বহীন করা
iii. নিজেদের বীরত্ব প্রকাশ করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৯. ১৭৫৭ সালে কার নেতৃত্বে ইংরেজর যুদ্ধ করে?
[ক] লর্ড হেস্টিংস
[খ] লর্ড লিটন
[গ] লর্ড ক্লাইভ
[ঘ] লর্ড কার্জন

৩০. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬ দফা কর্মসূচি ঘোষণা করেন কেন?
[ক] বাঙালির মুক্তির জন্য
[খ] স্বাধীনতা আন্দোলনের জন্য
[গ] গণ আন্দোলনের জন্য
[ঘ] ৭০ এর নির্বাচনের জন্য

উত্তরমালা: ১ [ঘ] ২ [ক] ৩ [খ] ৪ [ক] ৫ [গ] ৬ [খ] ৭ [গ] ৮ [ক] ৯ [খ] ১০ [ঘ] ১১ [খ] ১২ [ক] ১৩ [গ] ১৪ [গ] ১৫ [খ] ১৬ [ক] ১৭ [ক] ১৮ [গ] ১৯ [খ] ২০ [খ] ২১ [ক] ২২ [গ] ২৩ [খ] ২৪ [ক] ২৫ [খ] ২৬ [ক] ২৭ [খ] ২৮ [ঘ] ২৯ [গ] ৩০ [ক]

Share:

0 Comments:

Post a Comment