এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Islamic History and Culture 2nd Paper mcq question and answer. HSC Islamic History and Culture 2nd Paper (mcq) Multiple Choice Questions and Answers - Dhaka Residential Model College pdf download.
মডেল টেস্ট
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
২য় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: [২৬৮]
সময়: ৩০ মিনিট পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]
HSC Islamic History and Culture 2nd Paper
Board Question Solution
MCQ
Question and Answer
১. ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পর মুসলমানদের পিছিয়ে পড়ার যথার্থ কারণ হলো-
i. চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন
ii. ইংরেজি শিক্ষার প্রবর্তন
iii. স্বত্ববিলোপ নীতি প্রবর্তন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২. শেরশাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-
[ক] রাজস্ব সংস্কারে
[খ] স্থাপত্যশিল্পের বিকাশে
[গ] পুলিশ বিভাগের উন্নয়নে
[ঘ] শিক্ষার উন্নয়নে
৩. পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
[ক] ১৫২৬ সালে
[খ] ১৫৫৬ সালে
[গ] ১৬৫৬ সালে
[ঘ] ১৭৫৬ সালে
৪. ভারতবর্ষকে বিভিন্ন জাতির জাদুঘর বলেছেন কে?
[ক] স্মিথ
[খ] ঈশ্বরীপ্রসাদ
[গ] ইবনে বতুতা
[ঘ] আল বেরুনি
৫. বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন?
[ক] তাজউদ্দিন আহমদ
[খ] সৈয়দ নজরুল ইসলাম
[গ] শেখ মুজিবুর রহমান
[ঘ] এম মনসুর আলী
৬. আকবরের ধর্মনীতির কারণ ছিল-
i. আধ্যাত্মিক অনুসন্ধিৎসা
ii. পরধর্ম সহিষ্ণুতা
iii. নাস্তিকতা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৭. ব্রাহ্মণদের পেশা কী ছিল?
[ক] ব্যবসা করা
[খ] যুদ্ধ করা
[গ] পুরোহিতের কাজ করা
[ঘ] চাকরি করা
৮. মমতাজের আসল নাম কী?
[ক] আরজুমান্দ বানু
[খ] মেহেরুনেড়বসা
[গ] হামিদা বানু
[ঘ] হালিমা বেগম
নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও :
খিলাফত লাভ করে খলিফা আব্দুল মালিক বিভিন্ন প্রদেশের শাসনকর্তাদের প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েন। এ সুযোগ বুঝে রোমানরাও মুসলিম সাম্রাজ্যে হানা দিতে শুরু করেন।
[ক] কুতুবউদ্দীন আইবেক
[খ] ইলতুৎমিশ
[গ] ফিরোজ শাহ
[ঘ] বাহরাম শাহ
১০. উক্ত সুলতানের শাসনামলে কারা হানা দিয়েছিল?
[ক] পারসিকরা
[খ] আফগানরা
[গ] রোমানরা
[ঘ] মোঙ্গলরা
১১. ’স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?
[ক] আগ্রাবাদ
[খ] কালুরঘাট
[গ] মুজিবনগর
[ঘ] মেহেরপুর
১২. বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিকনির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৩. নিচের কোন ব্যক্তিত্ব দক্ষ কুস্তিগীর ছিলেন?
[ক] হাজী শরীয়তউল্লাহ
[খ] দুদু মিয়া
[গ] তিতুমীর
[ঘ] গোলাম রসুল
১৪. শেরশাহের প্রকৃত নাম ছিল-
[ক] হাসান
[খ] ইব্রাহিম
[গ] ফরিদ
[ঘ] ফজল
১৫. ‘দস্তরুল আমল’ কে জারি করেন?
[ক] আওরঙ্গজেব
[খ] জাহাঙ্গীর
[গ] আকবর
[ঘ] বাবর
১৬. ঢাকা সর্বপ্রথম কত খ্রিষ্টাব্দে বাংলার রাজধানী হয়?
[ক] ১৬১০
[খ] ১৬১২
[গ] ১৬১৪
[ঘ] ১৬১৬
১৭. বঙ্গভঙ্গের কারণ-
i. প্রশাসনিক
ii. রাজনৈতিক
iii. ধর্মীয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৮. কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়?
[ক] ১৯০২
[খ] ১৯০৪
[গ] ১৯০৬
[ঘ] ১৯০৮
১৯. গণঅভ্যুত্থান কত খ্রিষ্টাব্দে সংঘটিত হয়?
[ক] ১৯৭৮
[খ] ১৯৬৯
[গ] ১৯৬৮
[ঘ] ১৯৬৭
২০. ১৯৭০ সালের নির্বাচনে প্রাদেশিক পরিষদে আওয়ামী লীগ জাতীয় পরিষদের কয়টি আসন লাভ করেছিল?
[ক] ১৬৫
[খ] ১৬৭
[গ] ১৭০
[ঘ] ১৭২
২১. মুজিবনগর সরকার কত তারিখে গঠিত হয়?
[ক] ১০ এপ্রিল ১৯৭১
[খ] ১৫ এপ্রিল ১৯৭১
[গ] ১৭ এপ্রিল ১৯৭১
[ঘ] ২০ এপ্রিল ১৯৭১
২২. মুসলিম বিজয়ের প্রাক্কালে সিন্ধুর রাজা কে ছিলেন?
[ক] হর্ষবর্ধন
[খ] শশাঙ্ক
[গ] দাহির
[ঘ] পৃথ্বীরাজ
২৩. মোগল বংশের সর্বশেষ শাসক কে ছিলেন?
[ক] শাহ আলম
[খ] দ্বিতীয় বাহাদুর শাহ
[গ] আওরঙ্গজেব
[ঘ] ফররুখশিয়ার
২৪. ন্যাশনাল মোহামেডান এসোসিয়েশন প্রতিষ্ঠা করেন কে?
[ক] সৈয়দ আমীর আলী
[খ] হাজী মুহম্মদ মহসীন
[গ] নওয়াব আব্দুল লতিফ
[ঘ] মওলানা ভাসানী
২৫. ‘আড়াই দিনকা ঝোপড়া’ কে স্থাপন করেন?
[ক] ইলতুৎমিশ
[খ] কুতুবউদ্দিন আইবেক
[গ] মুহম্মদ ঘুরী
[ঘ] বলবন
২৬. তুযুক-ই-বাবর একটি-
i. ঐতিহাসিক গ্রন্থ
ii. আত্মজীবনীমূলক গ্রন্থ
iii. কাব্যগ্রন্থ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮ নং প্রশ্নেরর উত্তর দাও :
যুগোস্লাভিয়ার বসনিয়া বহুকাল থেকে মুসলিম প্রধান অঞ্চল কিন্তু একই অঞ্চলের খ্রিষ্টান আধিপত্যের মুসলানরা খ্রিষ্টান প্রশাসন দ্বারা নির্যাতিত ও শোষিত হতে থাকে। ফলে মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা অর্জনে সচেষ্ট হয়। খ্রিষ্টানরা তাদের দমন করতে
গণহত্যা চালায়।
২৭. উদ্দীপকের নির্যাতন ও গণহত্যার সাথে নিচের কোন ঘটনার সাদৃশ্য রয়েছে?
[ক] পশ্চিম পাকিস্তানের প্রতি পূর্ব পাকিস্তানের নির্যাতন
[খ] পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের নির্যাতন
[গ] পশ্চিম বাংলার প্রতি ব্রিটিশদের নির্যাতন
[ঘ] পূর্ব বাংলার প্রতি ব্রিটিশদের নির্যাতন
২৮. উক্ত গণহত্যার উদ্দেশ্য ছিল-
i. জাতিকে মেধাশূন্য করা
ii. জাতিকে নেতৃ ত্বহীন করা
iii. নিজেদের বীরত্ব প্রকাশ করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৯. ১৭৫৭ সালে কার নেতৃত্বে ইংরেজর যুদ্ধ করে?
[ক] লর্ড হেস্টিংস
[খ] লর্ড লিটন
[গ] লর্ড ক্লাইভ
[ঘ] লর্ড কার্জন
৩০. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬ দফা কর্মসূচি ঘোষণা করেন কেন?
[ক] বাঙালির মুক্তির জন্য
[খ] স্বাধীনতা আন্দোলনের জন্য
[গ] গণ আন্দোলনের জন্য
[ঘ] ৭০ এর নির্বাচনের জন্য
উত্তরমালা: ১ [ঘ] ২ [ক] ৩ [খ] ৪ [ক] ৫ [গ] ৬ [খ] ৭ [গ] ৮ [ক] ৯ [খ] ১০ [ঘ] ১১ [খ] ১২ [ক] ১৩ [গ] ১৪ [গ] ১৫ [খ] ১৬ [ক] ১৭ [ক] ১৮ [গ] ১৯ [খ] ২০ [খ] ২১ [ক] ২২ [গ] ২৩ [খ] ২৪ [ক] ২৫ [খ] ২৬ [ক] ২৭ [খ] ২৮ [ঘ] ২৯ [গ] ৩০ [ক]
0 Comments:
Post a Comment