HSC ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর আনোয়ার গার্লস কলেজ pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Islamic History and Culture 2nd Paper mcq question and answer. HSC History and Culture of Islam 2nd Paper (mcq) Multiple Choice Questions Answers Shaheed Bir Uttam Lt. Anwar Girls College pdf download.

মডেল টেস্ট
শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
২য় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: [২৬৮]

সময়: ৩০ মিনিট               পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Islamic History and Culture 2nd Paper
Board Question Solution
MCQ
Question and Answer

১. ভারতে তুর্কি মামলুক বংশের সর্বশেষ সুলতান কে ছিলেন?
[ক] কায়কোবাদ
[খ] কায়মুর্স
[গ] বুগরা খান
[ঘ] মুহাম্মদ

২. মুহাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?
[ক] দাক্ষিণাত্য
[খ] দৌলতাবাদ
[গ] মুজাফরবাদ
[ঘ] আফগানপুর

৩. মুহাম্মদ বিন তুঘলক কোথায় কর বৃদ্ধি করেন?
[ক] দেবগিরিতে
[খ] দোয়াব অঞ্চলে
[গ] দাক্ষিণাত্যে
[ঘ] দিল্লিতে

৪. কোন যুদ্ধ ভারতীয় উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের সূচনা করেছিল?
[ক] তরাইনের প্রথম যুদ্ধ
[খ] পানিপথের প্রথম যুদ্ধ
[গ] পানিপথের দ্বিতীয় যুদ্ধ
[ঘ] তরাইনের দ্বিতীয় যুদ্ধ

৫. নিচের কোন যুদ্ধে প্রথম কামান ব্যবহার করা হয়?
[ক] তরাইনের প্রথম যুদ্ধ
[খ] পানিপথের প্রথম যুদ্ধ
[গ] পানিপথের দ্বিতীয় যুদ্ধ
[ঘ] তরাইনের দ্বিতীয় যুদ্ধ

৬. শেরশাহের প্রকৃত নাম ছিল-
[ক] হাসান
[খ] ইব্রাহিম
[গ] ফরিদ
[ঘ] ফজল

৭. মনসবদারি ব্যবস্থা কোন সম্রাট প্রবর্তন করেছিলেন?
[ক] বাবর
[খ] হুমায়ুন
[গ] আকবর
[ঘ] জাহাঙ্গীর

৮. ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
[ক] সৈয়দ আহমদ খান
[খ] নওয়াব আবদু ল লতিফ
[গ] হাজী শরীয়ত উল্লাহ
[ঘ] হাজী মুহাম্মদ মহসীন

নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০নং প্রশ্নের উত্তর দাও :
বর্তমান সরকার বৈশাখী ভাতার প্রচলন করেছে। তাই আগের চাইতে আরো জাঁকজমকপূর্ণভাবে পহেলা বৈশাখ পালিত হচ্ছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে এটি একটি জাতীয় উৎসব হিসেবে পরিণত হয়েছে। ফলে সবার মধ্যে আন্তরিকতা ও একতা বৃদ্ধি পেয়েছে।

৯. উদ্দীপকের মতো আকবর কোন নীতি গ্রহণের মাধ্যমে সকলকে একত্রিত করতে চেয়েছিলেন?
[ক] ধর্মীয় নীতি
[খ] রাজপুত নীতি
[গ] সামরিক নীতি
[ঘ] রাজস্ব নীতি

১০. সম্রাট আকবরের উক্ত নীতির উদ্দেশ্য ছিল-
i. শত্রুর মন জয় করা
ii. জাতীয়তাবোধ জাগ্রত করা
iii. ধর্মীয় সচেতনতা বৃদ্ধি করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১১. ফরায়েজি আন্দোলনের প্রাথমিক লক্ষ্য কী ছিল?
[ক] ধর্মীয় সংস্কার
[খ] অর্থনৈতিক মুক্তি
[গ] ক্ষমতা লাভ
[ঘ] নীলকরদের উৎখাত

HSC ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর -শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ

১২. ইংরেজদের সাথে তিতুমীরের পরাজয়ের কারণ কী ছিল?
i. তিতুমীরের সমর্থকদের অসহযোগিতা
ii. ইংরেজদের উন্নত যুদ্ধকৌশল
iii. তিতুমীর কর্তৃক প্রচলিত অস্ত্রের ব্যবহার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
[* বি. দ্র : সঠিক উত্তর রফিকউদ্দিন আহমেদ]

১৩. ভাষা আন্দোলনের প্রথম শহিদ কে ছিলেন?
[ক] আবুল বরকত
[খ] আব্দুল আউয়াল
[গ] অহি উল্লাহ
[ঘ] আব্দুল জববার

১৪. পূর্ব বাংলায় আন্দোলনের লক্ষ্য ছিল -
i. সুশাসন প্রতিষ্ঠা
ii. গণতন্ত্রের আদর্শ বাস্তবায়ন
iii. অর্থনৈতিক বৈষম্যের অবশান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৫. ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে নিহত ছাত্রনেতার নাম কী ছিল?
[ক] আসাদুজ্জামান
[খ] নূরুজ্জামান
[গ] ডা. মিলন
[ঘ] মোশারফ হোসেন

১৬. বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
[ক] সৈয়দ নজরুল ইসলাম
[খ] তাজউদ্দীন আহমদ
[গ] এ এইচ এম কামারুজ্জামান
[ঘ] ক্যাপ্টেন এম মনসুর আলী

১৭. প্রাচ্যের হোমার বলা হয় কাকে?
[ক] আল ফারাবী
[খ] ফেরদৌসী
[গ] উনসূরী
[ঘ] হাফিজ

১৮. ‘আরবদের সিন্ধু বিজয় একটি নিস্ফল বিজয়’ এ কথা বলেছিলেন-
[ক] ঈশ্বরী প্রসাদ
[খ] স্টেনলি লেনপুল
[গ] পি কে হিট্টি
[ঘ] এবিএম হাবিবুল্লাহ

নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০নং প্রশ্নের উত্তর দাও :
হজের মৌসুমে প্রতিবছর বাংলাদেশ থেকে প্রচুর ধর্মপ্রাণ মুসলমান হজ পালন করতে মক্কায় যান। মক্কা বর্তমানে সৌদি আরবে অবস্থিত। মহানবি হযরত মুহাম্মদ (সা.)-এর মাধ্যমে আরবে ইসলামের আবির্ভাব ঘটে।

১৯. ইসলামের আবির্ভাবের পূর্বে ভারত উপমহাদেশের সাথে কাদের যোগাযোগ ছিল?
[ক] আরব শেখদের
[খ] আরব সৈনিকদের
[গ] আরব কবিদের
[ঘ] আরব বণিকদের

২০. ভারতে নিম্নবর্ণের হিন্দুরা কেন ইসলামের প্রতি আকৃষ্ট হয়?
i. ইসলামের সাম্য ও শান্তির বার্তা পেয়ে
ii. আরব বণিকদের সাথে ব্যবসা করার উদ্দেশ্যে
iii. শাসকদের নিপীড়ন থেকে মুক্তি লাভের আশায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২১. তরাইনের ২য় যুদ্ধে কত সালে সংঘটিত হয়?
[ক] ১১৯১
[খ] ১১৯২
[গ] ১১৯৩
[ঘ] ১১৯৪

২২. মুহাম্মদ ঘুরী ভারতে কাকে তার প্রতিনিধির নিয়োগ করেন?
[ক] কুতুবুদ্দিন আইবেক
[খ] খসরু মালিক
[গ] তাজউদ্দিন
[ঘ] নাসির উদ্দিন কুবাচা

২৩. কোন আববাসীয় খলিফা ইলতুৎমিশকে নিয়োগ করেন?
[ক] আল মুসতানসির বিল্লাহ
[খ] আল মানসুর
[গ] আল মামুন
[ঘ] হারুন অর রশিদ

২৪. গিয়াস উদ্দিন বলবন শাসকদের পৃথিবীতে কার প্রতিনিধি মনে করতেন?
[ক] খলিফার
[খ] আল্লাহর
[গ] জনগণের
[ঘ] নবী-রাসূলের

২৫. দিল্লির কোন সুলতান Blood and Iron Policy গ্রহণ করেছিলেন?
[ক] শামসুদ্দিন ইলতুমিশ
[খ] মুহম্মদ বিন তুঘলক
[গ] গিয়াসউদ্দিন বলবন
[ঘ] আলাউদ্দিন খলজি

নিচের উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭নং প্রশ্নের উত্তর দাও :
মেয়েকে মুক্তিযুদ্ধের ফাঁকে বাবা সামাদ ১৯৭০ সালের নির্বাচনের কথা বলেছিলেন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভের পরও কীভাবে বাঙালিদের সরকার গঠন হতে বিরত রাখা হয়। সর্বশেষ নিরীহ জনতার ওপর রাতের আঁধারে সামরিক অভিযান চালিয়ে সম্পন্ন হয় ইতিহাসের জঘন্যতম হত্যাযজ্ঞ।

২৬. উদ্দীপকে উল্লিখিত ঘটনাকে বলা হয়-
[ক] অপারেশন জ্যাকপট
[খ] অপারেশন সার্চলাইট
[গ] অপারেশন ক্লিনহার্ট
[ঘ] অপারেশন হলিলাইট

২৭. বাঙালিদের ওপর নির্বিচারে আক্রমণের ফলাফল ছিল-
i. প্রত্যক্ষ যুদ্ধের সূত্রপাত হয়
ii. বাঙালিরা অবদমিত হয়
iii. অগণিত নারী ও শিশু হত্যার শিকার হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯নং প্রশ্নের উত্তর দাও :
‘ক’ রাষ্ট্রের মুক্তিযুদ্ধের সময় বিপদগ্রস্ত আশ্রয়হীন মানুষ প্রতিবেশী ‘খ’ রাষ্ট্রে ব্যাপক হারে শরণার্থী হিসেবে আশ্রয় গ্রহণ করে।

২৮. বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন ‘খ’ রাষ্ট্রের অনুরূপ ভূমিকা পালন করে-
[ক] ভারত
[খ] নেপাল
[গ] ভূটান
[ঘ] বার্মা

২৯. মুক্তিযুদ্ধে (১৯৭১ সাল) আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন কারা?
[ক] জগজিৎ সিংহ আরোরা ও এ কে নিয়াজী
[খ] জেনারেল ওসমানি ও এ এ কে নিয়াজী
[গ] একে খন্দকার ও রাও ফরমান আলী
[ঘ] জ্যাকব ও জামশেদ

৩০. ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে দিওয়ানি লাভ করে?
[ক] ১৯৬৭ সালে
[খ] ১৭৬৪ সালে
[গ] ১৭৬৫ সালে
[ঘ] ১৭৭২ সালে

 
উত্তরমালা: ১ [ক] ২ [খ] ৩ [খ] ৪ [খ] ৫ [খ] ৬ [গ] ৭ [গ] ৮ [গ] ৯ [ক] ১০ [ক] ১১ [ক] ১২ [গ] ১৩ * ১৪ [ঘ] ১৫ [ক] ১৬ [খ] ১৭ [খ] ১৮ [খ] ১৯ [ঘ] ২০ [খ] ২১ [খ] ২২ [ক] ২৩ [ক] ২৪ [খ] ২৫ [গ] ২৬ [খ] ২৭ [খ] ২৮ [ক] ২৯ [ক] ৩০ [ঘ]

Share:

0 Comments:

Post a Comment