HSC ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর বিএএফ শাহীন কলেজ, চট্টগ্রাম pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Islamic History and Culture 2nd Paper mcq question and answer. HSC History and Culture of Islam 2nd Paper (mcq) Answers to Multiple Choice Questions BAF Shaheen College, Chittagong pdf download.

মডেল টেস্ট
বি এ এফ শাহীন কলেজ, চট্টগ্রাম
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
২য় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: [২৬৮]

সময়: ৩০ মিনিট               পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Islamic History and Culture 2nd Paper
Board Question Solution
MCQ
Question and Answer

১. আরবদের সিন্ধু বিজয়ের সময় মুসলিম বিশ্বের খলিফা ছিলেন কে?
[ক] আল ওয়ালিদ
[খ] হাজ্জাজ বিন ইউসুফ
[গ] আব্দুল মালিক
[ঘ] আব্দুল আজিজ

২. ভারতবর্ষকে সুরক্ষা করেছে কোন পর্বত?
[ক] কুনলুন
[খ] আন্দিজ
[গ] পিরেনিজ
[ঘ] হিমালয়

৩. ভারতে দ্বিতীয় পর্যায়ে মুসলিম অভিযানে
নেতৃত্ব দেন কে?
[ক] সুলতান মাহমুদ
[খ] মুহাম্মদ বিন কাসিম
[গ] মুহাম্মদ ঘুরী
[ঘ] কুতুবউদ্দিন আইবেক

৪. আলাউদ্দীন হোসেনকে ‘জাহানসুজ’ বলার কারণ-
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. গজনী নগরী ধ্বংস

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫. ঘুরী বংশের রাজধানী কোথায় ছিল?
[ক] লাহোর
[খ] গজনী
[গ] কুন্দুজ
[ঘ] গরমশির

৬. নিচের ছকে ‘?’ চিহ্নিত স্থানে বসবে-
দাস বংস [?] তুঘলক বংশ
[ক] খলজি বংশ
[খ] সৈয়দ বংশ
[গ] লোদী বংশ
[ঘ] মামলুক বংশ

৭. ‘কুয়াত-উল-ইসলাম’ কী?
[ক] একটি ধর্মীয় স্থাপত্য
[খ] একটি মসজিদ
[গ] একটি প্রাসাদ
[ঘ] একটি সমাধিসৌধ

৮. ‘বন্দেগান-ই-চেহেলগান’ হলো-
[ক] একটি সামরিক প্রতিষ্ঠান
[খ] একটি প্রশাসনিক পদ
[গ] একটি সাহিত্য সমিতি
[ঘ] দাসদের একটি সংঘ

৯. মুহাম্মদ বিন তুঘলক দেবগিরির নাম রাখেন-
[ক] আহমেদাবাদ
[খ] দৌলতাবাদ
[গ] ফিরোজাবাদ
[ঘ] তুঘলকাবাদ

১০. Prince of Moneyers বলা হয় কাকে?
[ক] ফিরোজ শাহ তুঘলককে
[খ] আলাউদ্দিন খলজিকে
[গ] মুহাম্মদ বিন তুঘলককে
[ঘ] জালাল উদ্দীন খলজিকে

১১. জন্মগতভাবে মুঘলরা কোথাকার অধিবাসী?
[ক] মধ্য এশিয়া
[খ] মধ্যপ্রাচ্য
[গ] দূর প্রাচ্য
[ঘ] দক্ষিণ এশিয়া

HSC ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর -বি এ এফ শাহীন কলেজ, চট্টগ্রাম

১২. মুঘল বংশের দ্বিতীয় শাসক কে ছিলেন?
[ক] হুমায়ুন
[খ] শেরশাহ
[গ] আকবর
[ঘ] আওরঙ্গজেব

১৩. মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কাকে?
[ক] বাবরকে
[খ] আকবরকে
[গ] জাহাঙ্গীরকে
[ঘ] আওরঙ্গজেবকে

১৪. সুবা শব্দের অর্থ কী?
[ক] প্রদেশ
[খ] গ্রাম
[গ] পরগনা
[ঘ] সরকার

১৫. মেহের-উন-নিসাকে ‘নূরজাহান’ উপাধি কে দিয়েছিলেন?
[ক] সম্রাট আকবর
[খ] সম্রাট জাহাঙ্গীর
[গ] সম্রাট শাহজাহান
[ঘ] সম্রাট হুমায়ুন

১৬. তাজমহল কিসের প্রতীক?
[ক] প্রেমের
[খ] বীরত্বের
[গ] ঐশ্বর্যের
[ঘ] বিরহের

১৭. দ্বৈত শাসন প্রবর্তন হয় কোথায়?
[ক] পাঞ্জাব
[খ] মাদ্রাজে
[গ] বাংলায়
[ঘ] পন্ডিচেরিতে

১৮. আইনুল ইতিহাসের একটি বিদ্রোহ গড়ছিল, যে বিদ্রোহের নায়ক ছিল মঙ্গল পা--। আইনুর পড়ছিল-
i. সিপাহি বিদ্রোহ সম্পর্কে
ii. ১৮৫৭ সালের বিদ্রোহ সম্পর্কে
iii. সন্ন্যাসী বিদ্রোহ সম্পর্কে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৯. খেলাফত ও অসহযোগ আন্দোলনের লক্ষ্য ছিল?
i. ভারতের স্বাধীনতা অর্জন
ii. তুরস্কের অখ-তা রক্ষা
iii. বিদেশি পণ্য বর্জন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২০. এ কে ফজলুল হককে ‘শেরে বাংলা’ উপাধি দেওয়া হয় কবে?
[ক] ১৯৪০ সালের ১০ মার্চ
[খ] ১৯৪০ সালের ২২ মার্চ
[গ] ১৯৪১ সালের ১০ মার্চ
[ঘ] ১৯৪১ সালের ২২ মার্চ

২১. লাহোর প্রস্তাব সংশোধন করে কিসের দাবি করা হয়?
[ক] এক রাষ্ট্র গঠনের
[খ] একাধিক রাষ্ট্র গঠনের
[গ] স্বাধীন বাংলাদেশ গঠনের
[ঘ] আন্দোলন সংগ্রাম বন্ধের

২২. ভাষা আন্দোলনের ফলে-
i. বাঙালি জাতীয়তাবাদ বিকশিত হয়
ii. বাংলা রাষ্ট্রভাষা মর্যাদা লাভ করে
iii. বাঙালি স্বাধীনতা অর্জন করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৩. যুক্তফ্রন্টের কোন দলটি এ কে ফজলুল হকের এর নেতৃত্বাধীন ছিল?
[ক] আওয়ামী মুসলিম লীগ
[খ] নেজাম-ই-ইসলাম
[গ] কৃষক-শ্রমিক পার্টি
[ঘ] গণতন্ত্রী দল

২৪. আগরতলা মামলার ৩৫নং আসামি কে ছিলেন?
[ক] ক্যাপ্টেন খুরশীদ
[খ] ক্যাপ্টেন আলী রেজা
[গ] লে. আব্দুর রউফ
[ঘ] মাহবুবুদ্দিন চৌধুরী

২৫. তমুদ্দন মজলিস হচ্ছে-
i. সাংস্কৃতিক সংগঠন
ii. ধর্মীয় সংগঠন
iii. ভাষা আন্দোলনের প্রথম সংগঠন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৬. ১৯৬৮ সালের আইয়ুব সরকার উন্নয়ন দশক পালন করে থাকে?
[ক] শাসনের এক দশক পূর্তিতে
[খ] শাসনের দুই দশক পূর্তিতে
[গ] শাসনের তিন দশক পূর্তিতে
[ঘ] শাসনের চার দশক পূর্তিতে

২৭. বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিকনির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৮. ‘২৩ বছরের ইতিহাস আমাদের বঞ্চনার ইতিহাস’ উক্তিটি কার কণ্ঠে ধ্বনিত হয়?
[ক] আব্দুল হামিদ খান ভাসানী
[খ] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
[গ] হোসেন শহীদ সোহরাওয়ার্দী
[ঘ] এ. কে. ফজলুল হক

নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০নং প্রশ্নের উত্তর দাও :
‘ক’ রাষ্ট্রের মুক্তিযুদ্ধের সময় বিপদগ্রস্ত ও আশ্রয়হীন মানুষ প্রতিবেশী ‘খ’ রাষ্ট্রের ব্যাপকহারে শরণার্থী হিসেবে আশ্রয় গ্রহণ করে। এ বিপরীতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ‘ক’ রাষ্ট্রের স্বাধীনতার বিরোধিতা করে গ ও ঘ রাষ্ট্র।

২৯. উক্ত ‘খ’ বলতে কোন দেশকে বোঝানো হয়েছে?
[ক] মিয়ানমার
[খ] ভারত
[গ] বাংলাদেশ
[ঘ] নেপাল

৩০. উদ্দীপকের স্বাধীনতার বিরোধিতাকারী গ ও ঘ রাষ্ট্র বলতে-
i. চীন
ii. ভারত
iii. মার্কিন যুক্তরাষ্ট্র

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

উত্তরমালা: ১ [ক] ২ [ঘ] ৩ [গ] ৪ [খ] ৫ [খ] ৬ [ক] ৭ [খ] ৮ [ঘ] ৯ [খ] ১০ [খ] ১১ [ক] ১২ [খ] ১৩ [খ] ১৪ [ক] ১৫ [খ] ১৬ [ক] ১৭ [গ] ১৮ [ক] ১৯ [ঘ] ২০ [খ] ২১ [ক] ২২ [ক] ২৩ [গ] ২৪ [গ] ২৫ [খ] ২৬ [ক] ২৭ [ক] ২৮ [খ] ২৯ [খ] ৩০ [খ]

Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide