HSC ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর শাহ্ সুলতান কলেজ pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Islamic History and Culture 1st Paper mcq question and answer. HSC Islamic History and Culture 1st Paper (mcq) Multiple Choice Questions Answers Shah Sultan College pdf download.

মডেল টেস্ট
সরকারি শাহ্ সুলতান কলেজ, বগুড়া
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
১ম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: [২৬৭]

সময়: ৩০ মিনিট               পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Islamic History and Culture 1st Paper
Board Question Solution
MCQ
Question and Answer

১. Dome of the Rock নির্মাণ করেন.
[ক] মুয়াবিয়া
[খ] আবদুল মালেক
[গ] আল ওয়ালিদ
[ঘ] আল-মনসুর

২. মিশরে ফাতেমীয় বংশ প্রতিষ্ঠিত হয়-
[ক] ৯০৯ সালে
[খ] ৯১০ সালে
[গ] ৯১১ সালে
[ঘ] ৯১২ সালে

৩. মাওয়ালী বলতে বোঝায়-
[ক] অভিজাত মুসলমানদেরকে
[খ] নবদীক্ষিত অনারব মুসলমানদেরকে
[গ] মুসলিম ও রাষ্ট্রের অমুসলমানদেরকে
[ঘ] গরিব ও অসহায় মুসলমানদেরকে

৪. খ্রিষ্টানদের ধর্মান্ধ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার কারণ হলো-
i. তারা মুসলমানদের মনে প্রাণে গ্রহণ করেছিল
ii. তারা আরবীয়করণ মেনে নিতে পারছিল না
iii. ইসলামের সাথে খ্রিষ্টধর্মের অমিল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৫ ও ৬নং প্রশ্নের উত্তর দাও :
জনাব সলিম মিয়া ‘ক’ উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়ে গ্রামবাসীর উদ্দেশ্যে তার প্রথম ভাষণে বলেন, ‘‘আমি যতদিন আপনাদের কল্যাণে কাজ করব ততদিন আপনারা আমাকে সমর্থন করবেন। আমি পথভ্রষ্ট হলে আপনারা আমাকে সঠিক পথে চলার পরামর্শ দিবেন।’’

৫. সলিম মিয়ার বক্তব্যটি ইসলামের ইতিহাসের কোন খলিফার অভিষেক বক্তৃতার সাথে মিল রয়েছে?
[ক] হযরত আবু বকর (রা.)
[খ] হযরত উমর (রা.)
[গ] হযরত উসমান (রা.)
[ঘ] হযরত আলী (রা.)

৬. উদ্দীপকের ভাষণ থেকে কী শিক্ষা পাওয়া যায়?
[ক] সর্বাবস্থায় নেতাকে অনুসরণ করা
[খ] সর্বাবস্থায় নেতার কাজের সমালোচনা করা
[গ] সর্বাবস্থায় মধ্যপন্থা অবলম্বন করা
[ঘ] সঠিক নেতৃত্বকে সমর্থন ও ভুল নেতৃত্বকে পরিহার করা

৭. অমুসলিমদের নিরাপত্তা সামরিক কর কোনটি?
[ক] যাকাত
[খ] জিজিয়া
[গ] উশুর
[ঘ] খুমস

৮. ফাতেমীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?
[ক] আল আজিজ
[খ] আল মুইজ
[গ] আল মনসুর
[ঘ] আল কাইম

৯. ‘মৃত্যুর বাগান’ বলা হয় কোন যুদ্ধকে?
[ক] ইয়ামামার যুদ্ধ
[খ] কাদিসিয়ার যুদ্ধ
[গ] নামারিকের যুদ্ধ
[ঘ] মুতার যুদ্ধ

১০. খলিফা মামুন প্রতিষ্ঠা করেন.
[ক] দারুল হিকমা
[খ] বায়তুল হিকমা
[গ] বাগদাদ নগরী
[ঘ] টাকশাল

১১. উমর বিন আবদুল আজিজকে পঞ্চম খলিফা বলার কারণ-
i. তিনি হযরত আলী (রা) পরে খলিফা হন
ii. তিনি ধর্মপ্রাণ ছিলেন
iii. হযরত উমর (রা) সাথে তার চরিত্রের মিল পাওয়া যায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১২. আবু জাহেল কোন যুদ্ধে নিহত হন?
[ক] বদর
[খ] ওহুদ
[গ] খন্দক
[ঘ] মূতা

HSC ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর -সরকারি শাহ্ সুলতান কলেজ

১৩. বদরের যুদ্ধ কত খ্রিষ্টাব্দে সংঘটিত হয়?
[ক] ৬২২
[খ] ৬২৩
[গ] ৬২৪
[ঘ] ৬২৫

১৪. আববাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?
[ক] আস্-সাফফাহ
[খ] আল মনসুর
[গ] হারুন-অর-রশিদ
[ঘ] আল মামুন

১৫. আব্দুল্লাহ ইবনে যুবাইর কোন যুদ্ধে নিহত হন?
[ক] কারবালার যুদ্ধে
[খ] আরাফাতের যুদ্ধে
[গ] জাবের যুদ্ধে
[ঘ] বাইজানটাইন যুদ্ধে

১৬. কর্ডোভাকে ইউরোপের বাতিঘর বলা হয় কেন?
i. ইউরোপ গমনের দিক নির্দেশনা এখানে ছিল বলে
ii. এখানকার জ্ঞান-বিজ্ঞান ইউরোপকে আলোকিত করেছিল বলে
iii. শহরটি আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছিল বলে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭. হিলফুল ফুজুলের উদ্দেশ্য ছিল-
i. শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করা
ii. ইসলাম প্রতিষ্ঠা করা
iii. নিঃস্ব, অসহায় ও দুর্গতদের সেবা করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৮. ‘দুমাতুল জান্দালের’ সালিশ বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. মাওয়ালিদের ক্ষমতা বৃদ্ধি পায়
iii. খারিজিদের উৎপত্তি হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৯. উমাইয়া যুগের শিল্পকলার শ্রেষ্ঠ নিদর্শন কোনটি?
[ক] দামেস্ক মসজিদ
[খ] আল-আকসা মসজিদ
[গ] কুববাতুস সাখরা
[ঘ] সবুজ রাজপ্রাসাদ

নিচের উদ্দীপকটি পড়ে ২০ ও ২১নং প্রশ্নের উত্তর দাও :
এক সময় বিশ্বের জ্ঞান-ভান্ডার সম্বন্ধে বাঙালিরা অপরিচিত ছিল। কারণ উচ্চমার্গীয় বই-পুস্তক ছিল ইংরেজি, ফরাসি, জার্মান প্রভৃতি বিদেশি ভাষায় রচিত। কিন্তু বাংলাদেশের অভ্যুদয়ের পর বাংলা একাডেমি বিশ্বের বিখ্যাত মনীষীদের লেখা পুস্তকাদি বাংলা ভাষায় অনুবাদের মহতি উদ্যোগ গ্রহণ করে। ফলে সাধারণ বাঙালিও বহির্বিশ্বের জ্ঞান-বিজ্ঞান সম্পর্কে ধারণা নেওয়ার সুযোগ পায়।

২০. উদ্দীপকের বাংলা একাডেমির মতো আববাসি যুগের কোন প্রতিষ্ঠান এ ধরনের মহতি ভূমিকা পালন করেছিল?
[ক] নিযামিয়া মাদ্রাসা
[খ] বাইতুল হিকমা
[গ] দার-উস-সাজারাহ
[ঘ] আল-মাহদিয়া

২১. বাংলা একাডেমির উদ্যোগের কারণ বাঙালির মতো উক্ত প্রতিষ্ঠান আরবদেরকে করে তুলেছিল-
i. বিশ্ব নাগরিক
ii. ইসলাম বিমুখ
iii. জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২২. আববাসি রাজবংশের মোট কতজন খলিফা রাজত্ব করেন?
[ক] ৩৫
[খ] ৩৬
[গ] ৩৭
[ঘ] ৩৮

২৩. নীল নদের দেবতার নাম কী?
[ক] এটন
[খ] রে
[গ] ফারাও
[ঘ] ওসিরিস

২৪. কিউনিফর্ম কী?
[ক] শিলা লিপি
[খ] মিশরীয় লিপি
[গ] হিব্রু লিপি
[ঘ] সুমেরীয় লিপি

নিচের উদ্দীপকটি পড়ে ২৫ ও ২৬নং প্রশ্নের উত্তর দাও :
দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিবাদমান রাষ্ট্রসমূহের মধ্যে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের প্রতিষ্ঠা হয়। এ জাতিসংঘের সনদে বিরোধ মিমাংসা, প্রশাসন পরিচালনা, অর্থনৈতিক ও সামাজিক সমস্যা দূরীকরণ, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়ন প্রভৃতি ধারাগুলো একটি বিশ্ব রাষ্ট্র গঠনের ইঙ্গিত দেয়।

২৫. উদ্দীপকে বর্ণিত জাতিসংঘ প্রতিষ্ঠার পটভূমির সাথে মহানবি (স.)-এর জাতি গঠনের কোন উদ্যোগের মিল রয়েছে?
[ক] হিলফুল ফুযুল
[খ] মদিনা সনদ
[গ] হুদায়বিয়ার সন্ধি
[ঘ] আকাবার শপথ

২৬. উক্ত উদ্যোগের মাধ্যমে মহানবি (স.)-এর ব্যক্তিত্বে প্রকাশ পেয়েছে.
i. রাজনৈতিক প্রজ্ঞা
ii. সংস্কারবাদী মনোভাব
iii. নেতৃত্বগুণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৭. প্যাপিরাস নামক কাগজ কোথায় আবিষ্কার হয়?
[ক] মিশরে
[খ] রোমে
[গ] চীনে
[ঘ] সিন্ধুতে

২৮. আববাসি যুগের মুসলিম নারী সমাজসেবকের উদাহরণ হয়ে আছেন.
i. জুবাইদা
ii. রাইনা
iii. খায়জুরান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৯. মুসলমানদের স্পেন জয়ের ফলে-
i. ইউরোপে নবজাগরণের সূচনা হয়
ii. ব্যক্তিগত সম্পত্তির অধিকার স্বীকৃত হয়
iii. কৃতদাসেরা মানবিক অধিকার লাভ করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩০. মুসলিম বিজয়ের প্রাক্কালে স্পেনের রাজধানীর নাম ছিল-
[ক] টলেডো
[খ] সিউটা
[গ] কর্ডোভা
[ঘ] আন্দালুসিয়া

উত্তরমালা: ১ [খ] ২ [ক] ৩ [খ] ৪ [গ] ৫ [ক] ৬ [ঘ] ৭ [খ] ৮ [খ] ৯ [ক] ১০ [খ] ১১ [গ] ১২ [ক] ১৩ [গ] ১৪ [খ] ১৫ [ক] ১৬ [গ] ১৭ [খ] ১৮ [খ] ১৯ [ঘ] ২০ [খ] ২১ [খ] ২২ [গ] ২৩ [ঘ] ২৪ [ঘ] ২৫ [ক] ২৬ [ঘ] ২৭ [ক] ২৮ [খ] ২৯ [ঘ] ৩০ [ক]

Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide