HSC ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর মুজিবুর রহমান মহিলা কলেজ pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Islamic History and Culture 1st Paper mcq question and answer. HSC History and Culture of Islam 1st Paper (mcq) Answers to Multiple Choice Questions Mujibur Rahman Mahila College pdf download.

মডেল টেস্ট
সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ, বগুড়া
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
১ম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: [২৬৭]

সময়: ৩০ মিনিট               পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Islamic History and Culture 1st Paper
Board Question Solution
MCQ
Question and Answer

১. মুসলমানদের আবিসিনিয়ায় হিজরতের সময় সেখানকার রাজা কে ছিলেন?
[ক] আবরাহা
[খ] নাজ্জাসি
[গ] খসরু
[ঘ] গাস্সানি

২. পিরামিড নির্মাণের মূল উদ্দেশ্য কী?
[ক] ঐশ্বর্য প্রদর্শন
[খ] মৃতদেহ সংরক্ষণ
[গ] বিপদে আশ্রয়গ্রহণ
[ঘ] শাসনকার্য পরিচালনা

নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
রুদ্র প্রাকৃতিতে বেঁচে থাকা, ক্ষেপ্র গতিতে যাতায়াত, যুদ্ধ, অভিজাত জীবনযাপন প্রভৃতি আরবসমাজে নির্ভর করত একটি প্রাণীর মালিকানার ওপর।

৩. উদ্দীপকে যে প্রাণীটির প্রতি ইঙ্গিত করা হয়েছে তা হলো-
[ক] উট
[খ] ঘোড়া
[গ] গাধা
[ঘ] খচ্চর

৪. মানুষের জীবনে উক্ত প্রাণীর যে প্রভাব ছিল-
i. যুদ্ধজয়
ii. কৃষিকাজ
iii. যাতায়াত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫. মক্কায় ‘মালা’ গঠনের উদ্দেশ্য কী ছিল?
i. গোত্রীয় ভারসাম্য রক্ষা
ii. শান্তিশৃঙ্খলা কায়েম করা
iii. মক্কার প্রশাসন তদাক করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬. হযরত আবু বকর (রা.)-কে প্রথম খলিফা হিসেবে নির্বাচনের কারণ হলো তার-
i. বয়োজ্যেষ্ঠতা
ii. হযরত মুহাম্মদ (সা.)-এর ইঙ্গিত
iii. কুরাইশ বংশীয় হওয়া

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও :
প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সাথে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সামরিক চুক্তিভিত্তিক সুসম্পর্ক বিদ্যমান ছিল। কিন্তু জুনিয়র বুশ আমেরিকার ক্ষমতা গ্রহণ করে বিদ্যমান সমঝোতা ভঙ্গ করে সাদ্দাম হোসেনকে হুমকি দিতে থাকেন। ফলে সাদ্দাম হোসেনও আমেরিকাকে সমুচিত জবাব দেওয়ার জন্য হুমকি প্রদান করেন।

HSC ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর -সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ

৭. উদ্দীপকে জুনিয়র বুশের সাথে আববাসি খলিফাদের শত্রু কোন রোমান সম্রাটের মিল পাওয়া যায়?
[ক] হিরাক্লিয়াস
[খ] আইরিন
[গ] নিকোলাস
[ঘ] নাইসিফোরাস

৮. উদ্দীপকে উল্লেখিত কার্যকলাপে খলিফা হারুন-অর-রশিদের চরিত্রের কোন দিকটি প্রস্ফুটিত হয়েছে?
i. তেজস্বিতা
ii. অনমনীয়তা
iii. সমঝোতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯. বায়তুল হিকমা কী?
[ক] গবেষণাগার জ্ঞানমন্দির
[খ] রাজপ্রাসাদ
[গ] প্রমোদ তরী
[ঘ] এক ধরনের স্থাপত্য

১০. নহরে জুবাইদা খননের প্রধান উদ্দেশ্য কী ছিল?
[ক] নৌ-যোগাযোগের জন্য
[খ] পানির কষ্ট দূর করতে
[গ] সুনাম অর্জনের নিমিত্তে
[ঘ] খলিফার নির্দেশ পালন করতে

১১. স্পেন বিজয় করেন কে?
[ক] হাজ্জাজ বিন ইউসুফ
[খ] তারিক বিন যিয়াদ
[গ] কুতায়বা বিন মুসলিম
[ঘ] মুহাম্মদ বিন কাসিম

১২. খারেজি কারা?
[ক] একটি যুক্তিবাদী সম্প্রদায়
[খ] একটি গুপ্তঘাতক সম্প্রদায়
[গ] একটি সাংস্কৃতিক দল
[ঘ] একটি রাজনৈতিক দল

১৩. ফাতেমীয় খিলাফত কত সালে প্রতিষ্ঠিত হয়?
[ক] ৬৬১ সালে
[খ] ৭৫০ সালে
[গ] ৯০১ সালে
[ঘ] ৯৩৯ সালে

১৪. আল-আজহার মসজিদটি কোন খলিফার সময়ে নির্মিত হয়?
[ক] আল কাইম
[খ] আল মনসুর
[গ] আল মুইজ
[ঘ] আল আজিজ

নিচের উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬নং প্রশ্নের উত্তর দাও :
ফরিদ তার শিক্ষকের কাছ থেকে জানল যে, একজন শাসক ঘোষণা করেন যে, দিনে কাজকর্ম করা যাবে না। দোকানপাট বন্ধ থাকবে আর রাতে অফিস আদালত ও বেচাকেনা চলবে।

১৫. ফরিদ তার শিক্ষকের বক্তব্যে ইতিহাসের কোন খলিফা সম্পর্কে জানতে পারল?
[ক] আল মনসুর
[খ] আল মুইজ
[গ] আল হাকিম
[ঘ] আল আজিজ

১৬. উক্ত শাসক উদ্ভট মানসিকতার অধিকারী হলেও তিনি পৃষ্ঠপোষক ছিলেন-
i. জ্যোতির্বিদ্যার
ii. সাহিত্যকর্মের
iii. ব্যাকরণ ও জ্ঞান-বিজ্ঞানের

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭. ‘দুমাতুল জন্দলের’ সালিশ বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. মাওয়ালীদের ক্ষমতা বৃদ্ধি পায়
iii. খারেজিদের উৎপত্তি হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও :
সুলতান পিয়াল উত্তরাধিকার সূত্রে ক্ষমতা গ্রহণ করেই সাম্রাজ্য বিস্তারে মনোযোগী হন। কয়েকজন বিখ্যাত ও দুর্ধর্ষ সেনাপতির সাহায্যে তিনি ইউরোপ, মধ্য এশিয়া ও ভারতবর্ষের কিছু অংশে সাম্রাজ্য বিস্তার করেন।

১৮. উদ্দীপকে বর্ণিত সুলতান পিয়ালের সাথে উমাইয়া বংশের কোন খলিফার মিল খুঁজে পাওয়া যায়?
[ক] মুয়াবিয়া
[খ] আব্দুল মালিক
[গ] আল ওয়ালিদ
[ঘ] উমর বিন আল আজিজ

১৯. উদ্দীপকের মতো উক্ত খলিফার সময়ে মুসলিম সাম্রাজ্যের বিস্তৃতির ফলে-
i. মসুলমানদের যাতায়াতের পথ সুগম হয়
ii. মুসলিম সভ্যতা ও সংস্কৃতির পথ প্রশংস্ত হয়
iii. ইউরোপ-আফ্রিকার সভ্যতা ও সংস্কৃতির সাথে মুসলমানরা পরিচিত হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ২০ ও ২১নং প্রশ্নের উত্তর দাও :
নাসির উদ্দিন ‘ক’ রাষ্ট্রের শাসক। শাসন ক্ষমতা গ্রহণের পর তিনি পূর্ববর্তী গণতান্ত্রিক রীতি বাদ দিয়ে নিজের পুত্রকে উত্তরাধিকার নিয়োগ করেন। ফলে রাষ্ট্রব্যবস্থায় নতুন একটি রীতি চালু হয়।

২০. উদ্দীপকের নাসির উদ্দিনের কর্মকান্ডের সাথে তোমার পঠিত কোন শাসকের মিল রয়েছে?
[ক] মুয়াবিয়া
[খ] ইয়াজিদ
[গ] আব্দুল মালেক
[ঘ] আল ওয়ালিদ

২১. উদ্দীপকে নাসির উদ্দিনের সাথে সাদৃশ্যমূলক শাসকের উত্তরাধিকারী নিয়োগের ফলে রাষ্ট্রে-
i. বংশানুক্রমিক রাজতন্ত্রের সূত্রপাত ঘটে
ii. স্বৈরতন্ত্রের সূত্রপাত ঘটে
iii. খিলাফতের পবিত্রতা নষ্ট হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২২. উমাইয়া যুগের সবশেষ খলিফা কে ছিলেন?
[ক] দ্বিতীয় ইয়াজিদ
[খ] তৃতীয় ইয়াজিদ
[গ] দ্বিতীয় ওয়ালিদ
[ঘ] দ্বিতীয় মারওয়ান

২৩. খলিফা আল মামুনের রাজত্বকালকে অগাস্টান যুগের সাথে তুলনা করা হয় কেন?
[ক] রাজ্য বিস্তারের জন্য
[খ] বৈদেশিক সম্পর্ক উন্নয়নের জন্য
[গ] ধর্ম প্রচারের জন্য
[ঘ] জ্ঞান-বিজ্ঞানের উন্নতির জন্য

২৪. কর্ডোভাকে ইউরোপের বাতিঘর বলা হয় কেন?
[ক] জ্ঞান-বিজ্ঞানের জন্য
[খ] অবস্থানের কারণে
[গ] বাণিজ্যপথের কারণে
[ঘ] অর্থনৈতিক কারণে

২৫. ইতিহাসের জনক কে?
[ক] হেরোডোটাস
[খ] হোমার
[গ] এরিস্টটল
[ঘ] প্লেটো

২৬. অমুসলমানদের ভূমিকর কোনটি?
[ক] যাকাত
[খ] জিযিয়া
[গ] উশর
[ঘ] খারাজ

২৭. ‘কুববাতুস সাখরা’ কে নির্মাণ করেন?
[ক] মুয়াবিয়া
[খ] ইয়াজিদ
[গ] আব্দুল মালিক
[ঘ] উমর বিন আব্দুল আজিজ

২৮. কোন খলিফাকে রূপকথার রাজা বলা হয়?
[ক] আবুল আববাস আসসাফ্ফাহ
[খ] আল মনসুর
[গ] হারুন-অর-রশিদ
[ঘ] আল মামুন

নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০নং প্রশ্নের উত্তর দাও :
অটোমান সুলতান হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।

২৯. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?
[ক] আবু মুসলিম খোরাসানি
[খ] হাজ্জাজ বিন ইউসুফ
[গ] মুসা বিন নুসাইর
[ঘ] আল আমিন

৩০. উদ্দীপকে নির্দেশিত উক্ত হত্যাকান্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতালিপ্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

উত্তরমালা: ১ [খ] ২ [খ] ৩ [ক] ৪ [খ] ৫ [ক] ৬ [খ] ৭ [ঘ] ৮ [ক] ৯ [ক] ১০ [খ] ১১ [খ] ১২ [ঘ] ১৩ [ঘ] ১৪ [গ] ১৫ [গ] ১৬ [ঘ] ১৭ [খ] ১৮ [গ] ১৯ [ঘ] ২০ [ক] ২১ [ঘ] ২২ [ঘ] ২৩ [ঘ] ২৪ [ক] ২৫ [ক] ২৬ [ঘ] ২৭ [গ] ২৮ [গ] ২৯ [ক] ৩০ [ঘ]

Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide