HSC ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ঘাটাইল ক্যান্টনমেন্ট কলেজ pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Islamic History and Culture 1st Paper mcq question and answer. HSC Islamic History and Culture 1st Paper (mcq) Multiple Choice Questions Ghatail Cantonment College pdf download.

মডেল টেস্ট
ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, টাঙ্গাইল
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
১ম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: [২৬৭]

সময়: ৩০ মিনিট               পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Islamic History and Culture 1st Paper
Board Question Solution
MCQ
Question and Answer

১. আরব শব্দের সমার্থক শব্দ কোনটি?
[ক] জলাশয়
[খ] খাল
[গ] জনপদ
[ঘ] মরুভূমি

২. আরব দেশকে জাজিরাতুল আরব বলা হয় কেন?
[ক] মরুভূমির দেশ বলে
[খ] তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে
[গ] আরব সাগরের তীরে অবস্থিত বলে
[ঘ] আরব পবিত্রভূমি হওয়ার জন্য

নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
মহানন্দার তীরে বাঁধ নির্মাণ করে বুলনপুরের লোকেরা বন্যার কবল থেকে গ্রামকে রক্ষা করে। এতে কৃষি কাজের প্রভূত উন্নতি হয়।

৩. উদ্দীপকের মতো ব্যবস্থা গৃহীত হয়েছিল কোন সভ্যতায়?
[ক] মিশরীয়
[খ] সুমেরীয়
[গ] গ্রিক
[ঘ] রোমান

৪. এতে কৃষির উন্নতি হয় কীভাবে?
i. জল সেচের মাধ্যমে
ii. উর্বরতা বৃদ্ধির ফলে
iii. বন্যা প্রকোপ থেকে রক্ষার ফলে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৫. পবিত্র কুরআনে ‘উম্মুল কুরা’ বলা হয়েছে কোন নগরীকে?
[ক] মক্কা
[খ] মদিনা
[গ] ইয়াসরিব
[ঘ] তায়েফ

৬. খন্দকের যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল?
[ক] ৬২৪
[খ] ৬২৫
[গ] ৬২৭
[ঘ] ৬২৮

৭. মহানবির প্রতিষ্ঠিত হিলফুল ফুজুলের উদ্দেশ্য ছিল-
i. ইসলাম প্রচার করা
ii. শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করা
iii. নিস্ব, অসহায় দুর্গতের সাহায্য করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৮. ‘আতিক’ শব্দের বাংলা অর্থ কী?
[ক] দয়ালু
[খ] বিশ্বাসী
[গ] দাতা
[ঘ] পরোপকারী

৯. ইসলামের ত্রাণকর্তা হিসেবে আখ্যায়িত ছিলেন.
[ক] আবু বকর (রা.)
[খ] উমর (রা.)
[গ] উসমান (রা.)
[ঘ] আলী (রা.)

১০. ‘‘আলোচনা ব্যতীত কোনো খিলাফত চলতে পারে না।’. উক্তিটি কার?
[ক] আবু বকরের (রা.)
[খ] উমরের (রা.)
[গ] উসমানের (রা.)
[ঘ] আলীর (রা.)

১১. হযরত আলীর (রা.) উপাধি কী ছিল?
[ক] আসাদুল্লাহ
[খ] সাইফউল্লাহ
[গ] উমর ফারুক
[ঘ] সিদ্দিক

১২. উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
[ক] সাম্রাজ্য বিস্তার
[খ] জনকল্যাণ
[গ] স্থাপত্য শিল্পের বিকাশ
[ঘ] জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ

নিচের উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও :
রাজা ফারহান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত হয়েই সাম্রাজ্য বিস্তারে মনোযোগী হন। কয়েকজন বিখ্যাত সেনাপতির সাহায্যে তিনি মধ্য এশিয়া, ইউরোপ ও ভারতবর্ষের সিন্ধুমুলতানে রাজ্য বিস্তার করেন।

১৩. উদ্দীপকে বর্ণিত রাজা ফারহানের সাথে উমাইয়া বংশের কোন খলিফার মিল খুঁজে পাওয়া যায়?
[ক] ইয়াজিদ
[খ] আব্দুল মালিক
[গ] আল-ওয়ালিদ
[ঘ] উমর বিন আব্দুল আজিজ

১৪. উদ্দীপকের মতো উক্ত খলিফার সময়ে ইসলামি সাম্রাজ্যের বিস্তৃতির ফলে-
i. মুসলমানদের যাতায়াতের পথ সুগম হয়
ii. মুসলমানদের মর্যাদা বৃদ্ধি পায়
iii. সাংস্কৃতিক আদান-প্রদানের শুরু হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

১৫. কোন উমাইয়া খলিফাকে ৫ম খোলাফায়ে রাশেদিন বলা হয়?
[ক] ইয়াজিদ
[খ] আব্দুল মালিক
[গ] আল-ওয়ালিদ
[ঘ] উমর বিন আব্দুল আজিজ

১৬. অমুসলমানদের দেয় ভূমিকার কোনটি?
[ক] যাকাত
[খ] জিজিয়া
[গ] খারাজ
[ঘ] উশর

HSC ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর -ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

১৭. উমাইয়া খিলাফতের রাজধানী ছিল-
[ক] কুফা
[খ] বসরা
[গ] ফুসতাত
[ঘ] দামেস্ক

১৮. কাকে উমাইয়া বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়?
[ক] মুয়াবিয়া
[খ] আব্দল মালিক
[গ] আল-ওয়ালিদ
[ঘ] উমর বিন আব্দুল আজিজ

১৯. উমাইয়া খলিফা আব্দুল মালিকের কেন্দ্রীয় টাকশাল ছিল কোন শহরে?
[ক] কুফা
[খ] বসরা
[গ] ফুসতাত
[ঘ] দামেস্ক

২০. উমাইয়া বংশের সর্বশেষ খলিফা ছিলেন.
[ক] আল-ওয়ালিদ
[খ] আব্দুল মালিক
[গ] দ্বিতীয় মারওয়ান
[ঘ] উমর বিন আব্দুল আজিজ

২১. স্পেনে উমাইয়া আমিরাত প্রতিষ্ঠা করেন কে?
[ক] আব্দুর রহমান আদ-দাখিল
[খ] দ্বিতীয় আব্দুর রহমান
[গ] তৃতীয় আব্দুর রহমান
[ঘ] আল মুনজির

নিচের উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাও :
আনজুম তার মায়ের সাথে সমরখন্দ বেড়াতে গিয়ে সেখানে ‘বিবি কাইয়ুম’ মসজিদের স্থাপত্যকীর্তি দেখে মুগ্ধ হন। তৈমুর লঙ তার স্ত্রীর প্রতি ভালোবাসার নিদর্শনস্বরূপ এ স্থাপত্যটি নির্মাণ করেন।

২২. উদ্দীপকে বর্ণিত সমরখন্দের স্থাপত্যকীর্তির সাথে স্পেনের কোন স্থাপত্যকীর্তির সাদৃশ্য রয়েছে?
[ক] আলহামরা প্রাসাদ
[খ] মদিনাতুল জাহিরা
[গ] দারউল মুলক
[ঘ] আজ জোহরা প্রাসাদ

২৩. উদ্দীপকে বর্ণিত স্থাপত্যকীর্তির সাথে স্পেনের সেই স্থাপত্যকীর্তির সাদৃশ্য হলো-
i. নামকরণে
ii. আকৃতিতে
iii. নির্মাণ উদ্দেশ্যে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

২৪. দার-উস-সালাম অর্থ কী?
[ক] আলোর নিবাস
[খ] শান্তির নিবাস
[গ] জ্ঞানের নিবাস
[ঘ] শান্তির ঘর

২৫. কোন আববাসি খলিফার উপাধি ছিল আল
মনসুর?
[ক] আবুল আববাস
[খ] আবু জাফর
[গ] আল হাদী
[ঘ] আল মাহদী

২৬. আবু মুসলিম খোরাসানির জন্মস্থান কোথায় ছিল?
[ক] কুফা
[খ] বাগদাদ
[গ] পারস্য
[ঘ] দামেস্ক

নিচের উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও :
বাঙালির মুখের ভাষা বাংলা। তাই এদেশে বাংলা ভাষা ও সাহিত্যের উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে বাংলা একাডেমি।

২৭. আববাসি শাসনামলে বাংলা একাডেমির ন্যায় কোন প্রতিষ্ঠান গড়ে উঠেছিল?
[ক] বিজ্ঞান একাডেমি
[খ] মারগা মানমন্দির
[গ] দারুল হিকমা
[ঘ] বায়তুল হিকমা

২৮. উক্ত প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ছিল-
[ক] জ্ঞান-বিজ্ঞানের বিকাশে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা
[খ] পান্ডুলিপি সংগ্রহ ও প্রকাশ করা
[গ] জ্যোতির্বিজ্ঞান ও চিকিৎসা গবেষণা করা
[ঘ] ভাষা ও সাহিত্যের ওপর গবেষণা করা

২৯. ফাতেমি খিলাফত কত খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
[ক] ৯০৯
[খ] ৯০৮
[গ] ৯০৭
[ঘ] ৯০৬

৩০. খলিফা আল হাকিম কোন ধর্মমত প্রবর্তন করেছিলেন?
[ক] সুন্নি
[খ] দ্রুজ
[গ] খারেজি
[ঘ] শিয়া

উত্তরমালা: ১ [ঘ] ২ [খ] ৩ [ক] ৪ [ঘ] ৫ [ক] ৬ [গ] ৭ [খ] ৮ [ঘ] ৯ [ক] ১০ [খ] ১১ [ক] ১২ [ক] ১৩ [গ] ১৪ [ঘ] ১৫ [ঘ] ১৬ [গ] ১৭ [ঘ] ১৮ [খ] ১৯ [ঘ] ২০ [গ] ২১ [ক] ২২ [ঘ] ২৩ [ঘ] ২৪ [খ] ২৫ [খ] ২৬ [গ] ২৭ [ঘ] ২৮ [ক] ২৯ [ক] ৩০ [ঘ]

Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide