এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Islamic History and Culture 1st Paper mcq question and answer. HSC Islamic History and Culture 1st Paper (mcq) Answers to Multiple Choice Questions A: Razzak Municipal College pdf download.
মডেল টেস্ট
ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ, যশোর
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
১ম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: [২৬৭]
সময়: ৩০ মিনিট পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]
HSC Islamic History and Culture 1st Paper
Board Question Solution
MCQ
Question and Answer
১. হযরত উসমান (রা.)-কে হত্যার পেছনে যে কারণগুলো চিহ্নিত করা হয়েছে তা হলো-
i. কুরাইশ-অকুরাইশ দ্বন্দ্ব
ii. গণতন্ত্রের অপব্যবহার
iii. খলিফার সরলতা ও উদারতা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২. মুয়াবিয়া কার পুত্র ছিলেন?
[ক] আমির হামজা
[খ] আবু লাহাব
[গ] আবু সুফিয়ান
[ঘ] আবু তালিব
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও :
আজিজ সাহেবের চার ছেলে ধারাবাহিকভাবে স্বীয় প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হন।
৩. আজিজ সাহেবের সাথে কোন উমাইয়া খলিফার মিল পাওয়া যায়?
[ক] আব্দুল মালিক
[খ] আল ওয়ালিদ
[গ] সুলায়মান
[ঘ] হিশাম
৪. উমর বিন আব্দুল আজিজকে কীভাবে হত্যা করা হয়?
[ক] তীর প্রয়োগে
[খ] বিষ প্রয়োগে
[গ] তরবারি দিয়ে
[ঘ] গুলি করে
৫. আল মাহদীর শাসনকালে আবির্ভূত ভন্ডনবির নাম কী?
[ক] সাজাহ
[খ] মুসায়লামা
[গ] তালহা
[ঘ] মুকান্না
৬. কোন খলিফাকে ‘রূপকথার রাজা’ বলা হয়?
[ক] আব্দুল আববাস আস সাফফাহ
[খ] আল মনসুর
[গ] হারুন-অর-রশিদ
[ঘ] আল মামুন
৭. আল আমিনের মৌলিক বৈশিষ্ট্য কোনটি?
[ক] উদারতা
[খ] আমোদপ্রিয়তা
[গ] চিন্তাশীলতা
[ঘ] অনাড়ম্বর জীবন
৮. রুসাফা কী?
[ক] রাজধানী
[খ] অট্টালিকা
[গ] রাজপ্রাসাদ
[ঘ] নদীবন্দর
৯. ১ম আব্দুর রহমানের সবচেয়ে বড় কৃতিত্ব কী ছিল?
[ক] মসজিদ নির্মাণ
[খ] কার্ডোভাকে জাঁকজমকপূর্ণ করা
[গ] রাজ্য বিস্তার
[ঘ] স্পেনে স্বাধীন উমাইয়া আমিরাত প্রতিষ্ঠা
১০. স্পেনে জাতীয়তাবাদের অগ্রনায়ক বলা হয় কাকে?
[ক] রডারিককে
[খ] উইটিজাকে
[গ] উমর বিন হাফসুনকে
[ঘ] ৩য় আব্দুর রহমানকে
১১. ৩য় আব্দুর রহমান খ্যাতি অর্জন করেছিলেন.
i. সৎ গুণাবলির জন্য
ii. শিল্প সংস্কৃতিতে অবদানের জন্য
iii. মানমন্দির প্রতিষ্ঠার জন্য
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১২. কার্ডোভা মসজিদ নির্মাণে কত হাজার স্বর্ণমুদ্রা ব্যয় করা হয়?
[ক] ৭০ হাজার
[খ] ৮০ হাজার
[গ] ৯০ হাজার
[ঘ] ৯৫ হাজার
১৩. সাতজন ইমানে বিশ্বাসী বলে ইসমাঈলীয়রা কী নামে পরিচিত?
[ক] সাবিয়া
[খ] আলোবি
[গ] ইসানা আশরিয়া
[ঘ] মুত্তাকী
১৪. ফাতেমি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?
[ক] আল আজিজ
[খ] আল মুইজ
[গ] আল মনসুর
[ঘ] আল কাইম
১৫. আল হাকিম কোথায় মানমন্দির নির্মাণ করেন?
[ক] মুয়াল্লাহতে
[খ] হেরা পর্বতে
[গ] মুতাত্তাম পাহাড়ে
[ঘ] উহুদ পর্বতে
[ক] মরুভূমির বৃষ্টিপাতকে
[খ] মরুভূমির বালু ঝড়কে
[গ] মরুভূমির মরীচিকাকে
[ঘ] মরুভূমির ঝর্ণাকে
১৭. উটকে ‘মরুভূমির জাহাজ’ বলা হয় কেন?
[ক] দেখতে জাহাজের মতো তাই
[খ] মরুভূমিতে যাতায়াতের প্রধান বাহন বলে
[গ] নিরাপদ যাতায়াতের সুবিধার জন্য
[ঘ] আরব ঐতিহ্যের বাহক বলে
নিচের উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯নং প্রশ্নের উত্তর দাও :
রুদ্র প্রকৃতিতে বেঁচে থাকা ক্ষেপ্র গতিতে যাতায়াত, যুদ্ধ, অভিজ্ঞ জীবনযাপন প্রভৃতি আরব সমাজে নির্ভর করত একটি প্রাণির মালিকানার উপরে।
১৮. উদ্দীপকের যে প্রাণীটির প্রতি ইঙ্গিত করা হয়েছে তা হলো-
[ক] উট
[খ] ঘোড়া
[গ] গাধা
[ঘ] খচ্চর
১৯. মানুষের জীবন উক্ত প্রাণিটির যে প্রভাব ছিল-
i. যুদ্ধজয়
ii. কৃষিকাজ
iii. যাতায়াত
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২০. সম্রাট ডুঙ্গি কোন ক্ষেত্রে অবদান রেখেছেন?
[ক] ধর্মপ্রচারে
[খ] আইন প্রণয়নে
[গ] নৈতিকতার বিকাশে
[ঘ] রাজ্যবিস্তারে
২১. মুসলমানরা প্রথম হিজরত করেন কোথায়?
[ক] আবিসিনিয়া
[খ] মদিনা
[গ] তায়েফ
[ঘ] নজদ
২২. কে মহানবি (সা.)-কে প্রথম ‘প্রতিশ্রুত নবি’ হিসেবে শনাক্ত করেন-
[ক] বাহিরা
[খ] ওরাকা
[গ] উবায়দুল্লাহ
[ঘ] আবু জেহেল
২৩. মদিনা সনদ প্রণয়নের মধ্য দিয়ে হযরত মুহাম্মদ (স.)-এর যে গুণের প্রকাশ ঘটেছে তা হলো-
i. রাজনৈতিক বিচক্ষণতা
ii. ধর্মীয় পান্ডিত্য
iii. কূটনৈতিক দূরদর্শিতা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৪. উহুদের যুদ্ধে মুসলিমদের বিপর্যয়ের কারণ কী?
[ক] সৈন্য স্বল্পতা
[খ] আনুগত্যের অভাব
[গ] তীরন্দাজদের অবাধ্যতা
[ঘ] নেতৃত্বের অভাব
২৫. মহানবি (স.)-হুদায়বিয়ার সন্ধি করেছিলেন.
i. পৌত্তলিকদের সাথে
ii. ইহুদিদের সাথে
iii. কুরাইশদের সাথে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭নং প্রশ্নের উত্তর দাও :
কৌশলপূর্ণ পশ্চাদগমন দূরদর্শী নেতৃত্বের বৈশিষ্ট্য। একজন মহাপুরুষ তাঁর জীবনে এরূপ একটি সিদ্ধান্ত নিয়ে সুদূরপ্রসারী ও বণচাতুর্যপূর্ণ বিজয় অর্জন করেন।
২৬. উদ্দীপকের ঘটনাটি তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ?
[ক] হিলফুল ফুযুল
[খ] আকাবার শফথ
[গ] মদিনা সনদ
[ঘ] হুদায়বিয়ার সন্ধি
২৭. উক্ত ঘটনার সুদূরপ্রসারী ফলাফল হলো-
i. দীর্ঘমেয়াদি যুদ্ধাবস্থান অবসান
ii. মহাবিজয়
iii. আত্মবিশ্বাস বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৮. হযরত আলী (রা.)-এর উপাধি কী ছিল?
[ক] আসাদউল্লাহ
[খ] সাউফউল্লাহ
[গ] আল ফারুক
[ঘ] সিদ্দিক
২৯. হযরত আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কারণ-
[ক] তিনি প্রথম ইসলাম গ্রহণ করেন
[খ] তিনি সবসময় রাসুলের (স.) সঙ্গে ছিলেন
[গ] তিনি অরাজক ও বিশৃঙ্খলাপূর্ণ অবস্থায় ইসলামকে রক্ষা করেন
[ঘ] তিনি পরম সত্যবাদী ছিলেন
৩০. ‘পরামর্শ ছাড়া কোনো খিলাফত চলতে পারে না’- কার উক্তি?
[ক] আবু বকর (রা.)
[খ] আলী (রা.)
[গ] উসমান (রা.)
[ঘ] উমর (রা.)
উত্তরমালা: ১ [ঘ] ২ [গ] ৩ [ক] ৪ [খ] ৫ [ঘ] ৬ [গ] ৭ [খ] ৮ [গ] ৯ [ঘ] ১০ [গ] ১১ [ক] ১২ [খ] ১৩ [ক] ১৪ [খ] ১৫ [গ] ১৬ [খ] ১৭ [খ] ১৮ [খ] ১৯ [খ] ২০ [খ] ২১ [ক] ২২ [ক] ২৩ [ঘ] ২৪ [খ] ২৫ [ক] ২৬ [ঘ] ২৭ [ঘ] ২৮ [ক] ২৯ [গ] ৩০ [ঘ]
0 Comments:
Post a Comment