HSC ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর আ: রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Islamic History and Culture 1st Paper mcq question and answer. HSC Islamic History and Culture 1st Paper (mcq) Answers to Multiple Choice Questions A: Razzak Municipal College pdf download.

মডেল টেস্ট
ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ, যশোর
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
১ম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: [২৬৭]

সময়: ৩০ মিনিট               পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Islamic History and Culture 1st Paper
Board Question Solution
MCQ
Question and Answer

১. হযরত উসমান (রা.)-কে হত্যার পেছনে যে কারণগুলো চিহ্নিত করা হয়েছে তা হলো-
i. কুরাইশ-অকুরাইশ দ্বন্দ্ব
ii. গণতন্ত্রের অপব্যবহার
iii. খলিফার সরলতা ও উদারতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২. মুয়াবিয়া কার পুত্র ছিলেন?
[ক] আমির হামজা
[খ] আবু লাহাব
[গ] আবু সুফিয়ান
[ঘ] আবু তালিব

নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও :
আজিজ সাহেবের চার ছেলে ধারাবাহিকভাবে স্বীয় প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হন।

৩. আজিজ সাহেবের সাথে কোন উমাইয়া খলিফার মিল পাওয়া যায়?
[ক] আব্দুল মালিক
[খ] আল ওয়ালিদ
[গ] সুলায়মান
[ঘ] হিশাম

৪. উমর বিন আব্দুল আজিজকে কীভাবে হত্যা করা হয়?
[ক] তীর প্রয়োগে
[খ] বিষ প্রয়োগে
[গ] তরবারি দিয়ে
[ঘ] গুলি করে

৫. আল মাহদীর শাসনকালে আবির্ভূত ভন্ডনবির নাম কী?
[ক] সাজাহ
[খ] মুসায়লামা
[গ] তালহা
[ঘ] মুকান্না

৬. কোন খলিফাকে ‘রূপকথার রাজা’ বলা হয়?
[ক] আব্দুল আববাস আস সাফফাহ
[খ] আল মনসুর
[গ] হারুন-অর-রশিদ
[ঘ] আল মামুন

৭. আল আমিনের মৌলিক বৈশিষ্ট্য কোনটি?
[ক] উদারতা
[খ] আমোদপ্রিয়তা
[গ] চিন্তাশীলতা
[ঘ] অনাড়ম্বর জীবন

৮. রুসাফা কী?
[ক] রাজধানী
[খ] অট্টালিকা
[গ] রাজপ্রাসাদ
[ঘ] নদীবন্দর

৯. ১ম আব্দুর রহমানের সবচেয়ে বড় কৃতিত্ব কী ছিল?
[ক] মসজিদ নির্মাণ
[খ] কার্ডোভাকে জাঁকজমকপূর্ণ করা
[গ] রাজ্য বিস্তার
[ঘ] স্পেনে স্বাধীন উমাইয়া আমিরাত প্রতিষ্ঠা

১০. স্পেনে জাতীয়তাবাদের অগ্রনায়ক বলা হয় কাকে?
[ক] রডারিককে
[খ] উইটিজাকে
[গ] উমর বিন হাফসুনকে
[ঘ] ৩য় আব্দুর রহমানকে

১১. ৩য় আব্দুর রহমান খ্যাতি অর্জন করেছিলেন.
i. সৎ গুণাবলির জন্য
ii. শিল্প সংস্কৃতিতে অবদানের জন্য
iii. মানমন্দির প্রতিষ্ঠার জন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১২. কার্ডোভা মসজিদ নির্মাণে কত হাজার স্বর্ণমুদ্রা ব্যয় করা হয়?
[ক] ৭০ হাজার
[খ] ৮০ হাজার
[গ] ৯০ হাজার
[ঘ] ৯৫ হাজার

১৩. সাতজন ইমানে বিশ্বাসী বলে ইসমাঈলীয়রা কী নামে পরিচিত?
[ক] সাবিয়া
[খ] আলোবি
[গ] ইসানা আশরিয়া
[ঘ] মুত্তাকী

১৪. ফাতেমি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?
[ক] আল আজিজ
[খ] আল মুইজ
[গ] আল মনসুর
[ঘ] আল কাইম

১৫. আল হাকিম কোথায় মানমন্দির নির্মাণ করেন?
[ক] মুয়াল্লাহতে
[খ] হেরা পর্বতে
[গ] মুতাত্তাম পাহাড়ে
[ঘ] উহুদ পর্বতে

HSC ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর -ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ

১৬. সাইমুম কাকে বলে?
[ক] মরুভূমির বৃষ্টিপাতকে
[খ] মরুভূমির বালু ঝড়কে
[গ] মরুভূমির মরীচিকাকে
[ঘ] মরুভূমির ঝর্ণাকে

১৭. উটকে ‘মরুভূমির জাহাজ’ বলা হয় কেন?
[ক] দেখতে জাহাজের মতো তাই
[খ] মরুভূমিতে যাতায়াতের প্রধান বাহন বলে
[গ] নিরাপদ যাতায়াতের সুবিধার জন্য
[ঘ] আরব ঐতিহ্যের বাহক বলে

নিচের উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯নং প্রশ্নের উত্তর দাও :
রুদ্র প্রকৃতিতে বেঁচে থাকা ক্ষেপ্র গতিতে যাতায়াত, যুদ্ধ, অভিজ্ঞ জীবনযাপন প্রভৃতি আরব সমাজে নির্ভর করত একটি প্রাণির মালিকানার উপরে।

১৮. উদ্দীপকের যে প্রাণীটির প্রতি ইঙ্গিত করা হয়েছে তা হলো-
[ক] উট
[খ] ঘোড়া
[গ] গাধা
[ঘ] খচ্চর

১৯. মানুষের জীবন উক্ত প্রাণিটির যে প্রভাব ছিল-
i. যুদ্ধজয়
ii. কৃষিকাজ
iii. যাতায়াত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২০. সম্রাট ডুঙ্গি কোন ক্ষেত্রে অবদান রেখেছেন?
[ক] ধর্মপ্রচারে
[খ] আইন প্রণয়নে
[গ] নৈতিকতার বিকাশে
[ঘ] রাজ্যবিস্তারে

২১. মুসলমানরা প্রথম হিজরত করেন কোথায়?
[ক] আবিসিনিয়া
[খ] মদিনা
[গ] তায়েফ
[ঘ] নজদ

২২. কে মহানবি (সা.)-কে প্রথম ‘প্রতিশ্রুত নবি’ হিসেবে শনাক্ত করেন-
[ক] বাহিরা
[খ] ওরাকা
[গ] উবায়দুল্লাহ
[ঘ] আবু জেহেল

২৩. মদিনা সনদ প্রণয়নের মধ্য দিয়ে হযরত মুহাম্মদ (স.)-এর যে গুণের প্রকাশ ঘটেছে তা হলো-
i. রাজনৈতিক বিচক্ষণতা
ii. ধর্মীয় পান্ডিত্য
iii. কূটনৈতিক দূরদর্শিতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৪. উহুদের যুদ্ধে মুসলিমদের বিপর্যয়ের কারণ কী?
[ক] সৈন্য স্বল্পতা
[খ] আনুগত্যের অভাব
[গ] তীরন্দাজদের অবাধ্যতা
[ঘ] নেতৃত্বের অভাব

২৫. মহানবি (স.)-হুদায়বিয়ার সন্ধি করেছিলেন.
i. পৌত্তলিকদের সাথে
ii. ইহুদিদের সাথে
iii. কুরাইশদের সাথে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭নং প্রশ্নের উত্তর দাও :
কৌশলপূর্ণ পশ্চাদগমন দূরদর্শী নেতৃত্বের বৈশিষ্ট্য। একজন মহাপুরুষ তাঁর জীবনে এরূপ একটি সিদ্ধান্ত নিয়ে সুদূরপ্রসারী ও বণচাতুর্যপূর্ণ বিজয় অর্জন করেন।

২৬. উদ্দীপকের ঘটনাটি তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ?
[ক] হিলফুল ফুযুল
[খ] আকাবার শফথ
[গ] মদিনা সনদ
[ঘ] হুদায়বিয়ার সন্ধি

২৭. উক্ত ঘটনার সুদূরপ্রসারী ফলাফল হলো-
i. দীর্ঘমেয়াদি যুদ্ধাবস্থান অবসান
ii. মহাবিজয়
iii. আত্মবিশ্বাস বৃদ্ধি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৮. হযরত আলী (রা.)-এর উপাধি কী ছিল?
[ক] আসাদউল্লাহ
[খ] সাউফউল্লাহ
[গ] আল ফারুক
[ঘ] সিদ্দিক

২৯. হযরত আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কারণ-
[ক] তিনি প্রথম ইসলাম গ্রহণ করেন
[খ] তিনি সবসময় রাসুলের (স.) সঙ্গে ছিলেন
[গ] তিনি অরাজক ও বিশৃঙ্খলাপূর্ণ অবস্থায় ইসলামকে রক্ষা করেন
[ঘ] তিনি পরম সত্যবাদী ছিলেন

৩০. ‘পরামর্শ ছাড়া কোনো খিলাফত চলতে পারে না’- কার উক্তি?
[ক] আবু বকর (রা.)
[খ] আলী (রা.)
[গ] উসমান (রা.)
[ঘ] উমর (রা.)

উত্তরমালা: ১ [ঘ] ২ [গ] ৩ [ক] ৪ [খ] ৫ [ঘ] ৬ [গ] ৭ [খ] ৮ [গ] ৯ [ঘ] ১০ [গ] ১১ [ক] ১২ [খ] ১৩ [ক] ১৪ [খ] ১৫ [গ] ১৬ [খ] ১৭ [খ] ১৮ [খ] ১৯ [খ] ২০ [খ] ২১ [ক] ২২ [ক] ২৩ [ঘ] ২৪ [খ] ২৫ [ক] ২৬ [ঘ] ২৭ [ঘ] ২৮ [ক] ২৯ [গ] ৩০ [ঘ]

Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide