HSC ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর মোমেনশাহী ক্যান্টনমেন্ট কলেজ pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Islamic History and Culture 1st Paper mcq question and answer. HSC Islamic History and Culture 1st Paper (mcq) Multiple Choice Questions Answers Cantonment Public School and College pdf download.

মডেল টেস্ট
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, মোমেনশাহী
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
১ম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: [২৬৭]

সময়: ৩০ মিনিট               পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Islamic History and Culture 1st Paper
Board Question Solution
MCQ
Question and Answer

১. ইয়ামেন শব্দের অর্থ কী?
[ক] বিত্তশালী
[খ] সুখী
[গ] বিজয়ী
[ঘ] ব্যবসায়ী

২. ইমরুল কায়েস কে ছিলেন?
[ক] কবি
[খ] ক্রিকেটার
[গ] বৈজ্ঞানিক
[ঘ] গায়ক

৩. প্রাক-ইসলামি সমাজ ব্যবস্থায় প্রচলিত ছিল-
i. সুদপ্রথা
ii. কুসংস্কার
iii. আতিথেয়তা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪. ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা কারা?
[ক] সুমেরীয়রা
[খ] হিব্রুরা
[গ] মিশরীয়রা
[ঘ] রোমানরা

৫. ‘কুরাইশ’ শব্দের অর্থ কী?
[ক] সওদাগর
[খ] প্রশংসা
[গ] জ্ঞানী
[ঘ] বিজয়িনী

৬. আবিসিনিয়ার খ্রিষ্টান রাজা কে ছিল?
[ক] হিরাক্লিয়াস
[খ] নাজ্জাসি
[গ] সুরাহবিল
[ঘ] বাজান

নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও :
বাশার তার বন্ধুদের সাথে মুসলমানদের এক যুদ্ধ নিয়ে আলোচনা করছিল। এই যুদ্ধে মুসলমানরা প্রথমে বিজয়ী হলেও তাদের কিছু ভুলের কারণে পরবর্তীতে পরাজয় বরণ করতে হয়।

৭. উদ্দীপকে মুসলমানদের কোন যুদ্ধের কথা বলা হয়েছে?
[ক] বদরের যুদ্ধ
[খ] উহুদের যুদ্ধ
[গ] খন্দকের যুদ্ধ
[ঘ] হুনায়নের যুদ্ধ

৮. উক্ত যুদ্ধে মুসলমানদের পরাজয়ের কারণ হলো-
i. নেতার আদেশ অমান্য
ii. খালিদের বীরত্ব
iii. অসময়ে বায়ুপ্রবাহ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯. মহানবি (সা.) কত সালে মক্কা থেকে মদিনা হিজরত করেন?
[ক] ৬২০
[খ] ৬২১
[গ] ৬২২
[ঘ] ৬২৩

১০. খন্দকের যুদ্ধকে পবিত্র কুরআনে কী নামে অভিহিত করা হয়েছে?
[ক] আহযাবের যুদ্ধ
[খ] পরিখার যুদ্ধ
[গ] মুতার যুদ্ধ
[ঘ] তাবুকের যুদ্ধ

১১. হযরত ওমর (রা.) কোন গোত্রে জন্মগ্রহণ করেন?
[ক] আদ্দিয়া
[খ] বনু তাইম
[গ] বনু হাশিম
[ঘ] উমাইয়া

১২. কোন খলিফার সময়ে রিদ্দার যুদ্ধ হয়েছিল?
[ক] হযরত আবু বকর (রা.)
[খ] হযরত উমর (রা.)
[গ] হযরত উসামন (রা.)
[ঘ] হযরত আলী (রা.)

১৩. হযরত উসমান (রা.)-এর বিরুদ্ধে অভিযোগ ছিল-
i. স্বজনপ্রীতির
ii. ঘুষ গ্রহণের
iii. অর্থ আত্মসাতের

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৪. সিফফিনের যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল?
[ক] হযরত আলী (রা.) ও আয়েশা (রা.)
[খ] হযরত আলী (রা.) ও হযরত উসমান (রা.)
[গ] হযরত আলী (রা.) ও মুয়াবিয়া (রা.)
[ঘ] হযরত আলী (রা.) ও ওমর (রা.)

নিচের উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬নং প্রশ্নের উত্তর দাও :
জনাব আতিকুল ইসলাম একজন জনপ্রিয় মেয়র। তিনি সহজ সরল জীবনযাপন করতেন এবং জাঁকজমকতা অপছন্দ করতেন। তাই তিনি স্ত্রীর অলংকারাদি রাজকীয় কোষাগারে জমা দেন।

১৫. জনাব আতিকুল ইসলামের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন শাসকের মিল রয়েছে?
[ক] আব্দুল মালিক
[খ] উমর বিন আবদুল আজিজ
[গ] ওয়ালিদ
[ঘ] হিশাম

১৬. উক্ত শাসক অধিকার প্রদান করেছেন-
i. মুসলমানদের
ii. অমুসলমানদের
iii. মাওয়ালীদের

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

HSC ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর -ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ

১৭. "Dome of the Rock" নির্মাণ করেন কে?
[ক] আব্দুল মালিক
[খ] সুলায়মান
[গ] ওয়ালিদ
[ঘ] হিশাম

১৮. কারবালার হত্যাকান্ডের মাধ্যমে কোন সম্প্রদায়ের উদ্ভব ঘটে?
[ক] সুন্নি
[খ] খারেজি
[গ] শিয়া
[ঘ] মুতাজিলা

১৯. কোন উমাইয়া খলিফার সময়ে টুরসের যুদ্ধ হয়েছিল?
[ক] ইয়াজিদ
[খ] সুলায়মান
[গ] হিশাম
[ঘ] মারওয়ান

২০. কোন যুদ্ধের মাধ্যমে উমাইয়া বংশের পতন ঘটে?
[ক] নাহরাওয়ানের যুদ্ধ
[খ] টুরসের যুদ্ধ
[গ] বাবেকের যুদ্ধ
[ঘ] জাবের যুদ্ধ

২১. আববাসি বংশ প্রতিষ্ঠায় কার ভূমিকা অগ্রগণ্য?
[ক] আবু মুসলিম খোরাসানি
[খ] আবু আব্দুল্লাহ
[গ] খালিদ বার্মাকি
[ঘ] হাশিম

নিচের উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩নং প্রশ্নের উত্তর দাও :
জনাব রেজাউল করিম একজন জ্ঞানপিপাসু শাসক। তিনি একটি প্রতিষ্ঠান তৈরি করেন। এ প্রতিষ্ঠানটি জ্ঞান বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ প্রতিষ্ঠানের অন্যতম কাজ ছিল বিভিন্ন ভাষায় লিখিত গ্রন্থ আরবি ভাষায় অনুবাদ করা।

২২. রেজাউল করিমের প্রতিষ্ঠানের সাথে তোমার পঠিত কোন প্রতিষ্ঠানের সাদৃশ্য রয়েছে?
[ক] হিলফুল ফুজুল
[খ] বায়তুল হিকমা
[গ] দিওয়ান
[ঘ] দিউয়ানুল বারিদ

২৩. উক্ত প্রতিষ্ঠানের বিভাগ ছিল-
i. অনুবাদ
ii. গ্রন্থাগার
iii. শিক্ষায়তন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৪. বাগদাদ নগরী প্রতিষ্ঠা করতে কত বছর সময় লেগেছিল?
[ক] ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

২৫. আইয়ুবী বংশের প্রতিষ্ঠাতা কে ছিল?
[ক] নাজমুদ্দিন আইয়ুবী
[খ] সালাউদ্দিন আইয়ুবী
[গ] আহমদ আইয়ুবী
[ঘ] তুগ্রিল বেগ

২৬. সেলজুক বংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিল?
[ক] মালিক শাহ
[খ] তুগ্রিল বেগ
[গ] আলপ আরসালান
[ঘ] পিগু খান

২৭. আব্দুর রহমান আদ-দাখিলের ভৃত্যের নাম কী ছিল?
[ক] মুহাম্মদ
[খ] হাশিম
[গ] বদর
[ঘ] হাসান

২৮. ৩য় আব্দুর রহমান কর্ডোভাতে কতগুলো গৃহ নির্মাণ করেন?
[ক] ১৩,০০০
[খ] ১,১৩,০০০
[গ] ১,১৪,০০০
[ঘ] ১২,০০০

২৯. দারুল হিকমা কত সালে নির্মাণ করা হয়?
[ক] ১০০৫
[খ] ১০০৪
[গ] ১০০৩
[ঘ] ১০০২

৩০. আল আজহার বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
[ক] বাগদাদ, ইরাক
[খ] কর্ডোভা, স্পেন
[গ] কায়রো, মিশর
[ঘ] দামেস্ক, সিরিয়া

উত্তরমালা: ১ [খ] ২ [ক] ৩ [ঘ] ৪ [গ] ৫ [ক] ৬ [খ] ৭ [খ] ৮ [ক] ৯ [গ] ১০ [ক] ১১ [ক] ১২ [ক] ১৩ [খ] ১৪ [গ] ১৫ [খ] ১৬ [ঘ] ১৭ [ক] ১৮ [গ] ১৯ [গ] ২০ [ঘ] ২১ [ক] ২২ [খ] ২৩ [ঘ] ২৪ [ঘ] ২৫ [খ] ২৬ [ক] ২৭ [গ] ২৮ [খ] ২৯ [ক] ৩০ [গ]

Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide