এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Islamic History and Culture 1st Paper mcq question and answer. HSC History and Culture of Islam 1st paper (mcq) multiple choice questions and answers Dhaka Residential Model College pdf download.
মডেল টেস্ট
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
১ম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: [২৬৭]
সময়: ৩০ মিনিট পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]
HSC Islamic History and Culture 1st Paper
Board Question Solution
MCQ
Question and Answer
১. দারুল হিকমা কে প্রতিষ্ঠা করেন?
[ক] আল-হাকিম
[খ] আল-মুইজ
[গ] আল-মাহদি
[ঘ] আল-আজিজ
২. বিদায় হজের ভাষণে মহানবি (স.) কোনটিকে বিলুপ্ত ঘোষণা করেছিলেন?
[ক] কৌলান্য
[খ] পান্ডিত্য
[গ] উপাধি
[ঘ] পদবি
৩. নিজামুল মূলককে ইসলামের রাজনৈতিক ইতিহাসের অন্যতম অলংকার বলেছেন কে?
[ক] আমীর আলী
[খ] হিট্টি
[গ] খোদাবক্স
[ঘ] গীবন
নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও :
সারা ও রাখা টেলিভিশনে সিন্দবাদের কাহিনী দেখছিল। রাকা বলল, ঐ সময় যেই রাজা ছিলেন তার স্ত্রী পানির জন্য খাল খনন করেছিলেন। খালটি তার নামানুসারেই পরিচিত।
৪. উক্ত খালটির নাম কী ছিল?
[ক] নহর ই-মারজিল
[খ] নহর-ই-আইরিন
[গ] নহর-ই-জুবাইদা
[ঘ] নহর-ই-লায়লা
৫. রাকা যে খলিফার ইঙ্গিত করলেন তার নাম কী?
[ক] আল-মনসুর
[খ] হারুন অর-রশিদ
[গ] আল-মামুন
[ঘ] আল-মাহাদি
৬. পর্বতের বৃদ্ধলোক কাকে বলা হয়?
[ক] মালিক শাহ
[খ] নিজামুল মূলক
[গ] হাসান বিন সাবাহ
[ঘ] আল-মাহমুদ
৭. টুরসের যুদ্ধ কী নামে পরিচিত?
[ক] কারবালা যুদ্ধ
[খ] আরাফাতের যুদ্ধ
[গ] বালাত-উল-শুহাদা যুদ্ধ
[ঘ] খোরসানের যুদ্ধ
৮. পিরামিড নির্মাণের মূল উদ্দেশ্য কী ছিল?
[ক] ঐশ্বর্য প্রদর্শন
[খ] মৃতদেহ সংরক্ষণ
[গ] বিপদে আশ্রয়গ্রহণ
[ঘ] শাসনকার্য পরিচালনা
৯. বায়তুল হিকমা কী?
[ক] গবেষণার জ্ঞান মন্দির
[খ] রাজপ্রাসাদ
[গ] প্রাসাদ তরী
[ঘ] এক ধরনের স্থাপত্য
১০. খারেজিরা কোন উমাইয়া খলিফাকে বৈধ মনে করে?
[ক] মুয়াবিয়া (রা)
[খ] আব্দুল মালিক
[গ] আল ওয়ালিদ
[ঘ] উমর বিন আব্দুল আজিজ
১১. আরবের বাজপাখি কাকে বলা হয়?
[ক] ১ম আব্দুর রহমান
[খ] ২য় আব্দুর রহমান
[গ] ৩য় আব্দুর রহমান
[ঘ] আল-হাকাম
১২. বাগদাদ নগরী ধ্বংস করেন কে?
[ক] চেঙ্গিস খান
[খ] হালাকু খান
[গ] তৈমুর লঙ
[ঘ] সুলতান মাহমুদ
১৩. জিগুরাত ছিল-
[ক] সুমেরীয় ধর্মমন্দির
[খ] মিশরীয় ধর্মমন্দির
[গ] ক্যালডীয় ধর্মমন্দির
[ঘ] অ্যাসিরীয় ধর্মমন্দির
১৪. খলিফা শব্দের অর্থ কী?
[ক] উত্তরাধিকারী
[খ] প্রতিনিধি
[গ] আমীর
[ঘ] ওয়ালী
১৫. আরবি বর্ণমালা সংস্কার করেছিলেন কে?
[ক] হাজ্জাজ বিন ইউসুফ
[খ] উমর বিন আব্দুল আজিজ
[গ] আল-মামুন
[ঘ] খলিফা উমর (রা.)
১৬. ডোম অব দি রক বা কুববাতুস সাখরা কোন শহরে অবস্থিত?
[ক] মদিনা
[খ] জেরুজালেম
[গ] কুফা
[ঘ] বসরা
১৭. কোন খলিফার শাসনামলে মুসলিম বাহিনী স্পেন জয় করে?
[ক] মুয়াবিয়ার
[খ] আব্দুল মালেক
[গ] হিশাম
[ঘ] আল-ওয়ালিদ
১৮. জিজিয়া কর কী?
i. মুসলমানদের দেয় ভূমি কর
ii. মুসলমানদের দেয় বাণিজ্য কর
iii. অমুসলমানদের দেয় নিরাপত্তা কর
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৯. জালালী পঞ্জিকা কে প্রণয়ন করেন?
[ক] আস সুফি
[খ] আল-ফারেগনি
[গ] ওমর খৈয়াম
[ঘ] আল-খাওয়ারিযমি
[ক] দক্ষিণ
[খ] উত্তর
[গ] পূর্ব
[ঘ] পশ্চিম
২১. আরব নামটি হেজাজ অঞ্চলের কোন স্থানটির নামানুসারে?
[ক] আরাবা
[খ] অরুবা
[গ] তায়ামা
[ঘ] আবহার
২২. ইতিহাসের জনক হেরোডোটাস কোন দেশের নাগরিক ছিলেন?
[ক] মিশর
[খ] ব্যাবিলন
[গ] গ্রিস
[ঘ] রোম
২৩. খাদিজাতুত তাহিরা অর্থ কী?
[ক] খাদিজার পবিত্রতা
[খ] খাদিজার অপবিত্রতা
[গ] নিষ্কলঙ্ক খাদীজা
[ঘ] অতুলনীয় রূপসী খাদিজা
২৪. মহানবির মদিনা হিজরতের পূর্বে মদিনায় যুদ্ধরত ছিল-
i. আউস গোত্র
ii. খাযরাজ গোত্র
iii. বানু তাগলিব গোত্র
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৫. জিম্মি কারা?
[ক] অমুসলমান সম্প্রদায়
[খ] মুসলমান সম্প্রদায়
[গ] শিয়া সম্প্রদায়
[ঘ] খারিজি সম্প্রদায়
নিচের উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাও :
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিবদমান রাষ্ট্রসমূহের মধ্যে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের প্রতিষ্ঠা হয়। এ জাতিসংঘের সনদে বিরোধ মীমাংসা, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠাসহ একটি বিশ্বরাষ্ট্র গঠনের কথা বলা হয়।
২৬. জাতিসংঘ সনদের সাথে নিম্নের কোনটির মিল পাওয়া যায়?
[ক] হিলফুল ফুজুল
[খ] মদিনা সনদ
[গ] হুদায়বিয়ার সন্ধি
[ঘ] আকাবার শপথ
২৭. উক্ত উদ্যোগের মাধ্যমে মহানবি (স.)-এর ব্যক্তিত্ব প্রকাশ পেয়েছে?
i. রাজনৈতিক প্রজ্ঞা
ii. সংস্কারবাদী মনোভাব
iii. নেতৃত্বগুণ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৮. কে মহানবি (স.)-কে পরিখা খনন করতে পরামর্শ দেন?
[ক] আমর বিন আস
[খ] খালিদ বিন ওয়ালিদ
[গ] হামজা (রা.)
[ঘ] সলেমান ফারসি
২৯. জোহরা প্রসাদ কোথায় অবস্থিত?
[ক] মাদ্রিতে
[খ] সিউটায়
[গ] বার্সেলোনা
[ঘ] কর্ডোভায়
৩০. হিজরি সাল গণনা শুরু হয়-
[ক] ৬১০
[খ] ৬১২
[গ] ৬২২
[ঘ] ৬২৪
উত্তরমালা: ১ [ক] ২ [ক] ৩ [খ] ৪ [গ] ৫ [খ] ৬ [গ] ৭ [গ] ৮ [খ] ৯ [ক] ১০ [ঘ] ১১ [ক] ১২ [খ] ১৩ [ক] ১৪ [খ] ১৫ [ক] ১৬ [খ] ১৭ [ঘ] ১৮ [খ] ১৯ [গ] ২০ [খ] ২১ [ক] ২২ [গ] ২৩ [গ] ২৪ [ক] ২৫ [ক] ২৬ [ক] ২৭ [ঘ] ২৮ [ঘ] ২৯ [ঘ] ৩০ [গ]
0 Comments:
Post a Comment