এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Islamic History and Culture 1st Paper mcq question and answer. HSC History and Culture of Islam 1st Paper (mcq) Answers to Multiple Choice Questions Safiuddin Sarkar College pdf download.
মডেল টেস্ট
সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ, গাজীপুর
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
১ম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: [২৬৭]
সময়: ৩০ মিনিট পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]
HSC Islamic History and Culture 1st Paper
Board Question Solution
MCQ
Question and Answer
১. ইসলামের মূলমন্ত্র কী?
[ক] শান্তি ও একত্ববাদ
[খ] বিশ্বভ্রাতৃত্ব
[গ] তৌহিদ ও বিশ্বভ্রাতৃত্ব
[ঘ] শান্তি ও বিশ্বভ্রাতৃত্ব
২. মক্কায় ‘মালা’ গঠনের উদ্দেশ্য ছিল-
i. গোত্রীয় ভারসাম্য রক্ষা
ii. শান্তিশৃঙ্খলা কায়েম
iii. মক্কায় প্রশাসন তদারক করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] iii
[ঘ] i, ii ও iii
৩. সুমেরীয় লিখন পদ্ধতিকে কী বলা হয়?
[ক] হায়ারোগ্লিফিক
[খ] কিউনিফর্ম
[গ] ভোমেটিক
[ঘ] ক্যালবো
৪. কুরআন শরীফে ‘ফাতহুম মুবিন’ বলা হয়েছে-
[ক] হুদায়বিয়ার সন্ধিকে
[খ] মদিনা সনদের শর্তকে
[গ] হিলফুল ফুযুলকে
[ঘ] মক্কা বিজয়কে
৫. সম্পূর্ণ পবিত্র কুরআন শরীফ নাযিল হতে কত বছর সময় লাগে?
[ক] ২৬
[খ] ২২
[গ] ২৩
[ঘ] ২৫
৬. আসাদুল্লাহ কার উপাধি ছিল?
[ক] খালিদ বিন ওয়ালিদ
[খ] হযরত আলী (রা.)
[গ] হযরত উমর (রা.)
[ঘ] মুসা বিন নুসাইব
৭. কাকে বীর কেশরি বলা হয়?
[ক] আলী (রা.)
[খ] ওমর (রা.)
[গ] হামযা (রা.)
[ঘ] হুরাইরা (রা.)
৮. ওয়ারাকা-বিন-নওফেল ছিলেন.
i. ইহুদি ধর্মগ্রন্থের পন্ডিত
ii. খাদিজাতু তাহিরার ফুফাতো ভাই
iii. খ্রিষ্টান ধর্মগ্রন্থের পন্ডিত
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
৯. মহানবি (স.) হিজরতের মূল উদ্দেশ্য ছিল-
i. মক্কা নগরীকে রক্ষা
ii. আল্লাহর নির্দেশ পালন
iii. ইসলামকে সুপ্রতিষ্ঠিত করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
১০. মক্কায় মহানবি (স.)-কে হত্যার প্রস্তাবকারী কে?
[ক] ওতবা
[খ] শায়বা
[গ] আবু জাহেল
[ঘ] আবু সুফিয়ান
১১. জিজিয়া হলো-
[ক] ভূমি রাজস্ব
[খ] নিরাপত্তা কর
[গ] বাণিজ্য কর
[ঘ] যুদ্ধলব্ধ সম্পত্তি
১২. কয়জন খলিফা আততায়ীর হাতে নিহত হন?
[ক] ১ জন
[খ] ২ জন
[গ] ৩ জন
[ঘ] ৪ জন
১৩. বদর যুদ্ধ [?] খন্দক যুদ্ধ। ’?’ স্থানে কোন যুদ্ধের নাম বসবে?
[ক] উহুদ
[খ] খাইবার
[গ] মুতার
[ঘ] হুনাইন
১৪. দুমার সালিশির যেগুলো ছিল ত্রুটিপূর্ণ এবং দুর্ভাগ্যজনক ঘটনা.
i. সালিশের প্রস্তাব
ii. সালিক বৈঠক
iii. হঠকারী সিদ্ধান্ত গ্রহণ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
১৫. কোন উমাইয়া খলিফার শাসন ব্যবস্থায় স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্বের কোন চিহ্ন ছিল না?
[ক] সুলায়মান
[খ] খলিফা ওয়ালিদ
[গ] উমর-বিন-আব্দুল আজিজ
[ঘ] ২য় ইয়াজিদ
১৬. খিলাফতের ইতিহাসে আল ওয়ালিদের রাজত্বকাল অপেক্ষা গৌরবজ্জ্বল রাজত্বকাল আর নেই। এ বাক্যটিতে বোঝানো হয়েছে.
i. ওয়ালিদের রাজত্বের গৌরব
ii. সর্বশ্রেষ্ঠ রাজত্ব
iii. ওয়ালিদের রাজত্বের বিভিন্ন সমস্যা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও ii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৭. আব্দুর রহমানকে আরবদের বাজপাখি বলার কারণ-
[ক] অসীম ধৈর্য
[খ] বীরত্বপূর্ণ কার্য
[গ] সন্ধি স্থাপন
[ঘ] সাম্রাজ্য চালনা
১৮. সৌভাগ্যের চাবিকাঠি বলা হয় কোন উমাইয়া খলিফাকে?
[ক] সোলায়মানকে
[খ] ওয়ালিদকে
[গ] আব্দুল মালিককে
[ঘ] মুয়াবিয়াকে
১৯. আল আজাহার বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
[ক] স্পেন
[খ] বাগদাদ
[গ] মদিনা
[ঘ] মিশর
২০. মিশরীয় সভ্যতায় কৃষিতে উন্নয়ন হয়েছিল-
i. জলসেচের মাধ্যমে
ii. উর্বরতা বৃদ্ধির ফলে
iii. বন্যার প্রকোপ থেকে রক্ষার ফলে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২১. The garden of death বলা হয় কোন যুদ্ধকে?
[ক] ইয়ামামার যুদ্ধ
[খ] রিদ্দার যুদ্ধ
[গ] কাদেসিয়ার যুদ্ধ
[ঘ] আযনাদাইনের যুদ্ধ
২২. আববাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?
[ক] আবুল আববাস
[খ] আবু জাফর আল মনসুর
[গ] আল মনসুর
[ঘ] আল মামুন
২৩. আরাবাতুন শব্দের অর্থ কী?
[ক] আদি নগরী
[খ] আরাবা
[গ] বাগ্মিতা
[ঘ] বৃক্ষলতাহীন মরুভূমি
২৪. পরামর্শ ব্যতীত কোন খিলাফত চলতে পারে না?
[ক] আবু বকর (রা.)
[খ] উমর (রা.)
[গ] আলী (রা.)
[ঘ] উসমান (রা.)
২৫. ইহুদি পন্ডিত ওয়ারাকা বিন নওফেল রাসুল (স.)-কে কীভাবে চিনলেন?
[ক] তাওরাত কিতাবে রাসুল (স.)-এর আগমনী বার্তা ছিল
[খ] ইনজিল কিতাবে মুহাম্মদ (স.)-এর আগমনের সুসংবাদ ছিল
[গ] নামুসুল আকবরের কথা শ্রবণ করে
[ঘ] উপযুক্ত কারণে
২৬. কোন খলিফা বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করেন?
[ক] আলী (রা.)
[খ] উমর (রা.)
[গ] উসমান (রা.)
[ঘ] আবু বকর (রা.)
২৭. স্পেন মুসলমানদের চূড়ান্ত পতন হয়-
i. স্পেনে শতধা বিভক্ত ক্ষুদ্র ক্ষুদ্র রাজবংশের শাসন প্রতিষ্ঠা হয়
ii. ইসাবেলা ও কার্ডিন্যান্ডের বিবাহ বন্ধন ও যৌথ আক্রমণ
iii. সুলতান আবু আব্দুল্লাহর আল হামারা প্রাসাদ ত্যাগ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
২৮. শিয়া সম্প্রদায় দুই ভাগে বিভক্ত.
i. ইছনা আশারিয়া বা দ্বাদশ ইমামে বিশ্বাসী
ii. ইসমাঈলীয় বা সপ্তম ইমামে বিশ্বাসী
iii. ষষ্ঠ ইমাম জাফর আস সাদিক পর্যন্ত পার্থক্য করে না
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] i ও iii
[ঘ] ii ও iii
২৯. ফাতেমীয় খলিফা আল হাকিমের সাথে সম্পৃক্ত-
i. খামখেয়ালি শাসক
ii. নতুন ধর্মমত
iii. দারুল হিকমা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
৩০. আরব মুসলমানদের সহজে স্পেন বিজয়ের কারণ-
i. রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নৈরাজ্য
ii. রডারিকের প্রতি অসমেত্মাষ ও স্পেনিশ বাহিনীর দুর্বলতা
iii. মুসলিমদের জিহাদি মনোভাবের যোগ্য নেতৃত্ব ও উন্নত সমরাস্ত্র
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তরমালা: ১ [ঘ] ২ [ঘ] ৩ [খ] ৪ [ক] ৫ [গ] ৬ [খ] ৭ [গ] ৮ [ঘ] ৯ [খ] ১০ [গ] ১১ [খ] ১২ [গ] ১৩ [ক] ১৪ [ঘ] ১৫ [গ] ১৬ [খ] ১৭ [খ] ১৮ [ক] ১৯ [ঘ] ২০ [খ] ২১ [ক] ২২ [খ] ২৩ [ঘ] ২৪ [খ] ২৫ [ঘ] ২৬ [খ] ২৭ [খ] ২৮ [খ] ২৯ [ঘ] ৩০ [ঘ]
0 Comments:
Post a Comment