এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Geography 2nd Paper Srijonshil Question pdf download
রাজশাহী, কুমিল্লা, বরিশাল ও দিনাজপুর বোর্ড
ভূগোল ২য় পত্র
সৃজনশীল প্রশ্ন
বিষয় কোড: [১২৬]
সময়: ২ ঘণ্টা ৩৫ মিনিট পূর্ণমান: ৫০
[দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। নিচের উদ্দীপকগুলো পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও। যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
HSC Geography 2nd Paper
Board Question Solution
Srijonshil Question pdf download
১ । মহাদেশ কতকগুলো দেশ নিয়ে গঠিত। আমরা এমন একটি স্বাধীন দেশের অধিবাসী যা পার্শ্ববর্তী অন্য একটি দেশ অপেক্ষা অনেক ছোট। দেশটি আমাদের স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
ক. পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশের নাম লেখ। ১
খ. নামীয় অঞ্চলের সীমানা সুনির্দিষ্ট নয়- ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে ইঙ্গিতকৃত দেশদ্বয় যে মহাদেশে অবস্থিত তার ভৌগোলিক পরিচিতি তুলে ধর। ৩
ঘ. ইঙ্গিতকৃত দেশদ্বয়ের জলবায়ুগত তারতম্য বিশ্লেষণ কর। ৪
২ । বাংলাদেশ বিশ্বের একটি অন্যতম জনবহুল দেশ। জনবিবর্তন তত্ত্বের আলোকে দেশটিতে প্রাথমিক অবস্থায় জন্মহার ও মৃত্যুহার উভয়ই বেশি ছিল। কিন্তু বর্তমানে জন্মহারের চেয়ে মৃত্যুহার উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।
ক. স্থূল মৃত্যুহার নির্ণয়ের সূত্রটি লেখ। ১
খ. মানুষ কেন অভিগমন করে? ২
গ. উদ্দীপকে উল্লিখিত তত্ত্বের পর্যায়টি ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকে উল্লিখিত দেশের মৃত্যুহার হ্রাসের কারণ পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর। ৪
৩ । আরেফিন সাহেব কুয়াকাটার সমুদ্র উপকূল দেখার জন্য প্রথমে লঞ্চে করে পটুয়াখালী যান। পরবর্তীতে মাইক্রোবাসে করে কুয়াকাটা পৌঁছান।
ক. মংলা বন্দর কোন নদীর তীরে অবস্থিত? ১
খ. বন্দরের উন্নতি নির্ভর করে পশ্চাৎভূমির ওপর- ব্যাখ্যা কর। ২
গ. আরেফিন সাহেবের প্রথমে ব্যবহৃত পথটির বৈশিষ্ট্য ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকে ইঙ্গিতকৃত পথ দুটির সুবিধাসমূহের তুলনামূলক বিশ্লেষণ কর। ৪
৪ । নিচের সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দাও।
ক. সম্পদ কী? ১
খ. খনিজ এলাকায় পরিবেশ সংরক্ষণ গুরুত্বপূর্ণ- ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে ‘ক’ চিহ্নিত স্থানের ইঙ্গিতকৃত খনিজটির বৈশিষ্ট্য ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকে ‘ক’ ও ‘খ’ চিহ্নিত স্থানের ইঙ্গিতকৃত খনিজদ্বয়ের ব্যবহারিক গুরুত্ব বিশ্লেষণ কর। ৪
৫ । দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান খাদ্যশস্য যা প্রধানত মৌসুমি অঞ্চলের ফসল। ২০১৭ সালের হিসাব অনুযায়ী ফসলটি যে দেশটিতে সবচেয়ে বেশি উৎপাদিত হয় সেই দেশটিই আবার সবচেয়ে বেশি আমদানি করে থাকে।
ক. চায়ের আদিভূমি কোন দেশে? ১
খ. হুনান প্রদেশকে পৃথিবীর চালের আঁধার বলা হয়- ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের ফসলটি উৎপাদনের প্রাকৃতিক নিয়ামক ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের দেশটির ইঙ্গিতকৃত ফসলটি উৎপাদন ও আমদানিতে শীর্ষ হবার কারণ বিশ্লেষণ কর। ৪
৬ । অধিকাংশ নারীকর্মী দ্বারা পরিচালিত একটি রপ্তানিমুখী শিল্প যা ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে বিকাশ লাভ করেছে। শিল্পটি বাংলাদেশের অর্থনীতি ও কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
ক. বিশ্বের প্রধান কার্পাস বস্ত্র উৎপাদনকারী দেশের নাম লেখ। ১
খ. বাংলাদেশ সারশিল্পে স্বয়ংসম্পূর্ণ না হওয়ার কারণ ব্যাখ্যা কর। ২
গ. বাংলাদেশের মানচিত্রে উদ্দীপকে উল্লিখিত স্থানে শিল্পটির অবস্থান চিহ্নিত কর। ৩
ঘ. ‘‘শিল্পটি বাংলাদেশের অর্থনীতি ও কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে’’- বাক্যটির তাৎপর্য বিশ্লেষণ কর। ৪
৭ । নিচের সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দাও।
ক. বাফার রাষ্ট্র কী? ১
খ. পার্বত্য চট্টগ্রামে পরিবহন ব্যয়বহুল- ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের ‘খ’ চিহ্নিত স্থানে ইঙ্গিতকৃত দেশটির অবস্থানিক বৈশিষ্ট্য ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের ‘ক’ ও ‘খ’ চিহ্নিত দেশদ্বয়ের মধ্যে বাণিজ্যিক ভারসাম্যের চিত্র বিশ্লেষণ কর। ৪
৮ । নিচের সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দাও।
ক. দুর্যোগ কী? ১
খ. পরিবেশবান্ধব পরিকল্পনা টেকসই উন্নয়ন নিশ্চিত করে- ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের ‘ক’ স্থানের পর্যায়টির গুরুত্ব ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের ‘খ’ স্থানের পর্যায়ের সাথে ‘সাড়াদান’ এর পার্থক্য বিশ্লেষণ কর।
Solution
ReplyDelete