এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Geography 2nd Paper Srijonshil Question
ঢাকা, যশোর, চট্টগ্রাম ও সিলেট বোর্ড
ভূগোল দ্বিতীয় পত্র
সৃজনশীল প্রশ্ন
বিষয় কোড: [১২৬]
সময়: ২ ঘণ্টা ৩৫ মিনিট পূর্ণমান: ৫০
[দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। নিচের উদ্দীপকগুলো পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও। যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
HSC Geography 2nd Paper
Board Question Solution
Srijonshil Question
১ । নাবিহার মামা উচ্চ শিক্ষার জন্য উত্তর আটলান্টিক মহাসাগরের পশ্চিমের একটি দেশে গিয়েছেন। যার জাতীয় পতাকায় ৫০টি তারকা খচিত রয়েছে। গত গ্রীষ্মের ছুটিতে তিনি দেশটির পূর্বে অবস্থিত দ্বীপরাষ্ট্রে বেড়াতে যান। যেখানে শাসন ব্যবস্থা শাসনতান্ত্রিক রাজতন্ত্র।
ক. বাংলাদেশের মোট আয়তন কত? ১
খ. বাংলাদেশ ক্রান্তীয় অঞ্চলের দেশ- ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রথম দেশটির ভৌগোলিক পরিচিতি ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকে ইঙ্গিতকৃত দেশ দুটির শাসন ব্যবস্থার তুলনামূলক চিত্র তুলে ধর। ৪
২ । রাফান ও তিপাম গোপালগঞ্জের ছেলে এবং স্থানীয় একটি কলেজে পড়াশুনা করত। এইচএসসি পরীক্ষায় দু’জনেই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। তিপাম বৃত্তির সুযোগ পেয়ে তার কাঙ্ক্ষিত বিষয়ে উচ্চ শিক্ষার জন্য চীন চলে যায় এবং রাফান একই বিষয়ে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ঢাকায় অবস্থান করে।
ক. CDR এর পূর্ণরূপ লেখ। ১
খ. বান্দরবানের জনবসতি অতি বিরল- ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে রাফানের ক্ষেত্রে ঘটে যাওয়া অভিগমনের কারণ ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকে রাফান ও তিপামের অভিগমনের ভিন্নতা বিশ্লেষণ কর। ৪
৩ । নিচের সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দাও।
ক. মেগাসিটি কী? ১
খ. গ্রামীণ জীবনযাত্রায় হাটের ভূমিকা অসামান্য- ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে ‘ক’ চিহ্নিত স্থান প্রশাসনিক কেন্দ্রবিন্দু হওয়ার কারণ ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকে ‘ক’ ও ‘খ’ চিহ্নিত স্থানের জনসংখ্যার ঘনত্বের তারতম্য বিশ্লেষণ কর। ৪
৪ । বাংলাদেশের দ্বিতীয় প্রধান খাদ্যশস্যটির উৎপাদনে শীর্ষে রয়েছে চীন। শীতকালীন ও বসন্তকালীন ফসল হিসেবে পরিচিত কৃষিপণ্যটি যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি রপ্তানি করে থাকে।
ক. পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পাট উৎপাদনকারী দেশের নাম লেখ। ১
খ. বাংলাদেশের সিলেট অঞ্চলে কেন সবচেয়ে বেশি চা উৎপাদন হয়? ২
গ. উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ শস্য চাষের ভৌগোলিক নিয়ামক ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকে দেশদ্বয়ে উৎপাদিত শস্যটির বৈদেশিক বাণিজ্যের স্বরূপ বিশ্লেষণ কর। ৪
৫ । বাংলাদেশে এক সময় গৃহস্থালির রান্নার কাজে জ্বালানি হিসেবে প্রচুর গাছপালা ব্যবহৃত হত। বর্তমানে অনেক ক্ষেত্রেই গাছপালার পরিবর্তে একটি খনিজ ব্যবহৃত হচ্ছে। ফলে একদিকে যেমন বনজসম্পদ রক্ষা পেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা পাচ্ছে অন্যদিকে তেমনি কালো ধোঁয়ার হাত থেকে বায়ুদূষণ রোধ হচ্ছে।
ক. বায়ুদূষণের একটি উৎসের নাম লেখ। ১
খ. দরিদ্রতা অর্থনৈতিক দূষণের ফল- ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে ইঙ্গিতকৃত খনিজের বাংলাদেশে ভৌগোলিক অবস্থান ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের শেষ বাক্যের তাৎপর্য বিশ্লেষণ কর। ৪
ক. বাংলাদেশের একটি সার কারখানার নাম লেখ। ১
খ. বিনিয়োগ ছাড়া শিল্পায়ন সম্ভব নয়।- ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে ‘ক’ অঞ্চলে লৌহ ও ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকে ‘ক’ ও ‘খ’ অঞ্চলের শিল্পের প্রকৃতি বিশ্লেষণ কর। ৪
৭ । নিচের সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দাও।
ক. বাংলাদেশের একটি নদীবন্দরের নাম লেখ। ১
খ. ভগ্ন উপকূল বন্দর স্থাপনে সহায়ক- ব্যাখ্যা কর। ২
গ. বাংলাদেশের অর্থনীতিতে উদ্দীপকের ‘ক’-‘খ’ পথের গুরুত্ব ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকে ‘ক’-‘খ’ ও ‘খ’-‘গ’ যোগাযোগের ধরন বিশ্লেষণ কর। ৪
৮ । ‘ক’ একটি উন্নয়নশীল দেশ হলেও পণ্য আমদানি ও রপ্তানি দুটোই করে থাকে। তবে রপ্তানি পণ্যের চেয়ে আমদানি পণ্যের সংখ্যা বেশি হওয়ায় দেশটির অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ে। কাজেই রপ্তানিযোগ্য পণ্যের উৎপাদন বৃদ্ধিই ‘ক’ দেশটির জন্য অধিক গুরুত্বপূর্ণ।
ক. WTO এর পূর্ণরূপ লেখ। ১
খ. শিল্প কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক- ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের ‘ক’ দেশটির বাণিজ্যের প্রকৃতি ব্যাখ্যা কর। ৩
ঘ. ‘‘রপ্তানিযোগ্য পণ্যের উৎপাদন বৃদ্ধিই ‘ক’ দেশটির জন্য অধিক গুরুত্বপূর্ণ’’- তাৎপর্য বিশ্লেষণ কর। ৪
0 Comments:
Post a Comment