এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Geography 2nd Paper MCQ with Answer pdf download
বোর্ড প্রশ্ন সমাধান-৪
ভূগোল ২য় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: [১২৬]
সময়: ৩৫ মিনিট পূর্ণমান: ৩৫
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]
HSC Geography 2nd Paper
Board Question Solution
MCQ
Question and Answer pdf download
১. পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?
[ক] আফ্রিকা
✅ এশিয়া
[গ] ইউরোপ
[ঘ] অস্ট্রেলিয়া
২. ভাষা, ধর্ম, বর্ণ ও সংস্কৃতি নিয়ে মানব ভুগোলের যে শাখা আলোচনা করে তার নাম-
[ক] নগর ভূগোল
✅ সাংস্কৃতিক ভূগোল
[গ] জনসংখ্যা ভূগোল
[ঘ] গ্রামীণ ভূগোল
৩. বাংলাদেশে সর্বশেষ আদমশুমারি হয় কত সালে?
[ক] ২০০১
[খ] ২০০৭
✅ ২০১১
[ঘ] ২০১৫
৪. কোনো এলাকার জনসংখ্যার পরিবর্তন নিচের কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে?
i. জন্মহার
ii. মৃত্যুহার
iii. অভিগমন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৫ ও ৬নং প্রশ্নের উত্তর দাও :
ফেসবুকের মাধ্যমে বাংলাদেশের সুমী অস্ট্রেলিয়ান নাগরিক বাংলাদেশি বংশোদ্ভূত ইমতিয়াজের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে অস্ট্রেলিয়ার পথে পাড়ি জমায়।
৫. সুমীর ক্ষেত্রে নিচের কোন ধরনের অভিগমন হয়েছে?
[ক] আদিম
✅ আন্তর্জাতিক
[গ] অভ্যন্তরীণ
[ঘ] গণ
৬. জনাব ইমতিয়াজ যে দেশের নাগরিক সে দেশটি জনমিতিক ট্রানজিশনাল মডেলের তৃতীয় স্তরে অবস্থানের কারণ-
i. মৃত্যুহার নিচের স্তরে স্থির থাকে
ii. মৃত্যুহার কমতে থাকে
iii. জন্মহার কমতে থাকে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৭. একটি দেশের জনসংখ্যাকে ঐ দেশের আয়তন দিয়ে ভাগ করলে পাওয়া যাবে জনসংখ্যার-
✅ ঘনত্ব
[খ] জন্মহার
[গ] মৃত্যুহার
[ঘ] অভিগমন
৮. জনমিতিক ট্রানজিশনাল তত্ত্বে বাংলাদেশ প্রারম্ভিক সম্প্রসারণশীল স্তরে আবস্থানের কারণ-
✅ চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন
[খ] খাদ্য ঘাটতি হ্রাস
[গ] মাথাপিছু আয় বৃদ্ধি
[ঘ] যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন
৯. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে কম বসতি দেখা যায়?
[ক] রাজশাহী
[খ] টাঙ্গাইল
[গ] ফরিদপুর
✅ বান্দরবান
১০. নদীগুলোর সক্রিয়তার অভাবে বাংলাদেশের কোন অঞ্চলে সারিবদ্ধ বসতি গড়ে ওঠে?
[ক] দক্ষিণাঞ্চল
[খ] দক্ষিণ-পশ্চিমাঞ্চল
[গ] বরেন্দ্র অঞ্চল
✅ দক্ষিণ-পূর্বাঞ্চল
নিচের উদ্দীপকটি পড়ে ১১ ও ১২নং প্রশ্নের উত্তর দাও :
বৃষ্টির বাড়ি পাবনায়। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সুপ্তি চাকমার গ্রামের বাড়ি বেড়াতে গিয়ে সেখানে ভিন্ন ধরনের বসতি দেখতে পেল।
১১. বৃষ্টি কোন ধরনের বসতি দেখতে পেয়েছিল?
[ক] পুঞ্জীভূত
[খ] সারিবদ্ধ
✅ বিচ্ছিন্ন
[ঘ] অনুকেন্দ্রিক
১২. উদ্দীপকে ইঙ্গিতকৃত এলাকার সাথে বৃষ্টির নিজ এলাকার বসতির ভিন্নতর হওয়ার কারণ-
i. মৃত্তিকার ভিন্নতার কারণে
ii. গৃহ নির্মাণের ধরনে
iii. সাংস্কৃতিক বৈচিত্র্যে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৩. ঢালু ভূমি ও পর্যাপ্ত বৃষ্টিপাত কোন ফসল চাষের সহায়ক?
[ক] গম
[খ] ধান
[গ] আখ
✅ চা
১৪. নিরক্ষীয় অঞ্চলে সাধারণত গম চাষ করা হয় না কেন?
i. তাপমাত্রার আধ্যিকের কারণে
ii. বৃষ্টিপাতের আধ্যিকের কারণে
iii. মৃত্তিকায় জৈব পদার্থের ঘাটতির কারণে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬নং প্রশ্নের উত্তর দাও :
২০১৩ সালের হিসাব অনুযায়ী 'অ' ও 'ই' দেশ দুটি তাদের প্রধান খাদ্যশস্য উৎপাদনে বিশ্বে যথাক্রমে চতুর্থ ও ষষ্ঠ স্থানে রয়েছে। উক্ত খাদ্যশস্য রপ্তানির ক্ষেত্রে 'অ' দেশের তেমন ভূমিকা না থাকলেও 'ই' দেশটি প্রায় শীর্ষ স্থানে রয়েছে।
১৫. উদ্দীপকের দেশ দুটিতে যে খাদ্যশস্য উৎপন্ন হয় তার অনুকূল তাপমাত্রা কত ডিগ্রী সেন্টিগ্রেড?
[ক] ৮-১৭
✅ ১৮-২৭
[গ] ২৮-৩৭
[ঘ] ৩৮-৪৭
১৬. উদ্দীপকে উল্লিখিত 'অ' দেশটি ইঙ্গিতপূর্ণ খাদ্যশস্যটির রপ্তানি বাণিজ্যে কম গুরুত্বপূর্ণ কেন?
i. অধিক জনসংখ্যা
ii. অভ্যন্তরীণ চাহিদা
iii. বাজারজাতরকণের অসুবিধা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৭. বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি?
[ক] কয়লা
✅ প্রাকৃতিক গ্যাস
[গ] খনিজ তৈল
[ঘ] চুনাপাথর
১৮. বাংলাদেশের বৃহত্তর সিলেট অঞ্চলে যে খনিজ সম্পদ পাওয়া যায় তার প্রধান উপাদান কোনটি?
[ক] ক্লোরিন
[খ] ফ্লোরিন
✅ মিথেন
[ঘ] ব্রোমিন
[ক] ভারত
[খ] সুইডেন
✅ চীন
[ঘ] দক্ষিণ আফ্রিকা
নিচের উদ্দীপকটি পড়ে ২০ ও ২১নং প্রশ্নের উত্তর দাও :
অনিক ফেঞ্চুগঞ্জ সার কারখানায় চাকরি করে। ঐ কারখানায় ব্যবহৃত প্রধান কাঁচামাল সিলেটের হরিপুর থেকে সরবরাহ করা হয়।
২০. উদ্দীপকে উল্লিখিত কারখানায় কোন খনিজ ব্যবহার করা হয়?
[ক] খনিজ তৈল
[খ] সিলিকা
[গ] কয়লা
✅ প্রাকৃতিক গ্যাস
২১. উদ্দীপকের কারখানায় ব্যবহৃত কাঁচামাল আর কী কাজে ব্যবহার করা হয়?
i. যানবাহনের জ্বালানি হিসাবে
ii. তাপবিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসাবে
iii. সৌরবিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসাবে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২২. বিশ্বের সর্বোচ্চ গম উৎপাদনকারী দেশ কোনটি?
[ক] কানাডা
✅ চীন
[গ] ফ্রান্স
[ঘ] জার্মানি
২৩. বাংলাদেশের সিমেন্ট শিল্পের প্রধান কাঁচামাল কোনটি?
[ক] বেলেপাথর
[খ] নুড়ি পাথর
✅ চুনাপাথর
[ঘ] কঠিন শিলা
২৪. বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চিনি শিল্প গড়ে না ওঠার কারণ-
[ক] অনুন্নত যোগাযোগ ব্যবস্থা
[খ] শক্তিসম্পদের অভাব
✅ কাঁচামালের অভাব
[ঘ] সস্তা শ্রমিকের অভাব
নিচের উদ্দীপকটি পড়ে ২৫ ও ২৬নং প্রশ্নের উত্তর দাও :
স্বাধীনতা উত্তর বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশের অবহেলিত নারীগোষ্ঠীকে কাজে লাগিয়ে করিম সাহেব নতুন এক প্রকার শিল্প স্থাপনের পরিকল্পনা করেন। করিম সাহেবকে অনুসরণ করে পরবর্তীতে অনেকে এ শিল্পে এগিয়ে আসেন। যার ফলশ্রুতিতে বর্তমানে এটি দেশের অন্যতম প্রধান শিল্প। এই শিল্পজাত পণ্যের প্রধান ক্রেতা ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র।
২৫. করিম সাহেব কি শিল্পজাত পণ্য রপ্তানি করেন?
[ক] পাটজাত সামগ্রী
✅ তৈরি পোশাক
[গ] চামড়া
[ঘ] হিমায়িত মাছ
২৬. উদ্দীপকে ইঙ্গিতকৃত শিল্পের অনুকূল নিয়ামক কোনটি?
i. আন্তর্জাতিক বাজার
ii. কাঁচামাল
iii. নারী শ্রমিক
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৭. কেন শীতলক্ষ্যা নদীতীরে সার কারখানা গড়ে উঠেছে?
i. প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি
ii. মিঠা পানির সানিড়বধ্য
iii. সুষ্ঠু পরিবহন ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৮. স্বল্প ব্যয়ে অধিক পণ্য পরিবহনে কোনটি সুবিধাজনক?
[ক] সড়কপথ
[খ] রেলপথ
✅ জলপথ
[ঘ] আকাশপথ
২৯. চট্টগ্রাম বন্দর থেকে সিলেটে জ্বালানি তেল পরিবহনে কোন রেলপথ ব্যবহার করা হয়?
✅ মিটারগেজ
[খ] ব্রডগেজ
[গ] ন্যারোগেজ
[ঘ] ডুয়েলগেজ
৩০. বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য কোনটি?
[ক] চা
[খ] চামড়া
[গ] হিমায়িত মাছ
✅ তৈরি পোশাক
৩১. নিচের কোনটি বৃহত্তম বাণিজ্যিক সংগঠন?
[ক] নাফতা
[খ] সাফটা
[গ] আসিয়ান
✅ ইউরোপীয় ইউনিয়ন
৩২. আশ্রয়কেন্দ্র নির্মাণ দুর্যোগ ব্যবস্থাপনাচক্রের কোন ধাপের সাথে সংশ্লিষ্ট?
[ক] প্রস্তুতি
✅ প্রতিরোধ
[গ] সাড়াদান
[ঘ] পুনরুদ্ধার
৩৩. দুর্যোগ প্রশমনের জন্য কোনটি গুরুত্বপূর্ণ?
i. অবকাঠামোগত উন্নয়ন
ii. দুর্যোগ হ্রাসের কৌশল নির্ধারণ
iii. শস্য বহুমুখীকরণ
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৩৪ ও ৩৫নং প্রশ্নের উত্তর দাও :
অভি জলপথে ঢাকা হতে নারায়ণগঞ্জ যাচ্ছিল। সে লক্ষ্য করল, যাত্রাপথের দুই পার্শ্বের কল-কারখানার বর্জ্য সেখানকার প্রবাহমান ধারায় এসে মিশছে?
৩৪. অভির দেখা সমস্যাটি নিচের কোনটি দূষিত করে?
[ক] মাটি
✅ পানি
[গ] বায়ু
[ঘ] শব্দ
৩৫. উদ্দীপকে উল্লিখিত সমস্যাটি নিচের কোনটি নির্দেশ করে?
i. প্রাকৃতিক দূষণ
ii. মানবসৃষ্ট দূষণ
iii. পরিবেশ দূষণ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
0 Comments:
Post a Comment