HSC ভূগোল ১ম পত্র (Srijonshil) সৃজনশীল প্রশ্ন (ঢাকা, রাজশাহী, যশোর, চট্টগ্রাম ও দিনাজপুর বোর্ড ২০১৯)

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Geography 1st Paper Srijonshil Question
ঢাকা, রাজশাহী, যশোর, চট্টগ্রাম ও দিনাজপুর বোর্ড ২০১৯
ভূগোল প্রথম পত্র
সৃজনশীল প্রশ্ন
বিষয় কোড: [১২৫]

সময়: ২ ঘণ্টা ৩৫        পূর্ণমান: ৫০
[দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। নিচের উদ্দীপকগুলো পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও। যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

HSC Geography 1st Paper
Board Question Solution
Srijonshil Question

১. বাংলাদেশের প্রধান আম উৎপাদনকারী এলাকা থেকে একদল ছাত্র শিক্ষা সফরে দেশের উত্তর-পূর্বাঞ্চলের চা উৎপাদনকারী অঞ্চলে বেড়াতে গেল। তারা সেখানকার ভূপ্রাকৃতিক অবস্থা সম্পর্কে সরেজমিনে অবস্থিত হয়ে উভয় এলাকার পার্থক্য বুঝতে পারল।
ক. কনরাড বিযুক্তি কী? ১
খ. ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে উল্লিখিত প্রথম অঞ্চলটির ভূমিরূপ ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকে উল্লিখিত অঞ্চল দুটির ভূমিরূপ বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ কর। ৪

২. হারিস সাহেব বিবিসি’র খবরে জানতে পারেন যে, হঠাৎ তীব্র কম্পনে মুহূর্তের মধ্যে পশ্চিম ভারতীয় দ্বীপের হাইতি শহরটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পরের দিনই তিনি ডিসকভারী চ্যানেলে দেখলেন প্রশান্ত মহাসাগরীয় একটি দ্বীপের ফাটল দিয়ে ভূ-অভ্যন্তরের গলিত পদার্থ বের হচ্ছে।
ক. বিচূর্ণীভবনের সংজ্ঞা দাও। ১
খ. সুনামী সৃষ্টির কারণ ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে বিবিসি প্রচারিত দুর্যোগ সৃষ্টির কারণ ব্যাখ্যা কর। ৩
ঘ. হারিস সাহেবের পরের দিন দেখা দুর্যোগটির প্রভাব বিশ্লেষণ কর। ৪

৩. নজীব দীর্ঘ দশ বছর পর যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে ঢাকায় আসে। এখানকার গাড়ির কালো ধোঁয়া, কলকারখানার নির্গত গ্যাসের ফলে সৃষ্ট দূষণ তার জন্য একটি অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়।
ক. CFC এর পূর্ণরূপ কী? ১
খ. জীবের জন্য বায়ুমন্ডলের কোন স্তর অধিক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কর। ২
গ. মানবদেহের ওপর উদ্দীপকে উল্লিখিত দূষণের প্রভাব ব্যাখ্যা কর। ৩
ঘ. উক্ত দূষণ প্রতিরোধে করণীয় পদক্ষেপ সম্পর্কে তোমার মতামত বিশ্লেষণ কর। ৪

৪. নিচের সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দাও।
ক. বায়ুর আর্দ্রতা কী? ১
খ. বৈশ্বিক উষ্ণায়নের কারণ ব্যাখ্যা কর। ২
গ. ‘ক’ চিহ্নিত অঞ্চলের দিকে প্রবাহিত বায়ুর বৈশিষ্ট্য ব্যাখ্যা কর। ৩
ঘ. ‘ক’ ও ‘খ’ চিহ্নিত অঞ্চলে প্রবাহিত বায়ুর পার্থক্য বিশ্লেষণ কর। ৪

HSC ভূগোল ১ম পত্র (Srijonshil) সৃজনশীল প্রশ্ন (ঢাকা, রাজশাহী, যশোর, চট্টগ্রাম ও দিনাজপুর বোর্ড ২০১৯)

৫. তৌকির উচ্চ শিক্ষার জন্য মাতৃভূমি বাংলাদেশ থেকে বিদেশ গিয়েছে। সেখানে সে এক নতুন অভিজ্ঞতার সম্মুখীন হয়। তা হলো সারা বছর রৌদ্রকরোজ্জ্বল আবহাওয়া বিরাজ করলেও বৃষ্টিপাত হয় শীতকালে।
ক. আর্দ্রতা কাকে বলে? ১
খ. নিরক্ষীয় অঞ্চলে গভীর অরণ্য সৃষ্টি হওয়ার কারণ ব্যাখ্যা কর। ২
গ. তৌকিরের গমনকৃত অঞ্চলটির জলবায়ু বৈশিষ্ট্য ব্যাখ্যা কর। ৩
ঘ. তৌকিরের নিজের দেশ ও গমনকৃত দেশটির জলবায়ু আলাদা হওয়ার কারণ বিশ্লেষণ কর। ৪

৬. নিচের সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দাও।
ক. মহীসোপান কাকে বলে? ১
খ. সমুদ্রখাত কীভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা কর। ২
গ. ‘ক’ চিহ্নিত জলভাগের তলদেশের ভূমিরূপ ব্যাখ্যা কর। ৩
ঘ. উক্ত জলভাগের তলদেশের অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ কর। ৪

৭. রাজশাহীর ছেলে রাকিব তার বন্ধুর বাড়ি উপকূলীয় জেলা পটুয়াখালী বেড়াতে গেল। সে প্রথম দিনেই খেয়াল করল যে, পার্শ্ববর্তী নদীর পানির স্তর সকালের চেয়ে দুপুরে অনেক বেড়ে গেছে। এমন ঘটনায় তাকে আশ্চর্য হতে দেখে বন্ধু জানাল যে, সেখানে প্রতিদিন পানি দু’বার বেড়ে যায় আবার দু’বার কমেও যায়।
ক. সমুদ্রস্রোতের প্রধান কারণ কী? ১
খ. ল্যাব্রাডর কী ধরনের স্রোত? ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে নির্দেশিত পানির স্তর পরিবর্তনের কারণসমূহ ব্যাখ্যা কর। ৩
ঘ. বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে উক্ত ঘটনার প্রভাব বিশ্লেষণ কর। ৪

৮. নিচের সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দাও।
ক. দূষণ কী? ১
খ. কার্বন চক্র ব্যাখ্যা কর। ২
গ. ‘খ’ অঞ্চলে বিশেষ ধরনের বনভূমি সৃষ্টির কারণ ব্যাখ্যা কর। ৩
ঘ. ‘ক’ ও ‘খ’ অঞ্চলের বনভূমির উদ্ভিজ্জের বৈসাদৃশ্য বিশ্লেষণ কর। ৪

Share:

0 Comments:

Post a Comment