এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Geography 1st Paper Srijonshil Question pdf download
রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল ও দিনাজপুর বোর্ড ২০১৭
ভূগোল ১ম পত্র
সৃজনশীল প্রশ্ন
বিষয় কোড: [১২৫]
সময়: ২ ঘণ্টা ৩৫ পূর্ণমান: ৫০
[দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। নিচের উদ্দীপকগুলো পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও। যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
HSC Geography 1st Paper
Board Question Solution
Srijonshil Question pdf download
১. নিশুর বাড়ি সিরাজগঞ্জের যমুনা নদী অববাহিকায়। সে তার সহপাঠীদের নিয়ে মধুপুর বেড়াতে এসে বুঝতে পারে যে, তার নিজ এলাকার সাথে এখানকার ভূপ্রকৃতির ভিন্নতা রয়েছে।
ক. মালভূমি কাকে বলে? ১
খ. ভঙ্গিল পর্বত সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের নিশুর নিজ এলাকার ভূপ্রকৃতি ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকে ইঙ্গিতপূর্ব ভূমিরূপদ্বয়ের বৈসাদৃশ্য বিশ্লেষণ কর। ৪
২. নিচের সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দাও।
ক. পর্বত কাকে বলে? ১
খ. মালভূমি কীভাবে গঠিত হয়? ব্যাখ্যা কর। ২
গ. পর্বত হিসাবে ‘ক’ চিত্রের গঠন প্রক্রিয়া ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের ‘ক’ ও ‘খ’ চিত্রের পার্থক্য বিশ্লেষণ কর। ৪
৩. টেলিভিশনে একটি প্রামাণ্য চিত্র দেখে সুপ্তি বুঝতে পারল, ভূমিরূপের ব্যাপক পরিবর্তনে মানুষের তেমন কোনো হাত নেই। কিন্তু ঐ পরিবর্তনে এক ধরনের প্রাকৃতিক শক্তি ক্রিয়াশীল যা খন্ড খন্ড ভূভাগের সীমানা বরাবর সংঘটিত হয়। ইতিহাসে যার অনেক ভয়াবহ ক্ষতিকর প্রভাবের নজির রয়েছে।
ক. ভূআলোড়ন কাকে বলে? ১
খ. ভূমিক্ষয় জীবজগতের ওপর সরাসরি প্রভাব ফেলে- ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে উল্লিখিত শক্তিটির স্থানিক বিন্যাস মানচিত্রে দেখাও। ৩
ঘ. উদ্দীপকের শক্তিটি খন্ড খন্ড ভূভাগের সীমানা বরাবর সংঘটনের কারণ বিশ্লেষণ কর। ৪
৪. নিচের সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দাও।
ক. নিয়ত বায়ু কাকে বলে? ১
খ. নিম্নচাপ সৃষ্টির কারণ ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের ‘ক’ বায়ু প্রবাহের কারণ ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের ‘ক’ ও ‘খ’ বায়ুপ্রবাহদ্বয়ের বৈশিষ্ট্য বিশ্লেষণ কর। ৪
৫. নিচের সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দাও।
ক. শৈবাল সাগর কোথায় অবস্থিত? ১
খ. বায়ুপ্রবাহ সমুদ্রস্রোতকে কীভাবে প্রভাবিত করে ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের ‘ক’ স্রোতের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর। ৩
ঘ. চিত্রের ‘ক’ ও ‘খ’ স্রোতের মিলন স্থলের তাৎপর্য বিশ্লেষণ কর। ৪
৬. পৃথিবী একটি অদৃশ্য বায়বীয় আবরণ দ্বারা পরিবেষ্টিত। ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। উচ্চতা ও উপাদানের পার্থক্যের কারণে তা কতকগুলো স্তরে বিভক্ত। যার একটি জীবকুলের আবাসস্থল আবার অন্য একটি স্তর সূর্যের অতি বেগুনি রশ্মি শোষণের মাধ্যমে পৃথিবীতে জীবকুলের বসবাস উপযোগী পরিবেশ তৈরিতে সহায়তা করছে।
ক. জীববৈচিত্র্য কাকে বলে? ১
খ. জীববৈচিত্র্যের স্থানিক ভিন্নতার কারণ ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে বায়বীয় আবরণের স্তরবিন্যাস চিত্রের মাধ্যমে ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের শেষের স্তরটির গুরুত্ব বিশ্লেষণ কর। ৪
৭. নিচের সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দাও।
ক. জোয়ার কাকে বলে? ১
খ. বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জোয়ার-ভাটার প্রভাব ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের ‘ক’ চিত্রে কোন ধরনের জোয়ার হয়- ব্যাখ্যা কর। ৩
ঘ. ‘ক’ ও ‘খ’ চিত্রের জোয়ারের তুলনামূলক বিশ্লেষণ কর। ৪
৮. রহিম জলপথে ঢাকা থেকে মুন্সিগঞ্জ যাওয়ার পথে দেখতে পেল, পার্শ্ববর্তী বিভিন্ন কারখানা থেকে বিভিন্ন তরল বর্জ্য তার যাত্রাপথে মিশছে। সে সেখানকার স্থানীয় লোকদের সাথে কথা বলে জানতে পারল, উক্ত জলধারায় তেমন কোনো মাছ পাওয়া যায় না।
ক. বাংলাদেশের বৃহত্তম স্রোতজ বনভূমির নাম লেখ। ১
খ. নাইট্রোজেন চক্রের গুরুত্ব ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে ইঙ্গিতকৃত দূষণের কারণ ব্যাখ্যা কর। ৩
ঘ. ইঙ্গিতকৃত দূষণ প্রতিরোধে তোমার মতামত বিশ্লেষণ কর। ৪
এই প্রশ্ন গুলোর উত্তর পাবো কোথায়?
ReplyDelete