এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Geography 1st Paper Srijonshil Question pdf download
কুমিল্লা, সিলেট ও বরিশাল বোর্ড ২০১৯
ভূগোল ১ম পত্র
সৃজনশীল প্রশ্ন
বিষয় কোড: [১২৫]
সময়: ২ ঘণ্টা ৩৫ পূর্ণমান: ৫০
[দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। নিচের উদ্দীপকগুলো পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও। যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
HSC Geography 1st Paper
Board Question Solution
Srijonshil Question pdf download
১. প্রাকৃতিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ শাখা, যেখানে ভূ-আলোড়ন ও তার ফলে সৃষ্ট ভূমিরূপ নিয়ে আলোচনা করে। অনুরূপভাবে অন্য একটি শাখায় সমুদ্র তলদেশের বৈচিত্র্যপূর্ণ ভূমিরূপ ও সমুদ্রস্রোত নিয়ে আলোচনা করে।
ক. ভূমিরূপবিদ্যা কী? ১
খ. প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে প্রথমে উল্লিখিত প্রাকৃতিক ভূগোলের শাখাটির গুরুত্ব ব্যাখ্যা কর। ৩
ঘ. উল্লিখিত প্রাকৃতিক ভূগোল শাখাদ্বয়ের পার্থক্য বিশ্লেষণ কর। ৪
২. নিচের সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দাও।
ক. ভূত্বক কাকে বলে? ১
খ. ব্যাসাল্ট স্তরকে মেফিক স্তর বলা হয় কেন? ২
গ. উদ্দীপকের চিত্র খ-এ পর্বতটির বৈশিষ্ট্য ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের চিত্র-ক ও চিত্র-খ এ পর্বতদ্বয়ের গঠনগত পার্থক্য বিশ্লেষণ কর। ৪
৩. ২০১৮ সালের ২২ ডিসেম্বর ইন্দোনেশিয়ার জাভার সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে একটি প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে। এতে এলাকাটি প্লাবিত হয়ে অসংখ্য লোকের প্রাণহানিসহ ধ্বংসস্তূপে পরিণত হয়।
ক. আগ্নেয়গিরি কী? ১
খ. ভূপৃষ্ঠের ধীর পরিবর্তনকারী শক্তি ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের ইঙ্গিতকৃত প্রাকৃতিক দুর্যোগটি সৃষ্টির কারণ ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের ইঙ্গিতকৃত দুর্যোগটির পরিবেশগত প্রভাব বিশ্লেষণ কর। ৪
৪. চন্দ্র - সূর্য - পৃথিবী
ক. সমুদ্রস্রোত কী? ১
খ. শৈলশিরার অবস্থান সমুদ্রস্রোতকে কীভাবে প্রভাবিত করে? ২
গ. উদ্দীপকের ‘খ’ এ প্রদর্শিত জোয়ার-ভাটার বৈশিষ্ট্য ব্যাখ্যা কর। ৩
ঘ. ‘ক’ ও ‘খ’ এ প্রদর্শিত জোয়ার-ভাটার পার্থক্যের কারণ বিশ্লেষণ কর। ৪
ক. মৌসুমি জলবায়ু কী? ১
খ. বিশ্ব উষ্ণায়নের কারণ ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের ‘ক’ চিহ্নিত অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের ‘ক’ ও ‘খ’ চিহ্নিত জলবায়ুর বৈসাদৃশ্য বিশ্লেষণ কর। ৪
৬. সাকিব বিগত শীতে বাংলাদেশের দুটি বনে বেড়াতে গিয়েছিল। একটি বনে জোয়ার-ভাটার পানি প্রভাবিত অরণ্য এবং অন্যটি বাংলাদেশের প্রায় মধ্যাঞ্চলে অবস্থিত বনভূমিতে পত্রশূন্য অবস্থা দেখতে পায়।
ক. বায়োম কী? ১
খ. ইকোসিস্টেম ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের প্রথমোক্ত বনভূমির ধরন ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকে ইঙ্গিতকৃত বনভূমিদ্বয়ের বৈশিষ্ট্যের পার্থক্য বিশ্লেষণ কর। ৪
৭. ক্রান্তীয় অঞ্চলে মৌসুমি জলবায়ু প্রভাবিত দেশগুলোতে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আগমনের পূর্বে এক ধরনের বৃষ্টিপাত হয়। দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ুপ্রবাহের ফলে সংশ্লিষ্ট দেশগুলোতে অন্য ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়ে থাকে।
ক. পানিচক্র কী? ১
খ. বায়ুপ্রবাহের কারণ ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে উল্লিখিত বায়ু আগমনের পূর্বে কোন ধরনের বৃষ্টিপাত হয়? ব্যাখ্যা কর। ৩
ঘ. উল্লিখিত বায়ুপ্রবাহ আগমনের পূর্বে ও পরের বৃষ্টিপাত ধরনের তুলনামূলক বিশ্লেষণ কর। ৪
৮. ইউরোপ ও আমেরিকার মধ্যবর্তী একটি গুরুত্বপূর্ণ মহাসাগরের তলদেশের প্লেট সীমানা বরাবর একটি বিশেষ আকৃতির ভূমিরূপ রয়েছে। উক্ত ভূমিরূপটি নিরক্ষরেখা বরাবর রোমনসে খাদ দ্বারা বিভক্ত।
ক. ঝিনুক অঞ্চল কাকে বলে? ১
খ. জীবজগতে পানিচক্রের ভূমিকা ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে বিশেষ আকৃতির ভূমিরূপ গঠনের কারণ ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের ইঙ্গিতকৃত ভূমিরূপটির বৈচিত্র্যপূর্ণ বৈশিষ্ট্য বিশ্লেষণ কর। ৪
এগুলোর উত্তর পএ দেন
ReplyDelete