HSC ভূগোল ১ম পত্র (Srijonshil) সৃজনশীল প্রশ্ন রাজশাহী, কুমিল্লা, সিলেট ও বরিশাল বোর্ড ২০১৮ pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Geography 1st Paper Srijonshil Question pdf download

রাজশাহী, কুমিল্লা, সিলেট ও বরিশাল বোর্ড ২০১৮
ভূগোল ১ম পত্র
সৃজনশীল প্রশ্ন
বিষয় কোড: [১২৫]

সময়: ২ ঘণ্টা ৩৫        পূর্ণমান: ৫০
[দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। নিচের উদ্দীপকগুলো পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও। যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

HSC Geography 1st Paper
Board Question Solution
Srijonshil Question pdf download

১. নিচের সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দাও।
ক. ভিসুভিয়াস কোন ধরনের পর্বত? ১
খ. ভঙ্গিল পর্বত কীভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে ক চিহ্নিত স্তরটির বৈশিষ্ট্য ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের খ ও গ চিহ্নিত স্তর দুটোর তুলনামূলক বিশ্লেষণ কর। ৪

২. প্রান্তি ঘরের মধ্যে একটি ঝাঁকুনি অনুভব করলো। সে ঘরের ঝুলন্ত বস্তুগুলোকে দুলতে দেখলো এবং বাইরে মানুষ দৌড়াদৌড়ি করছে দেখতে পেল।
ক. ভূ-আলোড়নের সংজ্ঞা দাও। ১
খ. ‘‘আবহাওয়ার তারতম্য বিচূর্ণীভবনের কারণ’’- ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটির কারণ ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ফলে সৃষ্ট ভূমিরূপের ধরন বিশ্লেষণ কর। ৪

৩. নদী দ্বারা সৃষ্ট ভূমিরুপ
(ক) ভূ-উপত্যকা (খ) ব-দ্বীপ (গ) বর্তুলাকার গর্ত
ক. নদী সোপান কাকে বলে? ১
খ. পাদদেশীয় পলল সমভূমি কীভাবে সৃষ্টি হয়- ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে ‘ক’ ভূমিরূপটি চিত্রসহ ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের ‘খ’ ও ‘গ’ ভূমিরূপ দুটির গঠন বৈশিষ্ট্য বিশ্লেষণ কর। ৪

৪. মালয়েশিয়ায় বসবাসকারী মুনিয়া গ্রীষ্মের ছুটিতে বাংলাদেশে চাচার বাসায় বেড়াতে আসেন। সেখানে এসে দেখতে পান প্রতিদিন বজ্রসহ ঝড়, আবার ঝড়ের সাথে শিলাবৃষ্টি। মুনিয়া তার চাচার কাচে এ বজ্রঝড় সম্পর্কে জানতে চাইল।
ক. নিরক্ষীয় শান্ত বলয় কাকে বলে? ১
খ. বায়ুপ্রবাহ সমুদ্রস্রোতের অন্যতম কারণ- ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে ইঙ্গিতকৃত দুর্যোগ সংঘটনের কারণ ব্যাখ্যা কর। ৩
ঘ. মুনিয়ার বসবাসকৃত দেশ ও চাচার বসবাসকৃত দেশের জলবায়ুর তারতম্য বিশ্লেষণ কর। ৪

HSC ভূগোল ১ম পত্র (Srijonshil) সৃজনশীল প্রশ্ন (রাজশাহী, কুমিল্লা, সিলেট ও বরিশাল বোর্ড ২০১৮)

৫. মেহেদী সাহেব ব্যবসায়িক কাজে প্রায়ই ইউরোপ যান। তিনি লক্ষ্য করেন যে, ইউরোপের দেশগুলোতে শীতকালে বৃষ্টিপাত হয় অন্যদিকে গ্রীষ্মকাল প্রায়ই বৃষ্টিহীন থাকে। যা তার নিজ দেশের বিপরীত অবস্থা।
ক. সমভূমি কাকে বলে? ১
খ. নগ্নীভবন কীভাবে সংঘটিত হয় ব্যাখ্যা কর। ২
গ. মেহেদী সাহেবের ভ্রমণকৃত জলবায়ুগত বৈশিষ্ট্য কোন জলবায়ু অঞ্চলে দেখা যায়? পৃথিবীর মানচিত্রে এই জলবায়ু অধ্যুষিত অঞ্চলগুলো দেখাও। ৩
ঘ. মেহেদী সাহেবের নিজ দেশ এবং ভ্রমণকৃত অঞ্চলের জলবায়ুর পার্থক্য বিশ্লেষণ কর। ৪

৬. ভারত মহাসাগরের উত্তরে অবস্থিত একটি উপসাগর যার পূর্বদিকে মায়ানমার, উত্তরে বাংলাদেশ, ভারত, পশ্চিমে ভারত এবং দক্ষিণ পশ্চিমে শ্রীলংকা অবস্থিত। উপসাগরটি বিশ্বের অন্যতম প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকা।
ক. ঝিনুক অঞ্চল কাকে বলে? ১
খ. জোয়ারের বাণ কেন হয়? ২
গ. উদ্দীপকে ইঙ্গিতকৃত উপসাগরটির তলদেশের ভূমিরূপের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের শেষ লাইনটির তাৎপর্য বিশ্লেষণ কর। ৪

৭. নিচের সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দাও।
ক. পানি চক্র কী? ১
খ. মহাকর্ষশক্তি জোয়ারভাটা সৃষ্টির প্রধান কারণ- ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে ‘ক’ চিহ্নিত স্রোতটির ধরন ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের ‘খ’ চিহ্নিত স্রোতটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশ্লেষণ কর। ৪

৮. পরিবেশ নানাধরনের সজীব ও অজীব উপাদানের দ্বারা গঠিত। উদ্ভিদ পরিবেশের গুরুত্বপূর্ণ সজীব উপাদান। যা বায়ুমন্ডল হতে সরাসরি এক ধরনের গ্যাস গ্রহণের মাধ্যমে খাদ্য তৈরি করে।
ক. নিয়ত বায়ুপ্রবাহ কী? ১
খ. স্রোতজ বনভূমি গড়ে উঠার কারণ ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে ইঙ্গিতকৃত গ্যাসটি দ্বারা সৃষ্ট চক্র ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের দ্বিতীয় বাক্যের তাৎপর্য বিশ্লেষণ কর। ৪

Share:

0 Comments:

Post a Comment