এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Geography 1st Paper Srijonshil Question pdf download
সকল বোর্ড ২০১৬
ভূগোল ১ম পত্র
সৃজনশীল প্রশ্ন
বিষয় কোড: [১২৫]
সময়: ২ ঘণ্টা ১০ পূর্ণমান: ৪০
[দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। নিচের উদ্দীপকগুলো পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও। যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাও।]
HSC Geography 1st Paper
Board Question Solution
Srijonshil Question pdf download
১. সামি ও সেমন্তি নগরীর ব্যস্ততম সড়ক দিয়ে প্রতিদিন স্কুলে যাতায়াত করে। সাম্প্রতিককালে রাস্তার দু’পাশে কিছু শিল্পকারখানা গড়ে উঠেছে। ফলে প্রায়শ অসুস্থ হয়ে তারা চিকিৎসকের কাছে যায়। চিকিৎসক তাদের এই অসুস্থতার জন্য প্রেসক্রিপসনের পাশাপাশি কিছু পরমার্শও দেন।
ক. বায়ুর আর্দ্রতা কাকে বলে? ১
খ. জীবের বেঁচে থাকার জন্য বায়ুমন্ডলের কোন স্তর অধিক গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা কর। ২
গ. সামি ও সেমন্তির অসুস্থতার জন্য দায়ী দূষক ও দূষণ উৎসের ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের সামি ও সেমন্তির সুস্থতার জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত- তোমার মতামত দাও। ৪
২. নিচের সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দাও।
ক. স্বাভাবিক তাপ হ্রাসহার কী? ১
খ. গ্রিন হাউজ প্রক্রিয়া ও বিশ্ব উষ্ণায়ন এর মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে A চিহ্নিত অঞ্চলের জলবায়ু পৃথিবীর অন্য কোন কোন অঞ্চলে পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকে B এবং C চিহ্নিত অঞ্চলের জলবায়ুর সাদৃশ্য ও বৈসাদৃশ্য বিশ্লেষণ কর। ৪
৩. নদী সৃষ্টি হয় পার্বত্য অঞ্চলে এবং তার সমাপ্তি সাগরে বা হ্রদে। পার্বত্য অঞ্চলে নদী খুবই সংকীর্ণ কিন্তু সাগরের কাছাকাছি এলাকায় বিস্তৃত, প্রশস্ত। আবার সৃষ্টির শুরুতে নদী যতটাই দ্রুত বেগে বহমান, শেষভাগে ততটাই ম্রিয়মাণ।
ক. পাত সঞ্চালন কী? ১
খ. হাওয়াই দ্বীপপুঞ্জ কোন প্রাকৃতিক শক্তির প্রভাবে সৃষ্টি হয়েছে? ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে নদীর সংকীর্ণতার জন্য কী কী প্রভাবক দায়ী- ব্যাখ্যা কর। ৩
ঘ. ‘‘সৃষ্টির শুরুতে নদী যতটা দ্রুত বহমান, শেষভাগে ততটাই ম্রিয়মাণ’’- বিশ্লেষণ কর। ৪
ক. জীবমন্ডল কাকে বলে? ১
খ. ভাঁজ ও জীবাশ্ম কোন পর্বতের সাথে সম্পর্কযুক্ত?- ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের ‘ক’ চিহ্নিত অঞ্চলের সাথে বাংলাদেশের অন্য কোন অঞ্চলের বৈশিষ্ট্যের মিল রয়েছে? ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের ‘খ’ এবং ‘গ’ চিহ্নিত অঞ্চল দুটির কোনটি মানুষ বসবাসের জন্য বেশি উপযোগী? যুক্তিসহ মতামত দাও। ৪
৫. একদল শিক্ষার্থী পতেঙ্গা সমুদ্রসৈকতে শিক্ষা সফরে গিয়ে দেখল সকালে সৈকতের যে স্থানে পানি ছিল, দুপুরে পানি অনেক নিচে নেমে গেছে। বিষয়টি সম্পর্কে তাদের শিক্ষক বলেন, নির্দিষ্ট সময় অন্তর প্রতিদিন ২ বার পানি উঠানামা করে। তিনি আরও বলেন, পানির এই ওঠানামা মানুষের কর্মকান্ডকে প্রভাবিত করে।
ক. সোয়াচ অফ নো গ্রাউন্ড কী? ১
খ. শীতকালে ইউরোপের পশ্চিম ও উত্তর উপকূল বরফমুক্ত থাকার কারণ ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে নির্দিষ্ট সময় অন্তর পানির ওঠানামার কারণ ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের আলোকে উপকূলবর্তী অধিবাসীদের ওপর পানির এই ওঠানামার সুফল ও কুফলের তুলনামূলক বিশ্লেষণ কর। ৪
৬. তিহামের বাড়ি প্লেস্টোসিনকালের সোপান এর অন্তর্গত। তার এলাকায় গড়ে ওঠা বনভূমির মৃত্তিকার রং লালচে ও কংকরময় এবং ব্রহ্মপুত্র নদের পলি দ্বারা গঠিত। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গড়ে ওঠা বনভূমির উদ্ভিদ ও প্রাণীর সাথে তিহামের এলাকার বনভূমির যথেষ্ট পার্থক্য রয়েছে।
ক. বাস্তুসংস্থান কী? ১
খ. উদ্ভিদ ও প্রাণীর স্থানিক ভিন্নতার ক্ষেত্রে প্রভাববিস্তারকারী কারণসমূহ ব্যাখ্যা কর। ২
গ. তিহামের এলাকায় গড়ে ওঠা বনাঞ্চলের জীববৈচিত্র্যের ব্যাখ্যা দাও। ৩
ঘ. উদ্দীপকের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বায়োমের গুরুত্ব বিশ্লেষণ কর। ৪
0 Comments:
Post a Comment