HSC ভূগোল ১ম পত্র (Srijonshil) সৃজনশীল প্রশ্ন ঢাকা, যশোর, চট্টগ্রাম ও দিনাজপুর বোর্ড ২০১৮ pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Geography 1st Paper Srijonshil Question pdf download

ঢাকা, যশোর, চট্টগ্রাম ও দিনাজপুর বোর্ড ২০১৮
ভূগোল ১ম পত্র
সৃজনশীল প্রশ্ন
বিষয় কোড: [১২৫]

সময়: ২ ঘণ্টা ৩৫        পূর্ণমান: ৫০
[দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। নিচের উদ্দীপকগুলো পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও। যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

HSC Geography 1st Paper
Board Question Solution
Srijonshil Question pdf download

১. বাংলাদেশের মধ্যাঞ্চলের সেলিম এবং দক্ষিণ পূর্বাঞ্চলের এমিল চাকমা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভূগোল বিভাগে পড়াশুনা করে। দু’জনের আলাপচারিতা থেকে তাদের বসবাসকারী এলাকার ভূপ্রকৃতির ভিন্নতা সম্পর্কে জানা যায়।
ক. কেন্দ্রমন্ডল কাকে বলে? ১
খ. বরেন্দ্রভূমির মৃত্তিকা লালচে বর্ণের হয় কেন? ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে এমিল চাকমার নিজ অঞ্চলের ভূমিরূপ গঠনের করণ ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকে উল্লিখিত দুই অঞ্চলের বনভূমির তুলনামূলক বিশ্লেষণ কর। ৪

২. নিচের সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দাও।
ক. ভূ-আলোড়ন কাকে বলে? ১
খ. উত্তাপের তারতম্য যান্ত্রিক বিচূর্ণীভবনের কারণ- ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের ‘ক’ অঞ্চলের কোন প্রক্রিয়ায় বিচূর্ণীভবন হয়- ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকে ‘ক’ ও ‘খ’ অঞ্চলের মধ্যে জলবায়ুগত তারতম্য বিশ্লেষণ কর। ৪

৩. লোকমান স্যার ক্লাসে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর ব্যাখ্যা করে বোঝালেন। অতঃপর বায়ুমন্ডলের ২০-২৫ কিলোমিটারের মধ্যে বিস্তৃত একটি গ্যাসীয় স্তরের বৈশিষ্ট্য পড়ালেন। তিনি বলেন, এ স্তর না থাকলে প্রাণীর দেহ পুড়ে যেত এবং সমস্ত প্রাণিকুল অন্ধ হয়ে যেত।
ক. বাতাসে নাইট্রোজেনের শতকরা হার কত? ১
খ. বায়ুমন্ডলে কার্বনডাইঅক্সাইড এর ভারসাম্য বজায় থাকে- ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় আলোচিত স্তরের গঠন কাঠামো ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকে স্তর দুইটির মধ্যে আন্তঃসম্পর্ক বিশ্লেষণ কর। ৪

৪. নিচের সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দাও।
ক. নিয়ত বায়ু কাকে বলে? ১
খ. বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয় কেন?- ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের ‘ক’ অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের ‘ক’ ও ‘খ’ অঞ্চলের বৃষ্টিপাতের ঋতুগত তারতম্য বিশ্লেষণ কর। ৪

৫. ইদানিং সময়ে ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলে প্রচন্ড গাড়ির চাপে মানুষ অসহায় হয়ে পড়ছে। এছাড়া টঙ্গীর শিল্পাঞ্চল ও আশুলিয়াতে উঠেছে অসংখ্য ইটভাটা। এদের শিল্পবর্জ্য ও নির্গত গ্যাসীয় পদার্থ ক্রমাগত বায়ুতে মিশছে। মানুষ প্রায়শঃই কাপড়ে নাক, মুখ চেপে শ্বাসকষ্ট ও দুর্গন্ধ থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করে যাচ্ছে।
ক. দূষণ কী? ১
খ. গাড়ির সংখ্যা বৃদ্ধি বায়ুদূষণের সাথে সম্পর্কযুক্ত- ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে ইঙ্গিতকৃত দূষণের কারণ ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের দূষণ মানব স্বাস্থ্যের জন্য হুমকীস্বরূপ- বিশ্লেষণ কর। ৪

HSC ভূগোল ১ম পত্র (Srijonshil) সৃজনশীল প্রশ্ন (ঢাকা, যশোর, চট্টগ্রাম ও দিনাজপুর বোর্ড ২০১৮)

৬. তরুণ ও কচী দু’জন চন্দ্র মাসের শেষ দিনে কুয়াকাটায় বেড়াতে এসে রাতের বেলা পানির গর্জন ও চাঁদের আলোয় পানির সৌন্দর্য দেখে বিমোহিত হয়। তার ৭-৮ দিন পর চন্দ্রের আলো কম থাকায় পানির সেই গর্জন অনেকটাই স্তিমিত হয়ে আসে।
ক. জোয়ার-ভাটার সংখ্যা দাও। ১
খ. গৌণ জোয়ার ভাটা সৃষ্টিতে কেন্দ্রাভিমুখী শক্তির প্রভাব ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের প্রথমোক্ত সময়ে পানির গর্জন কেন সৃষ্টি হয়েছিল ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের উক্ত দুই সময়ের ঘটনা চিত্রসহকারে বিশ্লেষণ কর। ৪

৭. নিচের সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দাও।
ক. মহীসোপান কাকে বলে? ১
খ. নিরক্ষীয় বিপরীত স্রোত উষ্ণ কেন- ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের ‘ক’ চিহ্নিত স্থানে প্রবাহিত স্রোতের প্রকৃতি ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের ‘ক’ ও ‘খ’ স্থান দু’টিতে সমুদ্রস্রোতের বৈসাদৃশ্য বিশ্লেষণ কর। ৪

৮. বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যে বনাঞ্চল রয়েছে, সেখানে বহু প্রজাতির উদ্ভিদ ও প্রাণিবৈচিত্র্য রয়েছে। বনাঞ্চলের এই জীববৈচিত্র্য এদেশের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।
ক. বনভূমি কাকে বলে? ১
খ. জলজ বায়োম কীভাবে সৃষ্টি হয়- ব্যাখ্যা কর। ২
গ. উল্লিখিত অঞ্চলের বায়োম সৃষ্টির কারণ ব্যাখ্যা কর। ৩
ঘ. বাংলাদেশের পরিবেশ রক্ষায় উক্ত অঞ্চলে গড়ে উঠা বনভূমির তাৎপর্য বিশ্লেষণ কর। ৪

Share:

0 Comments:

Post a Comment