এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Geography 1st Paper MCQ with Answer pdf download
বোর্ড প্রশ্ন সমাধান-৪
ভূগোল প্রথম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: [১২৫]
সময়: ২৫ মিনিট পূর্ণমান: ২৫
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]
HSC Geography 1st Paper
Board Question Solution
MCQ
Question and Answer pdf download
১. বাংলাদেশে স্রোতজ বনভূমি দেখা যায় কোন জেলায়?
[ক] টাংগাইল
[খ] দিনাজপুর
✅ সাতক্ষীরা
[ঘ] কুমিল্লা
২. প্রাকৃতিক ভূগোলের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় কোনটি?
[ক] মৃত্তিকা বিশ্লেষণ
[খ] মহাকাশ গবেষণা
[গ] জীবের উৎপত্তি
✅ বায়ুমন্ডলীয় তাৎপর্য
৩. ভূমিধসের বিষয় আলোচনা করা হয়-
[ক] বাস্তুবিদ্যায়
✅ ভূমিরূপ বিদ্যায়
[গ] সমুদ্রবিদ্যায়
[ঘ] জলবায়ু বিদ্যায়
৪. সাঙ্গু নদী বাংলাদেশের কোন ভূপ্রকৃতি অঞ্চলের অন্তর্গত?
[ক] উপকূলীয় ভূমি
[খ] বরেন্দ্র ভূমি
[গ] প্লাবন ভূমি
✅ পাহাড়ি ভূমি
নিচের উদ্দীপকটি পড়ে ৫ ও ৬নং প্রশ্নের উত্তর দাও :
আলী মিয়া তার গ্রামের বাড়িতে এবং কৃষি জমিতে প্রায়ই কিছু ছোট ছোট গর্ত দেখতে পায় এবং গর্তগুলোর চারপাশে মাটি জমানো থাকে।
৫. উদ্দীপকের প্রক্রিয়াটি-
[ক] নগ্নীভবন
✅ বিচূর্নীভবন
[গ] ক্ষয়ীভবন
[ঘ] অপসারণ
৬. উদ্দীপকে প্রক্রিয়াটির ভূমিকা পালনকারী প্রভাবক হচ্ছে-
i. অনুজীব
ii. কীটপতঙ্গ
iii. জীবজন্তু
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৭. জলাভূমিতে কোন দূষক পদার্থটি সৃষ্টি হয়?
[ক] ক্রিপটন
[খ] জেনন
✅ আর্গন
[ঘ] মিথেন
৮. স্বাভাবিক অবস্থায় কত মিটার উচ্চতায় ১. সে. তাপমাত্রা হ্রাস পায়?
[ক] ১৪৬
[খ] ১৫৬
✅ ১৬৬
[ঘ] ১৭৬
৯. ‘গর্জনশীল চল্লিশা’-র সাথে সম্পর্কযুক্ত বায়ু কোনটি?
[ক] মেরু বায়ু
[খ] অয়ন বায়ু
✅ পশ্চিমা বায়ু
[ঘ] স্থানীয় বায়ু
১০. দক্ষিণ এশিয়ার দেশসমূহ প্রধানত কোন জলবায়ুর অন্তর্গত?
[ক] নিরক্ষীয়
✅ মৌসুমি
[গ] ভূমধ্যসাগরীয়
[ঘ] মহাদেশীয়
১১. নিচের কোন গ্যাসটি গ্রিনহাউস গ্যাস নয়?
✅ অক্সিজেন
[খ] নাইট্রাস অক্সাইড
[গ] মিথেন
[ঘ] কার্বন মনোক্সাইড
১২. পৃথিবীর প্রায় এক-চতুর্থাংশ অঞ্চলে রয়েছে কোনটি?
✅ মহীসোপান
[খ] আগ্নেয় দ্বীপ
[গ] মহীঢাল
[ঘ] শৈলশিরা
১৩. সমভূমি অঞ্চলের নদী উপত্যকা-
i. প্রশস্ত হয়
ii. গভীর হয়
iii. সংকীর্ণ হয়
নিচের কোনটি সঠিক?
✅ i
[খ] ii
[গ] iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫নং প্রশ্নের উত্তর দাও :
বায়ুমন্ডলের উপাদানসমূহের মধ্যে N₂, O₂, CO₂, N₂O, Ar, উল্লেখযোগ্য। এই গ্যাসগুলো জীবের বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু কোনটির অতিরিক্ত মাত্রা জীবের জন্য ক্ষতিকর।
১৪. উদ্দীপকে উল্লিখিত কোন গ্যাসটি উদ্ভিদের খাদ্য তৈরির প্রধান কাঁচামাল?
[ক] N₂
✅ CO₂
[গ] O₂
[ঘ] N₂O
১৫. অতিরিক্ত মাত্রার গ্যাসটি কীভাবে প্রাণিকুলের উপকার করে?
i. বায়ুর আয়তন বৃদ্ধির মাধ্যমে
ii. তাপমাত্রা হ্রাসের মাধ্যমে
iii. উদ্ভিদের খাদ্য তৈরির মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
✅ iii
[ঘ] i, ii ও iii
১৬. উদ্দীপকে ক এবং গ অঞ্চলের বায়ুপ্রবাহের পার্থক্য কোনটি?
✅ বায়ুচাপ বলয়ে
[খ] বায়ুর গতিবেগে
[গ] স্বল্প সময়ের ব্যবধানে পরিবর্তনশীল
[ঘ] বায়ুমন্ডলীয় গঠনকর উপাদানে
১৭. ক এবং খ অঞ্চলে বায়ু প্রবাহিত হয়-
i. ক্রান্তীয় উচ্চচাপ বলয় হতে মেরু বৃত্তের দিকে
ii. ফেরেলের সূত্র অনুসরণ করে
iii. ক্রান্তীয় উচ্চচাপ হতে বিষুব অঞ্চলের দিকে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১৮নং প্রশ্নের উত্তর দাও :
১৮. উদ্দীপকের অ চিহ্নিত অঞ্চল-
[ক] উষ্ণমন্ডল
✅ নাতিশীতোষ্ণ মন্ডল
[গ] মেরুমন্ডল
[ঘ] ক্রান্তীয় মন্ডল
নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০নং প্রশ্নের উত্তর দাও :
১৯. উদ্দীপকে ‘ক’ অঞ্চলে কোন প্রকার বৃষ্টিপাত নির্দেশ করে?
[ক] বায়ুপ্রাচীরজনিত
[খ] ঘূর্ণিবাত
[গ] পরিচলন
✅ শৈলোৎক্ষেপ
২০. উদ্দীপকে ‘খ’ অঞ্চলের আবহাওয়া-
i. জলীয় বাষ্পশূন্য
ii. অধিক আর্দ্রতাসম্পন্ন
iii. বৃষ্টিহীন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii
২১. বাংলাদেশে প্রধান তিনটি ঋতুর অন্যতম কোনটি?
✅ বসন্ত
[খ] শরৎ
[গ] গ্রীষ্ম
[ঘ] হেমন্ত
নিচের উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩নং প্রশ্নের উত্তর দাও :
ভূগোল ক্লাসে শিক্ষক বললেন একটি মহাসাগরের দুইপাশে চারটি মহাদেশ রয়েছে।
২২. উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ মহাসাগর কোনটি?
[ক] প্রশান্ত
[খ] ভারত
✅ আটলান্টিক
[ঘ] সুমেরু
২৩. উদ্দীপকে উল্লিখিত মহাসাগরের তলদেশের বিশেষ ভূপ্রকৃতির আকৃতি কীরূপ?
✅ ইংরেজি S অক্ষরের মতো
[খ] ইংরেজি W অক্ষরের মতো
[গ] ইংরেজি H অক্ষরের মতো
[ঘ] ইংরেজি N অক্ষরের মতো
২৪. বাংলাদেশে জলবায়ুর ভিন্নতার প্রভাব সর্বাপেক্ষা পরিলক্ষিত হয়-
i. দক্ষিণ-পূর্বাঞ্চলে
ii. উত্তর-পশ্চিমাঞ্চলে
iii. উত্তর-পূর্বাঞ্চলে
নিচের কোনটি সঠিক?
✅ i
[খ] ii
[গ] iii
[ঘ] i, ii ও iii
২৫. প্রাকৃতিক ভূগোলের উপাদান কোনটি?
✅ পানিচক্র
[খ] বসতি
[গ] নগরায়ন
[ঘ] শিল্পায়ন
২৬. জার্মানির ‘ব্লাক ফরেস্ট’ কোন শ্রেণির পর্বত?
[ক] সঞ্চয়জাত
✅ চ্যুতিস্তূপ
[গ] ভঙ্গিল
[ঘ] ল্যাকোলিথ
২৭. পাদদেশীয় পললভূমি দেখা যায় বাংলাদেশের কোন অঞ্চলে?
[ক] খুলনা-বাগেরহাট
[খ] কুমিল্লা-নোয়াখালী
[গ] রংপুর-দিনাজপুর
✅ চট্টগ্রাম-কক্সবাজার
২৮. পদ্মা নদীর উৎপত্তি কোথায়?
[ক] মানস সরোবরে
[খ] লুসাই পাহাড়ে
[গ] নাগা-মনিপুরে
✅ গাঙ্গোত্রী হিমবাহে
২৯. পৃথিবীর সৌরপর্দা কোনটি?
[ক] ট্রপোস্ফিয়ার
[খ] থার্মোস্ফিয়ার
✅ ওজোনস্ফিয়ার
[ঘ] এক্সোস্ফিয়ার
৩০. বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র কোনটি?
✅ হাইগ্রোমিটার
[খ] ব্যারোমিটার
[গ] ন্যানোমিটার
[ঘ] হাইড্রোমিটার
৩১. শৈলোৎক্ষেপ বৃষ্টি বাংলাদেশের কোন অঞ্চলে দেখা যায়?
✅ সিলেট
[খ] রংপুর
[গ] খুলনা
[ঘ] বরিশাল
৩২. বঙ্গোপসাগরের সবচেয়ে উল্লেখযোগ্য ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য কোনটি?
✅ সোয়াচ অব নো গ্রাউন্ড
[খ] নিকোবার ফ্যান
[গ] বেঙ্গল ডিপ সি ফ্যান
[ঘ] বার্মা ট্রেন্স
৩৩. নিচের কোনটি ভারত মহাসাগরীয় স্রোত?
[ক] ইরমিনজার স্রোত
✅ আগুলহাস স্রোত
[গ] ল্যাব্রাডর স্রোত
[ঘ] বেঙ্গুয়েলা স্রোত
৩৪. দক্ষিণ আটলাল্টিক মহাসাগরীয় উষ্ণ স্রোত কোনটি?
[ক] কিউয়েন স্রোত
✅ বাহামা স্রোত
[গ] গিনি স্রোত
[ঘ] ক্যানারী স্রোত
৩৫. বনভূমির পরিমাণ বেশি কোন বিভাগে?
✅ চট্টগ্রাম
[খ] খুলনা
[গ] রাজশাহী
[ঘ] সিলেট
0 Comments:
Post a Comment