HSC অর্থনীতি ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download কুমিল্লা বোর্ড

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Economics 2nd Paper MCQ with Answer. HSC Economics 2nd Paper (mcq) Multiple Choice Questions Answers Comilla Board 2019 pdf download.

কুমিল্লা বোর্ড
অর্থনীতি ২য় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: [১১০]

সময়: ৩০ মিনিট        পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Economics 2nd Paper
Board Question Solution
MCQ
Question and Answer

১. বাংলাদেশের রপ্তানিকৃত প্রধান প্রাথমিক দ্রব্য কোনটি?
[ক] বিটুমিন
[খ] চা
[গ] চামড়া
[ঘ] নিটওয়ার

২. বাংলাদেশ কোন দেশ থেকে সবচেয়ে বেশি আমদানি করে?
[ক] চীন
[খ] ভারত
[গ] যুক্তরাজ্য
[ঘ] যুক্তরাষ্ট্র

৩. খাদ্যের ক্রয় যোগ্যতা বৃদ্ধির সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিক কোনটি?
[ক] খাদ্য আমদানি
[খ] খাদ্য সংরক্ষণ
[গ] খাদ্যের মান রক্ষা
[ঘ] কর্মসংস্থান সৃষ্টি

৪. দীর্ঘ মেয়াদে অর্থায়নের প্রয়োজনে কর্পোরেশনের শর্তাবলি সংবলিত ঋণের দলিলকে কী বলে?
[ক] বন্ড
[খ] শেয়ার
[গ] বিনিময় বিল
[ঘ] শেয়ার সার্টিফিকেট

৫. শস্য বহুমুখীকরণের ফলে বাংলাদেশের অর্থনীতির যে প্রভাব লক্ষ্য করা যায়-
i. কর্মসংস্থান হ্রাস পায়
ii. মাটির উর্বরতা অক্ষুণড়ব থাকে
iii. উৎপাদন ঝুঁকি হ্রাস পায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৬ ও ৭নং প্রশ্নের উত্তর দাও :
বাংলাদেশ সার্কভুক্ত দেশসমূহ, চীন, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা থেকে পণ্য আমদানি করে ২০১৫-১৬ অর্থবছরে পণ্য আমদানি ব্যয় ও পণ্য রপ্তানি আয়ের ব্যবধান ৮৬৬৪ মিলিয়ন মার্কিন ডলার যা পূর্ববর্তী বছরের তুলনায় ৮৩১ মিলিয়ন ডলার কম।

৬. উদ্দীপকে উলিখিত বৈদেশিক বাণিজ্যের প্রকৃতি কেমন?
[ক] ভারসাম্য
[খ] অনুকূল
[গ] উদ্বৃত্ত
[ঘ] ঘাটতি

৭. বাণিজ্যের উলিখিত পরিস্থিতি উন্নয়নের জন্য যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন-
i. আমদানি বিকল্পন শিল্প প্রতিষ্ঠা
ii. রপ্তানি শুল্ক বৃদ্ধি
iii. মুদ্রার অবমূল্যায়ন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৮. কোন যুগে বাংলায় প্রথম মুদ্রা প্রচলন হয়?
[ক] প্রাচীন যুগ
[খ] মুসলিম যুগ
[গ] ইংরেজ যুগ
[ঘ] পাকিস্তান যুগ

৯. মায়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত?
[ক] উত্তর-পূর্ব
[খ] পূর্ব
[গ] দক্ষিণ-পূর্ব
[ঘ] দক্ষিণ

১০. কোন অর্থব্যবস্থা কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে পরিচালিত হয়?
[ক] মিশ্র
[খ] ইসলামি
[গ] সমাজতান্ত্রিক
[ঘ] পুঁজিবাদী

১১. 'Finis' কোন ভাষার শব্দ?
[ক] গ্রিক
[খ] ইংরেজি
[গ] ল্যাটিন
[ঘ] ফরাসি

১২. বাংলাদেশে গৃহীত প্রথম ৬টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য কী ছিল?
[ক] ডিজিটাল বাংলাদেশে বিনির্মাণ
[খ] দারিদ্র্য বিমোচন
[গ] নিরাপদ খাদ্য নিশ্চতকরণ
[ঘ] বেকারত্ব হ্রাস

১৩. অর্থায়নের উৎস কয়টি?
[ক] ২টি
[খ] ৩টি
[গ] ৪টি
[ঘ] ৫টি

১৪. বাংলাদেশের জিডিপিতে কৃষির কোন উপখাতের অবদান সবচেয়ে বেশি?
[ক] পশুসম্পদ
[খ] মৎস্য সম্পদ
[গ] শস্য ও শাকসবজি
[ঘ] বনজ সম্পদ

১৫. পূর্ণ নিয়োগ স্তরের পরে সামগ্রিক যোগান স্থির থেকে সামগ্রিক সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাওয়ার অবস্থাকে কী বলে?
[ক] চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি
[খ] প্রকৃত মুদ্রাস্ফীতি
[গ] ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি
[ঘ] উন্মুক্ত মুদ্রাস্ফীতি

নিচের উদ্দীপকটি পড়ে ১৬ ও ১৭নং প্রশ্নের উত্তর দাও :
সাজিদ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা শেষ করে সোনার হরিণের মতো দুষ্প্রাপ্য চাকরির খোঁজ না করে নিজ গ্রাম আলীপুরে মৎস্য চাষ করে বেশ ভালোই আছে। তবে তার গ্রামে অনেক পারিবারেই সন্তান সংখ্যা তিনের অধিক এবং তারা শিক্ষার আলো থেকে বঞ্চিত।

১৬. সাজিদের মৎস্য চাষে নিয়োজিত হওয়াকে অর্থনীতিতে বলা হয়-
[ক] যুব উন্নয়ন
[খ] কর্মসংস্থান
[গ] স্বাবলম্বী
[ঘ] আত্মকর্মসংস্থান

১৭. উদ্দীপকে উলিখিত গ্রামের জনসংখ্যা নিয়ন্ত্রণে প্রয়োজন-
i. প্রতিরোধমূলক ব্যবস্থা
ii. প্রাকৃতিক নিরোধ
iii. শিক্ষার সুযোগ সৃষ্টি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

১৮. TCB এর পূর্ণরূপ হলো-
[ক] Trading Council of Bangladesh
[খ] Trad Council of Bangladesh
[গ] Trading Corporation of Bangladesh
[ঘ] Tradব Corporation of Bangladesh

১৯. বাংলাদেশে বেকারত্বের হার বেশি হওয়ার কারণ-
i. স্বল্প বিনিয়োগ
ii. কর্মমুখী শিক্ষার অভাব
iii. জনাধিক্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

HSC অর্থনীতি ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (কুমিল্লা বোর্ড ২০১৯)

নিচের উদ্দীপকটি পড়ে ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও :
মাদারীপুরের কৃষক জমির আলীর জমির পরিমাণ ৩ একর। উক্ত জমিটি তিনি দুই ভাগে ভাগ করে একাংশে পশুপালন ও অন্য অংশে ফসল উৎপাদন করেন। এতে তাঁর বছর বছর অনেক মুনাফা হয়।

২০. উদ্দীপকে উলিখিত খামারটি কোন ধরনের?
[ক] মিশ্র
[খ] বহুমুখী
[গ] জীবননির্বাহী
[ঘ] বিশেষায়িত

২১. এ ধরনের খামারে-
i. আধুনিক পদ্ধতি ব্যবহৃত হয়
ii. শ্রমের বিশেষায়ন হয়
iii. উৎপাদন বহুধাকরণ হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২২. যে করের করাঘাত ও করাপাত একই ব্যক্তির উপর পড়ে এ ধরনের করের উদাহরণ হলো-
[ক] বিক্রয় কর
[খ] আয় কর
[গ] আমদানি শুল্ক
[ঘ] রপ্তানি শুল্ক

২৩. শিল্পনীতি ২০১৬ এর আলোকে কোনটি অগ্রাধিকার শিল্প?
i. জাহাজ শিল্প
ii. ভেষজ ঔষধ
iii. ফ্যাশন ডিজাইন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

২৪. যে জনসংখ্যার জন্য মাথাপিছু আয় সর্বোচ্চ হয়, সে জনসংখ্যাকে বলে-
[ক] শূন্য জনসংখ্যা
[খ] উদ্বৃত্ত জনসংখ্যা
[গ] দক্ষ জনসংখ্যা
[ঘ] কাম্য জনসংখ্যা

নিচের উদ্দীপকটি পড়ে ২৫ ও ২৬নং প্রশ্নের উত্তর দাও :
ঔষধ ও ইলেকট্রনিক্স পণ্য এক সময় সম্পূর্ণভাবে আমদানি নির্ভর ছিল। বর্তমানে এ ধরনের পণ্য দেশের অভ্যন্তরে উৎপাদিত হচ্ছে এবং চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে।

২৫. উদ্দীপকে উলিখিত পণ্যসমূহ কোন ধরনের শিল্পের আওতাধীন?
[ক] সৃজনশীল
[খ] আমদানি বিকল্পন
[গ] সংরক্ষিত
[ঘ] মাইক্রো

২৬. উদ্দীপকে উলিখিত শিল্পসমূহ স্থাপনের কারণে বাংলাদেশের অর্থনীতিতে-
i. কর্মসংস্থান বাড়ছে
ii. বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছে
iii. বাণিজ্য ভারসাম্যের উন্নতি হবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

২৭. খাদ্য নিরাপত্তার মাধ্যমে নিশ্চিত হয়-
[ক] মৌলিক খাদ্যের প্রাপ্যতা
[খ] অধিক ক্যালরিযুক্ত খাদ্যের প্রাপ্যতা
[গ] সস্তা খাবারের প্রাপ্যতা
[ঘ] বৈচিত্র্যময় খাদ্যের প্রাপ্যতা

২৮. বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণ-
i. উচ্চ জন্মহার
ii. অর্থনৈতিক উন্নতি
iii. বাল্যবিবাহ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০নং প্রশ্নের উত্তর দাও:
বাংলাদেশ সরকার কর রাজস্ব ও অ-কর রাজস্বের মাধ্যমে আয় অর্জন করে। কর রাজস্বের মধ্যে সিংহভাগই অর্জিত হয় পরোক্ষ কর থেকে।

২৯. উদ্দীপকে উলিখিত পরোক্ষ করের সিংহভাগ কোন ধরনের কর থেকে অর্জিত হয়?
[ক] একক কর
[খ] মূল্যানুপাতিক কর
[গ] প্রমোদ কর
[ঘ] মূল্য সংযোজন কর

৩০. উদ্দীপকে উলিখিত অ-কর রাজস্বের উপাদান হলো-
i. ভূমি রাজস্ব
ii. জরিমানা
iii. টোল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii 

উত্তরমালা: ১ [খ] ২ [ক] ৩ [ঘ] ৪ [ক] ৫ [খ] ৬ [ঘ] ৭ [গ] ৮ [খ] ৯ [গ] ১০ [গ] ১১ [গ] ১২ [খ] ১৩ [ক] ১৪ [গ] ১৫ [ক] ১৬ [ঘ] ১৭ [গ] ১৮ [গ] ১৯ [ঘ] ২০ [ক] ২১ [ঘ] ২২ [খ] ২৩ [ক] ২৪ [ঘ] ২৫ [খ] ২৬ [গ] ২৭ [ক] ২৮ [গ] ২৯ [ঘ] ৩০ [খ]

Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide