HSC অর্থনীতি ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download চট্টগ্রাম বোর্ড

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Economics 2nd Paper MCQ with Answer. HSC Economics 2nd Paper (mcq) Multiple Choice Question Answers Chittagong Board 2019 pdf download.

চট্টগ্রাম বোর্ড
অর্থনীতি ২য় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: [১১০]

সময়: ৩০ মিনিট        পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Economics 2nd Paper
Board Question Solution
MCQ
Question and Answer

১. কোনটি প্রাতিষ্ঠানিক উৎস?
[ক] দালাল
[খ] ব্যবসায়ী
[গ] মহাজন
[ঘ] বেসরকারি সংস্থা

২. জনাব রেহান মালিক দীর্ঘদিন ইউরোপে থেকে সম্প্রতি বাংলাদেশে ফিরে এসে দেখলে তার নিজস্ব এলাকা কুয়াকাটার সমুদ্রবর্তী উপকূলের জমির ফসল উৎপাদন কমে গেছে। ফসল উৎপাদন কমার জন্য দায়ী-
i. বৈশ্বিক উষ্ণতা
ii. জলবায়ু পরিবর্তন
iii. জৈব প্রযুক্তির অভাব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩. জ্ঞান ও পুঁজিনির্ভর উচ্চ প্রযুক্তিভিত্তিক পরিবেশবান্ধব গবেষণা নির্ভর শিল্প হলো-
[ক] মাইক্রো শিল্প
[খ] হাইটেক শিল্প
[গ] সংরক্ষিত শিল্প
[ঘ] নিয়ন্ত্রিত শিল্প

নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫নং প্রশ্নের উত্তর দাও :
জনাব জুবেরী একজন শিল্পপতি। তিনি দেখলেন প্রতিবছর বিদেশ থেকে প্রচুর পরিমাণে ল্যাপটপ আমদানি করতে হয়। তাই তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন দেশে একটি ল্যাপটপ তৈরির কারখানা স্থাপন করবেন।

৪. জনাব জুবেরীর শিল্পটি কোন ধরনের শিল্পের অন্তর্গত?
[ক] ক্ষুদ্র শিল্প
[খ] সংরক্ষিত শিল্প
[গ] অগ্রাধিকার শিল্প
[ঘ] আমদানি বিকল্পন শিল্প

৫. উদ্দীপকে যে ধরনের শিল্পের কথা বলা হয়েছে তার প্রভাবে দেশে-
i. আমদানি হ্রাস পাবে
ii. রপ্তানি বৃদ্ধি পাবে
iii. নির্ভরশীলতা হ্রাস পাবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬. সরকার ও ব্যক্তি মালিকানায় গঠিত যৌথ প্রয়াসকে বলে?
[ক] Public Private Partnership
[খ] Private Public Partnership
[গ] Public Private Participation
[ঘ] Private Public Participation

৭. একটি নির্দিষ্ট বছরে কোন একটি দেশের মোট অভিবাসী জনসংখ্যা ও মোট দেশান্তরিত জনসংখ্যার পার্থক্য হলো-
[ক] অভিবাসন
[খ] নিট অভিবাস
[গ] অভিগমন
[ঘ] বহির্গমন

৮. মনে করি ‘ক’ দেশে ৫ লক্ষ লোক মৃত্যুবরণ করল এবং উক্ত বছরের মধ্যবর্তী সময়ে মোট জনসংখ্যা ১০ কোটি হলে স্থূল মৃত্যুহার কত হবে?
[ক] ২
[খ] ৫
[গ] ১০
[ঘ] ২০

৯. খাদ্য প্রাপ্তি ও আয়স্তরের সামঞ্জস্যপূর্ণ অবস্থাকে বলে-
[ক] খাদ্যের পর্যাপ্ততা
[খ] খাদ্যের ক্রয়যোগ্যতা
[গ] খাদ্যের নিরাপত্তা
[ঘ] খাদ্যের স্থিতিশীলতা

১০. কোনটি অর্থায়নের বাহ্যিক উৎস?
[ক] কর
[খ] অ-কর
[গ] শুল্ক
[ঘ] ই ইউ

১১. খাদ্যের দামস্তর নাগালের মধ্যে থেকে পর্যাপ্ত
নিরাপদ খাদ্য প্রাপ্তিকে বলে-
[ক] খাদ্যের পর্যাপ্ততা
[খ] খাদ্যের প্রাপ্যতা
[গ] খাদ্যের নিরাপত্তা
[ঘ] খাদ্যের স্থিতিশীলতা

নিচের উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩নং প্রশ্নের উত্তর দাও :
বছর ০ ২৫ ৫০ ৭৫ জনসংখ্যা বৃদ্ধি ১ ২ ৪ ৮ খাদ্য উৎপাদন বৃদ্ধি ১ ২ ৩ ৪

১২. ১২৫ বছর পর জনসংখ্যা ও খাদ্যের পরিমাণ-
[ক] ১০ ও ৫
[খ] ১০ ও ৬
[গ] ৩২ ও ৫
[ঘ] ৩২ ও ৬

১৩. ১২৫ বছর পরে খাদ্য ও জনসংখ্যার অসামঞ্জস্যের কারণে দেশের অর্থনীতিতে কীরূপ প্রভাব পড়বে?
i. খাদ্যের ওপর
ii. পরিবেশের ওপর
iii. মাথাপিছু আয়ের ওপর

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৪. কোন শেয়ারের মূল্য নির্দিষ্ট সময় শেষে মালিককে অবশ্যই ফেরত দেওয়া হয়?
[ক] পরিশোধ্য অগ্রাধিকার শেয়ার
[খ] অসঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার
[গ] সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার
[ঘ] অতিরিক্ত মুনাফাযুক্ত অগ্রাধিকার শেয়ার

১৫. ২০১৬ সালে চালের কেজি ছিল ৫০ টাকা। ২০১৭ সালে দাম বৃদ্ধি পেয়ে হয় ৬০ টাকা। ২০১৭ সালে মুদ্রাস্ফীতির হার-
[ক] ১০%
[খ] ১৫%
[গ] ২০%
[ঘ] ২৫%

১৬. কোনটি অপ্রচলিত রপ্তানি পণ্য?
[ক] কাঁচা পাট
[খ] চা
[গ] নিDRপ্রিন্ট
[ঘ] হিমায়িত খাদ্য

HSC অর্থনীতি ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (চট্টগ্রাম বোর্ড ২০১৯)

১৭. ফার্মের আয়তন বাড়লে সূক্ষ্ম শ্রমবিভাগের মাধ্যমে কোন সুবিধা পাওয়া যায়?
[ক] অভ্যন্তরীণ ব্যয় সংকোচ
[খ] বাহ্যিক ব্যয় সংকোচ
[গ] জাতীয় ব্যয় সংকোচ
[ঘ] আন্তর্জাতিক ব্যয় সংকোচ

নিচের উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯নং প্রশ্নের উত্তর দাও :

১৮. চিত্রে প্রদর্শিত মুদ্রাস্ফীতিটি কোন ধরনের?
[ক] চাহিদাজনিত
[খ] ব্যয়জনিত
[গ] ঘাটতি প্ররোচিত
[ঘ] অতিরিক্ত

১৯. চিত্রে যোগান হ্রাস পাওয়ার কারণে যে মুদ্রাস্ফীতি হয় তার কারণ-
i. উৎপাদন ব্যয় বৃদ্ধি
ii. প্রাকৃতিক বিপর্যয়
iii. উপকরণের ব্যয় হ্রাস

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২০. কর বহির্ভূত রাজস্ব কোনটি?
[ক] প্রশাসনিক রাজস্ব
[খ] বাণিজ্যিক রাজস্ব
[গ] পরোক্ষ কর
[ঘ] অনুদান
[* বি. দ্র : সঠিক উত্তর [ক], [খ] ও [ঘ]

২১. দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্যসামগ্রীর ওপর আরোপিত কর-
[ক] টার্নওভার কর
[খ] বাণিজ্য শুল্ক
[গ] আবগারি শুল্ক
[ঘ] সম্পূরক শুল্ক

২২. প্রেক্ষিত পরিকল্পনা ➜ পঞ্চবার্ষিক পরিকল্পনা ➜ [?] [?] চিহ্নিত স্থানে বসবে-
[ক] বার্ষিক পরিকল্পনা
[খ] মধ্যমেয়াদি পরিকল্পনা
[গ] দীর্ঘমেয়াদি পরিকল্পনা
[ঘ] শাখা পরিকল্পনা

২৩. অনুন্নত বা উন্নয়নশীল দেশসমূহ বৈদেশিক সাহায্য গ্রহণ করে-
i. পর্যাপ্ত মূলধনের স্বল্পতার কারণে
ii. বৃহৎ অবকাঠামো নির্মাণের জন্য
iii. স্বাধীনভাবে উন্নয়ন পরিল্পনা গ্রহণের জন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৪. বাংলাদেশে এখন কততম পঞ্চবার্ষিক পরিকল্পনা চলে?
[ক] ৫ম
[খ] ৬ষ্ঠ
[গ] ৭ম
[ঘ] ৮ম

নিচের উদ্দীপকটি পড়ে ২৫ ও ২৬নং প্রশ্নের উত্তর দাও :
জনাব সাদ আবদুলাহ তার কারখানার আয়তন বৃদ্ধি করার জন্য শেয়ার বাজার থেকে সরকারের অনুমতি নিয়ে অর্থ সংগ্রহ করার সিদ্ধান্ত গ্রহণ করলেন।

২৫. জনাব সাদ আবদুলাহর কারখানার শেয়ার ক্রেতারা প্রাথমিক অবস্থায় কোথা থেকে শেয়ার সংগ্রহ করবেন?
[ক] কোম্পানি থেকে
[খ] ব্রোকার হাউজ থেকে
[গ] ব্যাংক থেকে
[ঘ] স্টক এক্সচেঞ্জ থেকে

২৬. জনাব সাদ আবদুলাহর উলিখিত উৎস থেকে অর্থ সংগ্রহ করার সিদ্ধান্ত যুক্তিযুক্ত, কারণ-
i. অর্থ পরিশোধের দীর্ঘমেয়াদি সময়সীমা থাকে
ii. লোকসান হলে লভ্যাংশ পরিশোধ করতে হয় না
iii. লোকসান হলেও সুদ পরিশোধ করতে হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii


২৮. বাংলাদেশের ভৌগোলিক অবস্থান-
[ক] ২০°৩৪' উত্তর অক্ষাংশ থেকে ২৬°৩৮' উত্তর অক্ষাংশ এবং ৮০°৪১' পূর্ব দ্রাঘিমাংশ থেকে ৮৮°০১' পূর্ব দ্রাঘিমাংশ
[খ] ২০°৩৪' উত্তর অক্ষাংশ থেকে ২৬°৩৮' উত্তর অক্ষাংশ এবং ৮৮°০১' পূর্ব দ্রাঘিমাংশ থেকে ৯২°৪১' পূর্ব দ্রাঘিমাংশ
[গ] ২৪°৩৪' উত্তর অক্ষাংশ থেকে ২৮°৩৮' উত্তর অক্ষাংশ এবং ৮৮°০১' পূর্ব দ্রাঘিমাংশ থেকে ৯২°৪১' পূর্ব দ্রাঘিমাংশ
[ঘ] ২৪°৩৪' উত্তর অক্ষাংশ থেকে ২৮°৩৮' উত্তর অক্ষাংশ এবং ৮৪°০১' পূর্ব দ্রাঘ্রিমাংশ থেকে ৮৮°৪১' পূর্ব দ্রাঘিমাংশ

২৯. কোন যুগে বাংলায় কৃষি অর্থনীতির প্রাধান্য লক্ষ করা যায়?
[ক] মুসলিম যুগ
[খ] প্রাচীন যুগ
[গ] ইংরেজ যুগ
[ঘ] পাকিস্তান যুগ

৩০. বর্তমানে GDP-তে কৃষির কোন উপখাতের অবদান বেশি?
[ক] প্রাণিজ সম্পদ
[খ] বনজ সম্পদ
[গ] শস্য ও শাকসবজি
[ঘ] মৎস্য

উত্তরমালা: ১ [ঘ] ২ [ঘ] ৩ [খ] ৪ [ঘ] ৫ [খ] ৬ [ক] ৭ [খ] ৮ [খ] ৯ [গ] ১০ [ঘ] ১১ [গ] ১২ [ঘ] ১৩ [ঘ] ১৪ [ক] ১৫ [গ] ১৬ [ঘ] ১৭ [ক] ১৮ [খ] ১৯ [ক] ২০ * ২১ [গ] ২২ [ক] ২৩ [ক] ২৪ [গ] ২৫ [গ] ২৬ [ক] ২৭ * ২৮ [খ] ২৯ [খ] ৩০ [গ] 
Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide