এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Economics 2nd Paper MCQ with Answer. HSC Economics 2nd Paper (mcq) Multiple Choice Questions Answers All Boards 2018 pdf download.
সকল বোর্ড
অর্থনীতি ২য় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: [১১০]
সময়: ৩০ মিনিট পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]
HSC Economics 2nd Paper
Board Question Solution
MCQ
Question and Answer
১. মানবসম্পদ উন্নয়নের মৌলিক সূচক কয়টি?
[ক] ১
[খ] ২
[গ] ৩
[ঘ] ৪
নিচের উদ্দীপকটি পড়ে ২ ও ৩নং প্রশ্নের উত্তর দাও :
একটি দেশের সরকার ৩০ বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। এতে ডিজিটাল বাংলাদেশ, খাদ্য নিরাপত্তা অর্জন ও টেকসই উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
২. উদ্দীপকে উলিখিত পরিকল্পনাটি কী ধরনের?
[ক] স্বল্পমেয়াদি
[খ] মধ্যমমেয়াদি
[গ] দীর্ঘমেয়াদি
[ঘ] বিশেষ
৩. এ ধরনের পরিকল্পনার উদ্দেশ্য হলো-
i. মানবসম্পদ উন্নয়ন
ii. জন্ম নিয়ন্ত্রণ
iii. জীবনযাত্রার মান বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৪. প্রশাসনিক ফি সরকারের কোন ধরনের প্রাপ্তি?
[ক] NBR ভুক্ত
[খ] NBR বহির্ভূত
[গ] বাধ্যতামূলক
[ঘ] কর বহির্ভূত
৫. ADP কী?
[ক] Annual Development Plan
[খ] Asian Development Plan
[গ] Annual Development Project
[ঘ] Asian Development Project
নিচের উদ্দীপকটি পড়ে ৬ ও ৭নং প্রশ্নের উত্তর দাও :
বাংলাদেশ বর্তমানে হস্তশিল্পজাত দ্রব্য, সিরামিক সামগ্রী, জুতা রপ্তানি করছে। এতে বেশ কিছু বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে।
৬. উদ্দীপকে উলিখিত রপ্তানি দ্রব্যগুলো কী ধরনের দ্রব্য?
[ক] প্রচলিত
[খ] অপ্রচলিত
[গ] কৃষিজাত দ্রব্য
[ঘ] সেবা
৭. উক্ত দ্রব্যগুলো রপ্তানি করে বাংলাদেশের-
i. জাতীয় আয় বৃদ্ধি পায়
ii. উৎপাদন হ্রাস পায়
iii. কর্মসংস্থান বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৮. M = A - O/O সমীকরণে M = O হলে কী নির্দেশ করে?
[ক] শূন্য জনসংখ্যা
[খ] অধিক জনসংখ্যা
[গ] নিম্ন জনসংখ্যা
[ঘ] কাম্য জনসংখ্যা
নিচের চিত্রের আলোকে ৯ ও ১০নং প্রশ্নের উত্তর দাও :
৯. যোগান স্থির থেকে চাহিদা বাড়লে P1 P2 ba কী নির্দেশ করে?
[ক] মুদ্রাস্ফীতি
[খ] মুদ্রা সংকোচন
[গ] মোট আয়
[ঘ] মোট খরচ
১০. SYf রেখাটি কী নির্দেশ করে?
i. সামগ্রিক চাহিদা
ii. সামগ্রিক যোগান
iii. পূর্ণ নিয়োগ উৎপাদন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১১. সরকারের আয়ের উৎস প্রধানত কয়টি?
[ক] ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫
১২. খাদ্য নিরাপত্তা হচ্ছে-
i. পর্যাপ্ত খাদ্য সরবরাহ
ii. নিরাপদ খাদ্য
iii. দামি খাদ্য
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৩. কোন শেয়ারের ধারকগণ কোম্পানির প্রকৃত মালিক?
[ক] সাধারণ শেয়ার
[খ] মাধ্যমিক শেয়ার
[গ] অগ্রাধিকার শেয়ার
[ঘ] রাইট শেয়ার
১৪. ‘‘সাদা সোনা’’ বলতে কোনটিকে বোঝায়?
[ক] চিংড়ি
[খ] তুলা
[গ] সার
[ঘ] ব্রিটিশ যুগ
১৫. বাংলার ইতিহাসে স্বর্ণযুগ কোনটি?
[ক] পালযুগ
[খ] মুসলিম যুগ
[গ] সেন যুগ
[ঘ] ব্রিটিশ যুগ
গঠিত হয়?
[ক] ২০১৪
[খ] ২০১৫
[গ] ২০১৬
[ঘ] ২০১৭
১৭. মুদ্রাস্ফীতির উদাহরণ কোনটি?
[ক] ১% ➜ ২% ➜ ৩%
[খ] ১% ➜ ৫% ➜ ৩%
[গ] ১% ➜ ৮% ➜ ২%
[ঘ] ১০% ➜ ১% ➜ ২%
১৮. NGO-এর পূর্ণরূপ কী?
[ক] Non-Government Organization
[খ] Non-Green Organization
[গ] New-Government Organization
[ঘ] Net-Government Organization
১৯. অনুৎপাদনশীল ঋণ কোনটি?
[ক] সেবা খাতে ঋণ
[খ] যুদ্ধের জন্য ঋণ
[গ] কৃষি ঋণ
[ঘ] শিল্প ঋণ
নিচের উদ্দীপকটি পড়ে ২০ ও ২১নং প্রশ্নের উত্তর দাও :
মি. সম্রাট ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০ লক্ষ টাকা বিনিয়োগ করে প্রচুর মুনাফা অর্জন করেন। শেয়ার মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা তাঁকে চিন্তিত করল।
২০. উদ্দীপকে উলিখিত প্রতিষ্ঠানে কোনটি ক্রয়-বিক্রয়ং হয়?
[ক] পে-অর্ডার
[খ] ড্রাফট
[গ] ট্রেজারি-বিল
[ঘ] ঋণপত্র
২১. সম্রাট চিন্তিত হলেন-
i. অর্থ সংকটের কারণে
ii. আকস্মিক দর পতনের আশংকায়
iii. বাজারের অস্বাভাবিক আচরণে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
২২. বাংলাদেশে উৎপাদিত ওষুধে আরোপিত করকে বলে-
[ক] রপ্তানি শুল্ক
[খ] আমদানি শুল্ক
[গ] সম্পূরক শুল্ক
[ঘ] আবগারি শুল্ক
২৩. বাংলাদেশের জনসংখ্যা ১৫,৮৯,৩২,৮৯০ এবং আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার হলে জনসংখ্যার ঘনত্ব কত?
[ক] ১০৫০
[খ] ১০৭৭
[গ] ১১৫০
[ঘ] ১১৭৭
২৪. স্বাধীনতার পূর্বে বাংলাদেশের অর্থনীতির ঐতিহাসিক পটভূমি কয়ভাগে বিভক্ত ছিল?
[ক] ৩
[খ] ৪
[গ] ৫
[ঘ] ৬
২৫. ছিয়াত্তরের মন্বন্তর কখন হয়েছিল?
[ক] ১০৭৬ সালে
[খ] ১১৭৬ সালে
[গ] ১২৭৬ সালে
[ঘ] ১৩৭৬ সালে
২৬. বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা হলো-
[ক] ১৫০ নটিক্যাল মাইল
[খ] ২০০ নটিক্যাল মাইল
[গ] ২৫০ নটিক্যাল মাইল
[ঘ] ৩০০ নটিক্যাল মাইল
২৭. বাংলাদেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র কোন জেলায়
চালু হয়েছে?
[ক] ঢাকা
[খ] চট্টগ্রাম
[গ] হবিগঞ্জ
[ঘ] মৌলভীবাজার
২৮. স্বাভাবিক অবস্থায় বাংলাদেশের খাদ্য মজুতের পরিমাণ-
[ক] ১০ লক্ষ মেট্রিক টন
[খ] ১৫ লক্ষ মেট্রিক টন
[গ] ২০ লক্ষ মেট্রিক টন
[ঘ] ২৫ লক্ষ মেট্রিক টন
নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০নং প্রশ্নের উত্তর দাও :
টনি সাহেবের চট্টগ্রাম ইপিজেড এলাকায় একটি পোশাক তৈরির কারখানা আছে যেখানে ৮০০০ শ্রমিক কাজ করছে। তৈরিকৃত পোশাক ইউরোপ ও আমেরিকায় রপ্তানি হচ্ছে।
২৯. টনি সাহেবের কারখানা কোন শিল্পের অন্তর্ভুক্ত?
[ক] ক্ষুদ্র
[খ] মাঝারি
[গ] কুটির
[ঘ] বৃহৎ
৩০. জাতীয় অর্থনীতিতে এ ধরনের শিল্প অবদান রাখে-
i. বৈদেশিক মুদ্রা অর্জনে
ii. বেকারত্ব দূরীকরণে
iii. আত্মকর্মসংস্থান সৃষ্টিতে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তরমালা: ১ [গ] ২ [গ] ৩ [ঘ] ৪ [ঘ] ৫ [ক] ৬ [খ] ৭ [খ] ৮ [ঘ] ৯ [ক] ১০ [গ] ১১ [ক] ১২ [ক] ১৩ [ক] ১৪ [ক] ১৫ [খ] ১৬ [খ] ১৭ [ক] ১৮ [ক] ১৯ [খ] ২০ [ঘ] ২১ [খ] ২২ [ঘ] ২৩ [খ] ২৪ [খ] ২৫ [খ] ২৬ [খ] ২৭ [ঘ] ২৮ [খ] ২৯ [ঘ] ৩০ [ক]
0 Comments:
Post a Comment