HSC অর্থনীতি ১ম পত্র (Srijonshil) সৃজনশীল প্রশ্ন রাজশাহী বোর্ড pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Economics 1st Paper Srijonshil Question. HSC Economics 1st Paper (Srijonshil) Creative Questions Rajshahi Board 2019 pdf download.

রাজশাহী বোর্ড
অর্থনীতি ১ম পত্র
সৃজনশীল প্রশ্ন
বিষয় কোড: [১০৯]

সময়: ২ঘন্টা ৩০ মিনিট               পূর্ণমান: ৭০
[দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। নিচের উদ্দীপকগুলো পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও। যেকোনো সাতটি প্রশ্নের উত্তর দাও।]

HSC Economics 1st Paper
Srijonshil
Board Question

১ । গুলেনের দেশে প্রতিরক্ষা, প্রশাসন, বিদ্যুৎ, ওয়াসাসহ আরও কিছু ব্যবসায় ও সেবাখাত সরকারের নিয়ন্ত্রণাধীন। পাশাপাশি প্রায় সব ক্ষেত্রেই সেদেশে বেসরকারি খাতও রয়েছে।
ক. উৎপাদন সম্ভাবনা রেখা কী? ১
খ. অর্থনীতির সকল অভাব এক সাথে পূরণ করা সম্ভব হয় না কেন? ২
গ. উদ্দীপকে উল্লিখিত গুলেনের দেশে বিদ্যমান অর্থব্যবস্থার প্রকৃতি নির্ণয় করে এর তিনটি বৈশিষ্ট্য লেখ। ৩
ঘ. উদ্দীপকে উল্লিখিত অর্থব্যবস্থার সাথে অপরাপর অর্থব্যবস্থার তুলনা করে কোনটি অধিক উন্নত- মন্তব্য কর। ৪

২ । দেওয়া আছে, x দ্রব্যের চাহিদা সমীকরণ Qx = 16 - 2px.
ক. বাজার ভারসাম্য কী? ১
খ. জীবন রক্ষাকারী ওষুধ ক্রয়ের ক্ষেত্রে চাহিদা বিধি কেন কার্যকর হবে না? ২
গ. উদ্দীপক হতে x দ্রব্যের চাহিদা সূচি তৈরি কর। ৩
ঘ. উদ্দীপকে যদি x দ্রব্যের প্রাথমিক দাম ৪ টাকা হতে বৃদ্ধি পেয়ে ৬ টাকা হয়, তবে চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয়পূর্বক দ্রব্যটির প্রকৃতি সম্পর্কে মন্তব্য কর। ৪

৩ । নিম্নে একজন ভোক্তার পেয়ারা ক্রয় থেকে প্রাপ্ত উপযোগের তথ্য দেওয়া হলো :
পেয়ারা (একক) মোট উপযোগ (TU) (ইউটিল)
১ ৫
২ ৮
৩ ৯
৪ ৯
৫ ৮
ক. উপযোগ কী? ১
খ. ‘‘দামের সাথে যোগানের পরিমাণের সম্পর্ক সমমুখী’’- বুঝিয়ে লেখ। ২
গ. উদ্দীপক হতে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন কর। ৩
ঘ. উদ্দীপকে যে বিধিটি প্রকাশিত হয়েছে, কী কী অবস্থার প্রেক্ষিতে তা কার্যকর হবে না বলে তুমি মনে কর? ৪

৪ । বুশরার ফার্মের উৎপাদন সম্পর্কিত তথ্য নিচের টেবিলে দেওয়া হলো :
উৎপাদন (Q) (একক) মোট স্থির ব্যয় (TFC) (টাকা) মোট পরিবর্তনশীল ব্যয় (TVC) (টাকা)
১ ১৫ ৫
২ ১৫ ১১
৩ ১৫ ১৫
৪ ১৫ ৩৩
৫ ১৫ ৬০
ক. উৎপাদন অপেক্ষক কাকে বলে? ১
খ. ‘‘দীর্ঘকালে স্থির ব্যয় থাকে না’’- ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপক হতে মোট খরচ (TC) নির্ণয় কর। ৩
ঘ. উদ্দীপক হতে AC রেখা অঙ্কন করে, এর আকৃতির উপর মন্তব্য কর। ৪

৫ । নিচের সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দাও।
ক. অর্থনীতিতে বাজার বলতে কী বোঝায়? ১
খ. পূর্ণ প্রতিযোগিতায় ফার্মকে ‘দাম গ্রহীতা’ বলা হয় কেন? ২
গ. উদ্দীপক হতে AC1 অনুযায়ী ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় কর। ৩
ঘ. উদ্দীপক হতে AC2 অনুযায়ী মুনাফার পরিবর্তন ব্যাখ্যা কর। ৪

৬ । আফিয়া মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত। বর্তমানে তার মাসিক বেতন ৮০,০০০ টাকা। তিনি বাড়ি ভাড়া বাবদ ৪০,০০০ টাকা, চিকিৎসা ভাতা ৬,০০০ টাকা ও ইউটিলিটি বিল ৬,০০০ টাকা পান। তিনি অফিসের গাড়িতে যাতায়াত করেন। ঐ সময়ে তার দেশের দামস্তর ২০ টাকা। আগামী বছর আফিয়ার কোম্পানি আফিয়ার কাজের গুণগত মান বিবেচনা করে উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষণের জন্য বিদেশে প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
ক. অর্থনীতিতে শ্রম বলতে কী বোঝায়? ১
খ. শ্রমের যোগানরেখা কখন বামদিকে পশ্চাৎগামী হয়? বুঝিয়ে লেখ। ২
গ. উদ্দীপকের তথ্য হতে বর্তমানে জনাব আফিয়ার প্রকৃত মজুরি নির্ণয় কর। ৩
ঘ. আফিয়ার কোম্পানির গৃহীত পদক্ষেপের ফলে তার শ্রমের দক্ষতা কীভাবে প্রভাবিত হবে বলে তুমি মনে কর? মতামত লেখ। ৪

HSC অর্থনীতি ১ম পত্র (Srijonshil) সৃজনশীল প্রশ্ন রাজশাহী বোর্ড ২০১৯

৭ । জোবেদা বেগমের দেশের ২০১৬-১৭ অর্থ বছরে মোট মূলধন ছিল ১৫ হাজার কোটি টাকা। ২০১৭-১৮ অর্থবছরে নতুন বিনিয়োগের ফলে মোট মূলধনের পরিমাণ দাঁড়ায় ২০ হাজার কোটি টাকা। ঐ সময়ে মূলধনের ক্ষতির পরিমাণ ছিল ৫০০ কোটি টাকা। সম্প্রতি জোবেদা বেগমের দেশের সরকার ব্যাংক ও পোস্ট অফিসে বিভিন্ন মেয়াদি আমানতের সুদের হার ১০% থেকে কমিয়ে ৮% করেছে।
ক. স্থায়ী মূলধন কী? ১
খ. অর্থ ও মূলধন কি এক? ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপক হতে জোবেদা বেগমের দেশের মূলধন গঠনের হার নির্ণয় কর। ৩
ঘ. উদ্দীপক অনুযায়ী জোবেদা বেগমের দেশের সরকারের গৃহীত পদক্ষেপের ফলে উক্ত দেশের সঞ্চয় ও মূলধন গঠনের উপর কী প্রভাব পড়বে- ব্যাখ্যা কর। ৪

৮ । জনাব নাসের নিজের একক সিদ্ধামেত্ম স্কুল ব্যাগ তৈরির একটি কারখানা প্রতিষ্ঠা করবেন বলে সিদ্ধান্ত গ্রহণ করলেন। তিনি আরও সিদ্ধান্ত গ্রহণ করলেন যে, প্রতিষ্ঠানে তিনি নিজেই মূলধন সরবরাহ, উপকরণ সংগ্রহ ও বাজারজাতকরণসহ সকল প্রকার দায়িত্ব পালন করবেন। পরবর্তীতে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করে বন্ধু আশিককে কারখানার অংশীদার হিসেবে গ্রহণ করেন।
ক. 'NGO'-এর পূর্ণরূপ লেখ। ১
খ. ‘‘সংগঠকের দক্ষতার ওপর নির্ভর করে সংগঠনের সাফল্য’’- ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপক অনুযায়ী, প্রাথমিকভাবে জনাব নাসেরে’র কারখানার প্রকৃতি নির্ণয়পূর্বক বৈশিষ্ট্যগুলো চিহ্নিত কর। ৩
ঘ. উদ্দীপক অনুযায়ী, জনাব নাসেরের সিদ্ধামেত্মর পরিবর্তনে কারখানার প্রকৃতিতে কী কী ধরনের পরিবর্তন আসবে? যথাযথ যুক্তিসহ বিশ্লেষণ কর। ৪

৯ । নান্টু মিঞা একজন কৃষক। তিনি অন্যের জমি লিজ নিয়ে চাষাবাদ করেন। তিনি জমির মালিককে জমি ব্যবহারের জন্য ৩,০০০ টাকা, জমিতে নিয়োগকৃত শ্রমিকের মজুরি ১,৫০০ টাকা, বিনিয়োগকৃত মূলধনের সুদ বাবদ ১,২০০ টাকা এবং ঝুঁকি বহনের জন্য ২,০০০ টাকা দেন। তিনি দৈনিক ৬০০ টাকা হারে ট্রাক্টর ভাড়া করে জমি চাষ করেন। তার দেখাদেখি অন্যরাও ট্রাক্টর ভাড়া করে জমি চাষ আরম্ভ করে। ফলে ট্রাক্টর ভাড়া বৃদ্ধি পেয়ে হয় ৭৫০ টাকা।
ক. নিট খাজনা কী? ১
খ. জনসংখ্যা বৃদ্ধি কীভাবে অনুপার্জিত আয়ের সৃষ্টি করবে? ২
গ. উদ্দীপক হতে মোট খাজনা নির্ণয় কর। ৩
ঘ. উদ্দীপকে বর্ণিত খাজনাসমূহের উৎপত্তির কারণ কি এক? তোমার মতামতব্যাখ্যা কর। ৪

১০ । নিম্নের টেবিলে সামগ্রিক আয় (Y), মোট সঞ্চয় (S) ও মোট বিনিয়োগ (I) এর তথ্য দেওয়া হলো- সামগ্রিক আয় (Y)
(কোটি টাকায়)
মোট সঞ্চয় (S)
(কোটি টাকায়)
মোট বিনিয়োগ (I)
(কোটি টাকায়)
ক. সামগ্রিক ব্যয় কী? ১
খ. প্রবাসীদের আয় GDP তে অন্তর্ভুক্ত হয় না কেন? ২
গ. উদ্দীপক হতে সঞ্চয়রেখা অঙ্কন কর। ৩
ঘ. উদ্দীপকের তথ্যানুযায়ী, সঞ্চয় ও বিনিয়োগ বিশ্লেষণের মাধ্যমে ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ সম্পর্কে যথাযথ মন্তব্য কর। ৪

১১ । একটি বাণিজ্যিক ব্যাংকের প্রাথমিক আমানতের পরিমাণ ১,০০,০০০ টাকা এবং প্রয়োজনীয় রিজার্ভের হার ৫%। মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাওয়াতে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভের হার বৃদ্ধি করে ১৫% করেছে।
ক. কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে? ১
খ. ‘‘অন-লাইন ব্যাংকিং এর গঠন প্রক্রিয়া, মোবাইল ব্যাংকিং এর গঠন প্রক্রিয়ার চেয়ে ভিন্ন’’- ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে উল্লিখিত বাণিজ্যিক ব্যাংক কর্তৃক সৃষ্ট ঋণ আমানতের পরিমাণ নির্ণয় কর। ৩
ঘ. উদ্দীপকের আলোকে কেন্দ্রীয় ব্যাংকের গৃহীত সিদ্ধামেত্মর ফলে অর্থনীতিতে কী ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে বলে তুমি মনে কর? মতামতদাও। ৪

Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide