এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Economics 1st Paper MCQ with Answer. HSC Economics 1st Paper (mcq) Multiple Choice Questions Answers Comilla Board 2019 pdf download.
কুমিলা বোর্ড
অর্থনীতি ১ম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: [১০৯]
সময়: ৩০ মিনিট পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]
HSC Economics 1st Paper
Board Question Solution
MCQ
Question and Answer
১. মৌলিক অর্থনীতিক সমস্যার প্রকৃতি বিশেষণে কে প্রথম অবদান রাখেন?
[ক] স্যামুয়েলসন
[খ] কেইনস
[গ] মার্শাল
[ঘ] এডাম স্মিথ
২. ইসলামি অর্থব্যবস্থার জ্ঞানের মূল উৎস কয়টি?
[ক] ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও :
প্রতি হালি ডিমের দাম ২৮ টাকা থেকে ৩৬ টাকা হওয়ায় করিম সাহেব ৫ হালির পরিবর্তে ১০ হালি বিক্রি করতে রাজি থাকেন। কিন্তু হাসান সাহেব ১০ হালির পরিবর্তে ৫ হালি ক্রয় করতে রাজি থাকেন।
৩. চাহিদা স্থিতিস্থাপকতার ক্ষেত্রে কোনটি সঠিক?
[ক] Ed = ১
[খ] Ed < ১
[গ] Ed > ১
[ঘ] Ed = α
৪. করিম সাহেব ও হাসান সাহেবের আচরণে যথাক্রমে কোন বিধি পরিলক্ষিত হয়?
[ক] চাহিদা ও উপযোগ
[খ] যোগান ও উপযোগ
[গ] চাহিদা ও যোগান
[ঘ] যোগান ও চাহিদা
৫নিচের কোন পণ্যটির চাহিদা অস্থিতিস্থাপক?
[ক] টেলিভিশন
[খ] গাড়ি
[গ] মাছ
[ঘ] লবণ
৬. সংখ্যাগত উপযোগের ধারণা কে প্রদান করেন?
[ক] রিকার্ডো
[খ] এডাম স্মিথ
[গ] মার্শাল
[ঘ] হিক্স
নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮নং প্রশ্নের উত্তর দাও :
শ্রমের নিয়োগ (একক) মোট উৎপাদন (একক)
৭. উদ্দীপকে গড় উৎপাদন কত?
[ক] ৮
[খ] ১৬
[গ] ২৪
[ঘ] ৩২
৮. গড় উৎপাদন (AP) ও প্রান্তিক উৎপাদন (MP) রেখার আকৃতি হবে-
[ক] AP ঊর্ধ্বগামী ও MP নিম্নগামী
[খ] AP ভূমি অক্ষের সমান্তরাল ও MP নিম্নগামী
[গ] AP ঊর্ধ্বগামী ও MP ঊর্ধ্বগামী
[ঘ] AP ও MP উভয়েই ভূমি অক্ষের সমান্তরাল
৯. Qd = a - dP; চাহিদা সমীকরণে-
i. P অধীন চলক
ii. a ধ্রুবক
iii. b = চাল
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১০নং প্রশ্নের উত্তর দাও :
১০. উদ্দীপকে যোগান রেখাটির ঢাল-
[ক] ধনাত্মক
[খ] ঋণাত্মক
[গ] শূন্য
[ঘ] অসীম
১১. কলম ও কালি পরস্পর কোন ধরনের দ্রব্য?
[ক] পরিবর্তক দ্রব্য
[খ] পরিপূরক দ্রব্য
[গ] নিকৃষ্ট দ্রব্য
[ঘ] ভেবলেন দ্রব্য
নিচের উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩নং প্রশ্নের উত্তর দাও :
বাংলাদেশের একটি বিখ্যাত ব্যাংক ‘X’। উক্ত ব্যাংকের নিজস্ব মূলধনের সাথে জনগণ হতে শেয়ার বিক্রির মাধ্যমে গৃহীত মূলধন যুক্ত হয়ে একটি শক্তিশালী আর্থিক ভিত্তির ওপর বর্তমানে ব্যাংকটি কার্যক্রম পরিচালনা করছে।
১২. উদ্দীপকে উলিখিত ‘X’ কী ধরনের সংগঠন?
[ক] অংশীদারি কারবার
[খ] একক মালিকানা
[গ] প্রাইভেট লিমিটেড কোম্পানি
[ঘ] পাবলিক লিমিটেড কোম্পানি
১৩. এরূপ সংগঠনের ক্ষেত্রে-
i. ব্যবসায়ের তথ্য গোপন থাকে
ii. জনগণের পূর্ণ আস্থা থাকে
iii. গণতান্ত্রিক পরিচালনা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৪. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম (P) রেখা কীরূপ হবে?
[ক] লম্ব অক্ষের সমান্তরাল
[খ] ভূমি অক্ষের সমান্তরাল
[গ] বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী
[ঘ] বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী
১৫. মুদ্রার যোগান হ্রাস পেলে কী ঘটে?
[ক] দামস্তর বৃদ্ধি পায়
[খ] অর্থের মূল্য হ্রাস পায়
[গ] অর্থের চাহিদা হ্রাস পায়
[ঘ] অর্থের মূল্য বৃদ্ধি পায়
নিচের উদ্দীপকটি পড়ে ১৬নং প্রশ্নের উত্তর দাও :
যদি একটি অর্থনীতিতে M = ৪০০, V = ১০,
M' = ৪০০, V' = ১০ এবং T = ১০০০ হয়-
১৬. দামস্তর নির্ণয় কর :
[ক] ৬
[খ] ৮
[গ] ১০
[ঘ] ১২
১৭. কোনটি মুদ্রার চাহিদা সৃষ্টিকারী উপাদান?
[ক] কেন্দ্রীয় ব্যাংক
[খ] বিমা কোম্পানি
[গ] বাণিজ্যিক ব্যাংক
[ঘ] বিশেষায়িত ব্যাংক
১৮. আধুনিক তত্ত্ব অনুসারে-
[ক] খাজনা = মোট আয় - মোট পরিবর্তনীয় ব্যয়
[খ] খাজনা = প্রকৃত আয় - গড় পরিবর্তনীয় ব্যয়
[গ] খাজনা = প্রাপ্ত আয় - যোগান দাম
[ঘ] খাজনা = AFC + অতিরিক্ত আয়
১৯. AC রেখার সর্বনিম্ন বিন্দুতে-
i. MC সর্বনিম্ন
ii. AC = MC হয়
iii. MC রেখা ক্রমবর্ধমান
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিম্নে একটি শ্রমবাজারের চাহিদা ও যোগান নিম্নরূপ :
চাহিদা ও যৈাগান
২০. উদ্দীপকে প্রদর্শিত শ্রম বাজারে ভারসাম্য মজুরি ও ভারসাম্য নিয়োগের পরিমাণ হলো যথাক্রমে-
[ক] (১৫, ১০)
[খ] (১০, ২০)
[গ] (৫, ১০)
[ঘ] (৫, ২০)
২১. দামস্তর স্থির রেখে শ্রমবাজারে মজুরি ১০ টাকা হতে হ্রাস পেয়ে ৫ টাকা হলে-
i. শ্রমের ঘাটতি দেখা দিবে
ii. শ্রমিকের জীবনযাত্রার মান হ্রাস পাবে
iii. প্রকৃত মজুরি বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩নং প্রশ্নের উত্তর দাও :
‘X’ দেশের সরকার ২০১৫-১৬ অর্থবছরে বিভিন্ন বিনিয়োগবান্ধব কর্মসূচি বাস্তবায়নের ফলে পূর্ববর্তী বছরের মজুত মূলধনের পরিমাণ ৪০ হাজার কোটি টাকা হতে ৪৫ হাজার কোটি টাকায় উত্তীর্ণ হয়। কিন্তু ‘X’ দেশে বার্ষিক মূলধন গঠনের হার ২২% এবং সেখানে আর্থসামাজিক অবকাঠামো ও জনগণের জীবনযাত্রার মান ‘X’ দেশ অপেক্ষা উন্নত।
২২. ‘X’ দেশে মূলধন গঠনের হার কত?
[ক] ১২.৫০%
[খ] ১৫%
[গ] ২০%
[ঘ] ২৫%
২৩. মূলধন গঠনের হার ‘Y’ দেশে অধিক, কারণ-
i. জনগণের ভোগপ্রবণতা কম
ii. পারিবারিক বন্ধন অত্যন্ত শক্তিশালী
iii. সুদের হার স্বল্প
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৪. GDP নির্ণয়ের হিসাব করা হয়-
i. বিদেশে অবস্থানরত দেশীয়দের আয়
ii. দেশের অভ্যন্তরে বিদেশিদের আয়
iii. দেশের অভ্যন্তরে দেশীয়দের আয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ২৫নং প্রশ্নের উত্তর দাও :
২৫. উদ্দীপক হতে ফার্মটির মুনাফার পরিমাণ নির্ণয় কর :
[ক] ১০
[খ] ১৫
[গ] ১৭
[ঘ] ১৮
২৬. মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান’-
[ক] বম-বয়ার্ক
[খ] স্যামুয়েলসন
[গ] চ্যাপম্যান
[ঘ] মার্শাল
২৭. কোন উপাদানটি আবদ্ধ অর্থনীতিতে অনুপস্থিত?
[ক] নিট রপ্তানি
[খ] সরকারি ব্যয়
[গ] ভোগ ব্যয়
[ঘ] বিনিয়োগ ব্যয়
২৮. কোনটি উৎপাদনের জীবন্ত উপকরণ?
[ক] ভূমি
[খ] শ্রম
[গ] মূলধন
[ঘ] সংগঠন
নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০নং প্রশ্নের উত্তর দাও :
অনন্যার পিতা ফলের মৌসুমের শুরুতে বাজার হতে কিছু আম কিনে আনলেন। অনন্যা পর পর পাঁচটি আম খেয়ে নিম্নরূপ উপযোগ পেল- আম ১ম ২য় ৩য় ৪র্থ ৫ম প্রান্তিক উপযোগ ২০ ১৫ ১০ ৫ ০
২৯. তিনটি আম ভোগ করে অনন্যার প্রাপ্ত মোট উপযোগ কত?
[ক] ১০
[খ] ২০
[গ] ২৫
[ঘ] ৪৫
৩০. অনন্যার ক্ষেত্রে-
i. আমের ভোগ বৃদ্ধির সাথে প্রান্তিক উপযোগ হ্রাস পেয়েছে
ii. আমের ভোগ বৃদ্ধির সাথে মোট উপযোগ হ্রাস পেয়েছে
iii. পঞ্চম একক ভোগের ক্ষেত্রে মোট উপযোগ সর্বোচ্চ হয়েছে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তরমালা: ১ [ক] ২ [গ] ৩ [গ] ৪ [ঘ] ৫ [ঘ] ৬ [গ] ৭ [ক] ৮ [ঘ] ৯ [গ] ১০ [ক] ১১ [খ] ১২ [ঘ] ১৩ [গ] ১৪ [খ] ১৫ ঘ ১৬ [খ] ১৭ [খ] ১৮ [গ] ১৯ [গ] ২০ [খ] ২১ [ক] ২২ [ক] ২৩ [ক] ২৪ [গ] ২৫ [ক] ২৬ [ক] ২৭ [ক] ২৮ [খ] ২৯ [ঘ] ৩০ [খ]
0 Comments:
Post a Comment