এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Economics 1st Paper MCQ with Answer. HSC Economics 1st Paper (mcq) Multiple Choice Question Answers Chittagong Board 2019 pdf download.
চট্টগ্রাম বোর্ড
অর্থনীতি ১ম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: [১০৯]
সময়: ৩০ মিনিট পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]
HSC Economics 1st Paper
Board Question Solution
MCQ
Question and Answer
১. চলতি মূলধনের বৈশিষ্ট্য-
i. এই মূলধন একবার ব্যবহার করা হয়
ii. এই মূলধন ব্যবহারের ফলে নিঃশেষ হয় না
iii. এই মূলধন ব্যবহারের ফলে রূপগত পরিবর্তন হয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২. CCA-এর পূর্ণরূপ কোনটি?
[ক] Capital Consumption Allowance
[খ] Cost of Capital in Average
[গ] Cost of Capital Assumed
[ঘ] Current Cost of Administration
৩. ‘‘Money is what money does’’-সংজ্ঞাটি কার?
[ক] সেয়ার্স
[খ] রবার্টসন
[গ] ওয়াকার
[ঘ] ক্লাউথার
৪. ব্যাংক হার ৫%-এর পরিবর্তে ৬% নির্ধারণ করলে কোনটি ঘটবে?
[ক] বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ঋণের সুদের হার হ্রাস পাবে
[খ] গ্রাহকদের মধ্যে ঋণ গ্রহণে উৎসাহ বাড়বে
[গ] বাজারে ঋণের পরিমাণ বৃদ্ধি পাবে
[ঘ] বাজারে ঋণের পরিমাণ হ্রাস পাবে
নিচের উদ্দীপকটি পড়ে ৫ ও ৬নং প্রশ্নের উত্তর দাও :
রায়হান এজন রিকশাচালক। সে তার প্রতিদিনের আয় থেকে কিছু টাকা জমা করতে চায়। এ টাকা জমা রাখার জন্য সে একটি ব্যাংকে যায়। সেখানে সে জানতে পারে যে, উক্ত ব্যাংক কোনো ব্যক্তির টাকা জমা রাখে না, অন্যান্য ব্যাংকের টাকা জমা রাখে। তারপর সে অপর একটি ব্যাংকে গেলে, সেখানে একটি হিসাব খুলতে পারে।
৫. রায়হান প্রথমে যে ব্যাংকে যায় সেটি কোন ব্যাংক?
[ক] কেন্দ্রীয়
[খ] বাণিজ্যিক
[গ] কৃষি
[ঘ] গ্রামীণ
৬. রায়হান লাভবান হতে পারে যে হিসাবে অর্থ জমা রেখে-
i. চলতি
ii. সঞ্চয়ী
iii. স্থায়ী
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৭. স্বল্পকালীন ভোগ অপেক্ষক কোনটি?
[ক] S = Y - C
[খ] Y = C + 1
[গ] C = bY
[ঘ] C = a + bY
৮. w/p কী নির্দেশ করে?
[ক] আর্থিক মজুরি
[খ] শ্রমের যোগান
[গ] শ্রমের চাহিদা
[ঘ] প্রকৃত মজুরি
৯. কখন শ্রমের যোগান রেখা পশ্চাৎমুখী হয়?
[ক] মজুরি বৃদ্ধির সাথে শ্রমের চাহিদা হ্রাস পেলে
[খ] মজুরি বৃদ্ধির সাথে শ্রমের যোগান হ্রাস পেলে
[গ] মজুরি বৃদ্ধির সাথে শ্রমের যোগান স্থির থাকলে
[ঘ] মজুরি বৃদ্ধির সাথে শ্রমের যোগান বাড়লে
১০. প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা কতজন?
[ক] ২-৫০
[খ] ২-৬০
[গ] ২-৭০
[ঘ] ২-৮০
১১. অংশীদারি কারবারে কীভাবে মূলধন সংগ্রহ করা হয়?
[ক] যৌথভাবে পুঁজি সরবরাহ করে
[খ] ব্যাংক থেকে ঋণপত্র বিক্রয় করে
[গ] শেয়ার ও ঋণপত্র বিক্রয় করে
[ঘ] সংরক্ষিত তহবিল সৃষ্টি করে
নিচের উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩নং প্রশ্নের উত্তর দাও :
একটি দেশে উর্বরতার শ্রেণিভেদে ১ম, ২য় এবং ৩য় শ্রেণির জমি রয়েছে। সকল জমিতেই একরপ্রতি উৎপাদন খরচ ৬০০০ টাকা। ১ম, ২য় ও ৩য় শ্রেণির জমিতে একর প্রতি ধান উৎপাদনের পরিমাণ যথাক্রমে ৪৫ মণ, ৩০ মণ এবং ২০ মণ। প্রতি মণ ধানের দাম ৩০০ টাকা।
১২. ১ম শ্রেণির জমির খাজনা কত টাকা?
[ক] ৩০০০
[খ] ৬০০০
[গ] ৭,৫০০
[ঘ] ১৩,৫০০
১৩. খাজনাবিহীন জমি কোনটি?
[ক] ১ম শ্রেণির
[খ] ২য় শ্রেণির
[গ] ৩য় শ্রেণির
[ঘ] অনুর্বর
১৪. রেলপথ কোন ধরনের মূলধন?
[ক] উৎপাদক
[খ] নিমজ্জমান
[গ] ভাসমান
[ঘ] ব্যক্তিগত
১৫. AC যখন নিম্নগামী তখন নিচের কোনটি সঠিক?
[ক] AC > MC
[খ] AC = MC
[গ] AC < MC
[ঘ] AC ≤ MC
১৬. দীর্ঘকালীন গড় ব্যয় (LAC) রেখা-
[ক] বাম থেকে ডানদিকে নিম্নগামী হয়
[খ] বাম থেকে ডানদিকে ঊর্ধ্বগামী হয়
[গ] অপেক্ষাকৃত খাড়া U আকৃতির হয়
[ঘ] অপেক্ষাকৃত বিস্তৃত U-আকৃতির হয়
করিমের একটি গোলাপ ফুলের বাগান আছে। প্রতিদিন সে প্রতি ফুল ৫ টাকা করে ১০০০টি ফুল বিক্রি করে এবং প্রতি ফুলের জন্য তার ব্যয় ৩ টাকা। ফুল বিক্রি থেকে অর্জিত আয়ের মাধ্যমে সে আরও এক একর জমি ক্রয় এবং শ্রমিকের পরিমাণ বৃদ্ধি করে। এতে তার আয় দিন দিন বেড়ে চলেছে।
১৭. করিমের গোলাপ ফুল বিক্রির মোট মুনাফা কত?
[ক] ২০০০ টাকা
[খ] ৩০০০ টাকা
[গ] ৪০০০ টাকা
[ঘ] ৫০০০ টাকা
১৮. করিমের জমিতে কার্যকর হয়েছে-
i. ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি
ii. ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি
iii. শ্রমনিবিড় উৎপাদন অপেক্ষক
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৯. কোন বাজারে ফার্মকে দাম সৃষ্টিকারী হিসাবে বিবেচনা করা হয়?
[ক] মনোপলি
[খ] ডুয়োপলি
[গ] অলিগোপলি
[ঘ] মনোপসনি
২০. একচেটিয়া বাজারে ফার্মের ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত কী?
[ক] MR = MC
[খ] MR > MC
[গ] MR < MC
[ঘ] AR > MC
নিচের উদ্দীপকটি পড়ে ২১ ও ২২নং প্রশ্নের উত্তর দাও :
২১. উদ্দীপকে উৎপাদকের মুনাফার পরিমাণ কত হবে?
[ক] ৪৭
[খ] ৬০
[গ] ১৮০
[ঘ] ২৪০
২২. উদ্দীপকে AC রেখা E বিন্দুতে MC রেখাকে স্পর্শ করলে কী হবে?
[ক] মুনাফা অপরিবর্তিত থাকবে
[খ] ক্ষতি হবে
[গ] স্বাভাবিক মুনাফা হবে
[ঘ] অস্বাভাবিক মুনাফা হবে
২৩. অর্থনৈতিক ঘটনাকে ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিশেষণ করাকে কী বলে?
[ক] সামষ্টিক অর্থনীতি
[খ] পুঁজিবাদী অর্থনীতি
[গ] ব্যষ্টিক অর্থনীতি
[ঘ] সমাজতান্ত্রিক অর্থনীতি
২৪. নির্দেশমূলক অর্থনীতিতে দ্রব্যের দাম নির্ধারণে
ভূমিকা রাখে-
i. উৎপাদক
ii. চাহিদা ও যোগান
iii. রাষ্ট্র
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ২৫ ও ২৬নং প্রশ্নের উত্তর দাও :
দিলিপ কুমার স্যার বলেছেন, এমন একটি অর্থব্যবস্থা আছে যেখানে দুটি গুরুত্বপূর্ণ অর্থব্যবস্থার মধ্যে সামঞ্জস্য বিধান করা হয়। এ অর্থব্যবস্থায় বেসরকারি উদ্যোগকে উৎসাহিত করা হয়, আবার সরকারি নিয়ন্ত্রণও বিদ্যমান।
২৫. দিলিপ স্যার কোন অর্থব্যবস্থার প্রতি ইঙ্গিত করেছেন?
[ক] ধনতান্ত্রিক
[খ] মিশ্র
[গ] ইসলামিক
[ঘ] সমাজতান্ত্রিক
২৬. দিলিপ স্যার যে অর্থব্যবস্থার কথা বলেছেন তার মধ্যে দেখা যায়-
i. ব্যক্তিগত ও রাষ্ট্রীয় মালিকানা
ii. উৎপাদন, বণ্টন ও ভোগের পূর্ণ স্বাধীনতা
iii. মুদ্রাস্ফীতি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৭. এটি কোন স্থিতিস্থাপকতার সূত্র?
[ক] যোগান
[খ] আয়
[গ] চাহিদা
[ঘ] আড়াআড়ি
২৮. নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে কোন ধরনের স্থিতিস্থাপকতা বিদ্যমান?
[ক] শূন্য
[খ] এককের চেয়ে কম
[গ] অসীম ?
[ঘ] এককের চেয়ে বেশি
নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০নং প্রশ্নের উত্তর দাও :
দ্রব্যের একক মোট উপযোগ প্রান্তিক উপযোগ
২৯. সূচিতে শূন্যস্থানে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ কত?
[ক] ১৭, ০
[খ] ৭, ২০
[গ] ১০, ৪
[ঘ] ১০, ৩
৩০. সূচি অনুযায়ী মোট ও প্রান্তিক উপযোগ এর পরিবর্তনের কারণ-
i. ভোগ বৃদ্ধির সাথে সাথে আকাঙ্ক্ষা হ্রাস পায়
ii. দ্রব্যটির প্রতি ভোক্তার আকর্ষণ বৃদ্ধি পায়
iii. মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তরমালা: ১ [খ] ২ [ক] ৩ [গ] ৪ [ঘ] ৫ [ক] ৬ [গ] ৭ [ঘ] ৮ [ঘ] ৯ [খ] ১০ [ক] ১১ [ক] ১২ [গ] ১৩ [গ] ১৪ [খ] ১৫ ক ১৬ [ঘ] ১৭ [ক] ১৮ [খ] ১৯ [ক] ২০ [ক] ২১ [খ] ২২ [গ] ২৩ [গ] ২৪ [গ] ২৫ [খ] ২৬ [ঘ] ২৭ [ক] ২৮ [খ] ২৯ [ক] ৩০ [গ]
Short syllabus অনুযায়ী MCQ গুলা
ReplyDelete