HSC অর্থনীতি ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর সকল বোর্ড pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Economics 1st Paper MCQ with Answer. HSC Economics 1st Paper (mcq) Multiple Choice Questions Answers All Boards 2018 pdf download.

সকল বোর্ড
অর্থনীতি ১ম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: [১০৯]

সময়: ৩০ মিনিট        পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Economics 1st Paper
Board Question Solution
MCQ
Question and Answer

১. উৎপাদন বলতে কী বোঝায়?
[ক] আয় সৃষ্টি
[খ] উপকরণ ব্যবহার
[গ] নতুন দ্রব্য সৃষ্টি
[ঘ] নতুন উপযোগ সৃষ্টি

২. কোনটি স্থির খরচের অন্তর্ভুক্ত?
[ক] স্থায়ী কর্মচারীর বেতন
[খ] কাঁচামাল ক্রয়ের ব্যয়
[গ] পরিবহন খরচ
[ঘ] জ্বালানি খরচ

৩. মোট আয় নির্ধারণের সূত্র কোনটি?
[ক] TR = P + Q
[খ] TR = P/Q
[গ] TR = P ✕ Q
[ঘ] TR = △P △Q

৪. কোন বাজারের AR রেখা নিম্নরূপ :
[ক] একচেটিয়া বাজার
[খ] ডুয়োপলি বাজার
[গ] পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার
[ঘ] মনোপসনি বাজার

৫. অংশীদারি কারবারের সর্বনিম্ন সদস্যসংখ্যা কত?
[ক] ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

৬. স্বল্পকালে মানব সৃষ্ট উপকরণ থেকে উদ্ভব হয়-
[ক] মোট খাজনা
[খ] নিট খাজনা
[গ] নিম খাজনা
[ঘ] অর্থনৈতিক খাজনা

৭. বাংলাদেশের সর্ববৃহৎ এনজিও কোনটি?
[ক] আশা
[খ] প্রশিকা
[গ] ডাক দিয়ে যাই
[ঘ] ব্র্যাক

৮. একমালিকানা কারবারের সুবিধা-
i. দ্রুত সিদ্ধান্ত গ্রহণ
ii. সুষ্ঠু ব্যবস্থাপনা
iii. ঋণ সুবিধা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯. ব্যয় কোনটির ওপর নির্ভরশীল?
[ক] আয়
[খ] উৎপাদন
[গ] উপকরণ
[ঘ] বিনিয়োগ

১০. মূলধন হলো-
i. অতীত সঞ্চয়ের ফল
ii. সক্রিয় উপাদান
iii. গতিশীল উপাদান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১১. একটি উন্মুক্ত অর্থনীতিতে সামগ্রিক আয়ের সমীকরণ কোনটি?
[ক] C + I
[খ] C + I = G
[গ] C + I + G + (X - M)
[ঘ] C = I + (X - M)

১২. কোন ভোগব্যয় আয় থেকে স্বাধীন?
[ক] প্ররোচিত ভোগব্যয়
[খ] স্বয়ম্ভূত ভোগব্যয়
[গ] ভোগ্যপণ্য আয়ের জন্য ব্যয়
[ঘ] সরকারি ভোগব্যয়

১৩. TR - TVC = কী?
[ক] নিম খাজনা
[খ] নিট খাজনা
[গ] মোট খাজনা
[ঘ] অনুপার্জিত আয়

১৪. M = ৪০০
V = ৫
T = ২০ হলে P = ?
[ক] ১০০
[খ] ১০০০
[গ] ২০০
[ঘ] ২০০০

১৫. মোবাইল ব্যাংকিং-এর ক্ষেত্রে কোনটি জরুরি?
i. কম্পিউটার
ii. মোবাইল সেট
iii. পিন কোড

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৬. ব্যষ্টিক শব্দটির ইংরেজি 'Micro' শব্দটি এসেছে কোন শব্দ থেকে?
[ক] Micros
[খ] Mikro
[গ] Mickro
[ঘ] Mikros

১৭. স্বয়ংক্রিয় মূল্যব্যবস্থা কোন অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য?
[ক] সমাজতান্ত্রিক অর্থনীতি
[খ] পুঁজিবাদী অর্থনীতি
[গ] ইসলামি অর্থনীতি
[ঘ] মিশ্র অর্থনীতি

নিচের চিত্রটি লক্ষ কর এবং ১৮ ও ১৯নং প্রশ্নের উত্তর দাও :

১৮. চিত্রানুযায়ী কোন বিন্দুতে উৎপাদন করা সম্ভব নয়?
[ক] M
[খ] N
[গ] A
[ঘ] B

১৯. চিত্রে 'Y' দ্রব্যের উৎপাদন শূন্য হলে 'X' দ্রব্যের উৎপাদনের পরিমাণ কত?
[ক] OM
[খ] ON
[গ] MN
[ঘ] OA

২০. পরিবর্তক দ্রব্যের চাহিদা রেখার আকৃতি কেমন হয়?
[ক] নিম্নগামী
[খ] ঊর্ধ্বগামী
[গ] ভূমি অক্ষের সমান্তরাল
[ঘ] লম্ব অক্ষের সমান্তরাল

২১. কোনটি প্রকৃত মজুরির উপাদান?
i. আর্থিক মজুরি
ii. দামস্তর
iii. সামাজিক মর্যাদা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের ছকটি লক্ষ কর এবং ২২ ও ২৩নং প্রশ্নের উত্তর দাও :
দাম (P) চাহিদা (D) যোগান (S)

২২. ভারসাম্য দাম কত?
[ক] ৪
[খ] ৬
[গ] ৮
[ঘ] ১০

২৩. দ্রব্যটির দাম ৮ একক হলে উদ্বৃত্ত থাকবে-
[ক] ২ একক
[খ] ৪ একক
[গ] ৮ একক
[ঘ] ১০ একক

২৪. অর্থনীতিতে শ্রম বলতে বোঝায়-
[ক] আনন্দের উদ্দেশ্যে করা কায়িক কর্মপ্রচেষ্টাকে
[খ] আনন্দের উদ্দেশ্যে করা কায়িক ও মানসিক কর্মপ্রচেষ্টাকে
[গ] আর্থিক উদ্দেশ্যে করা কায়িক কর্মপ্রচেষ্টাকে
[ঘ] আর্থিক উদ্দেশ্যে করা কায়িক ও মানসিক কর্মপ্রচেষ্টাকে

২৫. শ্রমের মজুরি নির্ধারিত হয়-
i. শ্রমের চাহিদা ও যোগান দ্বারা
ii. শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা দ্বারা
iii. শ্রমের গতিশীলতা দ্বারা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

HSC অর্থনীতি ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (সকল বোর্ড ২০১৯)

২৬. ক্ষতি স্বীকার করেও ফার্ম উৎপাদন করবে যখন-
[ক] AC < P > AVC
[খ] AC < P < AVC
[গ] AC > P > AVC
[ঘ] AC = P = AVC

২৭. ‘‘বিক্রেতা নয়, ক্রেতা বাজারকে নিয়ন্ত্রণ করে’’
এমন বাজারকে বলে-
[ক] ডুয়োপলি বাজার
[খ] মনোপলি বাজার
[গ] মনোপসনি বাজার
[ঘ] অলিগোপলি বাজার

নিচের উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯নং প্রশ্নের উত্তর দাও :
সালাম সাহেব গাজীপুরে একখন্ড জমি কিনে ৫ তলা একটি বাড়ি নির্মাণ করেন। যেখানে আরও যন্ত্রপাতি স্থাপন করে সোয়েটার উৎপাদন করেন।

২৮. সালাম সাহেবের নির্মাণকৃত বিল্ডিংটি কোন ধরনের মূলধন?
[ক] ভাসমান
[খ] স্থায়ী
[গ] চলতি
[ঘ] আবদ্ধ

২৯. এ ধরনের মূলধনের বৈশিষ্ট্য হলো-
i. বার বার ব্যবহার করা যায়
ii. দীর্ঘকালীন উৎস থেকে এ মূলধন সংগৃহীত
iii. দৃশ্যমান নয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩০. কোন রেখাটি 'U' আকৃতির?
[ক] TC
[খ] TFC
[গ] AFC
[ঘ] AC

উত্তরমালা: ১ [ঘ] ২ [ক] ৩ [গ] ৪ [গ] ৫ [ক] ৬ [গ] ৭ [ঘ] ৮ [ক] ৯ [খ] ১০ [খ] ১১ [গ] ১২ [খ] ১৩ [ক] ১৪ [খ] ১৫ গ  ১৬ [ঘ] ১৭ [খ] ১৮ [ঘ] ১৯ [খ] ২০ [খ] ২১ [ঘ] ২২ [খ] ২৩ [খ] ২৪ [ঘ] ২৫ [ঘ] ২৬ [গ] ২৭ [গ] ২৮ [খ] ২৯ [ক] ৩০ [ঘ]

Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide