HSC অর্থনীতি ১ম পত্র (Srijonshil) সৃজনশীল প্রশ্ন যশোর বোর্ড pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Economics 1st Paper Srijonshil Question. HSC Economics 1st Paper (Srijonshil) Creative Questions Jessore Board 2019 pdf download.

যশোর বোর্ড
অর্থনীতি ১ম পত্র
সৃজনশীল প্রশ্ন
বিষয় কোড: [১০৯]

সময়: ২ঘন্টা ৩০ মিনিট               পূর্ণমান: ৭০
[দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। নিচের উদ্দীপকগুলো পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও। যেকোনো সাতটি প্রশ্নের উত্তর দাও।]

HSC Economics 1st Paper
Srijonshil
Board Question

১ । A-দেশ: বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা ভোক্তার স্বাধীনতা সম্পদের ব্যক্তিগত মালিকানা
B-দেশ: শ্রেণি শোষণ অনুপস্থিত কেন্দ্রীয় পরিকল্পনা
মুদ্রাস্ফীতি অনুপস্থিত
ক. PPC-এর পূর্ণরূপ কী? ১
খ. অভাব পূরণের ক্ষেত্রে নির্বাচন সমস্যা দেখা যায় কেন? ২
গ. 'A' দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান? উদ্দীপকে উল্লিখিত বৈশিষ্ট্য ছাড়া অন্য তিনটি বৈশিষ্ট্য লেখ? ৩
ঘ. 'A' ও 'B' দেশের অর্থনৈতিক ব্যবস্থা কি একই?- বিশ্লেষণ কর। ৪

২ । প্রদত্ত সমীকরণের আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও :
চাহিদা সমীকরণ, Qd = 20 - 4P
যোগান সমীকরণ, Qs =- 4 + 4P, যেখানে Qd = চাহিদা সমীকরণ,
Qs = যোগান সমীকরণ, P = দাম।
ক. কোন দেশে সঞ্চয় প্রবণতা কম দেখা যায়? ১
খ. বিজ্ঞাপন কি চাহিদাকে প্রভাবিত করে? ২
গ. উদ্দীপকের সমীকরণ দুটি থেকে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় কর। ৩
ঘ. দাম ২ টাকা ও ৪ টাকা হলে ভারসাম্যের উপর কী প্রভাব পড়বে উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর। ৪

৩ । মি. X একটি পণ্য ৪০ টাকা দামে ৮০ একক ক্রয় করেন। দাম ৩৫ টাকা হলে উক্ত পণ্যের চাহিদা বৃদ্ধি পেয়ে ১৬০ একক হয়। অপরদিকে মি. Y ৪০ টাকা দামে ৬০ একক দ্রব্য ক্রয় করেন। দাম কমে ১০ টাকা হলে তিনি ৭০ একক দ্রব্য ক্রয় করেন।
ক. কোন রেখার ঢাল ধনাত্মক? ১
খ. প্রান্তিক উপযোগ রেখা নিম্নগামী হয় কেন? ২
গ. উদ্দীপকে মি. X এর চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় কর। ৩
ঘ. উদ্দীপকের আলোকে মি. X ও মি. Y এর দ্রব্যের প্রকৃতি নির্ধারণ করে পার্থক্য বিশ্লেষণ কর। ৪ 

HSC অর্থনীতি ১ম পত্র (Srijonshil) সৃজনশীল প্রশ্ন যশোর বোর্ড ২০১৯

৪ । A-ফার্ম
জমির পরিমাণ শ্রম ও মূলধন মোট উৎপাদন
১ একর ১০০ ৮
১ একর ২০০ ২০
১ একর ৩০০ ৪০
১ একর ৪০০ ৭০

B-ফার্ম
জমির পরিমাণ শ্রম ও মূলধন মোট উৎপাদন প্রান্তিক উৎপাদন
১ একর ১০০ ৭০ ৭০
১ একর ২০০ ১৩০ ৬০
১ একর ৩০০ ১৮০ ৫০
১ একর ৪০০ ২২০ ৪০
ক. কোন উৎপাদন বিধিতে MP রেখা ভূমি অক্ষের সমান্তরাল? ১
খ. স্বল্পকালে স্থির ব্যয়ের উপাদানগুলো কী কী? ২
গ. "A' ফার্মের TP রেখা অঙ্কন করে এর আকৃতির উপর মন্তব্য কর। ৩
ঘ. "B" ফার্মের উৎপাদন বিধিটি নির্ণয় কর এবং বিধিটি কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য- বিশ্লেষণ কর। ৪

৫ । নিচের সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দাও।
ক. ডুয়োপসনি বাজার কী? ১
খ. ক্রেতা বাজারকে নিয়ন্ত্রণ করে, বিক্রেতা নয়- ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে ভারসাম্য বিন্দু নির্ণয় করে মুনাফা নির্ণয় কর। ৩
ঘ. উদ্দীপকে AC রেখা ভ বিন্দু দিয়ে অতিক্রম করলে ফার্মের উপর কী প্রভাব পড়বে? বিশ্লেষণ কর। ৪

৬ । ‘‘সুবর্ণা’’ ফার্মে প্রতিদিন ৩০০ টাকা মজুরিতে ১০০ জন শ্রমিক কাজ করে। শ্রমিকের অতিরিক্ত প্রয়োজন হলে ৪০০ টাকা মজুরিতে ২০০ জন এবং ৫০০ টাকা মজুরিতে ৩০০ জন শ্রমিক কাজ করে। অপর পক্ষে, ‘‘আশা’’ ফার্মের শ্রমিক রাহিব দৈনিক ৩০০ টাকা মজুরিতে ৭ ঘণ্টা, ৪০০ টাকা মজুরিতে ৯ ঘণ্টা কাজ করে। কিন্তু মজুরি বৃদ্ধি করে ৫০০ টাকা করা হলে সে ৮ ঘণ্টা কাজ করতে সম্মত হয়।
ক. কোন মজুরি দামস্তর দ্বারা প্রভাবিত হয়? ১
খ. ‘‘প্রকৃত মজুরি অর্থ দ্বারা পরিমাপযোগ্য নয়’’- কেন? ২
গ. উদ্দীপকের আলোকে ‘‘সুবর্ণা’’ ফার্মের যোগান রেখা অঙ্কন কর। ৩
ঘ. উদ্দীপকের আলোকে ‘‘আশা’’ ফার্মের রাহিবের যোগান রেখা অঙ্কন করে আকৃতির উপর মন্তব্য কর। ৪

৭ । করিম সাহেবের চাকরির পাশাপাশি কৃষি খামার আছে। তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করে ৮০ লক্ষ টাকা অবসর সুবিধা পান। এ টাকার মধ্যে ১০ লক্ষ টাকা পারিবারিক ব্যয়ের জন্য রাখেন। ১৫ লক্ষ টাকায় একটি বাড়ি তৈরি করেন। ২০ লক্ষ টাকায় একটি কাপড়ের দোকান ক্রয় করেন। দোকানে বিক্রয়ের জন্য ১০ লক্ষ টাকার কাপড় ক্রয় করেন। অবশিষ্ট টাকায় তিনি একটি পুকুর ক্রয় করেন। কৃষি খামার বিক্রয় করে ভাড়ায় খাটানোর জন্য তিনি একটি ট্রাক্টর ক্রয় করেন।
ক. নিমজ্জমান মূলধন কী? ১
খ. অর্থ কি মূলধন? ব্যাখ্যা কর। ২
গ. করিম সাহেবের স্থায়ী মূলধনের পরিমাণ নির্ণয় কর। ৩
ঘ. উদ্দীপকে মূলধনের কোন ধরনের গতিশীলতা সৃষ্টি হয়েছে?- ব্যাখ্যা কর। ৪

৮ । নিচের সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দাও।
ক. সংগঠনকে "Captain of the Industry" কে বলেছেন? ১
খ. NGO বলতে কী বোঝ? ২
গ. উদ্দীপকের ? চিহ্নিত স্থানে যা বসবে তার কার্যাবলি ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকে "B" কারবারটি কী ধরনের কারবার? এর সুবিধাগুলো বিশ্লেষণ কর। ৪

৯ । নিচের সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দাও।
ক. নিট খাজনা কাকে বলে? ১
খ. খাজনা ও নিম খাজনা কি একই? ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপক অনুযায়ী মোট খাজনার পরিমাণ নির্ণয় কর। ৩
ঘ. উদ্দীপকে ভূমির চাহিদা বৃদ্ধি পেলে কোন ধরনের আয়ের উদ্ভব হবে- চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর। ৪

১০ । স্বল্পকালীন ভোগ সমীকরণ C = ১০০ + ০.৬y এবং I = ২০০, G = ২৫০, যেখানে
V = ভোগ, I = বিনিয়োগ এবং G = সরকারি ব্যয়।
ক. স্বয়ম্ভূত ভোগ কী? ১
খ. ব্যক্তির চলতি আয়ের সম্পূর্ণটাই কি ব্যয়যোগ্য- ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের আলোকে জাতীয় আয় নির্ণয় কর। ৩
ঘ. উদ্দীপকের আলোকে ভোগ রেখা অঙ্কন করে চিত্রের সাহায্যে বিশ্লেষণ কর। ৪

১১ । নিচের সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দাও।
ক. বিহিত মুদ্রা কত প্রকার? ১
খ. মুদ্রাস্ফীতির ফলে ক্রেতা ও ভোগকারী কীভাবে প্রভাবিত হয়? ২
গ. A-ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? উদ্দীপকে উল্লিখিত কার্যাবলি ছাড়া উক্ত ব্যাংকের আরও তিনটি কার্যাবলি ব্যাখ্যা কর। ৩
ঘ. B-ব্যাংকটি চিহ্নিত করে উক্ত ব্যাংকটির ঋণ নিয়ন্ত্রণের তিনটি হাতিয়ার বিশ্লেষণ কর। ৪

Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide