এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Economics 1st Paper Srijonshil Question. HSC Economics 1st Paper (Srijonshil) Creative Questions Dhaka Board 2019 pdf download.
ঢাকা বোর্ড
অর্থনীতি ১ম পত্র
সৃজনশীল প্রশ্ন
বিষয় কোড: [১০৯]
সময়: ২ঘন্টা ৩০ মিনিট পূর্ণমান: ৭০
[দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। নিচের উদ্দীপকগুলো পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও। যেকোনো সাতটি প্রশ্নের উত্তর দাও।]
HSC Economics 1st Paper
Srijonshil
Board Question
১ । A, B ও C তিনটি দেশ। A দেশে সকল কিছু ব্যক্তিমালিকানায় উৎপাদন ও বিক্রি করা হয়। ফলে দ্রব্যাদির দাম বেশি। এই দেশে ক্রমশই ধনী মানুষের সংখ্যা বাড়ছে। C দেশটি আবার একেবারেই বিপরীত। অত্যন্ত প্রয়োজনীয় দ্রব্য থেকে শুরু করে উড়োজাহাজ সমস্ত কিছুই সরকারের নিয়ন্ত্রণে উৎপাদন ও বিক্রি হয়। ফলে দেখা যায়, একটি সুচ কিনতে গেলেও লাইন ধরে কিনতে হয়। তবে B দেশে সরকারি ও ব্যক্তিগত উভয় খাতে দ্রব্যসামগ্রী উৎপাদিত ও বিক্রি হয়। এই দেশে ব্যক্তিগত উৎপাদনকারীরা কোনো দ্রব্যের দাম বাড়ালে ভোক্তারা দ্রব্যটি সরকারি খাত থেকে কেনে।
ক. অভাব কী? ১
খ. উৎপাদন সম্ভাবনা রেখা বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকের দেশ তিনটিতে বিদ্যমান অর্থনৈতিক ব্যবস্থাসমূহ কী? ৩
ঘ. ‘‘দেশের জনগণের কল্যাণের জন্য মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাই উত্তম’’- উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর। ৪
২ । সাহানা পেয়ারার খুব ভক্ত। পেয়ারা ভোগের ক্ষেত্রে তার মোট উপযোগ সূ চিটি নিম্নরূপ :
পেয়ারার একক মোট উপযোগ
প্রথম ৮ একক
দ্বিতীয় ১০ একক
তৃতীয় ১২ একক
চতুর্থ ১২ একক
পঞ্চম ১০ একক
ক. উপযোগ কী? ১
খ. সর্বোচ্চ মোট উপযোগ স্তরে প্রান্তিক উপযোগ শূন্য হয় কেন? ২
গ. উদ্দীপকের তথ্যের ভিত্তিতে মোট উপযোগ রেখা অঙ্কন কর। ৩
ঘ. উদ্দীপকের আলোকে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর। ৪
৩ । Qd = ২৪ - ৩P এবং Qs = - ৬ + ৩p
যথাক্রমে কলমের চাহিদা ও যোগান অপেক্ষক।
ক. চাহিদা ও যোগানের প্রধান নির্ধারকের নাম লেখ। ১
খ. কফির দাম কমে গেলে চায়ের চাহিদার পরিবর্তনের বিষয়টি ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপক থেকে কলমের ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় কর। ৩
ঘ. সরকার কলমের দাম ৪ টাকা নির্ধারণ করে দিলে চিত্রে কলমের চাহিদা ও যোগান পরিস্থিতি ব্যাখ্যা কর। ৪
৪ । ‘আসলাম অ্যান্ড সন্স’ রাজশাহীর একটি বিখ্যাত প্লাস্টিক চেয়ার উৎপাদনকারী ফার্ম। নিম্নে ফার্মটির উৎপাদন চিত্র দেওয়া হলো-
উৎপাদন (হাজারে) ০ ১০ ২০ ৩০ ৪০ ৫০
মোট স্থির ব্যয় (লক্ষ টাকায়) ৩০ ৩০ ৩০ ৩০ ৩০ ৩০
মোট ব্যয় (লক্ষ টাকায়) ৩০ ৩৬ ৪২ ৫৪ ৮০ ১৫০
ক. প্রান্তিক ব্যয় কী? ১
খ. উৎপাদনের ক্ষেত্রে দীর্ঘ মেয়াদ বলতে কী বোঝ? ২
গ. উদ্দীপক হতে মোট পরিবর্তনশীল ব্যয় (TVC) রেখাটি অঙ্কন কর। ৩
ঘ. উদ্দীপক হতে প্রাপ্ত গড় পরিবর্তনশীল ব্যয় (AVC) রেখার আকৃতির উপর মন্তব্য কর। ৪
৫ । পাবনা জেলার ফরিদপুর থানার ডেমরা বাজারটি দুধের জন্য বিখ্যাত। এলাকার অনেক পরিবার দুধ উৎপাদনের সাথে জড়িত। এই বাজারে দুধের দাম স্থির থাকলেও মাঝে মধ্যে উৎপাদন ব্যয় পরিবর্তন হয়। চিত্র AC এই এলাকার একটি ফার্মের প্রাথমিক গড় ব্যয় রেখা। বর্ষার পানিতে ঘাস ডুবে যাওয়ার ফলে ফার্মটির গড় ব্যয় রেখা হয় AC1।
ক. ফার্ম কী? ১
খ. একচেটিয়া কারবারী কীভাবে দামের উপর প্রভাব বিস্তার করে? ২
গ. প্রাথমিক অবস্থায় ফার্মটির ভারসাম্য উৎপাদন ও মু নাফার পরিমাণ নির্ণয় কর। ৩
ঘ. বর্ষার সময় ফার্মটির উৎপাদন ও মুনাফার কীরূপ পরিবর্তন হবে উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর। ৪
৬ । ‘আজাদ ফেব্রিকস’ ঢাকার একটি রপ্তানিমু খী পোশাক কারখানা। আফসার এবং তাঁর স্ত্রী এই কারখানায় চাকরি করে। প্রথমে তাঁরা কাজে খুব একটা দক্ষ ছিল না, ফলে মজুরি কম পেত। পরবর্তীতে দক্ষতা বৃদ্ধি এবং সরকারের শ্রমনীতির কারণে তাঁদের মজুরি বাড়তে থাকে। এই দম্পতির মজুরি হার ও শ্রমের যোগান সূচি নিম্নরূপ :
মজুরি (প্রতি ঘণ্টায়) শ্রমের যোগান (ঘণ্টা)
২৫ ১৬
৪০ ২০
৬০ ২৪
৭৫ ২০
১০০ ১৮
ক. শ্রম কী? ১
খ. শ্রমের গতিশীলতা বলতে কী বোঝ? ২
গ. উদ্দীপকের আলোকে আফসার দম্পতির শ্রমের যোগান রেখাটি আঁক। ৩
ঘ. অন্যান্য পণ্যের যোগান রেখার সাথে শ্রমের প্রাপ্ত যোগান রেখার এই ভিন্নতার বিষয়টি তুমি কীভাবে ব্যাখ্যা করবে? ৪
৭ । প্রথম থেকেই তপনের ইচ্ছা নিজ উদ্যোগে কিছু করা। প্রাইভেট পড়িয়ে এবং অপ্রয়োজনীয় খরচ পরিহার করে ছাত্র জীবনেই সে ৩ লাখ টাকা সঞ্চয় করে। লেখাপড়া শেষে যুব উন্নয়ন কেন্দ্র থেকে সে হাঁস ও ভেড়া পালনের প্রশিক্ষণ নেয়। সে তাঁর জমানো টাকা থেকে ১ লাখ টাকার সঞ্চয়পত্র কেনে এবং বাকী ২ লাখ টাকার হাঁস ও ভেড়ার খামার শুরু করে। প্রথম বছরে তার নীট মুনাফা হয় ৩ লাখ টাকা। এই টাকার মধ্যে সে আবার ২ লাখ টাকার সঞ্চয়পত্র কেনে এবং ১ লাখ টাকা তার খামারে বিনিয়োগ করে। গ্রামের পাশের বিলের পানিতে প্রচুর খাবার পেয়ে তাঁর হাসের ব্যবসায় জমে উঠে। দ্বিতীয় বছরে এই ব্যবসায় থেকে তাঁর নীট লাভ হয় ৫ লাখ টাকা। তৃতীয় বছরে সে তার খামারের মূলধন ১৫ লাখ টাকায় উন্নীত করতে চায়। ব্যাংকও তাঁকে ৫ লাখ টাকা ঋণ দেয়। তৃতীয় বছরে তাঁর নীট লাভ হয় ৯ লাখ টাকা। এই বছরে সে কোনো ব্যাংক ঋণ পরিশোধ করেনি।
ক. স্থায়ী মূলধন কী? ১
খ. ‘‘মূলধন হচ্ছে উৎপাদনের উৎপাদিত উপাদান’’- ব্যাখ্যা দাও। ২
গ. তপনের পক্ষে কি তৃতীয় বছরের কাঙ্ক্ষিত মূলধন যোগাড় করা সম্ভব? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা দাও। ৩
ঘ. উদ্দীপকে উল্লিখিত সহায়তাসমূহ তপনের মূলধনের পরিমাণ বৃদ্ধিতে কীভাবে ভূমিকা রাখে? ব্যাখ্যা কর। ৪
৮ । বাংলাদেশে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগ ও অবকাঠামো ইত্যাদি মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকারি খাত প্রধান ভূমিকা পালন করে থাকে। এসব ক্ষেত্রে NGO গুলো অত্যন্ত সীমিত ভূমিকা পালন করে থাকে। পরিবেশ সংরক্ষণ, সচেতনতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন ইত্যাদি ক্ষেত্রে কাজ করলেও অধিকাংশ NGO-র মূল লক্ষ্যই হচ্ছে ক্ষুদ্রঋণ কার্যক্রমের মাধ্যমে মুনাফা করা। NGO গুলোর ঋণের সুদের হারও অনেক বেশি। সমবায় প্রতিষ্ঠানগুলো সঠিক নিয়মকানুন মেনে চললে, মতবিরোধ পরিহার করলে এবং ব্যক্তি স্বার্থের বদলে সমষ্টিগত স্বার্থে বিবেচনা করলে সাধারণ মানুষের অনেক উপকার করতে পারত। তবে দুর্নীতি কমিয়ে আনতে পারলে সরকারি খাতই আমাদের দেশকে অনেক এগিয়ে নিতে পারত।
ক. সংগঠন কী? ১
খ. ‘‘উদ্যোক্তাই সংগঠনের অন্যতম চালিকা শক্তি’’- ব্যাখ্যা দাও। ২
গ. ‘‘বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারি খাতের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ’’- উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর। ৩
ঘ. বিভিন্ন প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে কীভাবে আমাদের মতো উন্নয়নশীল দেশ এগিয়ে যেতে পারে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা দাও। ৪
৯ । জামিল শেখ একজন ব্যবসায়ী। তিনি তার সঞ্চিত ৮০ হাজার টাকা দিয়ে রাজশাহী শহরের খড়খড়ি এলাকায় ১০ কাঠা আবাদী জমি কেনেন। কিছুদিন পরে তার জমির পাশ দিয়ে বাইপাস রোড তৈরি হয়। এর কিছুদিন পরেই এই রাস্তার ধার দিয়ে গ্যাসের লাইন যায়। এসিআই কোম্পানি এখানে একটি বড় হাঁস-মুরগি ও গবাদিপশুর খাদ্য কারখানা করে। ফলে তাঁর এই জমির দাম বেড়ে ৮ লাখ টাকা হয়। তিনি অর্ধেক জমি ৪ লাখ টাকায় বিক্রি করে ভেতরের দিকে তিন বিঘা আমের বাগান কেনেন। তিন বিঘা আমের বাগান থেকে তার আয় যথাক্রমে ২৪,০০০ টাকা, ১৮,০০০ টাকা এবং ১২,০০০ টাকা হলেও প্রত্যেক বিঘায় ১২,০০০ টাকা করে ব্যয় হয়।
ক. খাজনা কী? ১
খ. ‘‘ভূমি উৎপাদনের একটি অস্থিতিস্থাপক উপাদান’’- ব্যাখ্যা দাও। ২
গ. উদ্দীপকের সাহায্যে জামিল শেখের অনুপার্জিত আয়ের বিষয়টি ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের আম বাগান থেকে প্রাপ্ত আয় কোন খাজনা তত্ত্বের সঙ্গে সম্পর্কিত? ব্যাখ্যা দাও। ৪
১০ । দেওয়া আছে C = 100 + 9y যেখানে C = ভোগ ব্যয়, Y = জাতীয় আয়।
ক. জিডিপি কী? ১
খ. ব্যক্তির ভোগ তার আয় নয়, বরং ব্যয়যোগ্য আয়ের উপর নির্ভর করে কেন? ২
গ. উদ্দীপকের ভোগ অপেক্ষকটি চিত্রে উপস্থাপন কর। ৩
ঘ. উদ্দীপকে আয়স্তর শূন্য হলে ভোগস্তর কত হবে এবং কেন? ৪
১১ । একটি দেশের মোট বিহিত মুদ্রার পরিমাণ M = ১০০০ ও প্রচলিত গতি V = ২০। এই দেশে ব্যাংক সৃষ্ট মুদ্রার পরিমাণ M = ৮০০ এবং প্রচলন গতি V= ১৫। লেনদেনের পরিমাণ T = ৫০০।
ক. মুদ্রা কী? ১
খ. মুদ্রার মূল্য বলতে কী বোঝ? ২
গ. উদ্দীপকের দেশটিতে দামস্তর নির্ণয় কর। ৩
ঘ. এই দেশটির সরকার ব্যাপক উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়ার ফলে লেনদেনের পরিমাণ বেড়ে ১৫০০ এবং ব্যাংক মুদ্রার পরিমাণ বেড়ে ১০০০ হলে অর্থের মূল্যের কীরূপ পরিবর্তন হবে? উদ্দীপকের সাহায্যে ব্যাখ্যা কর। ৪
0 Comments:
Post a Comment