HSC পৌরনীতি ও সুশাসন ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর সকল বোর্ড pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Civics and Good Governance 2nd Paper mcq question and answer pdf download.
সকল বোর্ড
পৌরনীতি ও সুশাসন
২য় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: [২৭০]

সময়: ৩০ মিনিট               পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Civics and Good Governance 2nd Paper
Board Question Solution
MCQ
Question and Answer pdf download

১. কত তারিখে শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন?
[ক] ৪ জানুয়ারি, ১৯৭২
[খ] ৮ জানুয়ারি, ১৯৭২
[গ] ১০ জানুয়ারি, ১৯৭২
[ঘ] ১১ জানুয়ারি, ১৯৭২

২. প্রধানমন্ত্রীর মেয়াদকাল কত বছর?
[ক] ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

নিচের ছকটি দেখ এবং ৩নং প্রশ্নের উত্তর দাও :
মন্ত্রী
সচিব
[?]
উপসচিব
সহকারী সচিব

৩. ‘?’ চিহ্নিত স্থানের পদটি কী?
[ক] সহকারী সচিব
[খ] উপ সচিব
[গ] যুগ্ম সচিব
[ঘ] অতিরিক্ত সচিব

নিচের উদ্দীপকটি পড় এবং ৪ ও ৫নং প্রশ্নের উত্তর দাও :
পুজা, রিয়া ও ইমতিয়াজ সকলেই একাদশ শ্রেণিতে অধ্যয়ন করে। তারা তাদের সহপাঠীদের সাথে প্রতি বছর একটি বিশেষ দিনে অতীতের একটি বিশেষ আন্দোলনের কথা স্মরণ করতে শহীদ মিনারে ফুল দিতে যায়।

৪. উদ্দীপকে বর্ণিত দিনটি কোন আন্দোলনের ইঙ্গিত করে?
[ক] ভাষা আন্দোলন
[খ] ছয় দফা আন্দোলন
[গ] অসহযোগ আন্দোলন
[ঘ] গণআন্দোলন

৫. এ আন্দোলনের ফলে আমাদের-
i. জাতীয়তার বিকাশ ঘটে
ii. অসাম্প্রদায়িক চেতনা বিকশিত হয়
iii. অধিকার সচেতনতা বৃদ্ধি করে

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬. জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য রাষ্ট্র কতটি?
[ক] ৫০
[খ] ৫১
[গ] ৫২
[ঘ] ৫৩

৭. নারীরা ইভটিজিং এর শিকার-
i. সুশিক্ষার অভাবে
ii. সামাজিক স্থিতিশীলতার অভাবে
iii. অপসংস্কৃতির প্রভাবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৮. 'আমরা বাংলাদেশকে প্রাচ্যের সুইজারল্যান্ডে পরিণত করতে চাই'- কথাটি বলেছিলেন কে?
[ক] শহীদ সোহরাওয়ার্দী
[খ] এ, কে ফজলুল হক
[গ] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
[ঘ] মাওলানা আবদুল হামিদ খান ভাসানী

৯. বাংলাদেশে বর্তমানে উপজেলা কতটি?
[ক] ৪৮৯
[খ] ৪৯১
[গ] ৪৯৩
[ঘ] ৪৯৫

নিচের উদ্দীপকটি পড়ে ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও :
নির্বাচনের ফলাফল
রাজনৈতিক দল ও প্রাপ্ত ফলাফল-
আওয়ামী লীগ ১৬৭
পিপলস পার্টি ৮৮
অন্যান্য ৫৮
সর্বমোট = ৩১৩টি

১০. উদ্দীপকে কত সালের নির্বাচনের চিত্র তুলে ধরা হয়েছে?
[ক] ১৯৭০
[খ] ১৯৫৪
[গ] ১৯৪৬
[ঘ] ১৯৩৭

১১. উক্ত নির্বাচনের ফলে-
i. বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি সুদৃঢ় হয়
ii. পাকিস্তানের ভাঙ্গন ত্বরান্বিত হয়
iii. মুসলিম লীগের ভরাডুবি হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] i, ii ও iii
[ঘ] ii ও iii

১২. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
[ক] সৈয়দ নজরুল ইসলাম
[খ] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
[গ] তাজউদ্দিন আহমদ
[ঘ] এম. মনসুর আলী

১৩. কমনওয়েলথ যে ধরনের সংস্থা-
i. সহযোগিতামূলক সংস্থা
ii. স্বায়ত্তশাসিত সংস্থা
iii. স্বাধীনতালাভে সাহায্যকারী সংস্থা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

১৪. AIDS-এর পূর্ণরূপ কোনটি?
[ক] Acquired Immunc Deficiency Syndrome
[খ] Acquired Immune Deficiency Syndroe
[গ] Achieved Immune Deficiency Syndrome
[ঘ] Achieved Immune Deficiency Syntom

HSC পৌরনীতি ও সুশাসন ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (সকল বোর্ড ২০১৮)

১৫. বাংলাদেশের সরকারপ্রধান কে?
[ক] এডভোকেট মোঃ আবদুল হামিদ
[খ] শেখ হাসিনা
[গ] বেগম রওশন এরশাদ
[ঘ] ড. শিরিন শারমিন চৌধুরী

নিচের ছকটি পড় এবং ১৬নং প্রশ্নের উত্তর দাও :
অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী
[?]
যুক্তফ্রন্টের অবিসংবাদিত নেতা
গণতন্ত্রের মানসপুত্র

১৬. প্রশ্নবোধক ‘?’ চিহ্নিত স্থানে সঠিক উত্তর কোনটি?
[ক] নবাব স্যার সলিমুল্লাহ
[খ] চিত্তরঞ্জন দাস
[গ] শেরে বাংলা এ, কে ফজলুল হক
[ঘ] হোসেন শহীদ সোহরাওয়ার্দী

১৭. দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কত তারিখে?
[ক] ৪ জানুয়ারি, ২০১৪
[খ] ৫ জানুয়ারি, ২০১৪
[গ] ৬ জানুয়ারি, ২০১৪
[ঘ] ৭ জানুয়ারি, ২০১৪

নিচের উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯নং প্রশ্নের উত্তর দাও :
ভারতের স্যার সৈয়দ আহমদ মুসলমানদের আর্থ- সামাজিক উন্নয়নের জন্য সর্বপ্রথম শিক্ষার উপর গুরুত্ব দিয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন শিক্ষা ব্যতীত মুসলমানদের কোনো উন্নতি সম্ভব নয়। তাই তিনি পাশ্চাত্য শিক্ষার উপর জোর দেন।

১৮. স্যার সৈয়দ আহমদের সাথে তোমার পঠিত কোন ব্যক্তিত্বের তুলনা করা যায়?
[ক] তিতুমীর
[খ] হাজী শরীয়তউলাহ
[গ] নবাব আব্দুল লতিফ
[ঘ] মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী

১৯. উক্ত ব্যক্তিত্বের অসামান্য অবদান হলো-
i. মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা
ii. কলিকাতা হিন্দু কলেজকে প্রেসিডেন্সি কলেজে রূপান্তরিত করা
iii. মুসলিম লীগ গঠন করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

২০. বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান কয়টি?
[ক] ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

নিচের ছকটি দেখ এবং ২১নং প্রশ্নের উত্তর দাও :
চেয়ারম্যান
[?]
সচিব
অফিস
গ্রাম পুলিশ

২১. ছকে ‘?’ চিহ্নিত স্থানে প্রতিনিধিদের সদস্য সংখ্যা কত?
[ক] ১১
[খ] ১২
[গ] ১৩
[ঘ] ১৮

নিচের ছক থেকে ২২ ও ২৩নং প্রশ্নের উত্তর দাও :
ভুটান
শ্রীলংকা
ভারত
পাকিস্তান
[?]
আফগানিস্তান
বাংলাদেশ
নেপাল
মালদ্বীপ

২২. ছকে ‘?’ চিহ্নিত সংস্থাটির নাম কী?
[ক] জাতিসংঘ
[খ] ওআইসি
[গ] আসিয়ান
[ঘ] সার্ক

২৩. ছকে বর্ণিত ‘?’ চিহ্নিত সংস্থাটির কাজ হলো-
i. অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি
ii. পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি
iii. অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] i ও ii
[ঘ] i, ii ও iii

২৪. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কত সালে?
[ক] ১৫০০
[খ] ১৬০০
[গ] ১৭০০
[ঘ] ১৭৫০

২৫. ২৩ ফেব্রুয়ারি ২০০৪ তিনজন কমিশনার প্রদত্ত ছকের তথ্যাবলি নিচের কোনটি গঠনের সাথে সম্পর্কযুক্ত?
[ক] বিভাগীয় কমিশন
[খ] দুর্নীতি দমন কমিশন
[গ] নির্বাচন কমিশন
[ঘ] বাংলাদেশ কর্ম কমিশন

নিচের উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭নং প্রশ্নের উত্তর দাও :
কাকলী, মারিয়া ও জয়ন্ত সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী। উপস্থিত হলো রেসকোর্স ময়দানে এক মহান নেতার আহবানে। ৭ মার্চ ১৯৭১ বজ্রকণ্ঠে ধ্বনিত হলো ‘‘ঘরে ঘরে দুর্গ গড়ে তোল, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে। রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশা আলাহ।’’

২৬. উদ্দীপকে বর্ণিত ভাষণের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন নেতার ভাষণের মিল রয়েছে?
[ক] জর্জ ওয়াশিংটন
[খ] আব্রাহাম লিংকন
[গ] শেরে বাংলা এ, কে ফজলুল হক
[ঘ] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

২৭. উদ্দীপকে বর্ণিত ঐতিহাসিক ভাষণের ফলে-
i. বাঙালি জাতীয়তাবাদ সুদৃঢ় হয়েছিল
ii. জন্ম হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের
iii. বিশ্বের বুকে প্রতিষ্ঠিত হয় বাঙালির মর্যাদা

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

২৮. বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনী বিল পাস হয় কখন?
[ক] ১৩ জুলাই, ১৯৭২
[খ] ১৫ জুলাই, ১৯৭৩
[গ] ১৫ জুলাই, ১৯৭৪
[ঘ] ২০ জুন, ১৯৭৫

২৯. দুর্নীতি একটি-
[ক] সামাজিক ব্যাধি
[খ] শারীরিক ব্যাধি
[গ] রাজনৈতিক ব্যাধি
[ঘ] অর্থনৈতিক ব্যাধি

৩০. বাংলাদেশের সংবিধান হলো-
i. লিখিত
ii. ধর্মনিরপেক্ষ
iii. দুষ্পরিবর্তনীয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

উত্তরমালা: ১ [গ] ২ [ঘ] ৩ [ঘ] ৪ [ক] ৫ [ঘ] ৬ [খ] ৭ [গ] ৮ [গ] ৯ [ক] ১০ [ক] ১১ [গ] ১২ [গ] ১৩ [ক] ১৪ [ক] ১৫ [খ] ১৬ [ঘ] ১৭ [খ] ১৮ [গ] ১৯ [ক] ২০ [গ] ২১ [খ] ২২ [ঘ] ২৩ [গ] ২৪ [খ] ২৫ [খ] ২৬ [ঘ] ২৭ [ঘ] ২৮ [খ] ২৯ [ক] ৩০ [ঘ]

Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide