এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Civics and Good Governance 2nd Paper mcq question and answer pdf download.
সিলেট বোর্ড
পৌরনীতি ও সুশাসন
২য় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: [২৭০]
সময়: ৩০ মিনিট পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]
HSC Civics and Good Governance 2nd Paper
Board Question Solution
MCQ
Question and Answer pdf download
১. ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কত সালে?
[ক] ১৭৯৩
[খ] ১৮৫৭
[গ] ১৮৮৫
[ঘ] ১৯০৫
২. লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন?
[ক] এ. কে. ফজলুল হক
[খ] মওলানা আব্দুল হামিদ খান ভাসানী
[গ] মোহাম্মদ আলী জিন্নাহ
[ঘ] হোসেন শহীদ সোহরাওয়ার্দী
৩. মুসলিম শিক্ষা বিস্তারে নবাব স্যার সলিমুল্লাহর গৃহীত পদক্ষেপ হলো-
i. সলিমুল্লাহ এতিমখানা প্রতিষ্ঠা
ii. মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা
iii. আহসানউলাহ ইঞ্জিনিয়ারিং স্কুল প্রতিষ্ঠা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
৪. স্থানীয় স্বায়ত্তশাসন হলো-
i. স্থানীয় জনপ্রতিনিধি কর্তৃক পরিচালিত
ii. জনগণের অংশগ্রহণ
iii. স্বাধীনভাবে নীতি নির্ধারণ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৫ ও ৬নং প্রশ্নের উত্তর দাও :
সমাজতন্ত্র
জাতীয়তাবাদ
ধর্মনিরপেক্ষতা
[?]
৫. ‘?’ চিহ্নিত স্থানে কোনটি বসবে?
[ক] একনায়কতন্ত্র
[খ] গণতন্ত্র
[গ] রাজতন্ত্র
[ঘ] প্রজাতন্ত্র
৬. উক্ত ‘?’ চিহ্নিত স্থানে স্থাপিত বিষয়টি রাষ্ট্রে প্রতিষ্ঠিত হলে-
[ক] জনগণের অংশগ্রহণ নিশ্চিত হবে
[খ] স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা পাবে
[গ] ধর্মীয় সহনশীলতা প্রতিষ্ঠিত হবে
[ঘ] ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে
নিচের উদ্দীপকটি পড়ে ৭নং প্রশ্নের উত্তর দাও :
জনাব মঈন বাংলাদেশের একটি সাংবিধানিক সংস্থার সদস্য। তিনি রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হন। জাতীয় নেতৃত্ব নির্বাচনে এ সংস্থার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৭. উদ্দীপকে উল্লিখিত সংস্থাটি নিচের কোনটির সাথে সাদৃশ্যপূর্ণ?
[ক] সরকারী কর্মকমিশন
[খ] দুর্নীতি দমন কমিশন
[গ] নির্বাচন কমিশন
[ঘ] তথ্য কমিশন
৮. এটর্নি জেনারেলের কাজ হলো-
[ক] সরকারি দলের আইনী সহায়তা
[খ] প্রজাতন্ত্রের পক্ষে আইনী ব্যাখ্যা
[গ] প্রধানমন্ত্রীর আইন উপদেষ্টা
[ঘ] শুধু ফৌজদারি কার্যবিধির ব্যাখ্যা (সিআরপিসি)
৯. যুক্তফ্রন্টের ২১ দফার মূল দফা কী ছিল?
[ক] পূর্ব পাকিস্তানের স্বাধীনতা
[খ] রাষ্ট্রপতিশাসিত সরকার গঠন
[গ] পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন
[ঘ] বাংলাকে রাষ্ট্রভাষা করা
১০. শেখ মুজিবুর রহমান কত সালে ‘বঙ্গবন্ধু’ উপাধি লাভ করেন?
[ক] ১৯৪৯
[খ] ১৯৫২
[গ] ১৯৬৬
[ঘ] ১৯৬৯
১১. সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মূল বৈশিষ্ট্য কী ছিল?
[ক] সংসদীয় সরকার
[খ] সামরিক সরকার
[গ] রাষ্ট্রপতিশাসিত সরকার
[ঘ] তত্ত্বাবধায়ক সরকার
১২. সংসদের দুই অধিবেশনের মধ্যে কতদিন বিরতি থাকতে পারে?
[ক] ৩০
[খ] ৬০
[গ] ৯০
[ঘ] ১২০
১৩. ১৯৬৯ সালে নিচের কোন সংস্থাটি প্রতিষ্ঠিত হয়?
[ক] জাতিসংঘ
[খ] সার্ক
[গ] কমনওয়েলথ
[ঘ] ওআইসি
নিচের উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫নং প্রশ্নের উত্তর দাও :
সেনেগালের ‘ক’ ভাষাভাসী জনগোষ্ঠীর সংস্কৃতি ও ভাষাকে ধ্বংস করার জন্য শাসকগোষ্ঠী চক্রান্ত করে। বিক্ষুব্ধ জনতার সংঘবদ্ধ আন্দোলন ও আত্মত্যাগের বিনিময়ে ভাষাটি অবশেষে রাষ্ট্রভাষার মর্যাদা পায়।
১৪. উদ্দীপকে উল্লিখিত আন্দোলনের সাথে আমাদের পূর্বের কোন আন্দোলনের মিল আছে?
[ক] স্বাধীনতা
[খ] স্বাধিকার
[গ] ভাষা
[ঘ] স্বায়ত্তশাসন
১৫. উক্ত আন্দোলনের দ্বারা প্রকাশিত হয়েছে-
i. জাতীয়তাবাদের বিকাশ
ii. স্বাধীনতার চেতনাবোধ
iii. ভাষার প্রতি মমত্ববোধ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
নিচের ছকটি লক্ষ কর এবং ১৬ ও ১৭নং প্রশ্নের উত্তর দাও :
'ক'
১ জন চেয়ারম্যান
৯ জন সদস্য
৩ জন সংরক্ষিত মহিলা সদস্য
১৬. ‘ক’ চিহ্নিত স্থানে কোনটি বসবে?
[ক] গ্রাম পরিষদ
[খ] উপজেলা পরিষদ
[গ] ইউনিয়ন পরিষদ
[ঘ] জেলা পরিষদ
১৭. উদ্দীপকে উল্লিখিত পরিষদের কার্যাবলি-
i. স্থানীয় সমস্যা সমাধান
ii. জনশৃঙ্খলা রক্ষা
iii. সীমান্ত পাহারা দেওয়া
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
১৮. প্রধানমন্ত্রী সংসদ নেতা, কারণ তিনি-
i. মন্ত্রিসভাকে পরিচালনা করেন
ii. সংসদ সদস্যদের আচার-আচরণ নিয়ন্ত্রণ করেন
iii. সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
১৯. ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন দ্বারা স্বাধীন হয়-
i. পাকিস্তান
ii. ভারত
iii. বাংলাদেশ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
২০. বাংলাদেশের রাষ্ট্রপতির পদের ন্যূনতম বয়স কত বছর?
[ক] ২৫
[খ] ৩০
[গ] ৩৫
[ঘ] ৪০
২১. সংবিধানের কত অনুচ্ছেদে সরকারী কর্মকমিশনের গঠন উলেখ আছে?
[ক] ১২১
[খ] ১২৭
[গ] ১৩৭
[ঘ] ১৪৭
[ক] ১৯৯৭
[খ] ২০০৪
[গ] ২০০৫
[ঘ] ২০০৯
২৩. বাংলাদেশের নির্বাচন কমিশনের কাজ হলো-
i. ভোটার তালিকা প্রস্তুত করা
ii. রাষ্ট্রপতি নির্বাচন করা
iii. সংসদীয় এলাকার সীমানা নির্ধারণ করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও :
বাংলাদেশ একটি আঞ্চলিক সংস্থা প্রতিষ্ঠার উদ্যোক্তা। সংস্থাটি এ অঞ্চলের দেশসমূহের মধ্যে পারস্পরিক সমঝোতা ও সহযোগিতামূলক সম্পর্ক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে এ সংস্থার সদস্যসংখ্যা ৮টি।
২৪. উদ্দীপকে কোন সংস্থার কথা বলা হয়েছে?
[ক] সার্ক
[খ] ডি-৮
[গ] আসিয়ান
[ঘ] বিমসটেক
২৫. উক্ত আঞ্চলিক সংস্থা প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো-
i. ইসলামি ভ্রাতৃত্বের উন্নয়ন
ii. জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন
iii. ব্যবসায়িক সম্পর্ক স্থাপন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ২৬নং প্রশ্নের উত্তর দাও :
জনাব এনাম একটি জনসভায় বক্তৃতা প্রদানের সময় অঙ্গীকার করেন, তিনি নারী নির্যাতন বিরোধী একটি বিল পাসের জন্য উত্থাপন করবেন।
২৬. উদ্দীপকের উল্লিখিত জনাব এনাম কোন সংস্থার জনপ্রতিনিধি?
[ক] উপজেলা পরিষদ
[খ] জাতীয় সংসদ
[গ] পৌরসভা
[ঘ] ইউনিয়ন পরিষদ
২৭. ১৯৯১ সালে বাংলাদেশে কততম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়?
[ক] ৫ম
[খ] ৬ষ্ঠ
[গ] ৭ম
[ঘ] ৮ম
২৮. ক্রমাগত শুকনো কাশি যে রোগের লক্ষণ-
[ক] এইডস
[খ] ডায়াবেটিস
[গ] টাইফয়েড
[ঘ] আমাশয়
২৯. জাতিসংঘের প্রধান অঙ্গ সংগঠন কয়টি?
[ক] ৪
[খ] ৫
[গ] ৬
[ঘ] ৭
৩০. বাংলাদেশের সরকারপ্রধান কে?
[ক] স্পিকার
[খ] রাষ্ট্রপতি
[গ] প্রধান বিচারপতি
[ঘ] প্রধানমন্ত্রী
উত্তরমালা: ১ [গ] ২ [ক] ৩ [গ] ৪ [ঘ] ৫ [খ] ৬ [ক] ৭ [গ] ৮ [খ] ৯ [ঘ] ১০ [ঘ] ১১ [ঘ] ১২ [খ] ১৩ [ঘ] ১৪ [গ] ১৫ [ঘ] ১৬ [গ] ১৭ [ক] ১৮ [গ] ১৯ [ক] ২০ [গ] ২১ [গ] ২২ [খ] ২৩ [ঘ] ২৪ [ক] ২৫ [খ] ২৬ [খ] ২৭ [ক] ২৮ [ক] ২৯ [গ] ৩০ [ঘ]
0 Comments:
Post a Comment