HSC পৌরনীতি ও সুশাসন ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর দিনাজপুর বোর্ড pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Civics and Good Governance 2nd Paper mcq question and answer pdf download.

দিনাজপুর বোর্ড
পৌরনীতি ও সুশাসন
২য় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: [২৭০]

সময়: ৩০ মিনিট               পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Civics and Good Governance 2nd Paper
Board Question Solution
MCQ
Question and Answer pdf download

১. হাজী শরীয়তউলাহর মতে ইংরেজ রাজত্বে-
i. ইসলামি অনুশাসন মেনে চলা অসম্ভব
ii. সুষ্ঠু সামাজিক জীবনযাপন অসম্ভব
iii. স্বাধীনভাবে ধর্মীয় সংস্কৃতি পালন অসম্ভব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

২. বায়ান্নর একুশে ফেব্রুয়ারির প্রথম শহিদ কে ছিলেন?
[ক] আব্দুল জববার
[খ] আবুল বরকত
[গ] রফিক উদ্দিন
[ঘ] আব্দুস সালাম

নিচের উদ্দীপকটি পড়ে ৩নং প্রশ্নের উত্তর দাও :
জনাব ‘ক’ বাংলাদেশের একটি আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সংখ্যালঘিষ্ঠতার জন্য তার দল সরকার গঠন করতে পারেনি। তিনি সংসদ অধিবেশনের সময় নিজ দলের সদস্যদের উপস্থিতি নিশ্চিত করেন এবং সংসদে প্রশ্নরীতির পদ্ধতি শিখান।

৩. সংসদে জনাব ‘ক’ এর অধিষ্ঠিত পদের নাম কী?
[ক] সংসদ নেতা
[খ] সংসদ উপনেতা
[গ] ডেপুটি স্পিকার
[ঘ] বিরোধী দলের হুইপ

৪. সংবিধান সংশোধনের ফলে ধর্মনিরপেক্ষতার ক্ষেত্রে-
i. সাম্প্রদায়িকতা পরিহার হয়
ii. ধর্মীয় রাজনীতির অপব্যবহার বন্ধ হয়
iii. সমাজতান্ত্রিক কর্মকান্ড বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৫. কত সালে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়?
[ক] ১৯৪৭
[খ] ১৯৪৮
[গ] ১৯৪৯
[ঘ] ১৯৫০

৬. জাতীয় সংসদে আইনের দ্বারা ন্যায়পালের পদ সৃষ্টি করা হলে তার দায়িত্ব হবে-
i. সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের কার্য তদন্ত করা
ii. নিজ দায়িত্ব পালন সংক্রান্ত রিপোর্ট সংসদে উপস্থাপন করা
iii. সংসদের বিল রাষ্ট্রপতির নিকট উপস্থাপন করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৭. ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে কে প্রথম ‘গণ বিদ্রোহ’ গড়ে তোলেন?
[ক] স্যার সৈয়দ আহমদ
[খ] হাজী শরিয়তউলাহ
[গ] তিতুমীর
[ঘ] মওলানা ভাসানী

নিচের উদ্দীপকটি পড়ে ৮নং প্রশ্নের উত্তর দাও :
জনাব পলাশের বাড়ির পাশে বয়ে যাওয়া নদীর তীরে ঋতুরাজ বসন্তের একটি বিশেষ দিনে তার পুত্র শিমুল বন্ধুদের নিয়ে মাটিতে ৩টি কলাগাছ পুঁতে রেখে মাথায় গন্ধরাজ ডালিয়া ফুলের মালা ঝুলিয়ে দেয়। কলেজ শিক্ষক জনাব আনিস তাদের ধন্যবাদ জানিয়ে এর ঐতিহাসিক আন্দোলনের প্রেক্ষাপট বর্ণনা করেন।

৮. জনাব আনিস শিমুল ও তার বন্ধুদেরকে কোন আন্দোলনের কথা বর্ণনা করেন?
[ক] ছয় দফা আন্দোলন
[খ] ভাষা আন্দোলন
[গ] অসহযোগ আন্দোলন
[ঘ] স্বাধীনতা আন্দোলন

নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০নং প্রশ্নের উত্তর দাও :
চেয়ারম্যান
সচিব
[?]
অফিস সহকারী
গ্রাম পুলিশ

৯. প্রশ্নবোধক (?) স্থানে স্থানীয় সরকারের কোন নামটি বসবে?
[ক] পৌরসভা
[খ] সিটি কর্পোরেশন
[গ] ইউনিয়ন পরিষদ
[ঘ] উপজেলা পরিষদ

১০. উল্লিখিত প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো-
i. দরিদ্রদের মাঝে রিলিফ বিতরণ করা
ii. পল্লিজনগ
ণের অধিকার প্রতিষ্ঠা করা
iii. জনগণের সমস্যা দূর করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

১১. প্রশাসনিক সংগঠনের পদসোপানে কোনটির স্থান সর্বোচ্চ?
[ক] রাষ্ট্রপতির দপ্তর
[খ] প্রধানমন্ত্রীর দপ্তর
[গ] সুপ্রিম কোর্ট
[ঘ] সচিবালয়

১২. প্রথম সার্ক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
[ক] কাঠমান্ডু
[খ] নয়াদিলি
[গ] ঢাকা
[ঘ] করাচি

১৩. বাংলাদেশে নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্য হলো-
i. সর্বজনীন ভোটাধিকার নিশ্চিত করা
ii. দক্ষ ও উপযুক্ত প্রার্থী নির্বাচন করা
iii. পছন্দনীয় প্রার্থীকে ভোটদান নিশ্চিত করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

নিচের চিত্রটি দেখে ১৪ ও ১৫নং প্রশ্নের উত্তর দাও :
সচিবালয়
অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
জাতিসংঘ
আন্তর্জাতিক আদালত
নিরাপত্তা পরিষদ
সাধারণ পরিষদ
[?]

১৪. প্রশ্নবোধক (?) চিহ্নিত স্থানে নিচের কোনটি প্রযোজ্য?
[ক] ইউনিসেফ
[খ] ইউনেস্কো
[গ] অছি পরিষদ
[ঘ] কমনওয়েলথ

১৫. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রাথমিক কাজ হলো-
i. আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করা
ii. নিরাপত্তা বিঘ্নিত হলে ব্যবস্থা নেওয়া
iii. বিশ্ব অশান্তি ও বিশৃঙ্খলা অবস্থা দূর করা

HSC পৌরনীতি ও সুশাসন ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (দিনাজপুর বোর্ড ২০১৯)

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

১৬. কত সালে পলাশীর যুদ্ধ শুরু হয়?
[ক] ১৭৫৬
[খ] ১৭৫৭
[গ] ১৭৬০
[ঘ] ১৭৬৪

১৭. ভারতবর্ষে ‘দ্বিজাতি’ তত্ত্বের প্রবক্তা কে ছিলেন?
[ক] জওহারলাল নেহেরু
[খ] মহাত্মা গান্ধী
[গ] মোহাম্মদ আলী জিন্নাহ
[ঘ] এ কে ফজলুল হক

১৮. ব্রিটিশ শাসনামলে অধিকাংশ মুসলমান জমিদার তাদের জমিদারি হারানোর কারণ হলো-
i. ভূমি রাজস্ব বহুগুণে বৃদ্ধি পাওয়া
ii. ওয়াকফ সম্পত্তি ব্রিটিশদের দখলে নেওয়া
iii. বিপুল পরিমাণ নগদ অর্থ ব্যয় করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

১৯. শহিদ মিনার নির্মাণে বাংলার গৃহবধূদের অবদান রয়েছে। কেননা তাঁরা-
[ক] প্রচুর টাকা-পয়সা দান করেন
[খ] প্রচুর নির্মাণ সামগ্রী দান করেন
[গ] নিজ ব্যবহার্য স্বর্ণাঙ্কার দান করেন
[ঘ] লাল সালু ও মখমল কাপড় দান করেন

নিচের উদ্দীপকটি পড়ে ২০ ও ২১নং প্রশ্নের উত্তর দাও :
স্বামীর সাথে লন্ডনে পাঁচ বছর প্রবাস জীবন কাটিয়ে দেশে এসে মিসেস সানজিদা ‘জনসন’ কোম্পানির কসমেটিক্স ছাড়া অন্য কিছু ব্যবহার করেন না। অতঃপর বাংলাদেশে টেলিভিশনে ‘স্বদেশী পণ্য কিনে হও ধন্য’ সোগানটি দেখে তার মানসিকতা পরিবর্তন হয় এবং তিনি স্কয়ার কোম্পানির কসমেটিক্স ব্যবহার শুরু করেন।

২০. মিসেস সানজিদার দেখা সোগানটি কোন আন্দোলনের সঙ্গে সংগতিপূর্ণ?
[ক] অসহযোগ
[খ] খেলাফত
[গ] স্বদেশী
[ঘ] ফরায়েজি

২১. মিসেস সানজিদার দেশি পণ্য ব্যবহারের সিদ্ধান্তে তার চরিত্রে-
i. বিদেশি পণ্য বর্জনের অভিপ্রায় ব্যক্ত হয়েছে
ii. প্রবল দেশপ্রেম প্রকাশ পেয়েছে
iii. আর্থসামাজিক অগ্রগতির প্রতিফলন ঘটেছে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

২২. সর্বভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়?
[ক] ১৮৫৮
[খ] ১৮৮৫
[গ] ১৮৬১
[ঘ] ১৮৯২

২৩. পাকিস্তানের প্রথম গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন?
[ক] যোগেন্দ্র নাথ মন্ডল
[খ] মোহাম্মদ আলী জিন্নাহ
[গ] তমিল উদ্দিন খান
[ঘ] গোলাম মোহাম্মদ

নিচের উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও :
শমি নামের একটি মেয়ে প্রতি বছর একটি প্রভাতে রায়ের বাজার এলাকায় গিয়ে চোখের জলে ভাসে। ইতিহাস পড়ে সে জানতে পারে যে, একজন খুনি বিজাতীয় শাসক তার সৈন্যদের আদেশ দেয়, কালো কাপড়ে চোখ বেঁধে তার পিতাকে বেয়নেটের আঘাতে দেহ ক্ষত-বিক্ষত করে হত্যা করার জন্য।

২৪. শমির পিতাকে নৃশংসভাবে খুন করার আদেশদানকারী হলো-
[ক] জেনারেল নিয়াজি
[খ] জেনারেল আমির আব্দুলাহ
[গ] জেনারেল ইয়াহিয়া
[ঘ] জেনারেল রাও ফরমান

২৫. এ নৃশংস হত্যাকান্ড সংগঠনের নীলনকশার উদ্দেশ্য ছিল-
i. বাঙালি জাতিকে মেধাশূন্য করা
ii. রাষ্ট্র পরিচালনার কর্ণধার নির্মূল করা
iii. বাঙালি জাতিকে আজ্ঞাবহ রাখা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

২৬. বাংলাদেশে সার্বভৌম আইন প্রণয়নকারী সংস্থা হিসেবে কোনটি বিবেচিত?
[ক] রাষ্ট্রপতির দপ্তর
[খ] প্রধানমন্ত্রীর দপ্তর
[গ] সুপ্রিম কোর্ট
[ঘ] জাতীয় সংসদ

নিচের উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮নং প্রশ্নের উত্তর দাও : 
জনাব শাহীন এমন একজন প্রগতিশীল নেতার অনুসরণ করেন যিনি ছাত্রজীবনে হিন্দু-মুসলিম দাঙ্গা প্রতিরোধে সাহসী ভূমিকা রাখেন এবং পরিণত বয়সে তাঁর আহবানে শাসকের বিরুদ্ধে জনগণ অসহযোগ আন্দোলন শুরু করে। ফলশ্রুতিতে বিশ্বের মানচিত্রে এক নতুন দেশের অভ্যুদয় ঘটে।

২৭. জনাব শাহীনের অনুসরণীয় নেতা হলেন-
[ক] শেরে বাংলা এ কে ফজলুল হক
[খ] হোসেন শহীদ সোহরাওয়ার্দী
[গ] মওলানা আব্দুল হামিদ খান ভাসানী
[ঘ] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

২৮. উদ্দীপকের নেতার রাষ্ট্র দর্শন হলো-
i. আমলাতান্ত্রিক শাসনব্যবস্থা চালু করা
ii. বিরোধী রাজনৈতিক নেতাদের উপেক্ষা কর
iii. আইনকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়া

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

২৯. বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসনের বৈশিষ্ট্য হলো-
i. নির্বাচিত প্রতিনিধিদের শাসন
ii. স্থানীয় জনগণের শাসন
iii. সরকারি কর্মচারীদের শাসন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৩০. সর্বজনীন ভোটাধিকার প্রয়োগের জন্য একজন নাগরিকের বয়স কত হতে হয়?
[ক] ১৮
[খ] ২৫
[গ] ৩০
[ঘ] ৩৫

উত্তরমালা: ১ [ঘ] ২ [গ] ৩ [ঘ] ৪ [ক] ৫ [গ] ৬ [ক] ৭ [গ] ৮ [খ] ৯ [গ] ১০ [খ] ১১ [ঘ] ১২ [গ] ১৩ [গ] ১৪ [গ] ১৫ [খ] ১৬ [খ] ১৭ [গ] ১৮ [ক] ১৯ [গ] ২০ [গ] ২১ [ঘ] ২২ [খ] ২৩ [ক] ২৪ [ঘ] ২৫ [গ] ২৬ [ঘ] ২৭ [ঘ] ২৮ [গ] ২৯ [ক] ৩০ [ক]

Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide