HSC পৌরনীতি ও সুশাসন ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর কুমিলা বোর্ড pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Civics and Good Governance 2nd Paper mcq question and answer pdf download.

কুমিলা বোর্ড
পৌরনীতি ও সুশাসন
২য় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: [২৭০]

সময়: ৩০ মিনিট               পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Civics and Good Governance 2nd Paper
Board Question Solution
MCQ
Question and Answer pdf download

১. ১৮৮৫ সালে কোন রাজনৈতিক সংগঠনটি গড়ে ওঠে?
[ক] কংগ্রেস
[খ] মুসলিম লীগ
[গ] কৃষক প্রজা দল
[ঘ] স্বরাজ দল

২. ১৯৫৪ সালের নির্বাচনে কোন দল জয়লাভ করে?
[ক] মুসলিম লীগ
[খ] যুক্তফ্রন্ট
[গ] কমিউনিস্ট পার্টি
[ঘ] কংগ্রেস

৩. ফরায়েজি আন্দোলনের লক্ষ্য কী ছিল?
[ক] ইসলাম ধর্ম প্রচার
[খ] প্রচলিত কুসংস্কার দূর
[গ] মুসলিম ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি
[ঘ] মুসলমানদের অর্থনৈতিক মুক্তি

৪. ১৯৪০ সালের সংঘটিত ঘটনা কোনটি?
[ক] দ্বিজাতি তত্ত্ব
[খ] বেঙ্গল প্যাক্ট
[গ] লাহোর প্রস্তাব
[ঘ] লক্ষ্ণৌ চুক্তি

নিচের উদ্দীপকটি পড়ে ৫ ও ৬নং প্রশ্নের উত্তর দাও :
জনাব জহির উদ্দীন একজন ধার্মিক ও সংস্কারমূলক মানসিকতাসম্পন্ন ব্যক্তি। তিনি এমন একটি সমাজের কল্পনা করেন, যেখানে মানুষ কুসংস্কারমুক্ত হয়ে ধর্মের অবশ্য পালনীয় ফরজ কাজগুলো করবে। এ বিষয়ে জনগণকে সচেতন করার জন্য তিনি আন্দোলন শুরু করেন।

৫. উদ্দীপকে বর্ণিত জনাব জহির উদ্দীনের আন্দোলনের সাথে কোন আন্দোলনের মিল রয়েছে?
[ক] সিপাহি বিদ্রোহ
[খ] ফকির সন্ন্যাসীদের বিদ্রোহ
[গ] অসহযোগ আন্দোলন
[ঘ] ফরায়েজি আন্দোলন

৬. উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ আন্দোলনটি-
i. ব্রিটিশ ভারতে প্রথম রাজনৈতিক আন্দোলন
ii. ধর্মীয় সংস্কারমূলক আন্দোলন
iii. খিলাফত আন্দোলনের সূচনা

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
[ঘ] i ও ii

৭. ‘মোহামেডান লিটারেরি সোসাইটি’ গঠন করেন কে?
[ক] নবাব আবদুল লতিফ
[খ] সৈয়দ আমীর আলী
[গ] নবাব স্যার সলিমুল্লাহ
[ঘ] শেরে বাংলা এ. কে. ফজলুল হক

৮. বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সদস্যসংখ্যা কত ছিল?
[ক] ৩০
[খ] ৩১
[গ] ৩৪
[ঘ] ৩৫

৯. কোন সংস্থার নির্বাচনে তিন শ্রেণিতে ১৩ জন প্রার্থী নির্বাচিত হন?
[ক] ইউনিয়ন পরিষদ
[খ] পৌরসভা
[গ] উপজেলা পরিষদ
[ঘ] জেলা পরিষদ

১০. সার্কের সর্বশেষ সদস্যরাষ্ট্র কোনটি?
[ক] পাকিস্তান
[খ] মালদ্বীপ
[গ] নেপাল
[ঘ] আফগানিস্তান

নিচের উদ্দীপকটি পড়ে ১১ ও ১২নং প্রশ্নের উত্তর দাও :
 ১৯৭১ সালের উত্তাল দিনগুলোতে তরুণ রফিক পূর্ব পাকিস্তানের স্বাধীনতার স্বপ্ন দেখেছিল। একজন মহান নেতার ভাষণ তাকে অনুপ্রেরণা যুগিয়েছে মুক্তিযুদ্ধে যোগ দিতে। আজ সে ভাষণ বিশ্ব ঐতিহ্যের অংশ।

১১. উদ্দীপকের রফিক কার ভাষণ দ্বারা অনুপ্রাণিত হয়েছিল?
[ক] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
[খ] সৈয়দ নজরুল ইসলাম
[গ] তাজউদ্দীন আহমদ
[ঘ] এ. এইচ. এম কামারুজ্জামান

১২. উক্ত ভাষণ-
i. জনগণকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণে উদ্বুদ্ধ করেছিল
ii. জনগণকে ঐক্যবদ্ধ ও সচেতন করেছিল
iii. বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ভাষণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৩. ‘বেঙ্গল প্যাক্ট’ সম্পাদিত হয় কোন সালে?
[ক] ১৯১৪
[খ] ১৯১৬
[গ] ১৯১৯
[ঘ] ১৯২৩

১৪. পাকিস্তানে প্রথম সামরিক শাসন কে জারি করেন?
[ক] ইস্কান্দার মির্জা
[খ] আইয়ুব খান
[গ] ইয়াহিয়া খান
[ঘ] জুলফিকার আলী ভুট্টো

১৫. বাংলাদেশের পার্বত্য জেলা কয়টি?
[ক] ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

১৬. সংবিধানের দ্বাদশ সংশোধনী আইনে কোন পদের বিলুপ্তি ঘটে?
[ক] রাষ্ট্রপতি
[খ] উপ-রাষ্ট্রপতি
[গ] প্রধান উপদেষ্টা
[ঘ] উপমন্ত্রী

HSC পৌরনীতি ও সুশাসন ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (কুমিলা বোর্ড ২০১৯)

নিচের উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮নং প্রশ্নের উত্তর দাও :
‘ক’ রাষ্ট্র মুক্তিসংগ্রামের মাধ্যমে স্বাধীনতা লাভ করে। তারা স্বাধীনতা লাভের পর সংবিধান প্রণয়নের জন্য একটি ‘কর্তৃপক্ষ’ গঠন করে। এ কর্তৃপক্ষ দীর্ঘ আলোচনা পর্যালোচনার শেষে একটি খসড়া সংবিধান প্রস্তুত করে।

১৭. উদ্দীপকের আলোকে বাংলাদেশের সংবিধান প্রণয়নে গঠিত ‘কর্তৃপক্ষ’ কোনটি?
[ক] রাষ্ট্রপতি
[খ] আইন বিভাগ
[গ] বিচার বিভাগ
[ঘ] গণপরিষদ

১৮. উদ্দীপকে উল্লিখিত কর্তৃপক্ষের কর্মকান্ডের ফলে-
i. জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটে
ii. মৌলিক অধিকার প্রাপ্তি নিশ্চিত হয়
iii. গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

১৯. জাতীয় সংসদের সভাপতি কে?
[ক] রাষ্ট্রপতি
[খ] প্রধানমন্ত্রী
[গ] স্পিকার
[ঘ] প্রধান বিচারপতি

২০. মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কে নিয়োগ করেন?
[ক] রাষ্ট্রপতি
[খ] প্রধানমন্ত্রী
[গ] স্পিকার
[ঘ] অর্থমন্ত্রী

২১. জনপ্রতিনিধিত্বের সৃষ্টি হয় কিসের মাধ্যমে?
[ক] নির্বাচন
[খ] সভাসমিতি
[গ] জনমত
[ঘ] গণমাধ্যম

২২. কোনটি স্থানীয় সরকারের সংগঠন?
[ক] ইউনিয়ন পরিষদ
[খ] পৌরসভা
[গ] সিটি কর্পোরেশন
[ঘ] জেলা প্রশাসন

নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪নং প্রশ্নের উত্তর দাও :
মোতালেব শেখ বেঁচে থাকার মাধ্যম হিসেবে ভিক্ষাবৃত্তিকে গ্রহণ করেছেন। এই বছর নদীর ভাঙনে তার ঘরবাড়ি, গাছপালা ও জমির ফসল সবই নদীর মধ্যে বিলীন হয়ে গেছে। আজ সে নিঃস্ব ভবঘুরে।

২৩. মোতালেব শেখ কোন ধরনের প্রতিবন্ধী?
[ক] সামাজিক
[খ] শারীরিক
[গ] মানসিক
[ঘ] অর্থনৈতিক

২৪. উদ্দীপকে উল্লিখিত নাগরিক সমস্যার প্রভাবে-
i. পরিবার ও সমাজ তাকে বোঝা মনে করবে
ii. সে সর্বদাই বিষণড়বতায় ভূগবে
iii. আত্মকর্মসংস্থানের ব্যবস্থা হবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৫. ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত?
[ক] ব্রাসেলস
[খ] রোম
[গ] লন্ডন
[ঘ] জাকার্তা

২৬. মুজিবনগর সরকার গঠন করা হয় ১৯৭১ সালের এপ্রিল মাসের কোন তারিখে?
[ক] ১০
[খ] ১৩
[গ] ১৭
[ঘ] ২০

২৭. কত সালের আইনের মাধ্যমে ব্রিটিশ-ভারতে দ্বৈত শাসনব্যবস্থা প্রবর্তন করা হয়?
[ক] ১৮৯২
[খ] ১৯০৯
[গ] ১৯১৯
[ঘ] ১৯৩৫

২৮. ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন পায়?
[ক] ১৬২
[খ] ১৬৫
[গ] ১৬৭
[ঘ] ১৬৯

২৯. প্রজাতন্ত্রের পক্ষে জটিল আইনের ব্যাখ্যা
দান/মতামত প্রকাশ করেন কে?
[ক] প্রধানমন্ত্রী
[খ] আইনমন্ত্রী
[গ] অ্যাটর্নি জেনারেল
[ঘ] নির্বাচন কমিশনার

৩০. ইভটিজিং-এর কারণ-
i. সুশিক্ষার অভাব
ii. অপসংস্কৃতির প্রভাব
iii. মূল্যবোধের পরিবর্তন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

উত্তরমালা: ১ [ক] ২ [খ] ৩ [খ] ৪ [গ] ৫ [ঘ] ৬ [খ] ৭ [ক] ৮ [গ] ৯ [ক] ১০ [ঘ] ১১ [ক] ১২ [ঘ] ১৩ [ঘ] ১৪ [ক] ১৫ [খ] ১৬ [খ] ১৭ [ঘ] ১৮ [ঘ] ১৯ [গ] ২০ [ক] ২১ [ক] ২২ [ক] ২৩ [ঘ] ২৪ [ক] ২৫ [ক] ২৬ [ক] ২৭ [গ] ২৮ [গ] ২৯ [গ] ৩০ [ঘ]

Share:

0 Comments:

Post a Comment